কবি বিদিশা করীম  - এর জন্ম কলকাতায় | পিতা সেখ মহম্মদ রেজাউল করীম | মাতা রেনুজা
খাতুন | তার আরেকটি পরিচয় আছে | বিদিশা, সুদীর্ঘ ৫০ বছর ধরে প্রকাশিত হয়ে আসা ম্যাগাজিন “প্রগতি”
-র সম্পাদক জনাব সেখ মহম্মদ আলীর নাতনী | কবি বর্তমানে আলীপুরের বহুমুখী রাষ্ট্রীয়  বালিকা
বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী |

কবিতা লেখা শুরু হয় আরও অনেক আগে থেকেই | ২০০৫ সালের প্রগতী-র ঈদ সংখ্যায় তার কবিতা
প্রথমবার ছেপে বার হয় | তখন তার বয়স মাত্র ৭ বছর | ঠাকুরদা সম্পাদক বলে তার কবিতা
ছাপা হয়েছিল তা মোটেই নয়! তার কবিতা যোগ্যতা বিচারেই নিজে স্থান পেয়েছিল প্রগতী-তে | আমরা সেই
কবিতাটিও এখানে তুলে দিচ্ছি |

তার কবিতার বিষয় আমাদের আরও অবাক করে | সাধারণ বিষয় ছাড়াও তার চিন্তা ভাবনা তার বয়সের
থেকে অনেক বেশী এগিয়ে তা তার কবিতা পড়লেই বোঝা যায় |

কিন্তু বিদিশা তো মাত্র সপ্তম শ্রেণীর একজন ছাত্রী! তাই তার সম্বন্ধে কিছু কথা জানাতে গিয়ে সে আমাদের
জানিয়েছে তার সব পছন্দের বিষয়গুলি! প্রথমে ভেবেছিলাম দরকার নেই, এটা তো শুধু কবিতার জায়গা!
কিন্তু পরে আমরা ভেবে দেখলাম যে আমরা যদি এই ছোট ছোট পছন্দের দিকগুলি এখানে না তুলে দিই,
তাহলে এই ছোট্ট মেয়েটির প্রতি ঘোর অবিচার করা হবে | তাই  তার . . . .  

শখ - কমপিউটরে কাজ করা |  
লক্ষ্য - গোয়েন্দা অফিসার হওয়া |
প্রিয় বিষয় - জীবন বিজ্ঞান |
প্রিয় বই - সত্যজিত রায়ের ফেলুদা এবং স্যার আর্থার কোনান ডয়ালের শার্লক হোমস্ |
প্রিয় বন্ধু - শ্রাবণী, রূপসা |
প্রিয় খেলোয়াড় - লিওনেল আনড্রেস মেসি (ভীষণ প্রিয়), গৌতম গম্ভীর |
প্রিয় রঙ - হালকা গোলাপী |
প্রিয় নায়ক - দেব, রণবীর কাপুর, শাহরুখ খান |
প্রিয় নায়িকা - শুভশ্রী, ক্যাট্রিনা ক্যাফ |
প্রিয় গায়ক - নচিকেতা, মাইকেল জ্যাকসন |
প্রিয় গায়িকা - শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর |
প্রিয় শহর - কোলকাতা |
প্রিয় দেশ - ভারত, আমেরিকা |
প্রিয় খাবার - মোগলাই |
প্রিয় ফুল - গোলাপ |
প্রিয় ফল - লিচু |
প্রিয় পাখী - কাকাতুয়া |
প্রিয় পশু - বিড়াল, খরগোশ |  

আমরা তাঁর অভিভাবকদের কাছে কৃতজ্ঞ এই জন্য যে তাঁরা বিদিশার কয়েকটি অপ্রকাশিত কবিতাও
আমাদের সাইটে তোলার অনুমতি দিয়েছেন | আমরা ভীষণ আনন্দিত বিদিশার কবিতা আমাদের সাইটে
তুলতে পেরে | আশা রাখি যে কবি বিদিশা করীম, ভবিষ্যতে বাংলা সাহিত্যে তার জায়গা করে নেবে |


এই ওয়েব সাইটে কবি বিদিশা করীম-এর মূল পাতায় যেতে হলে এখানে ক্লিক্ করুন...।            


আমাদের যোগাযোগের ঠিকানা :-   
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      



এই পাতাটি প্রথম প্রকাশিত হয় ১১ই জুলাই ২০১১ তারিখে |
.