খোকার প্রশ্ন কবি শ্রী বিভাবতী সেন শ্রীপ্রিয়দর্শী সম্পাদিত, দক্ষভারতী দ্বারা প্রকাশিত, “ছন্দে ছন্দে” শিশুদের ছড়ার বই থেকে নেওয়া।
আচ্ছা মাগো, বল দেখি . রাত্রি কেন কালো ? সূয্যিমামা কোথা থেকে . পেলেন এমন আলো ? ফুলগুলো সব নানান রঙের . কেমন করে হয় ? পাতাগুলো সবুজ কেন ? . ফুলের মত নয় ? চিনি কেন মিষ্টি এত ? . তেঁতুল কেন টক ? কোকিল কেন কালো এমন . ফর্সা কেন বক ?
দুধ কোন মা এমন সাদা, . মরিচ কেন ঝাল ? আমগুলো সব পাকলে পরে . কেন মা হয় লাল ? পশু পাখি কয় না কথা, . মানুষ কেন কয় ? বল বল এসব মাগো . কেমন করে হয় ? মা হেসে কন, সোনার খোকা, . আছেন ভগবান, যা কিছু সব তিনিই করেন, . সবই তাঁহার দান! . ************************* . সূচিতে . . .