কবি বিষ্ণু দের কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
সুজলা সুফলা
সুজলা সুফলা সেই মলয়শীতলা ধর
বন্দনীয় মাতৃভূমি ঋষি (ও হাকিম)
সেই গণ-স্তোত্রগান এখনও হয়তো আ
শীর্ষ-চূড়ে কোনো সভায় স্বয়ম্ রবিঠা
সুরে সর্বাঙ্গ শিহরে অচৈতন্য শব্ দ
সমকণ্ঠে ওঠে সহস্রের গান, পাশের
দেহমনে সমভাব, মৈত্রী -- রাখীবন্ধনে
মিলনসাগর.কম্ থেকে কপি করা
সে-গান প্রাণের রন্ধ্রে, মন জাগে ধ্রুব
ভাবের সমুদ্র থেকে ভাষা ওঠে দোঁহে
ষেমন অন্তরে দেহ জাগে, দেহে স্বপ্নে
ভাষা ওঠে সফেন চঞ্চল নৃত্যে | পর
কাশীমিত্রঘাটে দেখ, যিনি ভব্য সুশো
অসামান্য দিব্যকান্তি কবি, আমাদের
নগ্নবক্ষে সদ্যস্নাত ! -- সুখদা বরদা
. ***************
. উপরে. . .
মিলনসাগর
কখনোই করেননি ; এমনকি কোন্ এক সভাঘরে স্বয়ং লেনিন
লেনিনিস্ট অত্যুক্তিতে শোনা যায় উঠে যান সংকোচে বিরাগে |
তাই আজ মনে হয় যদি সারা দেশ ভাবে, ভাবে প্রতিদিন
সাধারণ মানুষেরা, সকলেই, নিত্য ভাবে দীন হই নই কভু হীন,
তাহলে হয়তো প্রতি মাস হবে অক্টোবর, প্রতিদিন প্রত্যেকে লেনিন |
শুনেছি যে লেনিনেরও সাধ ছিল একদিন সকলেই হ'য়ে যাবে
শতায়ু লেনিন ||
. ***************
. উপরে. . .
মিলনসাগর
ইলোরা
আকাশে তোমার মুক্তি; ?
তোমার উর্মিল নৃত্যে, নীলি
সেখানে নেইকো সোনা কৌ
সেখানে শূণ্যের চোখে সম্পূ
সে-দক্ষযজ্ঞের নাটে স্থিতি কাঁপে সংহারে-সংহারে,
রাজসূয় অসূয়ার যুগ গত কুমার সম্ভবে ;
নটরাজ সর্বহারা নীলকণ্ঠ গালবাদ্যরবে
পায়ে-পায়ে পৃথ্বী জাগে সতী তোলে সর্বংসহারে |
সন্ন্যাসী, তোমার মুক্তি বাঁধা জড় পাথরে আকাশে,
রৌদ্রেজলে ছায়াতপে বর্ষে-বর্ষে উন্মুক্ত সাক্ষর
কঠিন কষ্টিতে লেখা নীলাকাশে, কালের ঈশ্বর !
আমরা ভাস্কর, নই মূর্তি, মুক্তি আনি কর্মে চাষে,
যন্ত্রের ঘর্ঘরে, নিত্য আন্দোলনে, মুষ্ঠিভিক্ষা আসে
নীলকণ্ঠ আমাদের মুক্তি নিত্য | আমরা নশ্বর ||
. ***************
. উপরে. . .
মিলনসাগর
প্রেমের নহবত ঘৃণায় স্তব্ ধ |
আমার হাতে ঢাকো তোমার মুখ ||
. ***************
. উপরে. . .
মিলনসাগর
বাংলাই আমাদের
লার লোক,
মাদের, এদের ওদের সবার জীবন |
ক্তে ছন্দ এই নদি মাঠ ঘাট
ম বন,
রৌদ্রজলে অন্তরঙ্গ ঘরোয়া ভাষার
.শ্রুদীপ্ত পেশল বিস্তার |
ঘ্রাণে প্রাণে দেহমনে কথায় স্নায়ুতে
র হাসি একাকার, সমগ্র সত্তার
য়ুতে নিত্য মৃত্যুত্তীর্ণ দুঃখে হর্ষে
বেঁধে দেবে কোমল কঠিন স্পর্শে |
হও শক্তিলোভে কূটবুদ্ধি
ধিক রাবিন্দ্রিক পুণ্য বর্ষে
কোথায় নিস্তার ?
মনে হয় প্রত্যেকে লেনিন
তোমাদেরও মনে হয়, মনে হয় তোমারও প্রত্যেকে লেনিন ?
লাজুক সুকান্ত ওই কথাটাই বলেছিল কৈশোর সংরাগে বহুদিন আগে --
অন্ধকারে আর
অন্ধকারে আর রেখো না ভয়,
আমার হাতে ঢাকো তোমার মুখ
দু-চোখে দিয়ে দাও দুঃখ সুখ,
দু-বাহু ঘিরে গড়ো তোমার জয়,