কবি বিশ্বনাথ ভট্টাচার্য্য - অধুনা উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে জন্মগ্রহণ করেন | তার পিতার
নাম সন্তোষ কুমার ভট্টাচার্য্য | কবির পিতা ১৯৫২ সালে অধুনা বাংলাদেশের যশোর জেলার  লোহাগড়া
থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগণাস্থিত বরানগরে এক ভাড়াবাড়িতে এসে ওঠেন | পরিবারে তাঁর মা,
বাবা, ভাই, বোন, স্ত্রী ও পুত্রকন্যাসহ বিরাট সংসার |  আয় যজন-যাজন ও গৃহ শিক্ষকতা | তাঁর পিতা
গান্ধীজীর ডাকে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং পরবর্তী কালে ভারতের কমিউনিষ্ট পার্টীতে যোগদান
করেন | পিতার নেশা ছিল অভিনয় করা |  বিভিন্ন বিষয়ে তাঁর পান্ডিত্য এবং গুরুগম্ভীর ব্যক্তিত্ব তাকে
ভীষণ ভাবে মুগ্ধ করতো |

এই হত দরিদ্র পরিবারের চতুর্থ সন্তান কবি বিশ্বনাথ ভট্টাচার্য্য |  কবির মা উষারাণী দেবীর ঐকান্তিক
প্রচেষ্টায় তিনি শিক্ষালাভ করেন | তিনি বরানগর বিদ্যামন্দির হাই স্কুল থেকে ১৯৭১ সালে হায়ার সেকেণ্ডারী
পাশ করেন এবং ১৯৭৭ সালে বি.এস. সি পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ (বর্তমানে
পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভারসিটি, বারাসাত), বনহুগলীর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ থেকে |

সপ্তম শ্রেণীতে পড়াকালীন তিনি কবিতা লেখা শুরু করেন | এখনো সে ধারা চলছে তবে শ্লথ গতিতে |  ছড়ার
মাধ্যমে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রভৃতি লেখার নেশা ছিল কবির |  

গণিতের নতুন কিছু পদ্ধতি বার করবার ইচ্ছে আছে কবির,  কিছু কাজও করেছেন তিনি | খৃষ্টাব্দের হিসাবে
কোনো তারিখের বার ( গ্রেগরীয়ান-জুলিয়ান ও খৃষ্টপূর্ব ) নির্ণয়ের জন্য একটি ক্যালেন্ডার প্রস্তুত করেছেন  
এবং তার গাণিতিক পদ্ধতিও বার করেছেন | কবি, জ্যোতির্বিদ্যা, বিশেষতঃ খালি চোখে আকাশ চেনা ও
চেনানোয় আনন্দ পান। এই প্রচারবিমুখ কবি বর্তমানে কলিকাতা পৌর নিগমে কর্মরত |

তিনি তাঁর কবিতা এই প্রথম প্রকাশিত করতে সম্মত হয়েছেন। তাই মিলনসাগরই তাঁর কবিতার প্রথম
প্রকাশক। আমরা
মিলনসাগরে  কবি  বিশ্বনাথ  ভট্টাচার্য্যর  কবিতা সর্বপ্রথম প্রকাশিত করতে পেরে
সম্মানিত।  


কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - ২৫ এ, ব্যারিষ্টার পি মিত্র রোড, বরাহনগর, কলিকাতা ৭০০০৩৫, উত্তর ২৪ পরগণা, পশ্চিম বঙ্গ
চলভাষ - +৯১৯৯০৩৬৬০৬৪৮


কবি বিশ্বনাথ ভট্টাচার্য্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

উত্সঃ  পত্রালাপ।

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ১৭.৩.২০১২
...