কবি বিমলচন্দ্র ঘোষ - বামপন্থী বিশিষ্ট কবি ও গীতিকার ছিলেন |
যৌবনকাল থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন |
"উজ্জ্বল এক ঝাঁক পায়রা", "শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা" প্রভৃতি তাঁর জনপ্রিয় গান |
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "জীবন ও রাত্রি" (১৯৩৩), "সাবিত্রী" (১৯৫১), কাব্য সংকলন "উদাত্ত ভারত"
(১৯৫৬) প্রভৃতি |
তাঁর কবিতা সমাজসচেতন, শোষিত মানুষের দাবির ঘোষণায় সোচ্চার এবং আবেগদীপ্ত |
আমরা মিলনসাগরে কবি বিমলচন্দ্র ঘোষের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সফল মনে করবো।
উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
কবি বিমলচন্দ্র ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - .২০০৮
পরিবর্ধিত সংস্করণ - ১০.৪.২০১২
...