কবি বিশ্বজিৎ - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের, উঃ ২৪-পরগণা জেলার অন্তর্গত শ্যামনগরে।  
কবি গুড়দহ ঋষি অরবিন্দ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কল্যাণী
বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর পাঠ পূরণ করেন।

কবি বিশ্বজিৎ ছোটোবেলা থেকেই নিজের অজান্তে কবিতার চরম প্রেমে পড়ে গিয়েছিলেন। পরবর্তীকালে
কবিতাকেই পাথেয় করে জীবনের সব স্বপ্ন দেখতে এগিয়ে চলেছেন, গড়ে তুলতে অন্য এক জীবন।
এবং ধীরে ধীরে নানা লিটিল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হতে শুরু করেছে। তাদের মধ্যে রয়েছে
‘কবিসম্মেলন’, ‘প্রতীতি’, ‘লুদ্ধক’, ‘কবিপত্র’, ‘দৌড়’, ‘কবিতা ক্যাম্পাস’, ‘তৃণাঙ্কুর’, ‘যাপনচিত্র’, ‘খোয়াই’, প্রভৃতি।

কবি বর্তমানে “স্বপ্নফেরি” নামে একটি পত্রিকা সম্পাদনা করছেন, এবং সহসম্পাদক “নীল অক্ষর” পত্রিকার।   
২০১২ সালে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ “পাগল সিরিজ” ( স্বপ্নফেরি )। কবিতা লেখার পাশাপাশি কবি
বিভিন্ন বইপড়া, ছবি আঁকা ও সব রকমের গান শুনতে ভালবাসেন।

কবির ইচ্ছানুসারেই আমরা তাঁর পুরো নাম এখানে দিচ্ছি না। আমরা  
মিলনসাগরে  কবি বিশ্বজিৎ-এর
কবিতা তুলে আনন্দিত।  

কবির সঙ্গে যোগাযোগ
ঠিকানা - গুরুদহ নতুন পল্লী, পোঃ শ্যামনগর, জেলা- উঃ ২৪-পরগণা, পিন-৭৪৩১২৭, পশ্চিম বঙ্গ
চলভাষ -  +৯১৯০৬২৫১৭৩৭৪,   +৯১৮১০০৮৪৮৩৮৫     

উত্স – কবির সঙ্গে একটি সাক্ষাত্কার। ৬ই জুলাই ২০১৩ তারিখে, মিলনসাগরের পক্ষ থেকে সাক্ষাত্কারটি
.         গ্রহণ করেছেন মানস গুপ্ত।


কবি বিশ্বজিৎ-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১১.০৭.২০১৩
...