. শেষের সেদিন . বিদিশা করীম ( এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল, রচনাকাল ২০১১ )
. দিনটি হবে ২২শে ডিসেম্বর ২০১২ . কনকনে ঠান্ডা ! . এক নিমেষের মধ্যে . ওলট পালট হবে ভুবন . কী হবে তখন ? . কী হবে যখন--- . পাল্টে যাবে সব কিছু এই সুন্দরময় পৃথিবীটা শেষ হয়ে যাবে এক লহমায় ফুটবলার মেসি এত কষ্ট করে খেলে . রোদে পুড়ে---- . রাত জেগে এত কোটি কোটি টাকা পায় মাত্র একটি গোলের জন্যে . কী হবে তার আর্জেন্টিনার . কী হবে আমার জন্মভূমির উত্তরের এভারেষ্ট হেলে পড়বে ভারতের দিকে দক্ষিণের ভারত মহাসাগরের জল টেনে নিয়ে যাবে . কোটি কোটি জীবন . কি হবে তখন ? . নয়ন ভরে ওঠে অশ্রুতে . যখন ভাবি ওই ভয়াবহ দিনটির কথা, . যেদিন এই পৃথিবীটা একা . ভয়াল ধ্বংসস্তুপে পরিণত হবে | . আমি তাই চাই . শুধু চাই . মন প্রাণ দিয়ে চাই----- ওই ভয়ঙ্কর দিন আমাদের কাছে না আসুক . আর যদি এমন হয় . আর কয়েক দিনইতো আছে . আমাদের কাছে---- . মিলেমিশে থাকার জন্য . হানাহানির পথে না গিয়ে . এস আমরা ---- . ঐক্যের পথ ধরি, . সত্যের পথে চলি, . যত দিন পৃথিবী আছে এই পৃথিবীর বুক থেকে সাম্য, আনন্দ, সুখ নিংড়ে নিই |
. স্বপ্নের খেলাঘর . বিদিশা করীম ( এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল, রচনাকাল ৪.৯.২০১১ )
. জীবন মানে স্বপ্ন দেখা . জীবন মানে এগিয়ে চলা . জীবন মানে বাঁধন ছাড়া . জীবন মানে রঙের মেলা কিন্তু পড়াশুনা এই জীবনটাকে বানিয়েছে রেস পড়াশুনা এই জীবনটাকে করেছে যন্ত্র মানব আমাদের এই ছোট্ট মস্তিষ্কে আর কী কী ঢোকাব বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক, ভূগোল আরও কত সব কমপিউটর, গেমস্ , ইনটারনেট ঠেসে ঠেসে কত ভরাব . কীভাবে রেহাই পাব . কীভাবে স্বপ্ন দেখব . কীভাবে এগিয়ে চলব
. আমি চাই খেলতে . বাস্কেটবল খেলতে . বাস্কেটবলার হতে কিন্তু মনের কোণে উঁকি মারছে . অন্য এক ছবির . সি.বি.আই. অফিসার কিন্তু তার জন্য তো পড়তে হবে . কী করব . কী করব আমি . পড়তে ইচ্ছা করে না . একদমই ইচ্ছা করে না ইচ্ছা করে সেটাই পড়তে . যেটা আমার করবে ইচ্ছাপূরণ . যখন দেখি দিদি ফেসবুকে আছে . তখন ভাবি আমিও করব কিন্তু হায়রে তার জন্য তো আবার ইংলিশ জানতে হবে . এত যন্ত্রণার মধ্যে আবার সংস্কৃত . নরঃ, নরঃ, নরাঃ, ফলম, ফলে, ফলানি উফ, পারিনা মুখস্ত করতে, . একবার যদি শিক্ষা মন্ত্রীকে পাইনা প্রশ্ন করব . তাঁর দিদার বাবা জন্মেছিলেন কবে? . আট আঠারো কত হয়? . "মানুষের দ্বারা" - একে সংস্কৃততে বলে কী? . দেখি উত্তর দিতে পারে কী?
. জানি শুরুর শেষ আছে, . আর জন্মের মৃত্যু আছে | . সৃষ্টির ধ্বংস আছে, . ওই দিন আসবে কাছে . দূরে আছে . কিন্তু আসবে . আসতেই হবে-- . না হলে শেষ হবে কবে ?
নাসা বলেছিল পৃথিবী শেষ হবে . ২০১২-এর ২২ শে ডিসেম্বর . সেটা অতীত, নতুন বিজ্ঞানে নাসা বলেছে শেষ হবে পৃথিবী . ২০৪০-এর ৫ই ফেব্রুয়ারী . এটা সত্য এটাই ভবিতব্য | জানি তখন খেলবে না আজকের সোনার বুট ধারণকারী . ফুটবলার মেসি | জানি তখন থাকবে না আজকের বিশ্ব চাম্পিয়ন ভারতের . ধোনী গম্ভীরের বাহিনী | জানি তখন মনে রাখবে না কেউ নাসার ২০১২-এর . ভুল কাহিনী | এক অজানা, অদেখা, অচেনা নক্ষত্র এসে . শেষ করে দেবে স্বপ্ন দিয়ে সাজানো নানান স্মৃতি দিয়ে জড়ানো . গ্রহের রাণী পৃথিবীকে--- পৃথিবী ধ্বংসের পর, নিঃশেষ হবে সবকিছু ||
তারপর, তাপ বিকিরণ করতে করতে তৈরী হবে কোনো এক . নতুন পৃথিবীর সেই পৃথিবী যেখানে কোনো প্রাণের সন্ধান মেলে না, . হয়তো জনমানবহীন পৃথিবীতে . জন্ম নেবে এক নতুন প্রাণের স্পন্দন,
. একটি ছোটো ঘাস . ঘাস মানে অক্সিজেন . অক্সিজেন মানে জল . আর জল মানেই জীবন---- আবার সৃষ্টি হবে নতুন এক পৃথিবীর আবার ভরে উঠবে সবুজের ধরণী আবার সেই পৃথিবী নিয়ে আসবে নতুন স্বপ্ন আর ধ্বংস স্তুপের মধ্যে সৃষ্টি হবে নতুন নতুন রত্ন হয়তো তখন আমরা থাকবো না | হয়তো অফুরন্ত নতুন নীল সাগরের জলে তৃপ্ত হবে ধরা হয়তো তখন নতুন হবে সূর্যের আলোর কিরণ-- আশা করি মানুষের মধ্যে সর্বদাই থাকবে এমনই মিলন আবার রঙিন হয়ে উঠবে নবীন পৃথিবী আবার রাত হবে অন্ধকার, সকাল সোনালী একটু একটু করে আবার মানব জাতির বিকাশ ঘটবে একটু একটু করে আবার প়ৃথিবী ধ্বংসের দিকে এগোবে ||
গম্ভীর তুমি ফাটিয়ে দিলে ধোনীকে করলে কাত, হ্যাটট্রিক না করতে পেরে চেন্নাই-এর মাথায় হাত | কোটি টাকার যজ্ঞ করেও শ্রীনিবাসনের হার্টফেল, শাহরুখ তুমি দেখিয়ে দিলে জবরদস্ত খেল | অন্তরালে থেকেও বিসলা তুমি ফাইনালে করলে মাত গম্ভীর আউট হলেও ক্যালিস দিল তোমার সাথ, বিসলার পিঠ চাপড়ে ক্যালিস বলল যখন “COOL” দুজনের জুটিতে ধোনী বনে গেল “FOOL” নারিনের ভয়ে চেন্নাই কিউরেটর কেটে ফেলল ঘাস, নাইটদের চার ছক্কায় চেন্নাই-এর হল সর্বনাশ | চাপের মুখে মনোজ যখন মেরে দিল চার সারা বাংলা বলে উঠল জয় জয় কে কে আর | জয়ের জ্বরেতে কাঁপল তখন শহর কোলকাতা যখন নাইটের সত্যি হল স্বপ্নের বাস্তবতা ||