পালিশ ছায়া কবি বিশ্বজিৎ ( উত্সর্গ -- সুনীল গঙ্গোপাধ্যায় )
এতো অবারিত অবগাহনের মতো করে ফিরে যেতে চাওয়া প্রলাপে -- প্রলাপে ডুবে যাওয়া চশমার নীরব সরণী ছবির চলনে তেজস্ক্রিয়তার রং ছুঁয়ে নৌকাবিহার | ঘোমটার তারানায় অপেক্ষা থেকে আরও অপেক্ষার নিখাদ লালনে - পালনে এখনও অনবদ্য
জমে থাকা শূন্যতা থেকে . হঠাৎ জেগে ওঠে অ্যাল্ বাম কখন ও রংটা, কখন ও বা . ঝক্ মকে হাসি স্মৃতি ধরে টেনে নিয়ে যায় . অনন্য চিলেকোঠায় বিকেলের হাত ধরে . ঘুরপাক খেতে খেতে সময়ের লাবণ্যে . ধরা দেয় অভিমান
কোন কিছু শেষ হয় না , একটুখানি ঘাপটি মেরে পড়ে থাকা সবই তো সুরের খেলা টুকরো থেকে আর ও টুকরোর সম্ভাবনা নিয়ে অমোঘের বিপরীত করতালি | ঘসে পড়া জীবন থেকে তুলে নেওয়া আকর্ষণ খোলা বারান্দায় হু -- হু শব্দের গোপনীয়তা ছেড়ে যাওয়া সিম্ফনি নীরব থেকে নীরবের মঙ্গল কামনায় আরও কিছু