কবি বিজয় গুপ্ত-র মনসামঙ্গল কাব্য যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
হস্তে ধরি বলেন শিব না কান্দ মনসা | আচে পূরাব তোমার মনের আশা || ধূলা ঝারি কোলে লইল তখন | আপন বসন দিয়া মোছেন বদন || কোপ পরিহর পদ্মা ঝাটে চলে যাও | মনোসুখে ডুবাও গিয়া চান্দর চৌদ্দ নাও || ধন জন আদি যত থাকে তার নায় | জল মধ্যে তার যেন প্রাণ রক্ষা পায় || পুত্রের অধিক মোর চান্দ বণিক | জল মধ্যে দুঃখ যেন না পায় খানিক || মোর কথা এড়ি যদি চান্দরে দেও তাপ | তুমি আমার ঝি নহে আমি নহে বাপ || মা যাহার ঘরে নাই বাপে করে দয়া | বুঝিয়া শিবের মন গেল মহামায়া || মহাদেবের বচন পদ্মা না করে প্রকাশ | মাগিয়া লইল বায়ু উনপঞ্চাশ || দ্বাদশ মেঘ লইয়া প্রধান প্রধান | মেলানি করিয়া গেল আপনার স্থান || নেতা নেতা বলি পদ্মা ডাকে উচ্চরায় | তখনি উঠিয়া নেতা বায়ুগতি ধায় || পদ্মাবতী বলে নেতা আর চিন্তা কিসে | হাতে গুয়া লইয়া তুমি বেড়াও দেশে দেশে || নদনদী আছে যত পৃথিবী মাঝার | সবের তরে জানাও গিয়া আমার সমাচার || যে যে ব্যথিত হয়ে আসে মোর কাজে | কল্য যেন মিলে গিয়া কালিদহের মাঝে || নেতার বচনে পদ্মা গেলা গঙ্গার গোচর | পদ্মারে দেখিয়া গঙ্গা চিন্তিত অন্তর || আসন উপরে বসি দেবী পদ্মাবতী | গঙ্গার স্থানে কহিলেন আপন দুর্গতি || যত গালি পাড়ে চান্দ সহিতে না পারি | নিরবধি বলে মোরে ধামনা ভাতারি || পিতৃ আজ্ঞা জান মাগো হয়েছে আমারে | আপনি আজ্ঞা কর ডিঙ্গা ডুবাইবারে || গঙ্গা বলে শুন বাছা কহি গো তোমায় | আমার এমন কার্য উচিত না হয় || এই পূজিয়াছ মোরে ছাগ মহিষ দিয়া | হরিব চান্দর ডিঙ্গা কেমন করিয়া || এতেক শুনিয়া পদ্মা কুপিত অন্তর | পূজা খেয়ে হইয়াছে চান্দর কুপ্পর || বহিছে উজান ভাটি পচা দ্রব্য ধোয় | মনুষ্যে তোমার জল যেন নাহি ছোঁয় || এতেক শুনিয়া গঙ্গা হইল কাতর | রহ রহ বলিয়া ধরেন দুই কর || শাপ বিমোচন পদ্মা করহ সত্বরে | ডুবাব চান্দর ডিঙ্গা কহিনু তোমারে || পদ্মা বলে মোর কথা নড়িবার নহে | না খাইবে জল তব মাত্র কলিদহে || চোদ্দ ডিঙ্গা না ডুবিবে এই কালিদয় | আনহ সংবাদ দিয়া নদী সমুদয় || এক কথা শুন কহি দেবী বিষহরি | চান্দ মলে পাছে সোনা হইবেক রাড়ি || এতেক শুনিয়া পদ্মা হরষিত মন | গঙ্গারে প্রণাম করি করিলা গমন || পদ্মার বচনে নেতা আনন্দ বিশেষ | হাতে গুয়া লইয়া পদ্মা যায় দেশে দেশ || অনায়াসে ভ্রমে নেতা বড় আচাভুয়া | সর্ব নদনদীর তরে দিল পান গুয়া || নেতা বলে নদনদী শুনহ বচন | চান্দ পদ্মার বিসম্বাদ জান সর্বজন || সে সকল দুঃখ দেখি দেব মহেশ্বর | চান্দর ডিঙ্গা ডুবাইবে সমুদ্র মাঝার || যাহার যাহার ব্যথা পদ্মাবতীর কাজে | কল্য গিয়া মিলিবে সবে কালিদয়ের মাঝে || নদ নদী জানাইয়া নেতা গেল ঘর | ত্বরিত গমনে গেল পদ্মার গোচর || প্রভাত সময়ে কাক ডাকে ঘনে ঘন | তোলপাড় করে হেথা মনসার মন || নাগরথে চড়ি পদ্মা চলিল সত্বর | ত্বরিত গমনে গেলা কালিদয় সাগর || চৌদ্দ ডিঙ্গা লইয়া চান্দ যায় সেই পথে | পথ আগুয়াইয়া পদ্মা রহিল নাগরথে || নিকটে রহিয়া মায় খলখলি হাসে | হেন কালে দেখে কত নদ নদী আসে || চান্দর দিকে নদনদী চাহে ঘনে ঘন | মহাবেগে চলে বায়ু পঞ্চাশ যোজন || মলয়া শীতল বায়ু ঘন ঘন বয় | একভিতে থাকে মেঘ আর ভিতে যায় || চারিভিতে মেঘগণ ছাইল আকাশে | এক চাপ হইয়া যত নদ নদী আইসে || বিজয় গুপ্ত বলে গাইন কৌতুক হইল বড়ি | এই কালে বোল গাইন সম্ভেদ লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
৩
একেবারে মেঘ বায়ু করিল গমন |
বায়ুকোণ হইতে মেঘ যায় পূর্বকোণ ||
আচম্বিতে বরিষণে মুষলের ধারা |
চৌদ্দ ডিঙ্গা পরিপূর্ণ হইলেক ভরা ||
দেখি সদাগর ভয়ে হয় চমকিত |
একদৃষ্টে চাহে চান্দ কান্ডারির ভিত ||
বিজয় গুপ্ত বলে গাইন হও সাবহিত |
এই কালে বল ভাই লাচারির গীত ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
২
কেবল চান্দর কাজে মনসা সমুদ্র মাঝে সংবাদ আনিল নদ নদী | মন্দাকিনী চলে আগে পর্বত লড়ে যাহার বেগে আপনে চলিলা ভাগীরথী || সরস্বতী চলে ধীর ধবল যাহার নীর পাতাল হইতে চলিল ভোগবতী | আপনে যমুনা চলে হিল্লোল উঠিল জলে কল্লোল উঠিল বিপরীত || খড়ি গঙ্গা ইছামতী আর লড়ে পদ্মাবতী বড় নদী চলিল ত্বরিত | বৃদ্ধ ভৈরব চলে দুই কূল ভাঙ্গিয়া জলে পূর্বদিক যাহার বিক্রম || আপনে ভৈরব লড়ে শতমুখী যাহার আগে সত্বরে চলিলা কালিদয় | কুচগঙ্গা মহাবলী আর লড়ে কর্ণফুলি আপনে চলিল ভগবতী || সব গঙ্গা চলে আগে শত শত নদী সঙ্গে আপনি চলিল মহাদেবী || বায়ুর সাহায্য লইয়া নদ নদী আসে ধাইয়া শব্দ হয় অতি ঘোরতর | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভণে ভয়েতে কান্দিছে সদাগর ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
৪
কান্ডার ধরিও দড় তরঙ্গ হইল বড় পাতা হালে নাহি ছোয় পানি | যেন কুমারের চাক চৌদ্দ ডিঙ্গা লইল পাক ঝলকে ঝলকে উঠে পানি || ভাঙ্গিল নৌকার গলই ছিঁড়িল পাটের সরই বিবাদে লাগিল মোরে কানি ভয়েতে কাঁপিছে তনু রাখিবারে না পারিনু মজিলেক ডিঙ্গা চৌদ্দ খানি || বলে রোঙ্গাই ব্রাহ্মণ পদ্মারে কর পূজন রক্ষা হবে সকল তোমার | পদ্মারে পূজহ ফুলে তবে সে যাইবা কূলে নহে প্রাণ না বাঁচিব আর || শুনি সাধুর হইল দুঃখ কি বলিলা আরে মূর্খ আমার তরে না চিন্তিল হিত | তুমি আমার ব্রাহ্মণ না বুঝি আমার মন ভাল বোঝে সোমাই পন্ডিত || ফিরিয়া দেশেতে যাই বুঝিব তোর বড়াই দ্বারেতে আসিতে করব মানা | শুন তের নফর মোরে বলে দুরক্ষর মোরে উপহাস করে ধনা || চান্দোর কুমতি আর্ত না শোনে পরের যুকতি পদ্মারে দেয় নানা গালি | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভনে চান্দোর ধন জন দিল ডালি ||
. **************** সূচি...
মিলনসাগর
|
বিজয় গুপ্ত বলে চান্দ কিবা কান্দ আর |
সাগরে ডুবিবে ডিঙ্গা নাহিক নিস্তার ||
মাথায় হাত দিয়া কান্ডারি সব কান্দে |
এই কালে বল ভাই লাচারির ছন্দে ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
৬
গগন ঢাকিল মেঘে পবন চলিল বেগে দেখিতে নারিলাম বাপ ভাই || স্বপন দেখিলাম রাতি এক কন্যা নাগজাতি সর্পে বেষ্টিত সর্ব গাও | অন্তরীক্ষে থাকিয়া চলে ধরিয়া তোমার চুলে সমুদ্রে ডুবাইল চৌদ্দ নাও || মিছা সে গৌরব কর মেঘের গতিক বড় নিশ্চয় মজিব জল মধ্যে | বরিষে মুষল ধার ডিঙ্গা হইল ভার আজু প্রাণ রহে পুণ্যফলে || সমুদ্রে কাতর মন চিত্ত হরি নারায়ণ প্রভু মোরে সঙ্কটে রক্ষা কর | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভণে যাহারে সদয় দুর্গা মা ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
৭
যাবৎ সদয় মোরে দেব মহেশ্বর |
কি করিতে পারে মোর কাহারে মোর ডর ||
এতেক বলিয়া চান্দ জল মধ্যে ভাসে |
হেন কালে যত মেঘ বায়ুগতি আইসে ||
কান্ডারির বাক্যে সাধু চমকিত মন |
শিব দুর্গা ভাবে সাধু আর নারায়ণ ||
চান্দ বলে ভাই সব না করিও ভয় |
এবার তরাবে মোরে দেবী দুর্গা মায় ||
মহাদেব বলি চান্দ জল মধ্যে ভাসে |
হেন কালে দেখে যত বায়ু মেঘ আসে ||
শিলা বৃষ্টি বরিষণ পড়ে ঝাঁকে ঝাঁকে |
দেখিয়া তরাসে যত ডিঙ্গার লোক কাঁপে ||
কেহ বলে বাপ বাপ কেহ বলে ভাই |
কেহ বলে না দেখিলাম সহোদর ভাই ||
নাকে মুখে কাহার সামাইল পানী |
কেহ বলে না দেখিলাম ঘরের রমণী ||
পুত্র পুত্র বলি কেহ কান্দে দীর্ঘরায় |
কেহ কেহ কান্দে কার ধরিয়া গলায় ||
নৌকার লোক কান্দে দুঃখ লাগে বড়ি |
এই কালে বল ভাই করুণ লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
৮
কান্দে সাধু বলে হরি হরি | দারুণ পদ্মার পাকে মজিলাম সমুদ্র মাঝে না দেখিলাম চম্পকনগরী || দক্ষিণ পাটনে গেলাম বহুমূল্য ধন পাইলাম এত দুঃখ করিলাম কোন কাজে | যত নিষেধিল প্রিয়া তাহাতে না পাতিল হিয়া নিশ্চয় মজিব জল মাঝে || ধনা বলে চান্দ শুন কিসের কর ক্রন্দন এখন কহিতে কোপ বাড়ে | সেই কালে ইহা জানি মনসারে বল কানি তেকারণে এত দৈব পড়ে || ধনার নিঠুর বোলে মহাসাধু কোপে জ্বলে তুই মোর সংবাদ পাইলি ধনা | বারেক রাখেন চন্ডী আই এবার দেশেতে যাই তোমার ভাঙ্গিব সম্ভাবনা || কান্ডার ধরিও দড় তরঙ্গ হইল বড় পড়োয়ানে না ছোঁয় পানী | ছিঁড়িল পাটের সরই ভাঙ্গিল ডিঙ্গার গলই জৌঘর হইল খান খান || প্রমাণ পাথরের শিল খসিল ডিঙ্গার খিল ঝলকে ঝলকে উঠিল পানী | ব্রাহ্মণে বেদ পড়ে পৈতা উড়াইল ঝড়ে গুণ ছিঁড়ি হইল খান খান || পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভণে হরি হরি করয়ে স্মরণ |
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
৯
নৌকায় থাকিয়া দেখে চান্দ সদাগর |
চৌদ্দ ডিঙ্গার জল হইল কাঁকাল সোসর ||
চান্দ বলে হরি হরি কি করিল দেবতা |
নিকটে বান্ধব নাহি কে কহিবে কথা ||
কাহাকে কহিব কথা কেবা বাপ ভাই |
দন্তে ঘাস করি বলে রাখ দেবী মাই ||
যত পূজিলেন গঙ্গা একমন চিত্তে |
মোর কর্মফলে সব হইল বিপরীত ||
আজর ছিঁড়িয়া ডিঙ্গা পাক যায় স্রোতে |
এবার রাখ গঙ্গাদেবী তৃণ ধরি দাঁতে ||
চান্দ বলে জল মধ্যে হের দেখ ধনা |
পর্বত প্রমাণ সর্প মাথায় ধরে ফণা ||
দিমমণি জ্বলে যেন রবির কিরণ |
নিশ্চয় ডুবিবে নৌকা অবশ্য মরণ ||
ধনা বলে মহাসাধু না করিও ভয় |
শিবের চরণ ভাবে এড়াইব সংশয় ||
বৈদ্য বিজয় গুপ্তের সরস রচিত |
চন্ডির প্রসাদে রচিল মনসার গীত ||
. **************** সূচি...
মিলনসাগর
যখন বেহুলা চাহে দিবা গো তখনে ||
তুমি ছাড়া মা মোর নাহিক সহায় |
জানিয়া বিধান কর যেবা মনে লয় ||
এতেক শুনিয়া গঙ্গা পদ্মার বচন |
ডাক দিয়া আনে তখন জলকন্যাগণ ||
গঙ্গা বলে শুন সবে আমার বচন |
চান্দর সকল কটক ভাসে সমুদ্র গহন ||
সাবধান হইয়া রাখিবা সঙ্গোপনে |
যখন চাহিবে পদ্মা দিবা তখনে ||
এতেক শুনিয়া তাহারা চলিল সত্বরে |
আঁখির নিমেষে গেল সমুদ্র মাঝারে ||
যতক কটক আনে গঙ্গার পুরীতে |
আঁখির নিমেষে পদ্মা জীয়াইল ত্বরিত ||
যেখানে আছে চান্দর ছয় বেটা |
সেখানে রাখিবা নৌকা চৌদ্দ গোটা ||
ধন জন ইতি রাখিল যতনে |
মেলানি করিয়া পদ্মা গেল নিজ স্থানে ||
চিৎ হইয়া ভাসে চান্দ নাহিক সম্বিৎ |
দেখিয়া মনসা দেবী হইল হরষিত ||
মরা জ্ঞানে ছো মারে চিল আর কাকে |
ব্যথা পাইয়া সদাগর মা বাপ ডাকে ||
বারেক প্রাণ রাখ দেব শূলপানি |
কৃপা কর মোরে দেবী ভবানী ||
তুমি বিনে গো আমারে কে করিবে নিস্তার |
এভব সঙ্কটে মা তুমি কর পার ||
নাগরথে পদ্মাবতী চাহেন কৌতুকে |
চিৎ হইয়া ভাসে চান্দ সমুদ্রের বুকে ||
নেতা কহে শুন কহি জয় বিষহরি |
চান্দ পাছে মরিলে সোনেকা হবে রাড়ি ||
একগাছি কলাগাছ আনিল কাটিয়া |
আখর লিখিয়া গাছ দিল ভাসাইয়া ||
আমারে পূজহ যদি চান্দ সদাগর |
চৌদ্দ ডিঙ্গা ফিরাইয়া দিব তব ঘর ||
মোর পূজা না করিয়া কর অহঙ্কার |
এখন হারাবা প্রাণ সমুদ্র মাঝার ||
আপনে পন্ডিত চান্দ স্থির করে মতি |
হাসিতে হাসিতে পড়ে মনসার পাঁতি ||
আখর ভরিয়া চান্দ প্রস্রাব করিয়া |
পুনর্বার পড়ে চান্দ জলে ঝাপ দিয়া ||
পত্র পড়িয়া চান্দর চক্ষুর পড়ে পানি |
এবে গাছ নাহি ছাড়ে লঘু জাতি কানি ||
যায় যাউক ছার প্রাণ কি লাগি বা রয় |
লঘুর ভর্ৎসনা আর শরীরে না সয় ||
উকি দিয়া চাহে চান্দ কেহ নহে কাছে |
দোহাতিয়া বাড়ি মারে সেই কলাগাছে ||
নাগরথে পদ্মাবতী আইসে শীঘ্রগতি |
কখন না ছাড়ে চান্দ আপন প্রকৃতি ||
নেতা বলে পদ্মাবতী চান্দর প্রাণ যাবে |
চান্দ মরিলে তোমার পূজা নাহি হবে ||
ধন জন গেল কেবল আছে একেশ্বর |
প্রাণে পাছে মরি থাকে চান্দ সদাগর ||
পদ্মার মহিমা কিছু বুঝান না যায় |
মধ্য গঙ্গা হইতে চান্দ কুলের কাছে যায় ||
গায় বস্ত্র নাই চান্দ হুকি দিয়া চায় |
সোনার কলসী পদ্মা গাঙ্গেতে ভাসায় ||
কলসী পাইয়া চান্দর গায়ে বল বাড়ে |
কলসী ভর করি চলিলেক পারে ||
ভূমি আকর্ষিয়া চান্দ তখন বসিল |
দুই চক্ষু মুছিয়া ধান্ধা ভাঙ্গিল ||
জর্জর হইয়াছে বড় উপবাস জলপানে |
পরিধেয় বসন নাই বসিছে বিবসনে ||
নেতার সঙ্গে যুকতি করিয়া পদ্মাবতী |
কপটে হইলা দেবী ব্রাহ্মণের যতি ||
যতি বলে আরে চান্দ এড়াইয়া সঙ্কট |
আমার সাক্ষাতে কেন বসেছে লেঙ্গট ||
ব্রাহ্মণ যতি আমি তোমার ধর্মের মাতা |
যতির কথা শুনিয়া চান্দর মনে লাগে ব্যথা ||
অধোমুখ হইয়া দেখে শরীর বিবসন |
দুই হাতে অধোদেশ ধরিল তখন ||
এক হাত বস্ত্র দিলা দেবী বিষহরি |
ধড়া পাইয়া চান্দ ততক্ষণে পরি ||
বস্ত্র পরিয়া দুঃখ ভাবে মনে মনে |
প্রণাম করিয়া পড়ে যতির চরণে ||
বিজয় গুপ্ত বলে গাইন হও সাবহিত |
পয়ার এড়িয়া বল লাচারির গীত ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১১
উপদেশ বল মোকে শরীর বিদরে শোকে যাইব মুই চম্পক নগরী | ভূমি আকর্ষিয়া গাও ধরিয়া যতির পাও তুমি যতি মোর ধর্মমাতা | আসিলাম লাভের আশ ধরিলাম ভিখারির বেশ মোর দুঃখের বিস্তর কথন || ধরিয়া যতির পায় কাঁন্দে চান্দ দীর্ঘরায় শুন মোর দুঃখের কাহিনী | দক্ষিণ পাটনে গেলাম বহমূল্য ধন পাইলাম লইয়া গেল লঘুজাতি কানি || শুনিয়া চান্দর ভাষ মনে মনে পদ্মা হাস কানি নাম হয় কোন জনা | চান্দ বলে পোছ কি মনসা শিবের ঝী তাহার দক্ষিণ চক্ষু কানা | যতি বলে সাধু শুন এ হেন পুরুষের গুণ মুখে আইসে কেবা কাহারে সহি | বুঝিলাম কার্যের ভাও মুখদোষে পীড়া পাও ইহাতে মনসার দোষ নাহি | সহজে উদার মতি আমি ব্রাহ্মণের যতি পথের উদ্দেশ আমি নাহি জানি | কিবা চাহ তুমি হেথা চম্পক নগর কোথা লোক মুখে কভু নাহি শুনি || হের দেখ কতদূর কনক মাণিক্যপুর এখানে মাগিলে পাবা অন্ন | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভণে যাহার সদয় নারায়ণ ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১২
প্রণমি তোমারে পদ্মা মোরে কর দয়া |
হউক মধুর গীত দেহ পদছায়া ||
হেথায় মহাসাধু রহিলা এই মতে |
সোনেকার কথা শুন এক মন চিত্তে ||
রাত্রি দিন ভাবে রাণী সাধুর মঙ্গল |
নানারূপে সোনেকা ভাবিয়া বিকল ||
সোনেকারে দেখিতে আইল যত নারীগণ |
সোনেকার উদর দেখে গর্ভের লক্ষণ ||
সোমাই পন্ডিত বলে সোনেকা গো মাও |
পঞ্চমাস হইল তোমার পঞ্চামৃত খাও ||
সোনাইর ছয় পুত্র নিল যমরাজ |
মোরে গর্ভের তনয় কি করিবে কাজ ||
বৃদ্ধাকালে পুত্র মোর কি করিবে কাজ |
এখন পঞ্চামৃত খাব মুখে বাসি লাজ ||
ছয় মাস গিয়া সপ্তম ঊষা হেন |
বিদিত হইল যত গর্ভের লক্ষণ ||
অতি ক্ষীণ হইল তনু পেটে নাহি ভোক |
খাইতে না পারি অল্পক্ষণে ওক ||
তিতৈল জামীর আর বদরী ছোলঙ্গা |
সর্বক্ষণ তাম্বুল মুখে নাহি রঙ্গ ||
রাত্রি দিন ভাবে রাণী সাধুর মঙ্গল |
নানারূপ ভাবিয়া সোনেকা বিকল ||
অন্নজল না খায় শুইয়া থাকে রাত্রিদিন |
শরীর অচল হইল তনু হইল ক্ষীণ ||
আর কিছু না খায় ঝিকর খাইতে মন |
লতাপাতা শাক খাইতে করিল যতন ||
অবশেষে ধাই আসি করিল জিজ্ঞাসা |
কি বস্তু খাইতে তোমার গিয়াছে আশা ||
সোনা বলে ওগো ধাই কি কহিব কথা |
আনিয়া গাছিক শাক দেও লতাপাতা ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৩
( রতি ধাইর সঙ্গে সোনাই করিল উত্তর |
শাক খাইতে ইছা খাইতে ইছা হইয়াছে মোর || )
শাক তুলিতে যায় ধাই চেড়ি |
বাহু লাড়া দিয়া ফিরে বাড়ি বাড়ি ||
পরিয়া পাটের শাড়ি |
শাক তুলিতে বেড়ায় বাড়ি বাড়ি ||
নাচে ধাই দিয়া বাহুলাড়া |
শাক তুলিতে পড়িয়া গেল সাড়া ||
ধাই ফিরে দিয়া কাঁক|লির হাতা |
গাছি শাক দেও লতা পাতা ||
সাধের শাক খাইব রাণী |
আনিবা তুয়া সলুফা ঠেনা ঠেনি ||
গিয়া গাঙ্গড়াইয়া তোলে আর নলিতা |
মধুলতা খাইয়া আর পোলতা ||
লাউর ভাঙ্গে আগা কুমরের ভাঙ্গে ডোগা |
বাছিয়া বাছিয়া তোলে শাক ঢোল কমালির আগা ||
ঢুলায়া নটিয়া তোলে আর সরূপা |
মরিচের আগে তোলে রান্ধনি ধনিয়া ||
শাক তুলিয়া ধাই ঘরে যায়ে |
সানন্দে বিজয় গুপ্তে গায়ে ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৪
রাজ্যের ঠাকুর চান্দ সোনা তার ঘরণী |
সাধের শাক খাইতে আনে যতেক বাণিয়ানী ||
স্নান করিয়া চড়াইল রন্ধন |
আছিল সামগ্রী যত আনিল তখন ||
রাজ্যের ঠাকুর চান্দ ধনে অন্ত নাই |
রন্ধন সামগ্রী যত রাখিল ঠাঁই ঠাঁই ||
আগে পূজিল অগ্নি জবা ফুল দিয়া |
লইল সামগ্রী যত ভাগ ভাগ করিয়া ||
তেঁতুল চলার অগ্নি জ্বলে ধপ ধপ |
নারিকেল কোরা দিয়া রান্ধে মুগের সূপ ||
( ধীরে ধীরে জ্বলে অগ্নি একমত জ্বাল |
কড়ির বেতাগে রান্ধে কলাইর ডাল || )
ঝিঙ্গা পোলাকারী রান্ধে কাঁঠালের আঠি |
নারিকেল কোরা দিয়া রান্ধে বটবটি ||
আনিয়া বাথুয়া শাক করিল লেচফেচা |
লড়িয়া চাড়িয়া রান্ধে দিয়া আদা ছেঁচা ||
যমানী পুরিয়া ঘৃতের তৈলে পাক |
কটু তৈলে ভাজি তোলে গিমা শাক ||
নানা প্রকারে রান্ধে অনেক সুরস |
অনেক প্রকারে রান্ধে পিষ্টক পায়স ||
নিরামিষ রান্ধিয়া রাখিল একভিত |
মৎস্যের ব্যজনে সোনেকা দিল চিত ||
মৎস্য মাংস কাটিয়া করিল ভাগ ভাগ |
রোহিত মৎস্য দিয়া রান্ধে কলতার আগ ||
খান খান করিয়া কাটিয়া লইল চই |
ঝাঁজ কটু তৈলে রান্ধে বাইন মৎস্যের খই ||
চেঙ্গ মৎস্য দিয়া রান্ধে মিঠা আমের বৌল |
কলার মূল দিয়া রান্ধে পিপলিয়া শৌল ||
কৈ মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল |
জিরা মরিচে রান্ধে চিথলের কোল ||
উৎপল মৎস্য আনিয়া তার কাঁটা করে দূর |
গোল মরিচে রান্ধে উপলের পূর ||
আনিয়া ইলিশ মৎস্য করিল ফালা |
তাহা দিয়া রান্ধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা ||
শৌল মৎস্য কাটিয়া করিল খান খান |
তাহা দিয়া রান্ধে ব্যঞ্জন আলু আর মান ||
মাগুর মৎস্য আনিয়া কাটিয়া ফেলে ঝুড়ি |
তাহা দিয়া রান্ধে ব্যঞ্জন আদামারি ||
শাইল তন্ডুল অন্ন রান্ধিল বিশেষ |
দুই তিন প্রকার রান্ধে পিষ্টক পায়েস ||
রন্ধন করিয়া রাণীর আনন্দিত মন |
বন্ধু-বান্ধব লইয়া করিল ভোজন ||
( নয় মাস গিয়া হইল দশ মাস |
প্রসব হইতে সোনার হইল উল্লাস ||
বেদনা জন্মিল তার শরীর দুর্বল |
বেদনা ধরিল রাণীর উদর ভিতর || )
বেদনায় কাতর রাণী দুঃখ লাগে বড়ি |
এই কালে বল ভাই করুণ লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৫
বর দিল বিষহরি দশ মাস গর্ভে ধরি আজি সোনার প্রসব সময় | উদরে দারুণ ব্যথা তুলিতে না পারি মাথা এবার পদ্মা রাখিও আমায় || পাও করে থর থর দেশে নাহি সদাগর না জানি কি হইবে আমার | কাঁকুলি বেদনা করে উদর ছিঁড়িয়া পড়ে পদ্মাবতী দিলা কিবা বর | দেখিয়া সোনার মুখ পদ্মার মনেতে দুঃখ কামরূপে নামে ক্ষিতিতলে | সোনেকার ঘরে ঢুকি চাহিল অমৃত আঁখি তখন সোনেকার গর্ভ চলে || অচেতন হইল তায় তুলিতে না পারে কায় উদরে বেদনা গুরুতর | বেদনা হইল বড় ধাইকে কহিল ধর প্রাণ মোর করে থর থর || কান্দে সোনা উচ্চৈঃস্বরে কোথা গেল সদাগরে ভয়ে অঙ্গ কাঁপে থর থর | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভনে ভূমিতে পড়িল লক্ষ্মীন্দর ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৬
( ধর লো ধর লো মোরে ধর লো বেড়িয়া |
বৃদ্ধ কালে হইল ছাওয়াল আনন্দ লাগিয়া ||
ধর গো ছয় পুত্রবধূ ধর গো বেড়িয়া |
বৃদ্ধকালে ছেলে হয় মারে পুড়িয়া || )
এ খাটাল হইতে সোনা ও খাটালে যায় |
মধ্য খাটালে সোনা গড়াগড়ি যায় ||
রাম লক্ষ্মণ দুই শূল সোনার কাঁকালে চড়িল |
হস্তযোড়ে লক্ষ্ণীন্দর ভূমিতে পড়িল ||
মাটিতে পড়িয়া বালক ওঁয়া ওঁয়া বলে |
হেনকালে ধাই মা তুলে নিল কোলে ||
পুত্র পুত্র বলি সবে করে হুলা হুলি |
আনন্দিত হইল যত নারী গণে মিলি ||
সোনার কাটারি দিয়া নাড়ি ছেদ কৈল |
গঙ্গাজলে স্নান করি মায়ের কোলে দিল ||
( চৌদিকে বাজনা বাজে সুখী সর্বজন |
পুত্র মুখ দেখি সোনার আনন্দিত মন ||
নেতের কান্ডার মাঝে চৌদিকে বাজায়|
দুই হাতে ধরিয়া পুত্র কোলে লয় ||
পুত্র কোলে করি সোনাইর সুখ হইল বড়ি |
এই কালে বলে গাইন সরস লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৭
পাখালিয়া গঙ্গাজলে পাঠুর মাথায় তৈল ঢালে আনন্দিত সর্ব জন | দেখিয়া পুত্রের মুখ সোনেকার বড় সুখ বাজে সব বিবিধ বাজন || ভেউর মৃদঙ্গ বাজে আনন্দিত সর্ব রাজ্যে হইল পুত্র চান্দ ভাগ্যবান | ঢাক ঢোল বাজে কাড়া সর্বরাজ্য পাইল সাড়া শুনিয়া আনন্দ সর্বজন || নেতার কান্ডার মাঝে চৌদিকে বাজনা বাজে পুত্র কোলে লইল সোনেকায় | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভনে মনসার দাস হইল লখাই ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৮
এক দুই তিন চারি পঞ্চ দিন গণন |
ছয় দিন ষষ্ঠী পূজা নিশি জাগরণ ||
সপ্তমে উঠানী করে শাস্ত্র ব্যবহার |
দিনে দিনে বাড়েই লখাই পদ্মাবতীর বর ||
ছয়মাস যখনেতে হইল কুমার |
অন্নপ্রাসন জন্য দ্বিজ আনিল বিস্তর ||
সংবাদ দিয়া আনিলেক সোমাই ব্রাহ্মণ |
শুভক্ষণে করিলেক অন্ন আরম্ভন ||
সোনেকার তরে যুক্তি করিল তখন |
থুইল লক্ষ্মীন্দর নাম ওঝা বিচক্ষণ ||
পুত্রমুখ দেখিয়া সোমাই মনে মনে হাসি |
গগনে উদয় যেন শরতের শশী ||
দিনে দিনে বাড়ে কুমার দেবতার বর |
এক দুই তিন হইল চতুর্থ বত্সর ||
চান্দর ব্যথিত বড় সোমাই ব্রাহ্মণ |
শাস্ত্র পড়ান তারে হইয়া এক মন ||
দিনে দিনে বাড়ে লখাই মনসার বর |
সাত বত্সরের হইল কুমার লক্ষ্মীন্দর ||
শুভদিন পাইয়া করাইল কর্ণভেদ |
রাজনীতি শিখাইল জানাইল বেদ ||
শুভদিনে লক্ষ্ণীন্দরের বিদ্যা আরম্ভিল |
নানা বিদ্যায় লক্ষ্মীন্দর রত্নতুল্য হইল ||
সূচরিত্র বুদ্ধিমান মধুমাখা বাণী |
সর্ব শাস্ত্রেতে বিদ্বান হইল তখনি ||
রাজার তনয় লখাই সিংহাসনে বসে |
সূক্ষ্ম বিচার করে সে মধুর আবেশে ||
এইমতে রহিল হেথা বাল লক্ষ্মীন্দর |
হেথায় দেশেতে চলে চান্দ সদাগর ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৯
কভু নাহি জানে চান্দ মাগিবার ভাও |
ঘরে ঘরে বেড়াইয়া বলে বাপ মাও ||
কলার বাকল পায় অনেক যতনে |
তাই দেখি সদাগর হরষিত মনে ||
উদর ভরিয়া আজি করিব ভোজন |
এতদিনে প্রসন্ন হইল দেব ত্রিলোচন ||
এতেক ভাবিয়া নামে জলের ভিতর |
স্নান করি সদাগর পূজিল শঙ্কর ||
নেতা বলে পদ্মাবতী চান্দর জাতি যায় |
কলার বাকল হরি আনহ হেথায় ||
নেতার বোলে পদ্মা না করিল আন |
গাভীরূপে কলার বাকল হরিল তখন ||
গাভী দেখিয়া চান্দ করে হায় হায় |
লঘুজাতি কানি আমার বাকল খেয়ে যায় ||
মোর হাতে আছে বড় হেতালের গোড়া |
চোরা গাভীর লাগ পাইলে করিতাম গুড়া গুড়া ||
এইমতে চান্দে কান্দে দুঃখ পাইয়া অতি |
বিজয় গুপ্তেরে রাখ দেবী পদ্মাবতী ||
. **************** সূচি...
মিলনসাগর
আপন পরিচয় দেন চান্দ সদাগর ||
চম্পক নগরে বাস নাম চন্দ্রধর |
চৌদ্দ ডিঙ্গা লইয়া গেলাম দক্ষিণ সহর ||
জলমধ্যে বিড়ম্বিল লঘুজাতি কানি |
অন্নভিক্ষা চাই আমি শুন দ্বিজমণি ||
এতেক শুনিয়া দ্বিজ করিল উত্তর |
মোর দাসী আছে বিবাহ করিয়া থাক মোর ঘর ||
এতেক বলিয়া দ্বিজ চান্দরে যায় লইয়া |
আপন পুরীর মধ্যে গেলেন চলিয়া ||
দ্বিজ বলে হের আইস ছাঁছিয়া |
তোর ভগ্নী এর ঠাঁই দেও নিয়া বিয়া ||
সেই মাগী হরিষ হইল বড় ভালা |
দুইটা স্তন যেন দুই খানা ছালা ||
কাটা কাটা মাথা আঙ্গুল দুই চারি চুল |
চান্দর সম্মুখে দাঁড়ায় যেন আচাভুয়া ভুল ||
হস্ত পাতিল যেন চান্দ সদাগর |
কতখানি তৈল আনি দিল দ্বিজবর ||
স্নান করিবারে চলে চান্দ সদাগর |
বনের আগে গিয়া সাধু উঠিয়া দিল লড়||
লড় দিয়া যায় সাধু ফিরি ফিরি চায় |
মনে মনে ভাবে চান্দ পাছে মাগী আয় ||
বিশেষিয়া ভাবে তবে চান্দ অধিকারী |
সম্মুখে দেখে এক বিচিত্র বাড়ি ||
সেই দেশের রাজা নাম চন্দ্রধর |
অন্যায় ন্যায় বুঝে পরম সুন্দর ||
আচম্বিতে চান্দ সেই পথে যায় |
মিতা মিতা বলি তারে ডাকে উচ্চরায় ||
ফিরিয়া চায় চান্দ চিনিতে না পারে |
লড়াইয়া আসিয়া তাহার গলা ধরে ||
মিতার তরে কহে চান্দ দুঃখ লাগে বড়ি |
এইকালে বল ভাই সরস লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
২১
দক্ষিণ পাটনা দূর কনক নগর পুর তথা রত্ন রহে গড়াগড়ি | হীরা মন মাণিক্য ধন হেলা করে সর্বজন চট হরিদ্রায় বড় করি || তথায় নানা ধন পাইয়া দেশে চলিলাম ধাইয়া ত্বরিতে আসিলাম কালিদয় | হেনকালে বিধি লাগে আকাশ ঢাকিয়া মেঘে বিবাদে লাগিল মনসায় || ঝাপে ঝাপে বহে বাও আজরে না রহে নাও ধন জন হারাইলাম সকলে | কানি করিল বল ধন জন গেল তল প্রাণ রক্ষা পাইলাম পুণ্যফলে || মন্ডল কহিছে মিতা না কহিও দুঃখের কথা এত দুঃখ সহন না যায় | আজ নিশি অবশেষে যাইও আপন দেশে সানন্দে বিজয় গুপ্ত গায় ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
২২
কি কথা তোমারে বলিবরে মিতা |
অন্ন দিয়া প্রাণ রাখ শেষে শুনবা কথা ||
এতেক শুনিয়া মন্ডল চলিল সত্বর |
কহিল সকল কথা গৃহিণী গোচর ||
গৃহিণীরে ডাকিয়া কহিল সব কথা |
রন্ধন করহ শীঘ্র খাবে চান্দ মিতা ||
এতেক শুনিয়া যায় করিতে রন্ধন |
একে একে রান্ধিলেন পঞ্চাশ ব্যঞ্জন ||
দেবার্চনা করি সাধুর আনন্দিত মন |
বাড়ির ভিতরে যায় করিতে ভোজন ||
সুবর্ণের থালে রাণী অন্ন লইয়া |
চান্দর সম্মুখে দিল হাত বাড়াইয়া ||
পদ্মাবতী বলে নেতা ঝাটে তথা যাও |
মায়ারূপ ধরি গিয়া সকল অন্ন খাও ||
মায়া করি নেতা বসিলেন সদাগরে পাশে |
চান্দ বলে খাব আমি মনের হরিষে ||
অন্ন পাইয়া পঞ্চগ্রাস করে সদাগর |
মায়ারূপে সেই অন্ন হরে বিষহর ||
বিজয় গুপ্ত বলে গাইন কৌতুক হইল বড়ি |
এই কালে বল ভাই সরস লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
এত রাজ্যের মধ্যে করিতে নারিলি চুরি |
কোন সাহসে আইলি তুই সোনেকার পুরী ||
কাঙ্গালিয়া বেটা তুই আজি কোন ফলে |
লক্ষ্মীন্দর দেখিলে তোমারে দিবে শালে ||
দাসীর হাতে চান্দ হইল জর্জর |
প্রাণ রাখ রাখ বলি ডাকে উচ্চৈঃস্বর ||
লাজে হেট মাথা চান্দ দাসী পাড়ে গালি |
অন্তরে থাকিয়া পদ্মা হাসে খলখলি ||
দুই গাছি কলার ছোটা করিয়া যোড়া |
দুই হাতে দড়ি দিয়া বান্ধে পিঠমোড়া ||
ছোটার বন্ধনে তার আঁখির জল পড়ে |
পুষ্পবনে চোর থুইয়া ধাই গেল ঘরে ||
বিজয় গুপ্ত বলে গাইন দুঃখ হইল বড়ি |
সোনাইর বিলাপে বল করুণা লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
২৪
মাসী বলে ঠাকুরাণী এদিক দাও মন |
চোর পাইলাম আমি লখাইর পুষ্পবন ||
অবোধ পাগল এক বড়ই বর্বর |
সেই বলে মোর নাম চান্দ সদাগর ||
আমারে দেখিয়া চোর লড় দিল ভয় |
ধরিয়া মারিলাম তারে যত মনে লয় ||
আচম্বিতে সদাগর ঠাকুরের নাম লয় |
তাহা দেখিয়া মোর প্রাণ কাঁপে ভয় ||
সোনা বলে ধাই তুমি নাহি বল আর |
ঝাটে করি আন চোর আমার গোচর ||
দাসীর বচনে সোনার জল পড়ে চক্ষে |
এখনি দেখিনু স্বপ্ন দৈব হেন ঠেকে ||
সোনার বচনে ধাই দিল উভা লড় |
বন্ধন সহিত নিল সোনাইর গোচর ||
না চিনিয়া সোনেকা বলিল ছুরি আন |
হাতে ধরি চোর শালার কাট দুই কান ||
মনে মনে চান্দ বানিয়া করিল বিচার |
আপনার দেশে আইলাম কান হারাইবার ||
পরিচয় হয় তখন চান্দ অধিকারী |
এই কালে বল ভাই সরস লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
এই পুত্র লক্ষ্ণীন্দর তোমার নন্দন ||
যেইকালে যাও প্রভু করিতে সফর |
পঞ্চমাস গর্ভ ছিল আমার উদর ||
সুবুদ্ধি মাসী ভাল যুক্তি দিল মোরে |
লিখন লিখিয়া দিল সবার ভিতরে ||
সেই গর্ভে পুত্র মোর দেখহ বিদিত |
পুত্র আনিয়া সোনাই দিলেন ত্বরিত ||
( বিজয় গুপ্ত রচে পুথি মনসার বর |
জন্ম অধ্যায় পালা এখানে সোসার || )
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১ নাগরথে চড়িয়া চলিল বিষহরি | তাড়াতাড়ি ধাইয়া গেল গঙ্গাদেবীর পুরী || প্রণাম করিয়া বলে তুমি আমার মাতা | মন দিয়া শুন কহি মোর দুঃখের কথা || জাতি হীন চান্দ বেটা নগরের ছার | তাহাতে হইল মোর কুলের খাঁখার || লুকাইয়া পূজে সোনা ভাবিয়া সঙ্কট | বার্তা পাইয়া বাম পায় ভাঙ্গে মোর ঘট || ঝির অপমান তুমি দেখিবা কেমনে | সকল নিবেদিলাম মাতা তোমার চরণে || মোর মনে লয় মাতা যদি তুমি আজ্ঞা দেও |
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
৫
সাধু বলে জল মধ্যে হের দেখ ধনা |
পর্বত সমান ঢেউ মাথায় ধরে ফণা ||
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১০
পদ্মা বলে নদ নদী কিবা চাও আর |
ডুবাও চান্দর ডিঙ্গা সমুদ্র মাঝার ||
অন্তরীক্ষে দেবগণ রথে চড়ি দেখে |
সমুদ্রে চান্দর ডিঙ্গা ডুবে একে একে ||
প্রথমে ডুবিল ডিঙ্গা আজেলা কাজেলা |
বাঁকে বাঁকে থাকি খায় শতেক ছাগলা ||
তার পাশে ডুবে ডিঙ্গা নামে শঙ্খতলি |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
২০
বিষাদ ভাবিয়া চলে নগর ভিতর |
কেহ বলে কেবা তুমি কি নাম তোমার ||
কেহ বলে এই বেটা হয় দুষ্ট চোর |
কেহ বলে এই বেটা সহজ বর্বর ||
উলটি পালটি বেড়ায় নগর মাঝার |
নগর প্রধান হয় সাধু চন্দ্রধর ||
হীরাবতী নামে রাণী আছে তার |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
২৩
প্রথমে দিলাম ভাত কাসি |
তারে কৈল পঞ্চ গ্রাসি ||
হেন করি ভাত গ্রাস করে |
নাকের বাঁশী চড় চড় করে ||
ননদিনী তোর ভাইয়ারে ডাক দিয়া আন সানে |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
২৫
চান্দরে দেখিয়া সোনার চক্ষের জল পড়ে |
আহা প্রাণনাথ বলি পদতলে পড়ে ||
হেনমতে নারীগণ আছে গন্ডগোলে |
এই পাতায় কোনো ভুল-ত্রুটি চোখে পড়লে অথবা যদি কোথাও ভুল বলে মনে হয়, তাহলে আমাদের এই ইমেলে জানাবেন। আমরা শুধরে নেবার চেষ্টা করবো। srimilansengupta@yahoo.co.in
|
|
|