কবি বিপ্লব চক্রবর্তী - কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। তিনি রামকৃষ্ণমিশন
বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি Integrated Rural & Tribal Development and Management (IRTDM)
করেছেন। কবি বলেন যে তিনি কবিতা লিখে আরাম পান। তাঁর ঘুরতে খুব ভালো লাগে।
তাঁর জীবনের একটি স্মরণীয় ঘটনা হলো একবার ছোটবেলায় কোচবিহারের সাগর দিঘিতে স্নান করতে
গিয়ে জলে ডুবে গিয়েছিলেন। সেদিন তিনি মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করেছিলেন। সেদিন বুঝতে
পেরেছিলেন জীবনের কি দাম। তারপর থেকেই জীবনকে একটু বেশি ভালবাসতে শুরু করেছিলেন।
কবি বর্তমানে মাস্টার অফ সোশ্যাল-ওয়ার্ক এর ছাত্র, সেই সঙ্গে তিনি "লম্বাপারা প্রচেষ্টা" নামক একটি
সেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক রূপে কাজ করছেন।
তিনি "পাগলপারা কবিঘর" নামে একটা কবিতার ই-ম্যাগাজিন এ সম্পাদনা করেন। এ ছাড়া তাঁর গান গাইতে
ভালো লাগে। কবি ফেসবুকে নিজের দেওয়ালে ছাড়া কোথাও কবিতা লেখেন না।
আমরা মিলনসাগরে কবি বিপ্লব চক্রবর্তীর কবিতা তুলতে পেরে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
- ইমেল: biplabrockk@gmail.com
- ঠিকানা: তুফানগঞ্জ বিধান সরণী, পোস্ট: তুফানগঞ্জ, জেলা: কোচবিহার, পশ্চিমবঙ্গ, পিন: ৭৩৬১৬০
কবি বিপ্লব চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্সঃ ইনটারনেটে যোগাযোগ ও পত্রালাপ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ২১.৪.২০১৩।
৭টি নতুন কবিতার সংযোজন - ২০.৪.২০২২।
...