বিদ্যাসাগরকে উত্সর্গিত কবিতা ও ছড়া যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
এক যে ছিল বিদ্যাসাগর পূর্ণেন্দু পত্রী কবি পূর্ণেন্দু পর্ত্রীর কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন . . . এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক ? এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে, ছেলে ? এক যে ছিল বিদ্যাসাগর দেমাকধারী ধাত্ সাহেব যদি জুতো দেখায় বদলা তত্ক্ষনাৎ | এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধিশুদ্ধি কই ? লিখেই চলে লিখেই চলে শিশুপাঠ্য বই ! এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরীব-গুর্বোদেরও ? এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা ? যে-যেখানে বিপন্ন তাঁর জোগানো চাই টাকা ? . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
ধন্য দাদু নবনীতা দেবসেন কবি নবনীতা দেবসেনের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন . . . আহা, বিধবা বিবাহ যদি থাকতো বারণ হায়, আমার তাহলে আর হতো না জনম ! ভাগ্যে আইন বানিয়েছিলে বালবিধবার বিয়ে দিলে তাই তো আমার মা জননীর মা হবার কারণ | নইলে হয়ে “কড়ে-রাঁড়ী” থাকতো পড়ে বাপের বাড়ি বদলে যেত স্বপ্ন, স্মৃতি জীবন ধারণ | আহা, বিধবার বিয়ে যদি না হতো চারণ! ধন্য দাদু, আমার তুমিই জন্মের কারণ || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
তাদের জন্যে কার্তিক ঘোষ রাতটা ছিল ভুষোকালির আকাশ ছিল কালো, সেই আকাশের শেলেটখানায় উঠল ফুটে আলো | সূয্যি হলো অ--- তারায় তারায় কথা ফুটলো সবাই বড় হ | সবাই বলতে কারা ? দেখতে যারা এইটুকুনি ঝিলমিলে নীল তারা | তাদের জন্যে সকাল হলো ফুল কুড়লো কেউ--- একটা সাগর একাই দিল সোনা আলোর ঢেউ ! . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
বর্ণমালার ছবি অপূর্ব দত্ত সেই ছেলেটা, প্যান্টে তালি, হাঁটু অব্দি কাদা বই খাতা নেই, ইস্কুলও নেই চালচুলো বনবাদাড় | সেই ছেলেটার বন্ধু পাখি গাছগাছালি আকাশ দুঃখবিহীন দু’চোখ যেন কাজল দিয়ে আঁকা | সেই ছেলে রোজ দাঁড়িয়ে দ্যাখে হাপুসহুপুস রোদে ওর বয়সী বাচ্চারা সব ইস্কুলে যায়, ওদের ফুটফুটে সাজ, পিঠের ব্যাগে বইখাতা আর খাবার দেখতে দেখতে সকাল বিকেল সারা দুপুর কাবার | কাঠকুড়ানি রুগ্ন মায়ের শীর্ণ দু-হাত ধরে সেই ছেলেটা ঘুমোয়, স্বপ্ন দ্যাখে ঘুমের ঘোরে-- আস্তে আস্তে কালো শ্লেটে ফুটে উঠল রেখা আজ আম কর খল আ-কার ই-কার এ-কার | দেখতে দেখতে বর্ণমালা রূপ নিল এক ছবির ছবির থেকে মাধুর্য এবং মানুষ থেকে কবি | সেই ছেলেটার মনে তখন সাগর দেখার খুশি ছলাৎ ছল্ জল পড়ে --- পাতা নড়ে--- জল পড়ে--- জল-- . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
বিদ্যাসাগরের চটি দেবব্রত ঘোষ চটির সাথে পাল্লা দেবে বুটের এত সাহস ? ওই চটি যে অহঙ্কারীর নাকের কাছে ঘোরে , সাহেব-সুবো বাদসা-উজির কেউকেটা তুই যা হোস তেমন কিছু দেখলে চটি দেয় না ছেড়ে ওরে | ঠিক-বেঠিকের দোহাই তুলে সমাজ ফাটায় কারা ? বিদ্যেবোঝাই বাবুমশাই রাখুন তুলে পুঁথি || দুইবেলা যে পায় না খেতে, ঘর থেকে ঘর ছাড়া, তার কানে কি পৌঁছাবে এই অসার জ্ঞানের দ্যুতি ? টিকির ফাঁসে ধম্মো এঁটে ফিকির মারে উঁকি ; হায় দেশাচার, এই না হলে আমরা পিছু হটি! স্মরণ রেখো আর বেশিদিন টিকবে না বুজরুকি, যায় না বলা হঠাৎ কখন উঠবে ফুঁসে চটি | . ************************* . সূচিতে . . . মিলনসাগর |