কাশ্মীর ভ্রমণ
বিশ্বনাথ ভট্টাচার্য্য
জম্মুতে শেষ হবে,
ট্রেন আর নাহি যাবে |
তারপর চার চাকা
পথ শুধু আঁকা বাঁকা
মিলনসাগর পাহাড় কাটা পথে,
ঘুরে ঘুরে পাকদন্ডী
পাহাড়েরা শিখন্ডী,
মিলনসাগর চলো বিজয়রথে |
কপালটা মন্দ
সময় প্রতিবন্ধ |
টিকিট যে না মেলে
অমৃতসরে না গেলে |
তাই সই, তাই সই,
অমৃতসর দেখেছি কই ?
না, না, না,
ভাবনা কোরোনা
মিলনসাগর কপাল ত’ নয় ফাটা
অমৃতসরে টিকিট কাটা,
মিলনসাগর লাভ হলো ঢের |
স্বর্ণমন্দির, ওয়াঘা
চিরতরে হ’ল আঁকা
মিলনসাগর দেখার ইচ্ছা ফের |
পরদিন জম্মু
মিলনসাগর সরকারী বাসে,
অচিনপুরের ছবি কত
মিলনসাগর কল্পনাতে আসে |
গ্রাম নদী সেতু
মিলনসাগর পদে পদে পাহাড়
প্রকাশ যে ক’রে চলে
মিলনসাগর রূপের বাহার |
বিশাল বপু করতে হাপু
মৌন বাবু হয়ে কাবু
মিলনসাগর বক্ষে বৃক্ষ পাইন,
শীর্ষে তুষার
রজত বাহার
মিলনসাগর কোলে নদী ফাইন |
নিন্মে গভীর খাদ,
চাষও নাহি বাদ,
মিলনসাগর খেলনা যেন গাড়ী |
ছোট্ট দেখায় রক্ত মাখায়
ঐ হায় হায় হায় হায়
মিলনসাগর হেথা হোথা বাড়ী ||
জম্মু কাশ্মীরে ভেদ,
কেমনে হয়েছে ছেদ ?
মিলনসাগর সে মহা রঙ্গ,
মনটা ওঠে মেতে
পাহাড় কাটা পথে
মিলনসাগর দীর্ঘ এক সুরঙ্গ |
চলেছে গাড়ী সেথা
মেঘ এসে ঢেকে দেয়
মিলনসাগর পাহাড় হেথা হোথা
দেখে এসব চিত্র কোথা
কত না বিচিত্র গাথা
মিলনসাগর সরে না মুখে কথা
যত যাই জলপাই
তত পাই খাই খাই
মিলনসাগর বিচিত্র সব ছবি !
এমনটি পেলে খেলে
বলো কে না বলে
মিলনসাগর হ’য়ে যাই কবি |
কথা গুলি ছন্দ চালে,
মনের ভাবে কথা বলে,
মিলনসাগর তাহিত’ বিনা আয়াসে
মন উনুনের তাতে
কলম লয়ে হাতে
মিলনসাগর বসেছি কাব্য প্রয়াসে ||
. ******************
. সুচিতে...
মিলনসাগর
হচ্ছে না আর
তাপের তাড়ন
সে আঘাতে হা
দেশবাসীর করু
একইভাবে সারা
সব হারায়ে হচ্ছে
চাষের ক্ষেতে
তপ্ত ঘর্ম্মে হারা
ট্রাফিক মরে তী
এত গরম কিসে
বড় বড় হর্ম্ম্যরা
নগর বাসীর কা
কলকারখানা গ্যা
দামের মতই আ
যুদ্ধবাজের বারু
কবি বিশ্বনাথ ভট্টাচার্য্যর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
কলকাতা
বিশ্বনাথ ভট্টাচার্য্য
. আমার ক্যালকাটা |
কল্লোলিনী, তিলোত্তমা,
মিছিলপুরী কতনামা
. নাম রেখেছে রামাশ্যামা |
মোহময়ী, মায়াবিনী
স্নেহময়ী গরবিনী
সে যে আমার মনোরমা
. কল্লোলিনী তিলোত্তমা ||
. ******************
. সুচিতে...
মিলনসাগর
মহাকাশে হচ্ছে জমা |
ওজোনস্তর ছিদ্র হচ্ছে
সৌরকিরণ সোজা যাচ্ছে
. লয়ে বেগুনীপার রশ্মি,
ধরার বুকে এল নেমে
. তপ্ত তপন দস্যি |
এমন ভাবে উষ্ণ হ’ল
. ক্ষিতি-মরুৎ-ব্যোম,
এলো মোদের যম |
কে বা বাঁচে, কে বা মরে
এসব হিসাব কে বা করে,
. আশু লাভই লক্ষ্য
বেকুব লোভীর কর্ম্মফলে
. দীর্ন মোদের বক্ষ |
এসব নিয়ে উঠছে বেড়ে
. পরিবেশ ভাব্ না
সংস্কার যত না হয়
. কাটে বেশী জাব্ না |
শিক্ষা শাস্তি দুই-ই চাই
নইলে মোদের রক্ষা নাই |
উষ্ণ বিশ্বের সর্বনাশা
. হবেই হবে কমাতে,
লোভীর লোভ দমাতে |
তবেই মোদের ক্ষান্তি,
আসবে তবেই শান্তি ||
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. উৎফুল্ল মন |
রচিবে মনেতে তব
. সবুজ কানন,
যাও যাও ছুটে যাও
. করিতে ভ্রমণ ||
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ইকবাল
বিশ্বনাথ ভট্টাচার্য্য
জম্মু থেকে গাড়ীর চালক,
. মহঃ ইকবাল তার নাম
নয়দিন সঙ্গ শেষে
. ঘুরে দেখাল তার ধাম |
মিলনসাগর.কম থেকে নেওয়া
জম্মুর এক গহীন গ্রাম
নাইক’ রাস্তা, নাইক’ নাম,
. এমনই পথ বেয়ে
. চলেছি মোরা ধেয়ে |
মিলনসাগর.কম থেকে নেওয়া
দীর্ঘ পথ পার হ’য়ে
. পাথর ভরা গাঁয়ে
বিরাট এক ফটক খুলে
. ঢুকল’ গাড়ী ডাঁয়ে |
--- এটাই ওদের বাড়া
. মনটা দিল নাড়ি
বধূ ভগিনী শিশুদের
. মনের আহ্বানে |
পিতা ভ্রাতা মাতা আসেন
বোঝা, না বোঝার কথা আর
মাঝে মধ্যে হাসেন,
. বাধ্য মোরা ভাষার শাসনে |
মিলনসাগর.কম থেকে নেওয়া
কত কাল পরে যেন
. আত্মজন এসেছে,
সেই আনন্দে সবাই ওরা
. সুখ সাগরে ভেসেছে |
খাওয়া, থাকা, গল্প করা
ভাবে ভাষায় সবই বরা
. ছাড়তে নাহি চায় |
মিলনসাগর.কম থেকে নেওয়া
বিদায় কালে জড়িয়ে ধরে
. সেযে পথের পানে চায় |
হৃদয় ছোঁয়া এমনভাব
কোথা পাবো কোথায় হায় |
ফিরে ফিরে মনটা হোথা
. মন ছুটে যেতে চায়
যেন মনের বড় দায় |
মিলনসাগর.কম থেকে নেওয়া
. ******************
. সুচিতে...
মিলনসাগর
আমার সাধের ক্যালকাটা |
উষ্ণ বসুধা
বিশ্বনাথ ভট্টাচার্য্য
তীব্র দহন !
গাত্র বসন
. ক’ দিনের
. দূর পানে মো
ভ্রমণের সমভার কোনো জুটি |
. কী আনন্দ, !
মন্দগুলি হারায়ে ব ছন্দ |
. তাই বলি ফাঁ
. যাও ছুটে, যা
. সব ফেলে অ
. করিতে ভ্রম
. সবল সতেজ
ভ্রমণ
বিশ্বনাথ ভট্টাচার্য্য
ভ্রম হয় মনেতে সংসারের কথা,
ভ্রমণ বলে গো তারে, ভুলায় সব ব্যাথা |
সম্মুখে যাহা দেখি, সবই ‘বাহা বাহা’
প্রস্তর গুল্মও হেরি বলি ‘আহা আহা’ |
মিলনসাগর করবে কি দেহ