কবি বিধুমুখী রায়-এর কবিতা
*
পতি সেবা পূর্বে ছিল নারীর করম,
পতিপদ পূজা ছিল পরম ধরম।
. . . . .
পতিব্রতা আখ্যা এবে হ’ল পুরুষের।
রমণী হলেন রানী কলির সিংহাসনে
কোটালী করেন কৃষ্ণ কলির বৃন্দাবনে।
ধন্য ধন্য কলিকাল মহিমা তোমার,
রত্নগর্ভে কাঁচ ফলে কত কব আর।
রত্ন গর্ভা ভারত তুমি রত্ন প্রসবিনী,
কোথায় সে সব রত্ন তোমার জননী।

.        *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
কলি কাল
কবি বিধুমুখী রায়

কলিকালে বলিহারি কি বলিব হায়,
কালে কালে কত হবে কে রলিবে তায়।