কবি ঘনরাম এর বৈষ্ণব পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
হিয়ার কণ্টক দাগ, বয়ানে বন্দন-রাগ কবি ঘনরাম দাস ১৯২২ সালে প্রকাশিত নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১৮৯-পৃষ্ঠা। সখার উক্তি। ॥ জয়জয়ন্তী - দুঠুকী॥ হিয়ার কণ্টক দাগ, বয়ানে বন্দন-রাগ, মলিন হইয়াছে মুখশশী। আমা সভা তেয়াগিয়া, কোন বনে ছিলা গিয়া তুমি বিনে সব শূন্য বাসি॥ নব ঘন শ্যাম তনু, ঝামর হইয়াছে জনু, পাষাণ বাজিয়াছে রাঙ্গা পায়। বনে আসিবার কালে, হাতে হাতে সোঁপি দিলে, ঘরে গেলে কি বলিবে মায়॥ খেলাব বলিয়া বনে, আইলাম তুমার সনে, বসিয়া থাকিব তরুছায়। বনে বনে উটকিয়া, তোর লাগি না পাইয়া, আমাসভার প্রাণ ফাটি যায়॥ শুনিয়া গোবিন্দ বলে, আমি ছিলাম পথ ভুলে, অমনি রহিলাম দাঁড়াইয়া। সেইখানে এক নারী, পথ চিনায় দেয় ঠারি, ঘনরাম দাস রইল চাইয়া॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |