বিদ্যাসাগরকে উত্সর্গিত কবিতা ও ছড়া
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
সার্থক ছড়াকার ঈশ্বরচন্দ্র
প্রসাদদাস মুখোপাধ্যায়

জল পড়ে পাতা নড়ে
প্রথম ভাগে প্রথম পড়ে |
শিশুরবি উথাল-পাতাল ,
কথায় সুরে চিত্ত মাতাল  !


.                             বিশ্বকবির কদম শিহর,
.                             জড়ে প্রথম চেতন লহর  !
.                             যে ছড়াকার স্পর্শে জাগর,
.                             সে আমাদের বিদ্যাসাগর  !

.                   *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
অ -- আ -- ক -- খ
মুস্কাফা নাশাদ

অ-য়ে অজগর আসছে তেড়ে
পড়িস যে খুব মাথা নেড়ে |
সহজ সরল এমন ভাষা
ছিল না রে পাপান, পাশা |  


.                                    আ-য়ে আনারস পড়িস শুনি,
.                                    কার সে কৃপায় ; কোন সে গুণী ?
.                                    কে সাজালেন ইন্দুবালা,
.                                    বর্ণ - পরিচয় - এর ডালা ?

ক-য়ে কিরণ বলল হেসে
কচি -কাঁচায় ভালবেসে ,
বিদ্যাসাগর মহাশয়
লেখেন বর্ণ-পরিচয় |

.                                    খ-য়ে খ্যাতির শীর্ষ চূড়ে
.                                    বাংলা এখন বিশ্বজুড়ে |
.                                    তাঁর সুবাদে করছে বিরাজ
.                                    জানে যোশেফ, সুধীন, সিরাজ |

.                   *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিদ্যাসাগর
দিলীপকুমার বন্দ্যোপাধ্যায়

মেদ্ নিপুরের মানুষ যিনি
কোমল কঠিন বিশাল হৃদয় |
হাঁটতে হাঁটতে এলেন তিনি
করতে তাবৎ বিশ্বজয় |

.                         সহজ পাঠের বইটি কোথায়
.                         কলম হাতে লেখক হলেন |
.                         শেকস্ পিয়ারকে জানতে সবাই
.                         ভ্রান্তিবিলাস গ্রন্থ খোলেন |

.                   *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিদ্যাসাগর
অশোককুমার মিত্র

বিদ্যাসাগর ?  সে কোন সাগর ? সেই সাগরে সোজাই
মুক্তা আছে ? মাণিক আছে ? প্রবাল আছে বোঝাই ?
জল কি শুধু দিগন্ত-ছুঁই ? শুধুই লবণ-গোলা ?
ঢেউ কি থাকে উথাল-পাতাল ? মন্দ-মৃদু দোলা ?
বিদ্যাসাগর মস্ত সাগর--- সেই সাগরে থাকে ---
হৃদয়-জোড়া ভালোবাসা শুক্তি ঢেকে রাখে,
গভীর জ্ঞানের ভাঁড়ার তবু লেখেন অ-আ-র বই
শিশুর প্রতি দরদ মাখা এমন নজির কই ?
ছোট্ট মেয়ের দুঃখ দেখে তার প্রতিকার খোঁজেন
দয়ার সাগর হলেই পরে বিদ্যাসাগর বোঝেন |
জ্ঞান ও দয়া, মানবতাই মুক্তা এবং মাণিক
নইলে হতেন বিদ্যাসাগর লবণ-গোলা খানিক |

.             *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
বাংলা এখন
কাজী মুরশিদুল আরেফিন

বিদ্যাসাগর মশাই শুনুন, চাদর আছে সঙ্গে ?
থাক বা না থাক, আসুন বসুন এই আমাদের বঙ্গে |
বর্ণবোধের লাল মলাটে বাংলা ভাষার সজ্জা ,
বলুন তবু বসতে খেতে কিসের এত লজ্জা ?

রাগ করেছেন ? রাগটা কিসের ?  কেউ চিনি না বর্ণ ?
জানেন না কি আমরা সবাই দারুণ অধমর্ণ ?
বাংলা ছেড়ে ইংরাজিতে বসছি শুচ্ছি খাচ্ছি
ইংরাজিতে স্বপ্ন দেখে কেমন ভেসে যাচ্ছি!

স্মরণ আছে একাত্তরের গভীর রাতে মূর্তি
আমরা ভেঙে সবাই মিলে খুব করেছি ফুর্তি |
বাংলা এখন ‘অ্যাডিশনাল’, হায় রে বোকার স্বর্গ
নিজের মাথা কাটছি কারণ রাজনীতিটাই খড়্গ |

বিদ্যাসাগর মশাই শুনুন এলেন কিসের জন্য ?
বাংলাভাষা বাতিল ক’রে আমরা মান্যগণ্য |
ইংরেজিতে আমরা নাচি, মাতৃভাষাই তুচ্ছ
ইংরেজিতে দেখুন কেমন লাগাই ময়ূরপুচ্ছ |

বিদ্যাসাগর আবার আসুন, দেবেন না আর লজ্জা,
এই যে দেখুন অ আ ক খ -র ফের পেতেছি শয্যা |
চটি জোড়া কোথায় বলুন,  একটু করি স্পর্শ
বিদ্যাসাগর আপনি থাকুন আরও হাজার বর্ষ |

.             *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
আড়ি
সুধীন্দ্র সরকার

মনটি আমার বেজায় দুঃখে ভারী,
বিদ্যাসাগর তোমার সঙ্গে আড়ি !
‘মেয়েরা সব পড়বে ছেলের মতো,’
বললে বটে !  ঝক্কি জানো কত  ?
পুঁচকে আমি তিনবছরের মেয়ে,
এই দেখনা আমার দিকে চেয়ে ----
বইয়ের ভারে বুক যে ফেটে যায় !
লেখাপড়া করতে কে-না চায়  ?
নাসার্রিতেই গাদা-বইয়ের কাঁড়ি,
বিদ্যাসাগর, আড়ি ! আড়ি ! আড়ি !

.    *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
সাগর সঙ্গমে
ভবানীপ্রসাদ মজুমদার     
কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন . . .     

সাগর! সাগর ! বিদ্যাসাগর ! নেই সাগরের শেষ
আজো সবাই তাই খুঁজে পাই তোমার জ্ঞানের রেশ!
সাগর! সাগর! দয়ার সাগর! বিশাল তোমার মন
বীরসিংহের সিংহশাবক সবার আপনজন!!

সাগর ! সাগর !  গুণের সাগর !  যায় না দেওয়া দাম
মানব-মনের মণিকোঠায় থাকবে লেখা নাম !
বিদ্যাসাগর ! দয়ার সাগর ! গুণের সাগর তুমি
তোমার নামে মুগ্ধ মানুষ, শুদ্ধ ভারতভূমি !!!

মূক-মুখে দাও ভাষা তুমিই যোগাও আলো-আশা
মনের কোনে স্বপ্ন বোনে তোমার ভালবাসা !
বিদ্যাসাগর, তোমার কাছে আমরা সবাই ঋণী
দুঃখে -সুখে সবার বুকে থাকবে চিরদিনই  !!

বীরসিংহের সিংহশিশু সত্যি তুমি বীর
তোমার নামে শহর- গ্রামে তাই জমে আজ ভীড় !
ঠাকুরদাস আর ভগবতীর দরিদ্র দীন ছেলে
পরিশ্রম আর অধ্যবসায় দিয়েই জীবন পেলে  !!

লাঞ্ছিত আর বঞ্চিতদের জন্যে জ্বেলে আলো
ঘুঁচিয়ে আঁধার বিঘ্ন -বাধার অশিক্ষা-মেঘ কালো !
ছিলে আছো থাকবে তুমি সত্যি সবার প্রিয়
দয়ার সাগর বিদ্যাসাগর শ্রদ্ধা -প্রণাম নিও !!

.           *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
মুখর ছেলেবেলা
সুখেন্দু মজুমদার

ছোট্টবেলায় মা দিয়েছেন ভাষা,
সেখান থেকেই আমার উঠে আসা |
এখন বলো করবে কে উদ্ধার ?
একটি সে-নাম অন্তরে বারবার |
জানতে হবে শিখতে হবে আরও,
আলোর পথটা আটকিও না ছাড়ো |
খুঁজছে নদী -কই মোহনা জাগর ?
আমরা খুঁজি তোমায় বিদ্যাসাগর |

জল পড়া আর পাতা নড়ার খেলা,
এসব নিয়েই মুখর ছেলেবেলা |

.      *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
সাগর - প্রণাম
হান্ নান আহসান

আঠারো শ’ বিশ
জন্মদিনে তাঁর

গলায় মালা দিস |

মেদ্ নীপুরে বাস
সৃজনে উদ্ ভাস

সীতার বনবাস
বেতাল, বোধোদয়

বর্ণপরিচয় !

কথামালার ফুল
সুগন্ধে মশগুল |

কে তিনি, কে ? সাগর
অতল ও অপার

তাঁকেও নমস্কার ----

.      *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
দয়ার সাগর বিদ্যাসাগর
উথ্বানপদ বিজলী

বিদ্যাসাগর বিদ্যাসাগর ---বিদ্যাসাগর
বর্ণপরিচয়ের বাণী আমরা জানি
সদা সত্য বলতে হবে--ক’জন মানি !
সুবোধ বালক ক’জন হলাম বলতে পারো  ?
বিদ্যাসাগর বিদ্যাসাগর --- জ্ঞানের সাগর
ভালো বেসে গেঁথে দিলে কথামালা
বোধোদয় আর হলো কোথায় হলাম কালা
ছিটেফোঁটা হয়তো হলো কারো কারো |


বিদ্যাসাগর বিদ্যাসাগর --- দয়ার সাগর
সমাজ থেকে অনেক ধুলো করতে সাফা
ঘাম ঝরালে সারাজীবন ---কিই বা নাফা  !
সংস্কারের বদ্ধ কোণে জমাট কালো |


বিদ্যাসাগর বিদ্যাসাগর --- সাদা মানুষ
উড়্ নি এবং ধুতিপরা, প্রণাম তোমায়
চেয়ে দ্যাখো দেশের মানুষ শ্রদ্ধা জানায়
সবার মনে জ্বেলে দিও জ্ঞানের আলো |

.      *************************  

.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর