বিমল ঘোষ (মৌমাছি) – কবি বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। তিনি একজন খ্যাতনামা শিশু-
সাহিত্যিক ছিলেন।
কবির ছবি সৌজন্যে আনন্দবাজার পত্রিকা

১৯৪০ সালে আনন্দবাজার পত্রিকায় ছোটদের জন্য “আনন্দমেলা” নামক একটি অংশ নির্দিষ্ট করা হয়। বিমল
ঘোষ “মৌমাছি” নামে এই বিশেষ বিভাগটি পরিচালনা করতেন।

তাঁর রচিত শিশুসাহিত্য বিষয়ক রচনা শতাধিক। কবিতা, ছড়া, নাটক, গল্প সব ক্ষেত্রেই ছিল তাঁর সহজ
বিচরণ।

তাঁর রচনার মধ্যে রয়েছে “মায়াময়ূর” নাটক, “চেঙাবেঙা” কাহিনী প্রভৃতি।

কবি বিমল ঘোষের (মৌমাছি) একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান
তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা মিলনসাগরে  কবি বিমল ঘোষের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।


উত্স –
শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩

কবি বিমল ঘোষের (মৌমাছি) মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ০৮.০৮.২০১৩
...