বিদ্যাসাগরকে উত্সর্গিত কবিতা ও ছড়া যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
তবে কেন মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় আজন্মবিখ্যাত ওই আবক্ষ আলোকচিত্র ধাঁধা : ও কি মুখ -- মমতা -মনীষা -দয়া -বিদ্যা পারাবার ? ও কি মুখ---বিরক্ত বিতৃষ্ণ তিক্ত কূপ ছাড়াবার ? তবে কেন চোখে ঠোঁটে উর্ণার রহস্য ছিলা- বাঁধা ! ও গোপন রক্তস্রাব, উৎক্ষিপ্ত ছুরির মুখ আধা অর্ধেক চোখের নুন, বাকি অর্ধ জালা আর ক্ষার, কলকাতায় কুরুক্ষেত্র , বিষণ্ণ প্রস্থানে কর্মাটাড়, প্রত্যয় বিদ্যুৎ হতে গিয়ে চ্যুত-বিশ্বাসে পা-বাঁধা | আবক্ষ আলেখ্য বিদ্যাসাগরের আমরাও কেউ কেউ : সংকল্প অপাপবিদ্ধ, শুদ্ধ দৃষ্টি, ইচ্ছা খড়্গনাসা--- স্বপ্ন ও স্বদেশ প্রতিদ্বন্দ্বী কেন, পরিপার্শ্ব ফেউ, তৃষ্ণার ওষ্ঠ ও জল ---- স-চিত্কার মধ্যে কর্মনাশা অন্তর্ঘাত অন্তর্দ্বন্দ্ব পরিণামনিরাশা নিরাশা | গর্জিত ছোবল তুলে ছবি হয়ে যাই ক্ষিপ্ত ঢেউ | . ************************* . সূচীতে . . . মিলনসাগর |