কবি বিভাবতী সেন-এর কবিতা
*
হাসিছে বিশাল ধরা জ্যোছনা মাখিয়া
কবি শ্রী বিভাবতী সেন

হাসিছে বিশাল ধরা জ্যোছনা মাখিয়া
.        নক্ষত্র হাসিয়া কোলে
.        হেথা হোথা পড়ে ঢলে,
চাঁদিমা অম্বর কোল আছে উজলিয়া।
.        খদ্যোত জ্বালিয়া পাখা,
.        অদূরে দিতেছে দেখা,
নীরব মধুর বায় যেতেছে বহিয়া।
.        তমাল বকুল গাছে,
.        ডাকিতেছে মাঝে মাঝে,
সুমধুর রব তুলি চন্দন পাপিয়া।
.        কাননে কুসুম চয়,
.        হেসে হেসে সারা হয়,
রজত নিহার কণা বদনে শোভিয়া।
.        প্রকৃতি আপনা ভুলে,
.        হাসিছে হৃদয় খুলে,
এমনি সুখেতে কে যে আঁখি নিমীলিয়া।
.        কে জানে সহস্র হাসি,
.        কোথা কার গে’ছে ভাসি,
সে যায় কোথায় আজি প্রকৃতি ভুলিয়া।
.        প্রফুল্লে জগত মাখা,
.        হাসিটি রয়েছে আঁকা,
এ হাসি কেমনে সে যে গেল পাশরিয়া।

.        *************************        
.                                                                            
সূচিতে . . .    



মিলনসাগর       
*
খোকার প্রশ্ন
কবি শ্রী বিভাবতী সেন
শ্রীপ্রিয়দর্শী সম্পাদিত, দক্ষভারতী দ্বারা প্রকাশিত, “ছন্দে ছন্দে” শিশুদের ছড়ার বই থেকে
নেওয়া।

আচ্ছা মাগো, বল দেখি
.        রাত্রি কেন কালো ?
সূয্যিমামা কোথা থেকে
.        পেলেন এমন আলো ?
ফুলগুলো সব নানান রঙের
.        কেমন করে হয় ?
পাতাগুলো সবুজ কেন ?
.        ফুলের মত নয় ?
চিনি কেন মিষ্টি এত ?
.        তেঁতুল কেন টক ?
কোকিল কেন কালো এমন
.        ফর্সা কেন বক ?

দুধ কোন মা এমন সাদা,
.        মরিচ কেন ঝাল ?
আমগুলো সব পাকলে পরে
.        কেন মা হয় লাল ?
পশু পাখি কয় না কথা,
.        মানুষ কেন কয় ?
বল বল এসব মাগো
.        কেমন করে হয় ?
মা হেসে কন, সোনার খোকা,
.        আছেন ভগবান,
যা কিছু সব তিনিই করেন,
.        সবই তাঁহার দান!

.        *************************        
.                                                                            
সূচিতে . . .    



মিলনসাগর