বিদ্যাসাগরকে উত্সর্গিত কবিতা ও ছড়া যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
সিংহশিশু শমীন্দ্র ভৌমিক কাজের মধ্যে ডুবতে এবং কাজের মধ্যে ভাসতে যিনি বেসেছিলেন ভালো তাঁর চোখের তারায় ঝিক্ মিক্ তাঁর মনের মধ্যে চিক্ মিক্ ছিল ভোর আকাশের আলো | আমরা সেই আলোতে লিখি এবং সেই আলোতে চলি পাথর ভাঙতে ভাঙতে ভাঙতে এবং সেই আলোতেই চলবো আর শেষ কথা এই বলবো না হয় কখ্ খনো আর থামতে | তিনি এসেছিলেন বলেই, এই ভাঙা বাঙ্ লাদেশে রাঙা স্বপ্ন ফুটেছিল তিনি এসেছিলেন বলেই যত দুচ্ছাই নাঙ্গারা মাথা তুলতে শিখেছিল | . ************************* . সূচিতে . . . মিলনসাগর |