রোজ নামচা বিদিশা করীম ( এই কবিতাটি "প্রগতি" পত্রিকার ঈদ সংখ্যা, চুয়াল্লিশ বর্ষ, ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল | এটিই কবি বিদিশা করীম-এর ৭ বছর বয়সে লেখা, প্রথম প্রকাশিত কবিতা )
আন্টি যখন পড়াতে আসে . আমি থাকি ঘুমিয়ে, মা আমায় ডেকে তোলেন . দুচার কথা শুনিয়ে | আন্টি যখন বসে থাকে . আমি খাই চা, কী ভাবে যে রেহাই পাব . ভাবছি মনে তা | আন্টি যখন পড়তে বলে . আমি করি খেলা , পড়ায় যে হায় মন বসে না . তাই করি অবহেলা |
. আন্টি যখন চলে যায় . আমি স্নান করি, . স্নান সেরে খাবার খেয়ে . স্কুল ড্রেস পরি | . এরপর দাদুর সাথে . রওনা দিই স্কুলে | . দাদু আমায় নিয়ে যায় . তার ভাঙা সাইকেলে |
মায়ের সঙ্গে বাড়ী ফিরে . আবার করি খেলা, আমার ঘরে হরেক রকম . খেলনা আছে মেলা | মা আদর করে প্রায় বলে . বিদিশা তুমি পড়, ভালো করে পড়লে একদিন . তুমি হবে অনেক বড় |
. সন্ধ্যার পর দাদুর কাছে . পড়তে আমি বসি | . পড়াতো হয় অষ্টরম্ভা . বেশী দেখি টিভি |
রাত দশটায় খাবার খেয়ে . ঘুমিয়ে আমি পড়ি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি . শিয়রে মা দাঁড়িয়ে হাতে নিয়ে ছড়ি |
এমনি করে আমার . সারাটা দিবস কাটে, . আনমনে কভু চেয়ে থাকি . গাঁয়ের শ্যামল মাঠে ||
আনন্দ বিদিশা করীম ( এই কবিতাটি "প্রগতি" পত্রিকার ঈদ সংখ্যা, ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল )
আনন্দ আমার সারা জীবনের সাথী আনন্দ গাছে গাছে উড়ে বেড়ায় | যে আনন্দ রয়েছে শিশুর কোলে সে আনন্দ বয়ে যাচ্ছে শিশুর খেলায়, কিন্তু আনন্দকে কেউ কিনে নিতে পারে না---- ডাকাত চোর এদের কাছে নেই কোনো আনন্দ | এই দুঃখ ভেঙে দেবে কান্না দুঃখকে দুঃখী জনের সবার শ্রেষ্ঠ হল সানন্দ শুধু সানন্দ, আমার কাছে আনন্দ বিক্রি আছে----- আমি আনন্দেরই ফেরিওয়ালা | ঐ গরুটিরও আনন্দ আছে --- ওই গাছটির কাছে | আমরা সবাই আনন্দকে কাছে টানবো, দুঃখ কান্নাকে দুহাত দিয়ে সরিয়ে | আমার কাছে আনন্দ বিক্রি আছে আমি আনন্দেরই ফেরিওয়ালা |
ঈদের খুশি বিদিশা করীম ( এই কবিতাটি "প্রগতি" পত্রিকার ঈদ সংখ্যা, ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল )
. ১
ঈদের হাওয়া চলে এল . আর কত দেরী, একটা করে দিন পার হয়ে যায় . পার হয়ে যায় নিশি |
রাতের পর দিন আসবে . আসে খুশীর ঈদ, যেথায় যাব, বলবে সবাই . ঈদ মুবারক ঈদ ||
. ২
ঈদের আগে আসে এক রাত . যার নাম চাঁদরা | চাঁদ রাতে সবাই খুশী . নাচবো সবাই নাচ | আর ঈদের দিনে সালাম করে . পাতো নরম হাত, ঈদ সেলামী না আদায় হলে . মুঠবো না আর হাত | এমনি করে কাটাবো . আমরা সারাদিন, খাওয়া দাওয়া হৈ হুল্লোড় . নাচবো তা ধিন ধিন ||
. ৩
হিন্দু, মুসলমান, শিখ মিলে . করো কোলাকুলি, মনের মধ্যে থাকবে না কোন . দ্বন্দ্ব দলাদলি | হিন্দু ও মুসলমানের থাক্ . সুখের সম্পর্ক, এক বৃন্তে দুটি কুসুম . হোক মিলনের ধর্ম ||