গোবিন্দ ঘোষ – ছিলেন চৈতন্য সমসাময়িক পদকর্তা এবং চৈতন্যদেবের অনুচর ও ভক্ত এবং বড়
পদকর্তা বাসুদেব ঘোষের ভাই। তিনি ছিলেন সুনর্তক।
তাঁর আর এক ভাই মাধব ঘোষ ছিলেন সুগায়ক এবং তাঁরা সবাই বৈষ্ণব পদাবলী রচনা করে গিয়েছেন।
আমরা মিলনসাগরে কবি গোবিন্দ ঘোষ এর কাব্য আগামী প্রজন্মের কাছে, এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে
(ইনটারনেট), পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টাকে সফল মনে করবো।
উত্স - সুকুমার সেন সম্পাদিত “বাংলা কবিতা সমুচ্চয়” (প্রথম খণ্ড), সাহিত্য অকাদেমি, ১৯৯১।
. শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
কবি গোবিন্দ ঘোষ এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৮.৬.২০১৪
...