কবি বিজয় গুপ্ত-র মনসামঙ্গল কাব্য যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
১ হীরার ঘাটেতে ডিঙ্গা আইল সাতভাই | চম্পকনগরে অদ্য দেখিবারে পাই || বেহুলা বলে প্রাণনাথ করি নিবেদন | আজ্ঞা কর দেখিয়া আসি শ্বশুর চরণ || কিরূপে আছে রাজ্য চম্পকনগর | কিরূপে আছেন মোর শ্বশুর সদাগর || রাত্রিদিন শাশুড়ী কান্দিয়া বিকল | তোমার আজ্ঞা পাইলে জানিয়া আসি সকল || বেহুলার বচনে লক্ষ্মীন্দর হাসে | একেশ্বরী যাইতে প্রিয়া যুক্তি নাহি আসে || পুনরপি বলে বেহুলা লক্ষ্মীন্দরের পাশ | আমারে রক্ষা কে করেছিল এই ছয় মাস || আজ্ঞা করিল তবে বীর লক্ষ্মীন্দর | চলিল সুন্দরী বেহুলা চম্পক নগর ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
২
সাহের কুমারী বেহুলা জানে উপদেশ |
কপটে ধরিল বেহুলা ডোমনীর বেশ ||
মায়া ছন্দে ডোমনী বেশে বান্ধিলেক কেশ |
ঝাঁপি সাজইল যত ডোমনীর বেশ ||
আকৃতি প্রকৃতি যেন ডোমনীর বেশ |
চম্পক নগরে বেহুলা করিল প্রবেশ ||
ডোমনীর কথা শুনিয়া সোনেকা রাণী |
দ্বারী পাঠাইয়া তবে আনিল ডোমনী ||
ডোমনীর মুখপানে করে নিরীক্ষণ |
বেহুলার আকৃতি রাণী দেখে ততক্ষণ ||
সোনেকাj সাক্ষাৎ রহিল যোড় করি কর |
সোনেকা বলিল ডোমনী কোথায় তোর ঘর ||
সর্বাঙ্গ তিতিল সোনার নয়নের জলে |
বেহুলা বেহুলা বলি ডোমনী লইল কোলে ||
বুকে হাত দিয়া বলে মোর হইল কি |
ডোমনী নহ তুমি সাহে বানিয়ার ঝি ||
সোনেকা বলে বেহুলা কহ মোরে সাচে |
তোর দোষ নাহি কিছু দৈবে সে আছে ||
দশবার বলিলাম না পাতিলা চিত |
গুরুর বোল লঙ্ঘিলা হইল বিপরীত ||
দূরে যদি গেলা ভাসিয়া মাজুষে |
কোন নগরে লাগ পাইল টেটন পুরুষে ||
কোন ঘাটে ভাসাইলা মোর লক্ষ্মীন্দর |
সকল এড়িয়া শেষে গেলা ডোমের ঘর ||
মিছা না কহিও বধূ কহিও নিশ্চয় |
মনসার চরণে বিজয় গুপ্তের বিনয় ||
. **************** সূচি...
মিলনসাগর
আথেব্যথে গেল যথা লক্ষ্মীন্দরের নাও ||
বেহুলার বিলম্বে লখাই চিন্তে মনে মন |
বাপের রাজ্যে গেল বেহুলা কেন এতক্ষণ ||
একদৃষ্টে বেহুলার পথ লখাই নেহালে |
হাসিতে হাসিতে বেহুলা গেল হেনকালে ||
বেহুলারে দেখিয়া লখাইর রোমাঞ্চিত কায় |
প্রণাম করিয়া বেহুলা উঠে সেই নায় ||
লখাইর পায়ের ধূলি মাথায় বেহুলা লইল |
একে একে চম্পক নগরের যত কথা কহিল ||
বার্তা পাইয়া লখাইর হইল কৌতুক |
কখন দেখিব আমি মা বাবার মুখ ||
ছয় ভাই লইয়া লখাই খল খল হাসি |
উলটি পালটি লখাই বেহুলারে জিজ্ঞাসে ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
৫
চম্পক নগরে গেলা কিরূপ দেখিয়া আইলা আমায় দেখেছ বাপ মায় | আমায় বিদায় দিয়া পাষাণে বান্ধিয়া হিয়া হেন মা মোর আছেন কেমন || আমরা যে সাত ভাই মা বলিতে লক্ষ্য নাই মা বুঝি মোর বেড়ায় কান্দিয়া | আমারে ভাসায়ে জলে পাষাণ লইয়াছে কোলে কাঁদিয়া কাটাই সর্বকাল | মা জানে সন্তানের মায়া রক্তমাসে একই কায়া মা বুঝি মোর হইয়াছে পাগল ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
৬
বেহুলা বলে প্রাণনাথ করি নিবেদন |
দেখিয়া আসিনু শ্বশুর শাশুড়ির চরণ ||
ক্ষণে ওঠে ক্ষণে বসে ক্ষণে গড়াগড়ি য়ায় |
লখাই লখাই বলি মায় কান্দিয়া বেড়ায় ||
বুকে হানিয়া কর বলে কোথা লক্ষ্মীন্দর |
লখাই লখাই বলি সদা করে হাহাকার ||
তোমার যত আভরণ সম্মুখে রাখিয়া |
নিরবধি কান্দে রাণী লখাই বলিয়া ||
অন্ন পানি ত্যাগী রাণী লখাই বলি কান্দে |
মলিন হয়েছে অঙ্গ কেশ নাহি বান্ধে ||
আর যত লোক আছে চম্পক নগরে |
আনন্দে আছয়ে সবে প্রতি ঘরে ঘরে ||
আমারে ছাড়িয়া কোথা গেলিরে লখাই |
সকল ঘরে সুখ আছে আমার ঘরে নাই ||
শুনিয়া মায়ের দুঃখ করে হাহাকার |
কান্দিয়া আকুল লখাই ভাঙ্গে পাটোয়ার ||
কতক্ষণে মাতৃপদ দেখিব নয়নে |
এই বলিয়া ধারা বহে যুগল নয়নে ||
লখাই বলে বেহুলা কি চিত্ত উত্তাপ |
স্বরূপে নি দেখিলা আমার মা বাপ ||
বেহুলা বলে প্রাণনাথ কেন হেন বলি |
তোমা না দেখিয়া লোক শোকে ব্যকুলি ||
শোকাকুল সোনেকা কি কহিব আর |
দেখিলাম শ্বশুরের আস্তিচর্ম সার ||
তোমার বাপ দেখিলাম পাকা গোপ দাড়ি |
এবে বাম কান্ধে আছে হেতালের বাড়ি ||
আমারে দেখিয়া সে বলে মার মার |
সোমাই পন্ডিত লাগিয়া পাইলাম নিস্তার ||
ধাই চেড়ি দেখিয়া পাছে হইল শোক |
তোমার তরে কান্দে যত নগরের লোক ||
দেশে দেশে চাহিলাম জনে জনে সকল |
পরিচয় না দিলাম সবার কুশল ||
দেশের বার্তা পাইয়া কৌতুক সর্বজনা |
ডিঙ্গার পাইক গীত গায় কৌতুকে নাচে ধনা ||
বৈদ্য বিজয় গুপ্তের সরস রচিত |
বেহুলার প্রশংসা করে রোঙ্গাই পন্ডিত ||
দুই নাকে হাত দিয়া হাসে সাত ভাই |
এক দৃষ্টে বেহুলার মুখ নেহালে লখাই ||
সুখে দুঃখে বেহুলার মন অধিক উজ্জ্বল |
মনে মনে লক্ষ্মীন্দর চিন্তিয়া বিকল ||
. **************** সূচি...
মিলনসাগর
সাধু সাধু বেহুলারে বলে সর্বজনা |
আনন্দিত হইল লখাইর ভাই ছয়জন |
বেহুলার সর্বাঙ্গে দিল রত্ন আভরণ ||
সকল ডিঙ্গার লোক আনন্দিত হইয়া |
লখাই বেহুলারে আবার করাইল বিয়া ||
. **************** সূচি...
মিলনসাগর
মধ্যগাঙ্গে ভাসিয়া আইসে জিঙ্গা চৌদ্দখান ||
সমুদ্রে হারাইয়াছ তুমি চৌদ্দ নাও |
সেই রীত সেই গড় সেই দেখি ভাও ||
বার্তা পাইয়া মহাসাধু চিন্তে মনে মন |
আমার দেশে আইলে কেন না বুঝি কারণ ||
চান্দ বলে চাটিয়াল চলহ আর বার |
কাহার নাও কেবা আইসে বার্তা জানিবার ||
চান্দর বাক্যে চাটিয়াল উভা দিল লড় |
নাও বাহি আসিল লখাই কূলেতে সত্বর ||
দেশের চাপ দেখিয়া কৌতুক সর্বজনা |
হাতে মুদ্রা লইয়া সারি গায় ধনা ||
সকল পাইকে গাহে গীত ধনা বলিয়া দে |
নায়কের বৈরী পদ্মা করুক ক্ষে ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
৯
ঝাটে চালাও নাও দেখি গিয়া বাপ মাও দেখিয়া জুরাক পরাণ | মালিমে বল ভাল হের দেখ ঘরের চাল উপরে সোনার বিচিত্র বাণ || সারিয়া দেশে আইলা সকল বান্ধব পাইলা ধন্য ধন্য তোমা সবার হিয়া | চিরদিনে না দেখ নারীর মুখ অন্তরে ঘুচিবে দুখ শীঘ্র চল নাও বাহ বল দিয়া || হের বাহিয়া ধর হীরার ঘাটে টুঙ্গি ঘর তাহার উপরে দেখি পাখী | অনেক পুরুষে নুন খাই চিরদিনে দেখা নাই শীঘ্র চল চান্দ গিয়া দেখি || বাহ বাহ কান্ডারী ডাকে আনন্দিত ডিঙ্গার লোকে পাইকে বাহিয়া নে ঝাটে | বিজয় গুপ্ত আনন্দে ভজে সরস কোমল রাজে ডিঙ্গা নাও মধ্য ঘাটে ||
. **************** সূচি...
মিলনসাগর
|
মধুকর নায় দেখে পুত্র সাত জন ||
ঘনপাকে সাত পুত্রের খন্ডিল সন্তাপ ||
সাত ভাই দেখিল বুড়া মা আর বাপ |
দূরে থাকি ভাই করিল নমস্কার ||
আশীর্বাদ করিল চান্দ কৌতুক অপার |
বসন ঢাকিয়া গা দুটি কর যুড়ি ||
বেহুলা নমস্কার করে শ্বশুর শ্বাশুড়ী ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
১১
দেখি লখাই সাত ভাই কৌতুকে সোনেকা চাই মোর আজ সফল জীবন | বেহুলা লখাই নিয়া কাছে আনন্দে সোনেকা নাচে কৌতুক হইল সর্বরাজ || যত পুরনারী আছে কেহ হাসে কেহ নাচে চৌদিকে মঙ্গল হুলাহুলি | রাম রাম বলে রাণী সুললিত বাজে শুনি নাগরথে মনসা আসিলা || চান্দ বলে বধূ শুন কি কব তোমার গুণ তুমি মোর রাখিলা সকল | শুভক্ষণে আসিলা ঘাটে তবে গা তোল ঝাটে নায় থাকিয়া কোন ফল || সোনেকা বলে লক্ষ্মীন্দর মায়ের প্রাণ রক্ষা কর তীরে উঠ দেখি চাঁদ মুখ | সাত পুত্রের নাম ধরি ডাকে সোনেকা সুন্দরী পাশরিল যত শোক দুঃখ || শুনিয়া মায়ের কথা মনেতে পাই ব্যথা কূলে উঠিল সাত ভাই | একে একে সাতজনে বন্দিল মায়ের চরণে নানা বাদ্য বাজে ঠাঁই ঠাঁই || সাতপুত্র পাইয়া কাছে আনন্দে সোনেকা নাচে হৃদয়ে খন্ডিত বেদনা | করিয়া যে নিরক্ষণ দিল পুত্র আলিঙ্গন কোলে করি লইল সাতজনা || যত পুরনারী আছে বেউলা লইয়া তারা নাচে চম্পক নগরের গেল দুঃখ | নাচে সবে বাহু তুলি অন্য করে কোলাকুলি পাসরিল সব দুঃখ শোক || নগরেও জয় জয় সকল আনন্দ জয় জয় ধ্বনি দিলেন যুবতী | নানাবিধ রঙ্গ করে পুত্র লইয়া চলে ঘরে বিজয় গুপ্তের করুণ লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
|
উচ্চৈঃস্বরে কান্দে সোনা ভাবিয়া করুণ ||
এতেক শুনিয়া চান্দর কোপ বাড়ে |
বধূর গৌরব ছাড়ি কোপে ডাক পাড়ে ||
পুত্রবধূ গৌরবিতা তে কারণে সব |
আর জন হইলে উচিত ফল দিব ||
যে হস্তে পূজি মুই ত্রিশ দেবতা |
সেই হস্তে মুই কানিরে করিব পূজা ||
হেনকালে আকাশেতে হইল দৈববাণী |
পদ্মাবতী পূজা কর শুন সাধু মণি ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
১৩
পদ্মার সহিত বাদ করি বারে বার |
সেই পদ্মা করিবেন বাদের উদ্ধার ||
এতেক শুনিয়া চান্দ বিরস বদন |
চান্দরে ডাকিয়া চন্ডী বলিল তখন ||
পদ্মাবতী পূজা কর চান্দ সদাগর |
একই মূর্তি দেখ সব না ভাবিও পর ||
যেই জন দেখে বিষ্ণু সেই মহেশ্বর |
কুবের বরুণ দেখ চন্দ্র দিবাকর ||
যেই জন ভগবতী সেই বিষহরি |
পদ্মার প্রসাদে আমি ভবসিন্ধু তরী ||
দক্ষিণ হস্তে পূজি আমি ত্রিদশ কোটি দেবা |
বাম হস্তে পুষ্প দিব মার্গে দিব সেবা ||
পদ্মা দুর্গা সম দেখি নয়ন গোচর |
তবে সে পূজিব পদ্মা বলিল সত্বর ||
এক রথে পদ্মা দুর্গা অন্তরীক্ষে থাকি |
দুইজনে দেখে চান্দ একই মুরতি ||
দোহার সমান বেশ দেখিয়া তখন |
চিনিতে না পারে চান্দ পদ্মা কোনজন ||
দক্ষিণেতে দশভূজা বামে পদ্মাবতী |
কর যোড় করি চান্দ করিল মিনতি ||
এমন মুরতি আমি কভু দেখি নাই |
এতকাল মোরে কেন না বলিবে আই ||
যেই মুখে বলিয়াছি লঘুজাতি কানি |
সেই মুখে ভস্ম দেয় জগত জননী ||
পূজিতে প্রতিজ্ঞা করে চান্দ সদাগর |
হরিষ হইল বড় পদ্মার অন্তর ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
১৪
মন্ডপ তোলায় চান্দ হরষিত মনে |
আনিল মন্ডপ সজ্জা বিবিধ বাঁধনে ||
স্ফটিকের স্তম্ভ দিয়া খুঁটি করে সারি |
থামের উপর তুলি দিল সাইর চারি ||
ময়ূরের পুচ্ছ দিয়া ছাইল দুই চাল |
নামায় শানের ভিটি শোভে অতি ভাল ||
যোগ বুঝিয়া দুর্গা কহিল ভারতী |
পদ্মাবতী পূজা কর হইও বিভূতি ||
ভবানীর চরণ সাধু পদ্মা পানে চায় |
ভবানীর রূপে দেখা দিল দেবী মনসায় ||
চান্দ বলে পুরোহিত নহিবে অন্যথা |
কিরূপে পূজিব পদ্মা বল সেই কথা ||
ইহা শুনি পুরোহিত যোড় করি কর |
কহিব পূজার কথা শুন সদাগর ||
সুবর্ণের পিড়ি ঘট করিয়া স্থাপন |
গন্ধপুষ্প ধূপ দীপ বিবিধ বাজন ||
ছাগ মহিষ বলিদান বিবিধ রচনা |
জয় জয় হুলাহুলি বিবিধ বাজনা ||
ইহা শুনি সদাগর হইল সাবহিত |
সুবর্ণের ঘট চান্দ গড়িল ত্বরিত ||
লক্ষের পুটলি চান্দ আঁচলে বান্ধিয়া |
বাজারে চলিল সাধু হরষিত হইয়া ||
কুমারের দোকানে কেনে ঘট আর সরা |
মালীর দোকানে কেনে নবদন্ড ঝরা ||
বানিয়া দোকানে কেনে গন্ধ আগর |
বাছিয়া বাছিয়া কেনে তেলেঙ্গা ছাগল ||
পিড়ির উপর পঞ্চঘট করিল স্থাপন |
ব্রাহ্মণ পড়িল স্বস্তি বচন ||
ধূপ দীপ নৈবদ্য গন্ধ চন্দন |
ছাগ মহিষ দিয়া করিল পূজন ||
ডাক দিয়া পদ্মাবতী চান্দ স্থানে কয় |
হেতাল দেখিয়া আমার প্রাণ কাঁপে ভয় ||
এত শুনি সদাগর আনন্দিত মন |
হেতাল কাটিয়া পাজাল জ্বালিল তখন ||
হেতাল কাটিয়া চান্দ করে থুব থুব |
তার মধ্যে পোড়া দিল মনসার ধূপ ||
ঘটে অধিষ্ঠান হইল দেবী পদ্মাবতী |
প্রণাম করিল চান্দ করিয়া ভকতি ||
নমস্তে আস্তিকমাতা তক্ষকের জননী |
নমস্তে দেবী জগত্কারু রমণী ||
নমস্তে বিষহরি সর্বদুঃখ নাশিনী |
নমস্তে জগতমাতা ভবভয় নাশিনী ||
নমস্তে পাতালরূপা পুষ্পবনবাসিনী |
নমস্তে অখিলরূপা রবিসুততাপিনী ||
নমোনমঃ নাগরূপা নাগবংশ রক্ষিণী |
নমোনমঃ ভগবতী হরগৌরী মোহিনী ||
নমস্তে মনসা দেবী সর্বশঙ্কানাশিনী |
নমোনমঃ জগতমাতা সর্বসিদ্ধিদায়িনী ||
তুমি রক্ষ তুমি মোক্ষ তুমি বিশ্বজননী |
তুমি জল তুমি স্থল চরাচর বন্দিনী ||
সৃষ্টি স্থিতিপ্রলয় তুমি, তুমি মূলধারিণী ||
. **************** সূচি...
মিলনসাগর
কাল পাইয়া স্বর্গে গেল চান্দ বানিয়া ||
মনসুখে রচিল কবি বিজয় গুপ্ত |
হরি হরি বল ভাই হইল সমাপ্ত ||
দম্পতিকে কর কল্যাণ কুশল |
নানাবিধ সুখ ভোগ বঞ্চিয়া চিরকাল ||
অবশেষে গাইনে বাইনে মাগিয়া লও বর |
ঘরে দিবা ধন জন গলায় মধুর স্বর ||
জয় জয় হুলাহুলি করে দেবপুরী |
মনসা আনন্দে সবে বল হরি হরি ||
. **************** সূচি...
মনসা মঙ্গল কাব্য সমাপ্ত
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
৩
বেউলা গ কোন ঘাটে ভাসাইলা লখিন্দর |
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
৪
সুন্দর শরীর তোমার গেল ছারেখারে |
ফলিলেক পূর্বে যে কহিল সদাগরে ||
হেলায় মজাইলে তুমি জাতি আপনার |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
৭
লখাই বলে স্ত্রী জাতি কিবা কর্ম বুঝে |
অরণ্য মধ্যে বসিয়া নানা সুখ ভুঞ্জে ||
শ্বশুর শাশুড়ি আর বাপ ভাই রাখে |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
৮
হেন কালে লখাই চলিল নিজ দেশে |
হুড়াহুড়ি হইল তথা সোনেকার আবাসে ||
হেথায় সোনেকা দেখে চারি নিদর্শন |
ক্রমে ক্রমে তখিত করে জনে জন ||
সিদ্ধ দানেতে দেখে মেলেছে অঙ্কুরী |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
১০
নায়কেরে বর দেয় বিষহরি মায় |
হীরার ঘাটে চৌদ্দ ডিঙ্গা লখাই চাপায় ||
ঘাটে লাগাইয়া পাইকে গায় সারি |
কূল পাইয়া গাবরে করে হুড়াহড়ি ||
এক ঠাঁই ডিঙ্গার লোক দেখিয়া সকল |
নগরের লোকে বলে আইল পর দল ||
পাত্র মিত্র লইয়া চান্দ যুক্তি করে সার |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
১৫
পূজা পাইয়া তুষ্ট মনসা সুন্দরী |
ডাক দিয়া বলে শুন চান্দ অধিকারী ||
এইক্ষণে আন গিয়া বেহুলা লক্ষ্মীন্দর |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
স্বর্গারোহণ পালা
১২
আনন্দিত চিত্তে চান্দ ডাকে ঘনে ঘন |
বেহুলার বাক্য বিনে না ওঠে একজন ||
মা বাপের দুঃখ দেখি কাতর লখাই |
এই পাতায় কোনো ভুল-ত্রুটি চোখে পড়লে অথবা যদি কোথাও ভুল বলে মনে হয়, তাহলে আমাদের এই ইমেলে জানাবেন। আমরা শুধরে নেবার চেষ্টা করবো। srimilansengupta@yahoo.co.in
|
|
|