কবি শ্রী বিভাবতী সেন  – তাঁর কাব্যগ্রন্থ কনক-কুসুম প্রকাশিত হয় ১৯০২ সালে। তাঁর সম্বন্ধে এর
চেয়ে বেশী আর কোনো তথ্য আমাদের কাছে নেই।

এখানে আমরা শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত রচিত বঙ্গের মহিলা কবি গন্থটি থেকে কবির একটি কবিতা
বা কবিতার অংশ তুলে দিলাম, যতটুকু পেয়েছি
এবং ছন্দ ছড়া নামক ছোটদের ছড়ার বই থেকে একটি
ছড়া


আমরা
মিলনসাগরে  কবি বিভাবতী সেন-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স --- শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত, বঙ্গের মহিলা কবি, ১৩৩৭ বঙ্গাব্দ (১৯৩০খৃষ্টাব্দ)।    


কবি বিভাবতী সেন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ০১.১১.২০১৪
পরিবর্ধিত সংস্করণ - ০৯.০১.২০১৬

...