কবি বিভা সরকারের কবিতা
কবি
বিভা সরকারের
পরিচিতির পাতায় . . .
*
স্বাগতম
কবি বিভা সরকার
হৃদয় মাধুরী দিয়ে রচেছি বাসর,
. এস বধু, এ তোমার আপনারি ঘর,
এর প্রতি ধূলিকণা লও তুমি চিনে ;
. রেখো এরে পূর্ণ করি সুদিন দুর্দিনে।
একান্ত নিভৃতি জাগা প্রথম প্রণয়
. পরম অমৃতভরা, সামান্য এ নয়।
সমস্ত মহিমা মোর সকল প্রত্যাশা
. পাবে তার প্রতিদান, জাগে এই আশা
পুলকে কম্পিত করি মোর ভীরু হিয়া
. উদ্ভাসিয়া প্রাণলোকে এস তুমি প্রিয়া,
এস বধূ! ধীরে ধীরে নূপুর জুঞ্জরি
. অন্তর নিকুঞ্জে মোর ফোটায়ে মঞ্জরী।
প্রেমের প্রদীপ জ্বালি একান্তে নিভৃতে
. অয়ি মোর সুলোচনা, জাগো তুমি চিতে।
নিজ হাতে আনো গাঁথি বরমাল্যখানি
. পরম রতন সে যে ধন্য বলে মানি,
আগ্রহে পরিব গলে দু’বাহু বাড়ায়ে
. কম্পিত ও কর হ’তে। রহিবে দাঁড়ায়ে
লাজে অবনত মুখী অয়ি মোর প্রিয়া
. এস এ বাসরে আজ জয়মাল্য নিয়া ;
হৃদয় নিকুঞ্জ যেন কুসুমিয়া ওঠে
. জীবন বরণ মোহ তব পিছু ছোটে।
বেঁধো মোরে প্রীতি ডোরে নিবিড় বন্ধনে
. মোর রচা এ বাসরে একান্ত গোপনে।
যা ছিল সুন্দর মোর কবিতা-কল্পনা
. এ গৃহের ধূলিতলে রচেছে আলপনা।
এস তুমি সেই পথে, এস মোর প্রিয়া
. ও ভীরু কম্পিত করে বরমাল্য নিয়া।
ধন্য কর পূজা মোর, ধন্য এ বাসর---
. আশায় শ্রদ্ধায় গড়া এ তোমারই ঘর।
করিও না দ্বিধা কিছু, করিও না ভয়,
. বাঞ্ছিত এ গৃহ মোর যেন তব হয়।
আপনারে রিক্ত করি এ আমার প্রাণ
. প্রতীক্ষায় আছে প্রিয়া, নহে প্রতিদান।
শুধু এইটুকু চায়, তুমি এরে নিলে---
. সর্ব দ্বিধা দূরে ফেলি চিত্ত-দীপ জ্বেলে।
. *****************
.
সূচিতে . . .
মিলনসাগর