কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা
|
লোকটাকে
কী অসহায়তা কী করুণ অসহায়তা
জল পড়ে না এমন চক্ষুদ্বয় এমন বিরক্তিকর চক্ষুদ্বয় নিয়ে লোকটা
ছুটছে আর হাঁফাচ্ছে
মনে তো হচ্ছে না জ্যোত্স্না নিয়ে লোকটার খুব একটা মাথাব্যথা আছে
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
তাপমাত্রা
কবি ভাস্কর চক্রবর্তী
দু-একটা শব্দ নিয়ে সময়গুলো বেশ চেনা যায়। যেমন, ডানা।
তবু কোনোদিন
কবি ভাস্কর চক্রবর্তী
জামা দিয়েছিল আলাদীন
ভাষা দিয়েছিল প্রেমিকারা
আশাবরী কবি ভাস্কর চক্রবর্তী
আমের পাতলাগুলো দু’হাতে ছুঁয়ে দেখি মনে কি পড়ে কিছু, মনেও পড়ে না--- ওই যে ছেলেবেলা ওই যে দেখা যায় ওখানে কিছু নেই ? বলুন তাহ’লে কীভাবে দিন যাবে কীভাবে রাত যাবে
|
ভাসমান অন্ধকারে
কবি ভাস্কর চক্রবর্তী
ফিরছিলাম যখন সরু গলিতে অন্ধকার তখন জাঁকিয়ে বসেছে।
আমি ভাবছিলাম সব মুখই তো এখনও মুখোশ হয়ে যায়নি
লোকটা
কবি ভাস্কর চক্রবর্তী
পৃথিবীর যে-জায়গাটায় জ্যোত্স্না পড়েছিল আমি দেখছিলাম দূর থেকে
আমি দেখছিলাম দূর থেকে
পৃথিবীর যে-জায়গাটায় লোকটা দাঁড়িয়েছিল ঘুটঘুটে একটা শহর
২৪ ঘন্টা অন্তর দাড়ি কামানো