কবি বীথি চট্টোপাধ্যায় – জন্মগ্রহণ করেন কলকাতায়।

কবি বরানগরের রামেশ্বর বালিকা বিদ্যালয় থেকে স্কুল শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত
বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৭৮ সালে স্নাতক হন।

তাঁর জীবিকা শুরু করেন সাংবাদিকতা দিয়ে।

তাঁর প্রথম কবিতা ছাপা হয় দেশ পত্রিকায়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে  “আগুন রঙা
আলপনা”, “বাগান পোশাক”, “একক মেয়েলি সুখ”, “প্রাণাধিকেষু”, “পূর্বপল্লীর রাত্রিবাস”, “একদিন রাতে”, “শ্রেষ্ঠ
কবিতা” প্রভৃতি। কবিতা ছাড়াও তিনি লেখেন ছোটো গল্প ও উপন্যাস।
  
আমরা
মিলনসাগরে  কবি বীথি চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।


উত্স -  
নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
.         দামিনী ১৪০০ - ২০০০।   
.         দেশ এর কবিতা ১৯৮৩ - ২০০৭।


কবি বীথি চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।  
কবি বীথি চট্টোপাধ্যায়ের ফেসবুক-এর পাতায় যেতে এখানে ক্লিক্ করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২২.০৭.২০১৩
...