কবি বিধুমুখী রায় – তিনি কুন্তলীন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বারীদ বরণ ঘোষের “কুন্তলীন..” গল্প
শতক থেকে পাওয়া। রচনাকাল উনিশ শতকের শেষ থেকে বিংশ শতকের শুরু।
সেই সময়কার “কুন্তলীন” তেল প্রস্তুতকারক দ্বারা আয়োজিত কবিতা প্রতিযোগিতা। আজ থেকে ১৩০ বছর
আগের বাংলায়, বিজ্ঞাপনের একটি ধারা আমাদের সামনে উন্মোচিত হয়, যা মহিলা কবিদের উত্সাহিত
করতে পেরেছিল কবিতা রচনায়। এই পুরস্কারের প্রদেয় অর্থ ছিল পাঁচ টাকা যা সেই সময়ে মোটেই
কম ছিল না।
আমরা মিলনসাগরে বিধুমুখী রায়-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
উত্স --- নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।
কবি হরকুমারী সেন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ২২.১০.২০১৪
...