বিদ্যাসাগরকে উত্সর্গিত কবিতা ও ছড়া যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
ঈশ্বর ও নারী প্রমিতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতির খেয়ালে বিধাতা পুরুষ সৃষ্টি করলেন নারী সমান পাল্লা আর অসমান বাটখারায় ওদিকের বোঝাটা রাখলেন ভারী | চোখের জলে রমনীয় হলো নারী চললো এই নিয়ম কেবল একজন মানলো না সেসব ব্যকরণ ভেঙে তৈরি করলো ব্যতিক্রম | ঈশ্বরের সৃষ্টিকে সে মানলো না অহল্যাকে করলো জীবনময়ী প্রকৃতির বাটখারাটা পালটে দিয়ে অন্য এক ঈশ্বর হলো জগত্জয়ী | . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
সুবাদ সুদেব বকসী সন্ততি --- এই বঙ্গমাতার সেই সুবাদে হই যেন তাঁর আপন-টাপন | তাঁর আখর-ই সাজাই-গোছাই | চর্চা করি অধিকারের | এবং তাঁরই জন্য লিখি ; জাহির ভারী “অ্যাই দেখে যাও, লিখছি হুঁ-হুঁ, তাঁকেই নিয়ে !” অমনি হু-হু তপ্ত খরায় জ্বলছে এ-বুক, চোখ ভিজে যায়, নোয়াই চিবুক--- আখরগুলো কোথায়, মাগো, দু’চোখ জুড়ে বিদ্যাসাগর ! . ************************* . সূচিতে . . . মিলনসাগর |