পূর্ণিমা রাত্রির জ্যোত্স্নার রং চাঁদ থেকে হাত নাড়ে নীল আর্মস্ট্রং, মানুষ চাইলে কোনো বাধা কিছু নয় আর্মস্ট্রং মানে হল মানুষের জয়। তারারা স্যালুট করে খুলে রাখে টুপি চাঁদ যেন ভালোবেসে ফেলে চুপি চুপি। সবচেয়ে বড় হল মানুষের মন আর্মস্ট্রং মানে হল আসল জীবন। রাতের চাঁদের দিকে তাকালে এবার দেখা যাবে হাতনেড়ে হাসিমুখ তাঁর।