কবি বীথি চট্টোপাধ্যায়ের কবিতা
*
চাঁদ ও আর্মস্ট্রং
কবি বীথি চট্টোপাধ্যায়

পূর্ণিমা রাত্রির জ্যোত্স্নার রং
চাঁদ থেকে হাত নাড়ে নীল আর্মস্ট্রং,
মানুষ চাইলে কোনো বাধা কিছু নয়
আর্মস্ট্রং মানে হল মানুষের জয়।
তারারা স্যালুট করে খুলে রাখে টুপি
চাঁদ যেন ভালোবেসে ফেলে চুপি চুপি।
সবচেয়ে বড় হল মানুষের মন
আর্মস্ট্রং মানে হল আসল জীবন।
রাতের চাঁদের দিকে তাকালে এবার
দেখা যাবে হাতনেড়ে হাসিমুখ তাঁর।

.            *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ভোরবেলার জানলা
কবি বীথি চট্টোপাধ্যায়

সবে তখন ভোর হচ্ছে, একটি দুটি পাখির ডাকে
জানলা দিয়ে তাকিয়ে থাকি,
সবকিছু ঠুক তোমার মুখের হাসির মতো
গাছের পাতা, পাতার ভিতর ঘুমন্ত ফুল
ঘাসের ওপর পাঁচিল দেওয়া হলুদ বাড়ি
ঘুমন্ত ঘর, হুবহু তোমার মতো দেখতে,
ভোরবেলাকে হুবহু তোমার মতো দেখতে।
চোখের দেখায় মিল থাকলেও, তোমার হাসি
ভোরের আলোর থেকেও নরম, অনেক নরম।
তোমার হাসির মধ্যে আমার কয়েক টুকরো হৃৎপিণ্ড ছড়িয়ে রয়েছে।
সবেমাত্র ভোর হচ্ছে, তখন তোমায় দেখবো বলে
বৃষ্টি-ধোওয়া গাছের দিকে, ঘাসের দিকে, পাতার ভিতর
ফুলের দিকে তাকিয়ে থাকি।
গোলাপি ফুল, সবুজ পাতা, সদ্যোজাত কমলা জবা, ম্যাগনোলিয়ায়
অল্প আলো চুঁইয়ে পড়ছে। একটু ঠাণ্ডা হাওয়া---
পাঁচিলের ওপর মাধবীলতা, চোখ বুজে যায়,
সারারাত্রি চোখের পাতা এক করিনি।
ভোরবেলা বা তোমার সঙ্গে থাকলে আমার চোখ বুজে যায়।

.              *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
নতুন লেখা
কবি বীথি চট্টোপাধ্যায়

একটি নতুন মন খারাপের কথা
লেখার জন্যে বসেছি জানলাতে,
হাওয়া দিচ্ছে শরত্কালের আকাশ
রোদ উঠেছে নখ কাটছি দাঁতে।

নতুন কথা লিখবো কেমনভাবে
সেই তো একই গয়ংগচ্ছ কথা,
দমকা হাওয়ায় উত্তম-সুপ্রিয়া---
দুলছে আকাশ একই ব্যাকুলতা।

সেই তো একই অমিতাভ আর রেখা
প্যানপ্যানানি পরস্ত্রী আর কানু---
কাদম্বরী আগের মতোই একা,
রাণুকে নিয়ে এখনও লেখে ভানু।

কোনো কিছুই বদলালো না যেন
কলেজ স্ট্রীট বা পুজোর লেখা গান,
গ্রীষ্ম ছুটি দূরপাল্লার ট্রেন---
বদলাল না নতুন বৌঠান।

আগের মতোই উজ্জয়িনীপুরে
যূথির মালা বিক্রী বাড়ে হু হু,
আগের মতোই বসন্তকাল এলে
শরীর বলে শুধুই কুহুকুহু।

আগের মতোই রূপোর কাজললতা
দিঠির রেখা কাঁপছে কাজের ফাঁকে,
কখন পাবে চকিত এসএমেস---
আগের মতো আজ বিকেলের ডাকে।

আগের মতোই বিষের কৌটোয়
লুকোনো চিঠি লুকোনো অধ্যায়,
আগের মতো নীল আকাশের দিকে
হঠাৎ আমার দৃষ্টি চলে যায়।

একইভাবে আমার লেখাগুলো
আগের মতো ওষ্ঠ টিপে হাসে,
এবার পূজোয় নতুন লেখা চাই
এমন চিঠি আগের মতোই আসে।

.        *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর