নদী ও সময়, সমান উভয়, ধীরে ধীরে বয়, লয়ে সমুদয় | সচেষ্ট সুজন লভয়ে রতন, জড় অভাজন, দুঃখভাগী হয় || ক্রমাগত ধায়, পিছে না তাকায়, হাসায় কাঁদায়, যথা মনে লয়, অনন্ত সাগরে, মিশে গেলে পরে, কিছুতেই আর আসে না ফিরে, হলে অজতন, জন্মের মতন, আরতো কখনও পাবে না বিজয় ||
মা বলে তোরে ডাকিলে জুড়াবে এ পোড়া মন | মা-হীনের বড়ো সাধা করিতে মা সম্বোধন || মা-স্নেহৃবিশ্ব-বাঞ্ছিত, বিজয় তাহে বঞ্চিত, সম্বল কেবল তাত, তিনি জেন সুখে রন | সুশীতল তাঁর প্রেমে, জুড়াই এ মরুভূমে, সে ভাবে সতত তিনি, তোষেন মন জীবন | জগদম্বে কৃপা-খনি, তুমি বিনা কে জননী, মাতৃহীন অভাগার, ঘুচাবে মনোবেদন ||