কবি বিজয় গুপ্ত-র মনসামঙ্গল কাব্য
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১  
মনসার জন্ম পালা

গৌরী কোন্দল পালা     

মনসা বিবাহ পালা     
  ১. মা নাহি পদ্মাবতীর বাপের বড় দয়া   
২. বাপ ঘরে আছে পদ্মা সতন্তরে খায়     
৩. সাজিল মুনির সুত রূপে গুণে অদভুত    
৪. জরত্কারু আসিল হেন জানিল কারণ    
৫. স্নান করিয়া জলে বিচিত্র মন্ডপ তলে     
৬. স্থানে স্থানে নানা বাদ্য বাজে সুললিত   
৭. পদ্মাবতীর বিয়া হবে আনন্দিত মন   
৮. মঙ্গল মৃদঙ্গ বাজে আনন্দিত স্বর্গরাজ্যে    
৯. নারীগণ শিখাইল যতেক ঘটা ছুটা   
১০. পদ্মাবতীর বিয়া হইল শুভ প্রয়োজন   
১১. মোরে সত্য কহিবার উচিত    
১২. হেন মুনি মইল বড়ই অপযশ    

অষ্ট নাগের জন্ম পালা   

অমৃত মথন পালা   

বনবাস পালা       

হাসন হুসন যুদ্ধ পালা     

গুয়াবাড়ি কাটা পালা       

ধন্বন্তরি বধ পালা     
১০
ছয় কুমার বধ পালা     
১১
ঝালুবাড়ির পূজা পালা  
১২
যমযুদ্ধ পালা      
১৩
যাত্রাপাটন পাটন পালা     
১৪
বস্তুবদল পালা     
১৫
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৬
লখিন্দরের বিবাহের জোড়ানি পালা    
১৭
লোহার বাসর ঘর নির্মাণ পালা     
১৮
লখিন্দর বিবাহ পালা       
১৯
লখিন্দর দংশন পালা   
২০
ভাসান পালা      
২১
স্বর্গারোহণ পালা     
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা


মা নাহি পদ্মাবতীর বাপের বড় দয়া |
বিক্রম জানিয়া পালেন দেবী মহামায়া ||
আগচ্ছ মনসা দেবী হইয়া অনুমতি |
সেবক শরণ লইবে করিয়া ভকতি ||
ফণী মণি মানিক্যের রচিয়া অলঙ্কার |
উনকোটি নাগ লইয়া দিল পাটোয়ার ||
শিবের তনয়া দেবী জগত পূজিত |
গীত অনুসারে দেবী ওলাও ভূমিত ||
কে তোমায় পূজিতে পারে কাহার শকতি |
সেই সে পূজিতে পারে যাহার ভকতি ||
জনমে জনমে হই রাধা কানুর দাস |
তোমার পদে ফুল দিতে মনে করি আশ ||
সর্ব আগে বন্দম দেব নারায়ণ |
অনাদি কারণ প্রভু সৃষ্টির পালন ||
হংসরথ বাহনে ব্রহ্মা কমল লোচন |
বৃষভ বাহনে বন্দম দেব ত্রিলোচন ||
সরস্বতী দেবী বন্দম বচন দেবতা |
যাহার প্রসাদে গাই সরস কবিতা ||
জরত্কারু মুনি  বন্দম করিয়া ভকতি |
ভক্তি পুরঃসর বন্দম দেব গণপতি ||
আস্তিক নামে মুনি বন্দম পদ্মার তনয় |
ব্যাস বশিষ্ঠ বন্দম সানন্দ হৃদয় ||
একে একে বন্দিলাম যত দেবগণ |
সংক্ষেপে ন্দিলাম মাগো তেমার চরণ ||
আসন চাপিয়া সে হরের দুহিতা |
ডাহিনে সুগন্ধা দেবী বামে বসে নেতা ||
বন্দনা বন্দিতে গীত হবে অনুক্ষণ |
অবশেষে বন্দি পদ্মা তোমার চরণ ||
গাইন বন্দম বাইন বন্দম সঙ্গের পঞ্চভাই |
ঘট ছাড়ি লড় যদি শিবের দোহাই ||
বৈদ্য বিজয় গুপ্তের মধুর ভারতী |
সর্বক্ষণ রক্ষা যারে করেন পদ্মাবতী ||
ছাড়িলাম বন্দনা গাইন গীতে দাও মন |
পদ্মাবতীর বিবাহ বলি শুন সর্বজন ||

.                                   ****************                         
সূচি...    


মিলনসাগর
( নানা পুষ্প ফুটে সেই বনের ভিতর |
দেখিয়া কৌতুক বড় আনন্দ অপার ||
কুলের ধনু হাতে কাম জুড়িলেক বাণ |
কটাক্ষে হরিয়া নিল জগত্কারু প্রাণ ||
কামবাণে মোহিত হইল জরত্কারু |
চক্ষু মেলি দেখে মুনি তপোন চারু ||
শৃঙ্গ দিয়া হরিণে কামড়ায় হরিণীরে |
এইমতে রহিলা মুনি তমসার তীরে ||
এ কথা শুনিয়া শিব আনন্দিত মতি |
নারদ মুনি পাঠাইয়া দিল শীঘ্রগতি ||
জরত্কারু দেখিয়া আনন্দিত মন |
অশেষ বিশেষ কথা কহিলা দুইজন ||
জরত্কারু কহে নারদ কহিতে বাসি লাজ |
না কহিলে সিদ্ধ না হইবে আপন কাজ ||                       
বাপের আজ্ঞা পাইয়াছি আমি বিয়া করিতে চাই |
অপরূপ কন্যা আমি কোথা গেলে পাই ||
( নারদ মুনি কথা কহে অধিক বাড়ে আশ |
এবে হইতে হবে শিবের সুখ অভিলাষ ||
পরম কারণে শিব এবে হইয়াছি সুখী |
তাঁহার ঘরে কন্যা আছে পদ্মা চন্দ্রমুখী ||
সহজে ঘটক জাতি বড়ই চতুর |
মুনিরে লইয়া নারদ আসিল দেবপুর ||  )
কার্তিক গনেশ নন্দী ডাকে তিনজন |
তিনজনের তরে বলে অশেষ বচন ||
তিনজনের তরে শিব করিয়া আদেশ |
চন্ডিকার গৃহে শিব করিলা প্রবেশ ||
চন্ডিকার কহিলা কথা কৌতুক হইল বড়ি |
সংবাদ পড়িল গাইন বল রে লাচারি |

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
মনসামঙ্গল কাব্যের সূচি
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা



সাজিল মুনির সুত                      রূপে গুণে অদভুত
গগন যুড়িল গন্ধবাসে |
চন্দনে লেপিত তনু                     হাতে ফুল করে ধনু
কাম যেন সাজে মধু মাসে ||
চৌদলে আরোহণ                          চলে যত মুনিগণ
দ্বিজ সৃষ্টি হইল সারি সারি |
তার যন্ত্রে গাহে গীত                     গাহে নাচে সুললিত
পরম সুন্দর দিব্য নারী ||
চলিয়াছে মুনি যত                       তাহা বা কহিব কত
কমন্ডুল দন্ড গোটা |
দুই হাতে লইয়া কুশা                       এইত মুনির দশা
কপালে ধরেন দীর্ঘ ফোটা ||
বিজয় গুপ্তের কি কয়                     রসিকের মনে লয়ে
শিবপুরী মিলিল জামাই ||
দেখিয়া মুনির সাজ                         পরিহরি রহে লাজ
দিব্যনারী আইল ঠাঁই ঠাঁই ||

.                                                             ****************                                                
সূচি...    


মিলনসাগর
*

.                                                              ****************                                                    সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা



স্নান করিয়া জলে                             বিচিত্র মন্ডপ তলে
বৃদ্ধিতে বসিলা নারায়ণ |
উচ্চারিয়া বলে হরি                              স্বস্তি বচন পড়ি
হাতে ধান্য দূর্বা গঙ্গাজল ||
আনিয়া বটের পাত                        সিন্দুর সুললিত তাত
ষোড়শ মাতৃকা পূজা করে |
গোমাই লিপিয়া ছিটা                    ধানদূর্বা সিন্দুরের ফোঁটা
প্রণামে পূজিল বসুধরে ||
পাতিয়া খোলের খালি                         আতপ তন্ডুল ঢালি
পাত্র নাছি সারি সারি ( দিল ? )
সারি দিল গুয়া পান                           কদলি কলা মর্তমান
প্রতি সজ্জে মিষ্ট নারিকেল ||
অষ্ট পাত্রে অষ্ট ধুতি                          দক্ষিণা দিল যথারীতি
বুঝিয়া পাত্রে করে দান |
শিব করে নান্দীমুখ                        পিতৃলোকের বাড়ে সুখ
বৃদ্ধি করিল নারায়ণ ||
রজত কাঞ্চন দান                              ভান্ডার ভাঙ্গিয়া আন
আজু হইতে হউক সফল ||
পদ্মাবতী পরশনে                               সানন্দে বিজয় ভণে
যাহারে সদয় নারায়ণ ||

.                                                              ****************                                                    
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা

              ৬  
স্থানে স্থানে নানা বাদ্য বাজে সুললিত |
কাশীর যতেক লোক হইল আনন্দিত ||
ভাট বিপ্রগণে তুষিল ত্রিপুরারি |
বিচিত্র সাজনে আইসে সঙ্গে মুনিগণ ||
জরত্কারু দেখিয়া সবে আনন্দিত |
যেন ভিত পদ্মাবতী বর তেন ভিত ||
মঙ্গল স্নান করাইতে নারীর হুড়াহুড়ি |
এই কালে বল ভাই সরস লাচারি ||
( ললিত মধুর বাদ্য বাজে মনোহর |
বিবাহের মঙ্গল স্নান করে মুনিবর ||
সতী পুত্রবতী যত দেবতার নারী |
স্নানের সজ্জা লইয়া দাঁড়াইল সারি সারি ||
সম্মুখে প্রদীপ জ্বলে জলপূর্ণ ঘট |
আপনি চন্ডিকা আইলা মুনির নিকট ||
চারিদিকে হুলাহুলি জয় জোকার |
কনক আসনে বসে মুনির কুমার ||
পূর্ণ ঘট হাতে করি আরো দধি ধাম |
কৌতুকে নারীগণে করায় মঙ্গল স্নান ||
তিল তৈল আমলকী গিলা হরিদ্রা পিঠালী |
লিপিয়া মুনির গায় কৌতুকে জল ঢালি ||
পঞ্চনখে রজকে লিপিয়া দিল ক্ষার |
জাহ্নবীর জলে স্নান করে বার বার ||
স্নান করি মুনিবর কেশের তোলে জল |
তিতা বস্ত্র এড়ি ধুতি পরিল নির্মল ||
বিচিত্র আসনে মুনি বসিল কৌতুকে |
কনক দর্পণ নাপিত ধরিল সম্মুখে ||
আগর চন্দন চুয়া সুগন্ধি বিশেষ |
ধূপের ধোঁয়া দিয়া বাসিত করে কেশ ||
জয় জয় হুলাহুলি মঙ্গল বাদ্যগীত |
করিল ক্ষৌরকর্ম দেবের নাপিত ||
মনিবরের রূপ এখন নারীগণে চাহে |
মনসার চরণে বৈদ্য বিজয় গুপ্ত গাহে ||
মুনিরে দেখিয়া সবে হইল কুতুহল |
বসিলেন মুনি ছায়া মন্ডপের তল ||
দেবতার স্ত্রীগণ আসিল ততক্ষণ |
জরত্কারু মুনিরে দেখিবার কারণ ||
আলতা লিপিয়া কেহ দিয়াছে গায় |
এইরূপে ধাইয়া আসি মিলিল তথায় ||
হার গাঁথিতে কেহ লাগিয়াছে বিশেষ |
নারীগণে ধাইয়া আইল করিয়া সুবেশ ||
স্বামী কোলে করি কেহ বসিছে সম্মুখে |
স্বামী পরিহরি কেহ আসিল কৌতুকে ||
বিয়া দেখিতে আইল যত দেবগণ |
লাচারি প্রবন্ধে বলি শুন বিবরণ || )

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা

            ৭
পদ্মাবতীর বিয়া হবে আনন্দিত মন |
পদ্মারে করায় বেশ যত নারীগণ ||
কহিতে না পারি পদ্মা যত করে বেশ |
ধূপের ধোঁয়া দিয়া সে বাসিত করে কেশ ||
সুবর্ণের কর্ণফুল কর্ণে আনি দিল |
নাকেতে বেশর দিল করে ঝলমল ||
গলায় হার দিল সুবর্ণের পাঁতি |
মধ্যে মধ্যে লাগাইয়াছে সুবর্ণের তথি ||
দুই হাতে তাড় দিল দেখিতে শোভন |
শঙ্খের সম্মুখে দিল সুবর্ণের কঙ্কণ ||
পায় খাড়ু দিল আঙ্গুলের পাশলি |
পরমা সুন্দরী যেন সোনার পুতলি ||
চক্ষুতে কাজল দিল যেন নীলোত্পল |
নাসিকা নির্মাণ যেন দেখিতে তিলফুল ||
মৃগ-মদ মিশাইয়া চন্দন দিল গায় |
কনক নূপুর দেবী তলিয়া দিল পায় ||
পদ্মাবতীর বিয়া হবে দেবে বলে ভাল |
লাচারি প্রবন্ধে ভাই বল এইকাল ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা



মঙ্গল মৃদঙ্গ বাজে                            আনন্দিত স্বর্গরাজ্যে
কৌতুকে চলিল আয়োগণ |
মঙ্গল সরা লিয়া কাঁখে                       চন্ডিকা চলিল আগে
পট্টবস্ত্রে ঢাকিয়া শরীর ||
সর্বাঙ্গ ভূষিত করি                          যেন স্বর্গের বিদ্যাধরী
আয়োগণ চলিল ধীরে ধীরে |
আয়োগণ আসিল যত                      কেবা নাম জানে তত
চৌদ্দ আয়ো আসিল ব্রাহ্মণী ||
দেখিয়া মুনির ঠান                             একদৃষ্টে করে ধ্যান
ধন্য ধন্য মুনির নন্দন |
কমলা বিমলা সতী                            শশিপ্রিয়া ভানুমতী
রোহিণী রমণী হীরাবতী ||
সুগন্ধা সুভদ্রাবতী                             তিলোত্তমা সত্যবতী
চন্দ্ররেখা চলে সত্যবতী ||
কৌশল্যা কুমারী ভামা                         চন্দ্ররেখা অনুপমা
দুর্লভা বল্লভা রত্নমালা |
সুশীলা যে চন্দ্ররেখা                            ভানুমতী দিল দেখা
যমুনা জাহ্নবী চন্দ্রকলা ||
রোহিণী মলয়া মালা                        বিজয়া যে জয়া বিজয়া
কমলা বিজয়া বিদ্যাধরী |
পদ্মাবতী পরশনে                               সানন্দে বিজয় ভনে
সারি দিয়া জ্বালিল প্রদীপ ||

.                                                              ****************                                                    
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা

            ৯  
নারীগণ শিখাইল যতেক ঘটা ছুটা |
মুনির কপালে দিল চন্দনের ফোঁটা ||
একগুটি ফুল পদ্মা বিচিয়া ফেলিল |
আর গুটি ফুল পদ্মা চাপিয়া বসিল ||
মুনিবরে খেটে পুষ্প চম্পা নাগেশ্বর |
পদ্মাবতী খেটে পুষ্প কেয়ুর টগর||
অতি সুললিত বাদ্য শুনিলে জুড়ায় হিয়া |
সর্বনারীগণে দেখিতে আইল মুনি মনসার বিয়া ||
( আকাশ ভরিয়া দুন্দুভি বাজে, অপরূপ শুনি |
কৌতুকে রচিয়া বিবাহের বেশ বাহিরে দাঁড়াইল মুনি || )
কাঞ্চন আসনে জামাই বসিল অবশেষ হইল  ভানু |
পূর্বমুখী হইয়া দেব মহেশ্বর ধরিল জামাইর জানু ||
বেদ বিধানে জামাই বরিল দেখিয়া লোকের তর্ক |
মাল্য আভরণ গন্ধ চন্দন আর দিল মধুপর্ক ||
বেদ বিধানে জামাই বরিয়া শিব রহিল এক কাছে |
পুরনারীগণ সঙ্গতি করিয়া গৌরী আসিল তাঁর কাছে ||
নানা আভরণে বেশ রচিয়া মুনি বসিল কনকপীঠে |
ছায়নি করিতে আসিল মনসা চাহে একদৃষ্টে ||
স্বামী নেহালিয়া মনসা কৌতুকে যেন মদন বিভিন্ন |
ভক্তিপুরঃসর প্রণাম করিয়া সাতার প্রদক্ষিণ ||
দেবগণ বলে মনসা সুন্দরী স্বামী পাইয়াছ  ভাল |
নানাছলে পদ্মা চাওনি করে ছায়ামন্ডপের তল ||
মুনির সম্মুখে মনসা বসিল মধ্যে জলপূর্ণ ঘট |
নিজ্জল নয়নে মুখ নেহালে শেষে ঘুচায় অন্তস্পট ||
শাস্ত্রবিধানে মন্ত্র পঠিয়া বহ্মা হইল হোমী |
স্রক্ মুখে ঘৃত অনলে দিয়া চতুর্মুখে বেদধ্বনি ||
হস্ত কুশ জলে শিব বসিলা পুরোহিত হইল গুরু |
কন্যা উত্সর্গিয়া হাতে সমর্পিয়া স্বস্তি বলিল জগত্কারু ||
মুখ নেহালিয়া বাপের কৌতুক কন্যা দিল ভাল বরে |
সম্পূর্ণ আহুতি যজ্ঞেদিয়া বর বধূ নিলা ঘরে ||
জামাই চরিত্রে ভোজন করিল কৌতুক মুনির মনে |
মুখ শোধন পরে শয়ন সানন্দ বিজয় ভণে ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
চন্ডী বলে মনসা বার্তা কহ সারা |
তুমি সুখে বসিছ জামাই কেন মরা ||
ঘন ঘন জিজ্ঞাসে চন্ডী করিয়া আদর |
নিঃশব্দে রহিল পদ্মা না দিল উত্তর ||
পদ্মা হইতে চন্ডী যদি না পাইল সন্ধান |
চরে বার্তা কহিল গিয়া মহাদেবের স্থান ||
বার্তা পাইয়া মহাদেব করে ছটফট |
ত্বরিত গমনে আইল পদ্মার নিকট ||
অচেতন মুনিবর না চাহে কোন ভিত |
পদ্মারে জিজ্ঞাসা করে এ কোন উচিত ||
নাহি রোগ নাহি শোক মৃত্যু কি কারণ |
আচম্বিতে হইল কিবা কহত লক্ষণ ||
জিজ্ঞাসেন মহাদেব পদ্মা না করে রাও |
সবার হিত করুক সেই পদ্মাবতী মাও ||
বিজয় গুপ্ত বলে গাইন বুঝিও সম্বেদ |
লাচারি প্রবন্ধ বল পয়ার বিচ্ছেদ ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা

১১

মোরে সত্য কহিবার উচিত |
মুনি কেন ম’ল আচম্বিত ||
মনে মনে ভাবিয়া না পাই                         তোমার যোগ্য জামাই   
অনেক যতনে পাইলাম মুনিবর |
তাহাকে আমি ভাল জানি                        অজর অমর  মুনি     
তাহে কেন এত অথান্তর ||
তপের ফলে দেবের পূজিত                    হেন মুনি কেন ম’ল আচম্বিত  
আজ হ’ল বিয়া না হল বাসি রাতি |
এ কামে পদ্মা বড়ই আখ্যাতি ||

যে মইল সেই মইল আপন কর্মদোষে |
তোমার কলঙ্ক লোকে কেন ঘোষে ||
মনসা বলেন বাপ শুল শূলপাণি |
ইহার কারণ আমি কিছু নাহি জানি |
হেন কি তোমার মনে লয় |
নারী লোক হইয়া আপন স্বামী খায় ||
আজু নিশি অবসানে হইলেক ঊষা |
মোরে বলে তুই মোরে আনিয়া দে কুশা ||
কোপমনে মুনি মূর্ছিত হইল আপনি |  
আমি ত না জানি কেমনে ম’ল মুনি ||
হাসিয়া তবে বলেন দেব মহেশ্বরে |
তোমার প্রতাপ পদ্মা কে সহিতে পারে ||
মুই বুঝিলাম কার্যের হেন দশা |
শীঘ্র করি জিয়াইয়া দাও গো মনসা ||
বিধির নির্বন্ধ কভু না যায় খন্ডন |
বিজয় গুপ্তের সরস বচন ||

.                                                              ****************                                                    
সূচি...    


মিলনসাগর
*
পদ্মাবতী রাও না করে মুনির বাড়ে রাগ |
মুনি বলে পদ্মাবতী ঝাটে বর মাগ ||
আপনি বলেন মুনি শুনগো মনসা |
মন সুখে মাগ বর যেবা তোমার আশা ||
চারিদিকে হুড়াহুড়ি পদ্মা চমত্কার |
পুত্রবর পুত্রবর বলে অষ্টবার ||
পদ্মার চনে হাসিলেন মুনি মহাশয় |
হাসিয়া মুনিবর পূর্ব কথা কয় ||
তোমার দোষ নাহি কিছু আছে দৈব হেতু |
আজু হইতে তোমার গর্ভে রহিবেক ঋতু ||
অষ্টজন পুত্র হবে তোমার সম্পূর্ণ সময় |
বর দিয়া মুনি বলে শুনহ নিশ্চয় ||
নাগজাতি জন্মিবেক বলে মহাতেজা |
এই অষ্টজন হবে নাগগণের রাজা ||
নাগজাতি জন্মিবেক সহোদর অষ্ট ভাই |
তাহা হইতে হবে তোমার অনেক বড়াই ||
নাভি হস্ত দিয়া আস্তিক করিলা স্মরণ |
আস্তিক সাক্ষাৎ হইল তপের কারণ ||
বর দিয়া জরত্কারু স্থির হইয়া রহে |
পদ্মার পেটে হাত দিয়া পুনর্বার কহে ||
( আস্তিক মহামুনি পদ্মার নন্দন |
আশীর্বাদ করিয়া গেল তপোধন || )
শিবের কুমারী পদ্মা জগতের মাও |
ভক্তিভাবে পূজা কর মনসার পাও ||
সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত |
সেই বিজয় গুপ্তেরে রাখ জগন্নাথ ||
বিজয় গুপ্ত রচে পুথি মনসার বর |
পদ্মাবতী বিবাহ পালা এখানে সোসর ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা

               ২
বাপ ঘরে আছে পদ্মা সতন্তরে খায় |
গৌরব করিয়া পালন করে মহামায়া ||
মা নাহি পদ্মাবতীর বাপে করে দয়া |
বিক্রম জানিয়া পালন করেন মহামায়া ||
দিনে দিন বাড়ে ভোগ ভুঞ্জিয়া বিশাল |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা


জরত্কারু আসিল হেন জানিল কারণ |
দেবতার নারীগণ আইল ততক্ষণ ||
রত্নময় আসনে বসিল শূলপাণি |
হেনকালে আসিল তথায় জরত্কারু মুণি ||
জরত্কারু দেখিয়া শিব হরষিত মন |
বিনয়ে করিয়া দিল বসিতে আসন ||
মহাদেব বোলে মুনি শুন দেবগতি |
তমি বিবাহ কর মোর কন্যা পদ্মাবতী ||
জরত্কারু বোলে গোঁসাই তুমি জগতের পতি |
তোমার বাক্য লঙ্ঘিতে কাহার শকতি ||
এত শুনি হরষিত হইলা শূলপাণি |
কার্তিক গণপতি নন্দী ডাক দিয়া আনি ||
তিন জনের প্রতি শিব করিলা আদেশ |
কল্য বিবাহ পদ্মার অদ্য অধিবাস ||
চন্ডিকারে বোলে শিব মনে রঙ্গ ভারি |
সম্বাদ পড়িল গাইন বোলহ লাচারি ||


কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা

         ১০
পদ্মাবতীর বিয়া হইল শুভ প্রয়োজন |
মুনি মনসা তবে করিল শয়ন ||
ধীরে ধীরে এখন কহিলা মুনিবর |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

মনসা বিবাহ পালা

          ১২        
হেন মুনি মইল বড়ই অপযশ |
না জানি কিবা হয় অবশেষ ||
বাপের বচন শুনিয়া পদ্মাবতী |
স্বামীর নিকটে গেলা অতি শীঘ্রগতি ||
এই পাতায় কোনো ভুল-ত্রুটি চোখে পড়লে অথবা যদি
কোথাও ভুল বলে মনে হয়, তাহলে আমাদের এই ইমেলে
জানাবেন। আমরা শুধরে নেবার চেষ্টা করবো।
srimilansengupta@yahoo.co.in