|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
ভাটের উত্তর বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র ভূপ মৈঁ তিহারি ভট্ট কাঞ্চিপুর জায়কে। ভূপকো সমাজ মাঝ রাজপুত্র পায়কে॥ হাত জোরি পত্র দীহ্ন শীষ ভূমি নায়কে। রাজপুত্রিকী কথা বিশেষ মৈঁ শুনায়কে॥ রাজপুত্র পত্র বাঁচি পূছি ভেদ ভায়কে। এক মে হজার লাখ মৈঁ কহা বনায়কে॥ বূঝকে সুপাত্র রাজপুত্র চিত্ত লায়কে। আয়নে ভয়া মহাবিয়োগিচিত্ত ধায়কে॥ বাপ মা মহাবিয়োগী দেখনে ন পায়কে। শোচি শোচি পাঁচ মাহ মৈঁ তঁহ গমায়কে। আগুহী কহাহুঁ বাত বর্দ্ধমান আয়কে॥ য়্যাদ নাহি হৈ মহীপ মৈঁ গয়া জনায়কে। পূছহূ দিবানজীসো বখসিকে মঙ্গায়কে॥ বূঝ কে কহে মহীপ ভট্টকো মনায়কে। চোর কৌন হৈ তু চিহ্ন দেখ দেখ যায়কে॥ ভূপকে নিদেশ পায় গঙ্গ যায় ধায়কে। চোরকো বিলোকি চিহ্ন শাষ ভূমি নায়কে॥ বেগমে কথা মহীপ পাশ ভট্ট আয়কে। সোহি এহি হৈ কুমার কাঞ্চিরাজরায়কে॥ ভগ হৈ তিহারি ভূপ আপ এহি আয়কে। বাসমে রহা তিহারি পুত্রিকো বিহায়কে॥ চোরকো মশান মে কহা দিও পঠায়কে। ভাগ মানি আপ যায় লায়হূ মনায়কে॥ ভট্টকো কহে মহীপ চিত্তমোদ লায়কে। লায়নে চলে মশান ভারতী বনায়কে॥ **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |