কবি বিজয় গুপ্ত-র মনসামঙ্গল কাব্য
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১  
মনসার জন্ম পালা

গৌরী কোন্দল পালা     

মনসা বিবাহ পালা     

অষ্ট নাগের জন্ম পালা   

অমৃত মথন পালা   

বনবাস পালা       

হাসন হুসন যুদ্ধ পালা     
  ১. নেতার সঙ্গে পদ্মাবতী যুক্তি করে সার   
২. একাদশী দ্বাদশী তিন দিনের উপবাসী   
৩. ধেনু হরি  বিষহরি কৌতুক বড় মন   
৪. দক্ষিণে হোসেনহাটি গ্রামের নিকট    
৫. এদেশে অনিয়ম হইল আপনা রাখিতে নারিল   
৬. কাজীরা দুই ভাই একত্র বসিছে   
৭. সাজ সাজ বাদ্য বাজে লড়ালড়ি কাজী সাজে   
৮. পঞ্চ ছন্দে নানা বাদ্য বাজে ত তথায়   
৯. না জান আমার পুত বিষম হিন্দুর ভূত   
১০. মায়ের বচনে কাজী থর থর কাঁপে   
১১. নেতা বলে পদ্মাবতী কান্দ কি কারণ   
১২. আরে আরে জোলা উঠি দেখ মাউগ পোলা   
১৩. নগরে কান্দন শুনি বিপরীত রায়    
১৪. কান্দে জোলা করিয়া করুণ   
১৫. জোলাহাটি উঠিল ক্রন্দনের রোল   
১৬. নাগ লয়ে উন কোটি বেড়িল হোসেন হাটি   
১৭. জল হইতে ভাই উঠিল যখন   

গুয়াবাড়ি কাটা পালা       

ধন্বন্তরি বধ পালা     
১০
ছয় কুমার বধ পালা     
১১
ঝালুবাড়ির পূজা পালা  
১২
যমযুদ্ধ পালা      
১৩
যাত্রাপাটন পাটন পালা     
১৪
বস্তুবদল পালা     
১৫
ডিঙ্গা বুড়ান, লক্ষ্মীন্দরের জন্ম ও চান্দ লাঞ্ছনা পালা
১৬
লখিন্দরের বিবাহের জোড়ানি পালা    
১৭
লোহার বাসর ঘর নির্মাণ পালা     
১৮
লখিন্দর বিবাহ পালা       
১৯
লখিন্দর দংশন পালা   
২০
ভাসান পালা      
২১
স্বর্গারোহণ পালা     
অভয়া মনসাদেবী জয় বিষহরি |
ততক্ষণে দিল দেখা যতি রূপ ধরি ||
বামহস্তে কমন্ডুল ডাইন হস্তে কুশা |
যতিরূপে ক্ষিতি তলে নামিল মনসা ||
বসিয়াছে রাখয়াল সব একত্র হইয়া |
যত সব ধেনু তারা দিয়াছে ছাড়িয়া ||
হেন কালে পদ্মাবতী গেলা সেইখানে |
রাখয়ালের ঠাঁই দুগ্ধ মাগিলা তখনে ||
ব্রাহ্মণের নারী আমি শোনরে রাখাল |
ফুটি দুগ্ধ দেও মোরে যদি চাহ ভাল ||
বিজয় গপ্তে বলে গাইন কৌতুক হইল ভারি |
সম্ভেদ পড়িল গাইন বলহ লাচারি ||

.                                   ****************                         
সূচি...    


মিলনসাগর
যে যাহা মাগিল বর হউক পূরণ ||
পূজা সমাপিয়া রাখাল চারিদিকে চায় |
যার গোধন যেইখানে সেইখানে পায় ||
বৈকাল সময়ে তারা লয়ে বৎস গাই |
যে যেইখানে থাকে তথা লয়ে যাই ||
ঠাকুর সমান আজি সেবকের আদর |
রাখাল সবে বলে ভাই মনসার বর ||
বেহান বেলায় আজি পদ্মার ঘটচায় |
তবে যার যেই কর্ম সেই কর্মে যায় ||
লোকযাত্রা হইলেক সন্দে গেল দূর |
নিত্য নিত্য পদ্মাবতী পূজয়ে প্রচুর ||
হেন মতে পদ্মাবতী পূজে নিত্য নিত্য |
দৈবযোগে প্রমাদ পড়িল আচম্বিত ||
মনসার পাদপদ্ম ভাবিয়া হৃদয় |
গাইব হোসেন যুদ্ধ এইত সময় ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
মনসামঙ্গল কাব্যের সূচি
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা



একাদশী দ্বাদশী                        তিন দিনের উপবাসী
দুগ্ধ চাহি তোমার গোচর |
সহজে আমি অভাগিনী                      ব্রাহ্মণের ব্রাহ্মণী
দুগ্ধ দিয়া প্রাণ রাখ মোর ||
তোরা রাখাল সর্বজন                     আমার বচন শোন
খিদায়ে আমি রহিতে না পারি |
যত কহে পদ্মাবতী                    রাখালে না দেয়ে মতি
উপহাস্য করয়ে চাতুরি ||
রাখায়ালে কহে পুনি                     শোন তুমি ঠাকুরাণী
মরিল কেন তোমার ব্রাহ্মণ |
আছে এ মত কত যতি                তুমি কি হও বড় সতী
রূপ নাহি তোমার সমান ||
এই মত বেশ করি                     কোন যতি ভিক্ষা করি
পুরুষ দেখিতে তোর ইচ্ছা |
এথা হইতে যাও তুমি                     পুন পুন বলি আমি
নহে তোমার হইবে সর্বনাশ |
চলে অন্তরীক্ষে গতি                     হইয়া যে ক্রোধ মতি
ধেনু যত সব হইল নাশ ||
রাখয়ালে দেখে মাঠে                     ধেনু সব নাহি গোঠে
না দেখিয়া হইল হইল বিকল ||
যত মাঠ বিচারিয়া                       কোনখানে না পাইয়া
উচ্চ স্বরে কান্দিতে লাগিল ||
রাখয়াল সকলে মিলি                        করিলেক হুলাহুলি
কান্দিয়া হইল অচেতন |
পদ্মাবতী পরশনে                         আনন্দে বিজয় ভনে
শুনিয়া কৌতুক সর্বজন ||

.                                                             ****************                                                
সূচি...    


মিলনসাগর
*
ঝড় বৃষ্টি হইলে বড় রহিতে নাই ঠাঁই ||
গঙ্গাতীর কূল দিয়া লাফে লাফে যায় |
ঝড় বরিষায় তারে পথে লাগল পায় ||
ঝড় বরিষণে মোল্লা হইল কাতর |
চারি দিকে চাহিয়া দেখে বন বনমধ্যে ঘর ||
পরম আনন্দে তথা ছায়া লইতে গেলা |
ঘরখান ভরিয়া দেখে রাখালের মেলা ||
স্বভাবে রাখাল জাতি মনে বড় রঙ্গ |
ঢাল ঢোল বাজায় কেহ বাজায় মৃদঙ্গ ||
ঘর মধ্যে ঘট গোটা সারি সারি সাজে |
তাহা দেখি মোল্লা বেটার বুকে বড় বাজে ||
কাজির প্রতাপে  বেটার বড় অহঙ্কার |
খোদা খোদা বলি যায় ঘট ভাঙ্গিবার ||
ধর ধর বলিয়া সব রাখালে খেদায় |
প্রাণ লইয়া কেহ কেহ সারিয়া পলায় ||
দূরে থাকিয়া কেহ মেলিয়া মারে ঢেলা |
কেহ বলে কোন প্রাণে ঘরে ঢোকে শালা ||
চারিদিক বেড়িয়া ধূপের ধোঁয়া ধরে |
তোবা তোবা বলিয়া মোল্লা খোদা খোদা স্মরে ||
চোপড় চাপড় মারে আর ঘাড়কাতা |
পরিত্রাহী ডাকে মোল্লা হেট করে মাথা ||
( পদ্মার বরেতে রাখাল কারে নাহি ডরে |
সকল রাখালে মিলি অবিশ্রান্ত মারে ||
দুই হাতে কেহ বা উপড়ে গোপ দাড়ি |
ইজার ছিঁড়িয়া নিশান দিল সারি সারি ||  )
মাথায় পাগড়ী কেহ মেলে দুই পায় |
ছাগরক্ত মাখে মোল্লার মাথে আর গায় ||
এতেক দুর্গতি করি ক্ষমা নাহি মনে |
মন্ডপের খুঁটিতে নিয়া বান্ধিল যতনে ||
কাতর  হইয়া মোল্লা বলে ঠাকুর ভাই |
আমারে এড়িয়া দেহ যথা তথা যাই ||
তোর দাড়ি মোর দাড়ি দাড়ি নাহি কার |
কাজির মোল্লার দাড়ি ধীরে ধীরে সার ||
ছাড়িয়া দিব তোরে খাওয়াইব বড়া |
গলায় বান্দিয়া দিব কাছিমের গুড়া ||
যাত্রাবর বলে আমি এই বুঝি তত্ত্ব |
এড়িয়া দিব যদি নাকে দেও খত ||
মুছাপের দিব্য কর মাথায় দিয়া হাত |
এই সব কথা না কহিবা কাজির সাক্ষাৎ ||
আপনার সুখেতে করহ হিন্দুয়ান |
আমি এই খত করি সবার বিদ্যমান ||
মোল্লা বলে ঠাকুর আমি এইমাত্র বুঝি |
পাও দিয়া দেও খত নাক দিয়া মুছি ||
( মুছাপের দোহাই দেয় সাতবার |
জনে জনেরে প্রণাম করে হাজার হাজার ||
এতেক শুনিয়া রাখাল সবে সদয় হইল |
দিব্য করাইয়া তবে মোল্লা ছাড়ি দিল || )
সকলেরে সেলাম দিয়া চলিল সত্বর |
এই রূপে চলি গেল কাজির গোচর ||
( বসিয়াছে কাজি আপন কাছারিতে |
আপনার চাকর সব রহিছে জোড়হাতে ||
সম্মুখে তামার বদনা হাতে ছড়িখান |
কাগজের বত্তা হাতে কিতাব কোরাণ || )
সৈয়দ মোল্লা জত লেখা জোখা নাই |
হেনকালে গেল তথা মোল্লা তকাই ||
কান্দিয়া কাজির আগে কহে দুঃখ লাগে বড়ি |
সংবাদ পড়িল গাইন বলরে লাচারি ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা



এদেশে অনিয়ম হইল                          আপনা রাখিতে নারিল
কিবা কার্য থাকিয়া এদেশে |
বদনা হেন ঘটের মাথা                      তাহার উপর ফুলের পাতা
তস্তা হেন দেখিলাম ধূপতি ||
উবুর হইয়া দিলাম সেবা                          রক্ষা কর মহা দেবা
রক্ষ রক্ষ দেবী পদ্মাবতী ||
হাগড়া বনে দিলুম হুতি                        ধরিয়া আনে হাতাহাতি
চোয়াড়ে নাড়িতে নারি গালি ||
হাগড়ায় ধরিল দাড়ি                              টানিয়া খসাইতে নারি
উফারিল যত গোপ দাড়ি ||
সদয়ে বসিয়া আছে                                  ন্যায় অন্যায় বোঝে
আর কাজী খাইছে আফিঙ্গ |
যেমন বার্তা পাইল                                  ক্রোধ করি কিলাইল
কুবলে যেন ছুইল হিঙ্গ ||
কাজি গেলে না ছাড় ডাক                         এই মনে চাপিয়া যাক
কহ গিয়া নেড় কাজীর আগি ||
পদ্মাবতী দরশনে                                  সানন্দে  বিজয় ভণে
বড় ক্রোধ হইল নেড় কাজী ||

.                                                             ****************                                                
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

                ৬  
( কাজীরা দুই ভাই একত্র বসিছে |
কান্দিতে কান্দিতে মোল্লা গেল তার কাছে ||
হিন্দুয়ালি হল রাজ্য তোমার কিসের কাজ |
পেয়াদা পাইক যত আছে শীঘ্র করি সাজ ||
এই ভাগীরথী তীরে অপূর্ব ভূত জাতি |
ঘরেতে ঢুকিয়াছিনু করিল দুর্গতি ||
হের দেখ দাড়ি নাহি মুখে রক্ত পড়ে |
দন্ত ভাঙ্গিয়াছে মোর চোপাড় চাপড়ে ||
পরিধান ইজার আমার দেখ সব ভাঙ্গা |
ছাগলের রক্তে দেখ মুখ মোর রাঙ্গা ||
যতেক মারিছে মোরে কিছু নাহি মনে |
কেবল ধূপের ধোঁয়ায় না দেখি নয়নে ||
খোদার নাম জিগির করি কেহ কাছে নাই |
বড় ভাগ্যে ভান্ডিয়া আসিনু তোমার ঠাঁই ||
শুনিয়া কুপিত কাজী চারিদিকে চায় |
অফিঙ্গের লায়েক বেটা আকাশের দিকে চায় ||
হারামজাত হিন্দুর এত বড় প্রাণ |
আমার গ্রামেতে বেটা করে হিন্দুয়ান ||
গোটে গোটে ধরিব গিয়া যতেক ছেমরা |
এড়া রুটি খাওয়াইয়া করিব জাতি মারা |
ওস্তাদ মোল্লা মোর অপমান হয় |
তাহারে এমন করে প্রাণে নাহি ভয় || )
শেক সাইদ চলে বড় বড় পাঠান |
সাচান সিচান চলে কাজীর যোগান ||
মোল্লা সব চলে মুখে বড় বড় গোপ |
ইষকারি কুত্তা চলে দিতে চাহে ছোপ ||
যদি গিয়া লাগ পাম যতেক হিন্দুয়া |
জাতি নাশ করিব আজি গোস্ত খিলাইয়া ||
হুসন কাজি চলিল পায়ে দিয়া চামর |
ধোপকাপড়ি চলে লক্ষ লক্ষ খোজা ||
বিজয় গুপ্ত বলে গাইন কৌতুক হইল ভারি |
সম্ভেদ পড়িল গাইন বলহ লাচারি ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা



সাজ সাজ বাদ্য বাজে                     লড়ালড়ি কাজী সাজে
হুড়াহুড়ি হোসেন নগর |
কার হাতে শরমুটি                     কার হাতে তালের লাঠি
সাজে কাজী লয়ে তীক্ষ্ণ শর ||
হারামজাত হিন্দু আছে                 ভূত ধেয়ে পলায় পাছে
হুড়াহুড়ি ছেড়ে ঝাটে চল |
চারিদিকে সব ঘেরি                           ধরিব যতন করি
শরীরে দ্বিগুণ বাসি বল ||
হাসেন মনসা আই                            তুরকের রক্ষা নাই
গোটে গোটে দংশিব তুরুক |
সর্বলোকে পরম কৌতুক ||

.                                                             ****************                                                
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

                ৮
পঞ্চ ছন্দে নানা বাদ্য বাজে ত তথায় |
আওয়াজে বার্তা পাইল হোসেনের মায় ||
( সেই ছিল হিন্দুর কন্যা তার কর্মফলে |
বিবাহ করিল কাজী ধরি আনি বলে || )
হিন্দুর দেবতা বুড়ি ভাল মত জানে |
আবাসে রহিয়া মোল্লা হিন্দুয়ানি মানে ||
আসিল হিন্দুর বেটী বড় দৈবফলে |
ধাই আসি জানাইল বাহির দখলে ||
কেহ বলে কেন আইল খোনকারের ধাই |
আগে যাইয়া আমি সেলাম জানাই ||
আগে পাছে বান্দি সব বুড়া বিবি চলে |
এইরূপে ধাইয়া গেল বাহির দখলে ||
রহ রহ বকে হেথায় বেগমে |
বুড়ি বিবি আসিয়াছে না দেখে চসমে ||
কেহ লে কেন আইল ঠাকুর দিদজি আই |
আগু হইয়া সেলাম করিল দুই ভাই ||
দয়া করি বুড়ি এখন বুঝায় সানন্দে |
এইকালে বল ভাই লাচারির ছন্দে ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*

.                                                             ****************                                                  সূচি...    


মিলনসাগর
*
ভূতের নাম শুনিয়া কাজির পেয়াদা রোষে |
চোত্রার ফুল নিয়া মার্গেতে ঘষে ||
বিষম চোত্রার বিষ নহে সহিবার |
দ্বিগুন পোড়ানা হইল  হইল ফাপর ||
হাতের ঢাল মাথার পাগড়ি তার উপর থুইয়া |
হারামজাত হিন্দুর ভূত মার চুবাইয়া ||
ঝাপ দিয়া পড়ে গিয়া জলের ভিতর |
দ্বিগুন পোড়ে গা হইল হইল ফাঁপর ||
সকল কাপড় কুমার করিয়া বোঝা |
ধীরে ধীরে যায় যেন বিলাতিয়া ধোপা ||
সত্বরে চলিল কাজি মহলের ভিতর |
এইসব কথা কহিও গিয়া বিবির গোচর ||
বন্দিশালে রহিল গিয়া যত রাখালগণ |
শিয়রে বসিয়া পদ্মা কহেন স্বপন ||
পদ্মা বলে পুত্র সব দুঃখ নাহি আর |
হোসেন হাটি আমি আজি করিব সংহার ||
কি হইল কি হইল নেতা কিনা হইল মোরে |
রাখালের যত দুঃখ না সহে শরীরে ||
প্রথমে আমার পূজা লোকেতে প্রচার |
হোসেন বাঁধিয়া নিল যতেক রাখাল ||
বিষ অগ্নি করিয়া পুরিব হোসেনহাটি |
দংশিব সকল তুরুক না রাখিব একগুটি ||
বিষ অগ্নি করিয়া পুরিব গাছের পাতা |
সানন্দে বিজয় ভণে পদ্মাবতীর কথা ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
বিষম বোড়ার বিষ নহে সহিবারে |
মা বাপ ডাকে বেটা হাহাকার করে ||
কেহ বলে চাও চাও কেহ বলে কি |
দুই হাতে বুক হানে কাঁদে জোলার ঝি ||
সর্ব গাত্র কাঁপে জোলার কাল বিষের ঘায় |
কান্দিয়া কহিতে লাগে ধরি জোলার পায় ||
( সবধর বলে চাচা জানিছি নিশ্চয় |
ভুতের ছাও এই দৈবে সে নয় || )
নিশ্চয় জানিল চাচা নাহিক জীবন |
আপন জানিয়া তুমি কার্যে দেহ মন ||
চিকণ কাপড় তাঁতে বিকের বড় টান |
একখানা চিরিয়া করিব সাত খান ||
বেসাতির সঞ্চয় তার কিছু নাহি ঘরে |
পোন চারি কড়ি দেও জোলা ঝির তরে ||
ভাঁড়া পুঁজি করি যেন দিন কত খায় |
যাবৎ না অন্যখানে নিকা গিয়া বর ||
এতেক বলিয়া জোলা হইল অচেতন |
কালবিষে আচ্ছাদিল হারাইল জীবন ||
জোলাঝি ক্রন্দন করে দুঃখ লাগে বড়ি |
সংবাদ পড়িল গাইন বলেরে লাচারি ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

১২

আরে আরে জোলা                           উঠি দেখ মাউগ পোলা
আচম্বিতে তোমার হইল কি |
এখানে বিছানায় ছিলা                        নানা সুখে আরোপিলা
কোছের কাড়িয়া খাইলা পান ||
জোলা ছিল বড় ধনী                          বুনাইয়া দিত লাল ভুনি
পরিয়া বেড়াইতাম বাড়ি বাড়ি |
কত কথা কব পতি                              এ কোন চিকন তাঁতি
এহার সমান নাহি কারিগরি ||
মোর দুঃখের ওর নাই                            নিকা বসি যার ঠাঁই
মাসেক না থাকি তার ঘরে |
কত দুঃখ সব গায়                                  দশ দিন নাহি যায়
এই মাসে তিন নিকা মোরে ||
এই দুঃখে আমি কান্দি                              সতরাটা করি যদি
এত আদর নাহি কার হাতে |
আসিনু  তোমার ঘরে                          খোদায় বঞ্চিতে মোরে
তোমা হারালাম আচম্বিতে |
হাটে যাইতে কহি ঝাটে                         লড় দিয়া যাইত হাটে
বেসাতি আনিত নানা ভাইতে |
শৌল, মাগুর, কৈ                                     আলু মানকচু চৈ
গুয়া পান আনিতে নানা মতে ||
আদার সুন্দর ঝাল                                খাইতে পোড়ায় গাল
কহিতে বিদরে মোর বুক |
কি হইল মোর আজি                             কেন বিধি দিল বাজী
এখন চাহিব কার মুখ |
গুপ্তে বলে জোলা ঝি                            মল জোলা করিবা কি
ভাল হইল মরিয়া গেল জোলা ||

.                                                             ****************                                                  
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

               ১৩
নগরে কান্দন শুনি বিপরীত রায় ||
লড় দিয়া আসিল তখন জোলা ঝির মায় ||
বুড়ি বলে আগো ঝি কেন কান্দ আর |
মরিল জামাই তোর পাবি আর বর ||
সবে তোর মাতা আমি আর কেহ নই |
বিশ ফতরা গেলে নিকা দিব আর ঠাঁই ||
দিন কথ থাক গিয়া নিরামিষ খাইয়া |
সাতা খানা গেল কাইন দিব ভাল চাহিয়া || )
মার বাক্যে জোলা ঝির জুড়াল হৃদয় |
কান্দিয়া মায়ের স্থানে ধীরে ধীরে কয় ||
নিশ্চয় কহিল মাতা শান্ত কর মন |
শুনি প্রাণ কাঁপে নিরামিষের কারণ ||
খোদায় বঞ্চিল মোরে এই দিন হতে |
এই কয় দিন মুই বঞ্চিব কি মতে ||
সাতদিন নহে মাতা সাতটি বৎসর |
কেমনে বঞ্চিব ঘরে আমি একেশ্বর ||
নিরামিষ খাইলে নাহি বাঁচিবার আশ |
তাহার বাড়িতে আছে কুকুরার বাস ||
পুত্রের মরণ দেখি স্থির নহে মন |
বিষাদ ভাবিয়া বুড়ী যুড়িলেক ক্রন্দন ||
নাগরথে পদ্মাবতী অহঙ্কারে ভোলা |
পুত্র কোলে করি কান্দে তাজদি জোলা ||
সুতা চোরা জোলা কান্দে দুঃখ লাগে বড়ি |
সংবাদ পড়িল গাইন বল রে লাচারি ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

১৪

কান্দে জোলা করিয়া করুণ
দাড়ি বাহি পড়ে লোহ                       বিঘতিয়া খাইল পো
কালবিষে হইল অচেতন ||
জোলা মরে মীর সা                             বধূ কান্দে শুন না
বধূ শান্তাইয়া নেও ঘরে |
সয়তান না হহুকঘরে (? )             সেবকে তোমার দয়া করে
হেন বধূ লইয়া গেল পরে ||
জোলা বলে কি হাতনা                           বধূ কান্দে শুন না
একেবারে বিধি হইল বাম ||
এইত যৌবন-কালে                          বিধি আমা বাম হইলে
কোথায় পাইব হেন জন ||
হেন করে মোর হিয়া                        কাজিরে অস্থানে নিয়া
বুড়া বয়সে করিয়া লই কাইল |
এত বলি বুড়া কান্দে                           পায় ধরি বধূ কান্দে
ভাত খাও এড়িয়া কান্দাইল ||
আর খসম পাবা না                          মোরে ছাড়ি যাইও না
মনে লয় থাক মোর সাথে ||
মনে সরম বাস পাছে                       কেতাবে কোরাণে আছে
নিকা বস যদি লয় চিতে ||
পদ্মাবতী দরশনে                                সানন্দে বিজয় ভণে
সূতা বেচা জোলা বেয়াক্কেল  |
নহে কেন হেন হবে                              এত কষ্ট কেন পাবে
কাজি বেটা ইহার মক্কেল |

.                                                             ****************                                                  
সূচি...    


মিলনসাগর
*
পথে যাইতে বিঘতিয়া সাত জনে খায় |
ধীরে ধীরে বিঘতিয়া ঘরে চলি যায় ||
এথা হতে নাগ তবে যায় চলিয়া |
পথে যাইতে খাইল কাজির শতেক হালিয়া ||
কাজির মোকাম ঘরে বাসা সাপ |
মোল্লা মারিয়া সব করিল খারাপ ||
নাগরথে পদ্মাবতী অহঙ্কারে ভোলা |
বিঘতিয়া দংশিল যত ছিল জোলা ||
বিজয় গুপ্ত বলে গাইন দুঃখ লাগে বড়ি |
সম্বেদ পড়িল ভাই লরে লাচারি ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

১৬

( নাগ লয়ে উন কোটি                        বেড়িল হোসেন হাটি
ডরে কাঁপে যতেক তুরুক |        
কাজির ঘর ভাঙ্গা ঝাপ                     তাহা দিয়া যায় সাপ
বিবি পলায় পদ্মার কৌতুক ||
সর্প ভয়ে পড়ে মূত্র                            খাইল কাজির পুত্র
ঢলিয়া পড়িল ততক্ষণ |
দারুণ বিষের জ্বালে                      আঁখি ঘোরে তনু জ্বলে
নাকে শ্বাস বহে ঘনে ঘন || )
কাজিপুত্র সাপে খাইল                    ওঝায় বাড়িতে আইল
ওঝা বলে এর প্রাণ নাই |
কালাতুরি নামে বান্দী                        সেই বলে শুন কাজি
বিবিরে খাইল বিষম ঠাই ||
কেতাব কেরাণ ছাড়                        আপনি ফু দিয়া ঝাড়
অন্য ওঝার দেখার যোগ্য নয় |
কি কব কহিতে লাজ                         মাথায় পড়িল বাজ
হেন স্থান দেখিবার নয় ||
( হোসেনের মা বলে পুত                    কেন ক্ষেপাইলে ভুত
শরীরে না সহে দুঃখ আর ||
নাগ ফেরে ঘরে ঘরে                        যারে খায় সেই মরে
সেনহাটি হইল ছারখার || )
মরিল দুলাল বান্দী                        তার লাগি কান্দে কাজি
মনে রহিল তার কথা |
আর সব যত কান্দি                        তাহার মত যত বান্দী
ইহার সম পাকানী নাহি হেতা ||
ফুটন্ত ধুতুরার ফুল                              যেন দেখি দন্তমুল
মাথায় উকুন শতে শতে |
কাজি কান্দে মনস্তাপে                        গোলাম খাইল সাপে
বিবিরে প্রবোধ দিবে কে ||
বাড়িতে যাইতাম খুইয়া               বিবির সঙ্গে থাকিত শুইয়া
সারারাত্রি থাকিত উজাগার ||
( বুড়া কাজির খাইল পোহ                    মনস্তাপে যায় মোহ
হাসেন হোসেন চাহে দংশিবার ||
মায়ে পোয়ে কথা কয়                        তাহে প্রাণ স্থির নয়
চৌদিকে বেড়িয়া উঠে সাপ |
সাপ দেখি ভয়ঙ্কর                          হাসেন হোসেনের ডর
ভয়ে পড়ে জলে দিয়া ঝাপ ||
দুই ভাই জলে ভাসে                        তাহা দেখি নাগ হাসে
চেয়ে ছিলো নাগ ধরিবার |
আপনার হিত চাও                            পূজহ পদ্মার পাও
বিজয় গুপ্ত রচিল পয়ার ||

.                                                             ****************                                                  
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

              ১৭
জল হইতে ভাই উঠিল যখন |
মায়া পাতিয়া নাগ লুকাইল তখন ||
জল হইতে উঠি কাজি ভাবে অপমান |
রাখাল সঙ্গে বাদ করি হারাইলাম পরাণ ||
এক গোটা ভুত আইল বিঘত প্রমাণ |
সেই যে করিল মোর এত অপমান  ||
এখনি পূজিব পদ্মা বিলম্ব নাহি আর |
কার ঠাঁই পুছিব মুই পূজার সমাচার ||
এই সব শুনিয়া পদ্মা হাসিলেন বিস্তর |
নারদ ডাকিয়া পদ্মা আনিল সত্বর ||
পদ্মা বলে তপোধন শুনহ বচন |
ঘট মাথায় করি নেও যেথা হাসেন হোসেন ||
কেবা লঙ্ঘিতে পারে পদ্মার বচন |
মাথায় করিয়া ঘট চলে তপোধন ||
সুবর্ণের ঘট গোটা বিচিত্র নির্মাণ |
দেখিয়া জিজ্ঞাসা করে ভাই দুইজন ||
কাহার ঘট লইয়াছ দ্বিজ কি কার্য ইহার |
আমার ঠাঁই কহিবা ইহার সমাচার ||
দ্বিজ বলে এই ঘট দেবী মনসার |
হারাইলা যত ধন পাইবা আর বার ||
এত শুনি কাজির আনন্দিত মন |
সেই ঘট লইল দিয়া বহুমূল্য ধন ||
বিচিত্র মন্ডপ ঘর দেখিতে সুন্দর |
বাছিয়া বাছিয়া আনে অনেক দ্বিজবর ||
খই দই রচনা আনিল ঠাঁই ঠাঁই |
ভক্তিভাবে পূজা করে বিষহরি আই ||
মহিষ ছাগল আনি ভরিলেক বাড়ি |
নাপিত আনিয়া কাজি মুড়িলেক দাড়ি ||
প্রথমে পূজিল ঘট ভক্তি করি আজি |
ব্রাহ্মণে পূজে ঘট প্রণাম করে কাজি ||
মত মারিয়াছিল জীল ততক্ষণ |
বান্ধা ছিল যত রাখাল হইল মোচন ||
( কাজি বলে ভাই সব দুঃখ না ভাবিও মনে |
যত অপরাধ মোর ক্ষমিবা এখনে ||
হরষিত রাখাল সব চলিল সত্বর |
অবিলম্বে চলি গেল আপনার ঘর || )
বিজয় গুপ্ত রচে পুথি মনসার বর |
হাসেন হোসেন পালা এইখানে সোসর ||

.              ****************                                                                 
সূচি...    


মিলনসাগর
*
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা


নেতার সঙ্গে পদ্মাবতী যুক্তি করে সার |
মর্ত্যলোকে মোর পূজা না হল প্রচার ||
নেতা বলে পদ্মাবতী শুনহ বচন |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

             ৩
ধেনু হরি  বিষহরি কৌতুক বড় মন |
নিদ্রাবতীরে আজ্ঞা করিলা তখন ||
মনসার আজ্ঞায় নিদ্রাবতী চলিল তখন |
অচেতন করিল গিয়া সব শিশুগণ ||
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

             ৪
দক্ষিণে হোসেনহাটি গ্রামের নিকট |
তথায় যবন বসে দুই বেটা শঠ ||
হাসন হোসেন তারা দুই ভাইর নাম |
দুইজনে করে তারা বিপরীত কাম ||
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা


কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

              ১০
মায়ের বচনে কাজী থর থর কাঁপে |
হাতে হাতে কচালে অধর ওষ্ঠ চাপে ||
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

             ১১
নেতা বলে পদ্মাবতী কান্দ কি কারণ |
স্মরণ করিয়া আন যত নাগগণ ||
নেতার বচনে পদ্মা চিন্তে মনে মন |
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল

হাসন হুসন যুদ্ধ পালা

            ১৫
জোলাহাটি উঠিল ক্রন্দনের রোল |
বিঘতিয়া বোড়া করে এত গন্ডগোল ||
যাহার যেই ইষ্ট মিত্র সেই দিল মাটি |
নগরের মধ্যে জোলা নাহিক এক গুটি ||
এই পাতায় কোনো ভুল-ত্রুটি চোখে পড়লে অথবা যদি
কোথাও ভুল বলে মনে হয়, তাহলে আমাদের এই ইমেলে
জানাবেন। আমরা শুধরে নেবার চেষ্টা করবো।
srimilansengupta@yahoo.co.in