বিদ্যাসাগরকে উত্সর্গিত কবিতা ও ছড়া
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
জল পড়ল পাতা নড়ল
শিবপ্রসাদ গঙ্গোপাধ্যায়

জল পড়লো পাতা নড়লো
আর নড়লো কি
আর নড়লো জোড়াসাঁকোর
বালক ঠাকুরটি

                            
.                 নড়তে নড়তে রবিঠাকুর
.                 পালক ঠাকুর কে
.                 জল ঝরালো পাতা নড়ালো
.                 পাখী উড়ালো যে


.                                      ‘বীরসিংহের সিংহশিশু’
.                                      ঠাকুরদাসের ‘এঁড়ে’
.                                      ঘুমকাতুরে বঙ্গদেশের
.                                      দিলেন ঝুঁটি নেড়ে !

.                           *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিদ্যাসাগর, শ্রীচরনেষু
মৃদুল দাশগুপ্ত

বীরসিংহের বিদ্যাসাগর
বর্ণপরিচয়ে
শিখিয়েছিলে, সব ভুলেছি
আমরা অবক্ষয়ে |

মাতৃহারা আজ বাঙালি
মাতৃভাষা ভুলে
ছেলেমেয়ের হিল্লে করি
ইংরেজি ইসকুলে |

হিন্দি কিন্তু ভালই জানি
অভ্যাসে অভ্যাসে
এই কারণে বেতন মেলে
চারটি হাজার মাসে |

.  *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
সিংহশিশু
শমীন্দ্র ভৌমিক

কাজের মধ্যে ডুবতে এবং কাজের মধ্যে ভাসতে
যিনি বেসেছিলেন ভালো
তাঁর চোখের তারায় ঝিক্ মিক্ তাঁর মনের মধ্যে চিক্ মিক্
ছিল ভোর আকাশের আলো |

আমরা সেই আলোতে লিখি এবং সেই আলোতে চলি
পাথর ভাঙতে ভাঙতে ভাঙতে
এবং সেই আলোতেই চলবো আর শেষ কথা এই বলবো
না হয় কখ্ খনো আর থামতে |

তিনি এসেছিলেন বলেই,  এই ভাঙা বাঙ্ লাদেশে
রাঙা স্বপ্ন ফুটেছিল
তিনি এসেছিলেন বলেই যত দুচ্ছাই নাঙ্গারা
মাথা তুলতে শিখেছিল |

.  *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
দয়ার সাগর
রূপক চট্টরাজ

চোখ ফুটতেই দেখেছি আলো
বোল ফুটতেই ডেকেছি ‘মা’---
অশিক্ষা দূর ক’রতে বলো
কে শেখালেন ‘অ’ আর ‘আ’!
জ্ঞান গরিমার মূর্ত প্রতীক
কে দেখালেন পরসেবা,
দান দয়া আর মানবধর্ম
পুরুষত্ব শেখান কে বা  !
স্ত্রী শিক্ষায় পথ দেখালেন
দুঃখ ঘোচান বাল-বিধবার---
দয়ার সাগর বিদ্যাসাগর
তোমার আমার, তিনি সবার |

.    *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
ছিলেন তিনি আছেন তিনি
অপূর্বকুমার কুন্ডু

অনেক বাধা, অনেক বিরোধ---
একটি মানুষ ঘিরে ,
চলার পথে এগিয়ে আছেন
তাকাননি আর ফিরে !

ঝড় উঠেছে প্রবল ভাবে ---
বুক পেতেছেন তিনি,
সেই মানুষের কাছে এখন
আমরা সবাই ঋণী!

সবার জন্যে একটি মানুষ,
অন্ধকার এই দেশে---
জ্বালিয়ে দিলেন আলোর প্রদীপ ;
উঠলো আলোক হেসে!

ছিলেন তিনি, আছেন তিনি
সবার সাথে সাথে ;
সকল বাধা অতিক্রমের---
সফল সুপ্রভাতের!!!

.    *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিদ্যাসাগর মশাই হয়ে
দীপ মুখোপাধ্যায়

ঠ্যাং তুলেছিল প্রতিশোধের
ঝড় বয়ে যায় দপ্তরে
বিদ্যাসাগর মশাই ভেবে
সাব্বাস দেয় সব তোরে |
ভাবতে গেলে এখন সে--সব
শীত কাঁপিয়ে ব্যামো ধরে
মায়ের অসুখ খবর পেয়ে
ঝাঁপ দিয়েছিল দামোদরে  ?
শুধু কি টিপসই দিয়েছিল
জ্ঞান ঢেলেছিস ইতরকে  ?
মন দিয়েছিস সমাজসেবায়
জরাস না বিতর্কে !
আঁক শিখেছিস মাইলস্টোনে
গাইবে যে গুণ নাতিতে
বিদ্যাসাগর মশাই হয়ে
পড়বি গ্যাসের বাতিতে

.    *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
এক ঈশ্বর
বিজন দাস

খেলাবাটীর ছোট্ট খুকির
বাপ-বয়সী বর
ও খুকি তুই বুড়োবরের
চুলের মুঠি ধর |
ঘাটের দিকে এঁক -পা তবু
এক-পা ছাঁতনাতলায়
দে ঝেঁটিয়ে বিদেয় করে
কে হাঁকে বাজ-গলায় |
রাগ -থরথর কুলীনপতির
টোপর কেন নড়ে ?
সমস্ত কু লীন হয়ে যায়
এক ঈশ্বর-ঝড়ে |
কন্যে হবে বিদ্যেবতী
মস্ত অনাচার
ডাক দিল কে, বলছে যারা
কেউ পাবে না পার
টিকিসমেত মুন্ডু নিয়ে
ভন্ডেরা চমকালো
চোখ ফোটালো সব মানুষের
এক ঈশ্বর-আলো  |

.    *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
গোপাল
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

বালক এখন বদলে গেছে
.    যাচ্ছে বখে, রটাস  !
যুগের সাথে তাল মিশিয়ে
.    একটু টিসুম, ফটাস  !

.                              এসব করে, কিন্তু সুবোধ
.                                 ইস্কুলে যায়, চিনিস  ?
.                              না বলে সে নেয় না ভুলে
.                                 পরের কোনো জিনিস !

গোপাল গোপাল ঐ তো গোপাল
.     হাতে খাতা-শেলেট !
ডাকছি তাকে, সে থামে না
.     আজ হয়েছে যে লেট !
                              
.                               বাইরে আমি রঙ বাহারী
.                                  গায়ে ময়ূর পালক !
.                               কোথায় বর্ণ -পরিচয়ের
.                                  সেই হারানো বালক  !

বালক এখন বদলে গেছে
.   খোর হয়েছে টিভির !
হাজার মজা ভিডিও -গেম
.   সবাই জড়ো, কী ভীড় !

.    *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
জেগে ওঠো বর্ণমালা
শৈলেন্দ্র হালদার

সন্ধ্যে যখন নামল তোমার মনখারাপের জানলা দিয়ে
ভাল্লাগে না করুণ বাঁশি, ধানের ক্ষেতে আল না দিয়ে ---
উপায় তো নেই , অন্য মনে কইব কথা দুদন্ডকাল !
পেটের আগুন নিববে না সে , কোথায় পাব খুদ-অন্ন কাল ?
জনস্রোতেই ভূতের বেগার কলের পেটে ছন্দ তারি,
রূপকথারই দেশ তো ফোটায় এই যে ভয়াল অন্ধকারই !
‘বলং বলং বাহু বলং’ এইটে ফলুক ধান গাছেই
সক্ষমতায় ডুবলে মানুষ ভুলবে তখন দাঙ্গা সে-ই---!
রুদ্ধভাষা কন্ঠ পাবেই উঠবে কেঁপে বালকসেনা,
সুয্যি ঠাকুর মাথার উপর কিন্তু তাদের পালক সে না!
রোদের তরোয়াল ধরেছে, শুদ্ধ যে এক বর্ণমালা---
ইস্কুলে তার নাম দিয়েছে ধাম দিয়েছে স্বর্ণথালা
থালায় বসেন বিশ্বভুবন, নিঃস্বভুবন আনলো ভ’রে,
নিবাস তাহার জোড়াসাঁকো সুপ্তি যে সব ভাঙলো ও’রে |
আছড়ে পড়ে সমুদ্র ওই, গর্জে ওঠে অগ্নি ও সে
তাঁর চেতনায় মুগ্ধভুবন, আবাল-বৃদ্ধা-ভগ্নীও সে!
নতুন যুগের সিংহশাবক, চেতনপাবক  দৃশ্যরই
তোমার বুকের মধ্যে জ্বলে বঙ্গদেশের ঈশ্বরী!

.              *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিদ্যাসাগর
বিশ্বনাথ ভট্টাচার্য

পুরুষ সিংহ জন্মেছিলেন
বীরসিংহ গ্রামে,
সাহেব-সুবো ঘাবড়ে যেতেন
বিদ্যাসাগর নামে |

অ আ ক খ লিখেই যিনি
অমর বঙ্গদেশে,
তিনিই যেতেন সবখানেতে
ধুতি চাদর বেশে |

উপাধিতেই চেনেন সবাই
এমন দাপট তাঁর,
জল ফুঁস্ ফুঁস্ দামোদরও
এক সাঁতারেই পার |

দান-ধ্যানেতেও কম তিনি নন
দয়ার সাগর প্রাণে,
হাস্যরসেও জুড়ি নেই তাঁর
সকল লোকেই জানে |

.    *************************  

.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর