একাদশ সর্গঃ
সানন্দ-গোবিন্দ
সুচিরমনুনয়েন প্রীণয়িত্বা মৃগাক্ষীম্
গতবতি কৃতবেশে কেশবে কুঞ্জশয্যাম্ |
রচিতরুচিরভুষাং দৃষ্টিমোষে প্রদোষে
স্ফুরতি নিরবসাদাং কাপি রাধাং জগাদ ||১||
গীতম্ ২০
বসন্তরাগযতিতালাভ্যং গীয়তে
বিরচিতচাটুবচনরচনং চরণে রচিত-প্রণিপাতম্
সম্প্রতি মঞ্জুলবঞ্জুলসীমনি কেলিশয়নমনুযাতম্
মুগ্ধে মধু-মথনমনুগতমনুসর রাধিকে ||১|| ধ্রুবম্ ||
ঘনজঘনস্তনভারভরে দরমন্থরচরণবিহারম্ |
মুখরিতমণিমঞ্জীরমুপৈহি বিধেহি মরালনিকারম্ ||২||
শৃণু রমণীয়তরং তরুণীজনমোহনমধুরিপুরাবম্ |
কুসুমশরাসনশাসনবন্দিনি পিকনিকরে ভজ ভাবম্ ||৩||
অনিলতরলকিশলয়নিকরেণ করেণ লতানিকুরুম্বম্ |
প্রেরণমিব করভোরু করোতি গতিং প্রতি মুঞ্চ বিলম্বন ||৪||
স্ফুরিতমনঙ্গতরঙ্গবশাদিব সূচিতহরিপরিরম্ভম্ |
পৃচ্ছ মনোহরহারবিমলজলধারমমুং কুচকুম্ভং ||৫||
অধিতমখিলসখীভিরিদং তব বপুরপি রতিরণসজ্জম্ |
চণ্ডি রণিত-রসনা-রব-ডিণ্ডিমমভিসার সরসমলজ্জম্ ||৬||
স্মর-শর-সুভগ-নখেন করেণ সখীমবলম্ব্য সলীলম্ |
চল বলয়ক্কণিতৈরববোধয় হরিমপি নিজগতিশীলম্ ||৭||
শ্রীজয়দেবভণিতমধরীকৃতহারমুদাসিতবামম্ |
হরিবিনিহিতমনসামধিতিষ্ঠতু কণ্ঠতটীমবিরারম্ ||৮||
স মাং দ্রক্ষ্যতি বক্ষ্যতি স্মরকথাং প্রত্যঙ্গমালিঙ্গনৈঃ
প্রাতিং যাস্যতি রংস্যতে সখি সমাগত্যেতি সঞ্চিন্তায়ন |
স ত্বাং পশ্যতি বেপতে পুলকয়ত্যানন্দতি স্বিদ্যতি
প্রত্যুদ্গচ্ছতি মূর্চ্ছতি স্থিরতমঃপুঞ্জে নিকুঞ্জে প্রিয়ঃ ||১||
অক্ষ্ণর্নিক্ষিপদঞ্জনং শ্রবণয়োস্তাপিঞ্ছগুচ্ছাবলিং
মুর্ধ্রিশ্যামসরোজদাম কুচয়োঃ কস্তূরিকাপত্রকম্ |
ধুর্ত্তানামভিসারসত্বরহৃদাং বিম্বঙ্নিকুঞ্জে সখি
ধ্বান্তং নীলনিচোলচারু সুদৃশাং প্রত্যঙ্গমালিঙ্গতি ||২||
কাশ্মীর-গৌর-বপুষামভিসারিকাণা-
মাধদ্ধরেখমভিতো রুচিমঞ্জরীভিঃ |
এতত্তমালদল-নীলতমং তমিস্রং
তৎপ্রেমহেমনিকষোপলতাং তনোতি ||৩||
হারাবলিতরলকাঞ্চনকাঞ্চিদামমঞ্জীরকঙ্কণমণিদ্যুতিদীপিতস্য |
দ্বারে নিকুঞ্জনিলয়স্য হরিং বিলোক্য ব্রীড়াবতীমথ সখীমিয়মিত্যুবাচ ||৪||
গীতম্ ২১
দেশবরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে
মঞ্জুতরকুঞ্জতলকেলিসদনে
বিলস রতি-রভসহসিতবদনে |
প্রবিশ রাধে মাধব-সমীপমিহ ||১||
নবভবদশোকদলশয়নসারে |
বিলস কুচকলসতরলহারে ||২||
কুসুমচয়কচিতশুচিবাসগেহে |
বিলস কুসুমসুকুমারদেহে ||৩||
চলমলয়বনপবনসুরভিশাতে |
বিসল রতিবলিতললিতগীতে ||৪||
বিততবহুবল্লিনবপল্লবঘনে |
বিলস চিরমলসপীনজঘনে ||৫||
মধুমুদিতমধুপকুলকলিতরাবে |
বিলস মদনরসসরসভাবে ||৬||
মধুরতরপিকনিকরনিনাদমুখরে |
বিলস দশনরুচিরুচিরশিখরে ||৭||
বিহিতপদ্মাবতীসুখসমাজে
কুরু মুরারে মঙ্গলশতানি |
ভণতি জয়দেব-কবিরাজ-রাজে ||৮||
ত্বাং চিত্তেন চিরং বহন্নয়মতিশ্রান্তো ভৃশন্তাপিতঃ
কন্দর্পেণ চ পাতুমিচ্ছতি সুধাসম্বাধবিম্বাধরম্ |
অস্যঙ্কং তদলঙ্কুরু ক্ষণমিহ ভ্রূক্ষেপলক্ষ্মীলব-
ক্রীতে দাস ইবোপসেবিতপদাম্ভোজে কুতঃ সম্ভ্রমঃ ||১||
সা সসাধ্বস-সানন্দং গোবিন্দে লোললোচনা |
শিঞ্জানমঞ্জুমঞ্জীরং প্রবিবেশ নিবেশনম্ ||২||
গীতম্ ২২
বরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে
রাধাবদনবিলোকন-বিকসিত-বিবিধবিকারবিভঙ্গম্
জলনিধিমিব বিধুমণ্ডদর্শণতরলিত-তুঙ্গতরঙ্গম্ ||১||
হরিমেকরসং চিরমভিলষিতবিলাসম্
সা দদর্শ গুরুহর্ষ-বশংবদ-বদনমনঙ্গবিকাশম্ ||১|| ধ্রুবম্ ||
হারমমলতরতারমুরসি দধতং পরিলম্ব্য বিদুরম্ |
স্ফুটতরফেনকদম্বকরম্বিতমিব যমুনাজল-পূরম্ ||২||
শ্যামল-মৃদুল-কলেবর-মণ্ডলমধিগতগৌরদুকুলম্ |
নীলনলিনমিব পীতপরাগপটলভরবলয়িতমুলম্ ||৩||
তরলদৃগঞ্চলবলনমনোহরবদনজনিতরতিরাগম্ |
স্ফুটকমলোদরখেলিতখঞ্জনযুগমিব শরদি তড়াগম্ ||৪||
বদনকমলপরিশীলনমিলিতমিহিরসমকুণ্ডলশোভম্ |
স্মিতরুচিরুচিরসমুল্লসিতাধরপল্লবকৃতরতিলোভম্ ||৫||
শশিকিরণচ্ছুরিতোদরজলধরসুন্দরসকুসুমকেশম্ |
তিমিরোদিতবিধুমণ্ডলনির্মলমলয়জতিলকনিবেশম্ ||৬||
বিপুলপুলকভরদন্তুরিতং রতিকেলিকলাভিরধীরম্ |
মণিগণ-কিরণসমহসমুজ্জ্বলভুষণসুভগশরীরম্ ||৭||
শ্রীজয়দেবভণিতবিভবদিগুণীকৃতভূষণভারম্ |
প্রণমত হৃদি বিনিধায় হরিং সুচিরং সুকৃতোদয়সারম্ ||৮||
অতিক্রম্যাপাঙ্গং শ্রবণপথপর্য্যন্তগমন-
প্রয়াসেনৈবাক্ষ্ণোস্তরলতরতারং পতিতয়োঃ |
তদানিং রাধায়াঃ প্রিয়তম-সমালোকসময়ে
পপাত স্বেদাম্ভঃপ্রসর ইব হর্ষাশ্রুনিকরঃ ||১||
ভজন্ত্যাস্তল্পান্তং কৃতকপটকণ্ডুতিপিহিত-
স্মিতং যাতে গেহাদ্বহিরবহিতালীপরিজনে |
প্রিয়াস্যং পশ্যন্ত্যাঃ স্মরশরসমাকুতসুভগং
সলজ্জা লজ্জাপি ব্যগমদতিদূরং মৃগদৃশঃ ||২||
জয়শ্রীবিন্যস্তৈমহিত ইব মন্দারকুসুমৈঃ
স্বয়ং সিন্দূরেণ দ্বিপ-রণমুদা মুদ্রিত ইব |
ভুজাপীড়ক্রীড়াহতকুবলয়াপীড়করিণঃ
প্রীর্ণাসৃগ্বিন্দূর্জয়তি ভুজদণ্ডো মুরজিতঃ ||৩||
ইতি শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে অভিসারিকা বর্ণনে সানন্দগোবিন্দো নাম একাদশঃ সর্গঃ।
জয়দেবের গীতগোবিন্দ (দ্বাদশ শতক) একাদশ সর্গ সানন্দ গোবিন্দ
|
একাদশ সর্গ
বা সানন্দ-গোবিন্দ
তুষি নানা অনুনয়ে রাধিকারে সাধিয়া,
নিকুঞ্জ-শয়নে হরি চলিলেন সাজিয়া |
রচিয়া রুচির ভূষা সাজে রাধা আঁধারে
অনুভবি মনোভাবে | কহে সখী তাঁহারে || ১
বিংশ গীতি
( বসন্ত রাগ, যতি তাল )
বিরচিয়ে চাটুবাণী, তুষি কত যতনে,
. করি প্রণিপাত তব তরণে,
সম্প্রতি মঞ্জুল-বঞ্জুল-কুঞ্জে
. আপেথিছে তোরে কেলি-শয়নে | ১
ধুয়া --- ওগো রাধে মুগ্ধে !
. অনুসর অনুগত মধুমথনে |
হে ঘন-জঘন-স্তন-ভার-নতা ললনে !
. চল তুমি মন্থর গতিতে ;
মঞ্জীর-মণি-কর-মুখরিত চরণে,
. পরাজি মরালে কলধ্বনিতে | ২
তরুণী-মোহন-বাণী শুনিবে গো শ্রবণে,
. মধুরিপু যবে কথা কহিবে ;
মদনের দূত পিক, গাবে বন-ভবনে ;
. তাহে অতি বিমোহিতা হইবে | ৩
অনিলে দুলায়ে লতা, --- কিশলয় হেলায়ে ,
. কর তুলি’ ঠারে তোরে হেরি গো!
চল তবে সুন্দরী, বহে যায় বেলা যে!
. কেন আর কর মিছে দেরি গো! ৪
জল-ধারা সম হার তব কুচ-কুম্ভে
. কম্পিত মদন তরঙ্গে ;
সূচিত তোমার আশা, ---- হরি-পরিরম্ভে ;
. অনুসর, যে নিদেশ অঙ্গে | ৫
বুঝেছি ত মোরা সবে করেছ যে রচনা,
. দেহে তব রতি-রণ-সজ্জা ;
বাজাও সমরে তবে রিনি-ঝিনি রসনা ;
. কেন আর কর বল লজ্জা ? ৬
স্মরের শরের মত অঙ্গুলিগুলি এ
. মোর করে বাঁধি একবার গো,
চল ধীরে লীলা-ভরে ; সঙ্গীত তুলিয়ে
. বলয় ঘোষিবে অভিসার গো | ৭
কন্ঠের তটে তব কবি জয়দেব-গীতি
. রাখ গো, রতন-হার তুল্য |
কিবা ছার আন্ হার, কিংবা রমণী প্রীতি ?
. তাহে কি গো আছে এত মূল্য ? ৮
কহি’ প্রীতি-কথা, প্রতি অঙ্গ অলিঙ্গিয়া,
. রসিবে হরিকে তুমি, সখীহে !
সেই কথা মনেমনে আঁধারেতে চিন্তিয়া—
. শিহরিছে হরি তোরে লখিতে |
ধ্যান-বলে প্রাণমাঝে তব রূপ সঞ্চিয়া,
. কম্পিত মুর্চ্ছিত কভু বা |
বহে স্বেদ বারি তাঁর তনুখানি সিঞ্চিয়া ;
. এমনি অপেখে তোরে বঁধুয়া | ১
যায় নারী অভিসারে, আঁধার, ঘেরিয়া তারে
. অলিঙ্গিয়া প্রতি অঙ্গ দেয় আভরণ ;
নীল-শাড়ীখানি তার ঘন কৃষ্ণ তমিস্রার ;
. অন্ধকার-ই যেন তার আঁখির অঞ্জন ;
তমালের পত্র সম, কর্ণ-ভূষা হ’ল তমঃ,
নীলোত্পল-মালা শিরে আঁধার তাহার ;
কস্তুরিকা-পত্র কুচে রচে অন্ধকার | ২
অভিসারে যায় নারী ; তমালের পত্রে তারি
কুম্কুমের যত রাঙ্গা লাবণ্য দীপিকা ;
হেমের নিকষ সম আঁধার ভাতিলা | ৩
রাধিকার হারাবলী, কাঞ্চন মেখলা
মঞ্জীর, কঙ্কণ, করে রজনী উজালা |
নিকুঞ্জ নিলয়-দ্বারে হরিকে নিরখি
লজ্জিতা হইল বালা | কহে তারে সখী | ৪
একবিংশ গীতি
( দেশবরাড়ী রাগ, রূপক তাল )
মঞ্জুতর কুঞ্জতলে
. এ কেলি সদনে,
ওগো ও রাধে ! বিলাস-সাধে
. হসিত বদনে | ১
ধুয়া--- এস গো তুমি মাধব-সমীপে |
কোমল নব অশোক দল
. রচিত শয়নে,
দোলায়ে হার বুকে তোমার
. বিলাস-বাসনে | ২
কুসুমচয় রচিত শুচি
. হরির এ গেহ |
কুসুম সম কোমল কম
. তোমার এ দেহ | ৩
চল-মলয় পবনে বন
. সুরভি, সুশীত ;
গাহি ললিত রতি বলিত
. মধুর সুগীত | ৪
বহুল লতা পল্লবেতে
. আবৃত ভবনে
বহু বিলাসে রস পিয়াসে,
. হে পীন-জঘনে! ৫
মধু-মাতাল মধুপকুল
. কলিত ভবনে,
দীপি সরস মদন-রস
. চিত্ত-সদনে | ৬
কুঞ্জখানি অতি মুখর,
. শিখরী-দশনা !
মধুরতর পিক-নিকর
. নিনাদে ললনা! ৭
পদ্মাবতী পতি রচিল
. এ গীতি তোমারি ;
রাখগো তায় কুশলে পায়,
. ওগো ও মুরারি! ৮
তোমারি ধেয়ান করি হরি পরিশ্রান্ত ;
তপ্ত মদন-তাপে তব প্রিয় কান্ত |
তেয়াগি সরম রামা, বসি’ প্রিয়-অঙ্কে,
তৃপ্ত করহ চুম্বন পরিরম্ভে ;
চাহ যদি কৃপা করি নয়ন-উপান্তে
দাস সম রবে হরি ও চরণ-প্রান্তে | ১
গোবিন্দে হেরি রাধা লোল-নয়নে
. সম্ভ্রম-যুত হরষে,
শিঞ্জি নূপুর ঘন বর-চরণে
. যায় ধীরে হরি-পারশে | ২
দ্বাবিংশ গীতি
( বরাড়ীরাগ, রূপকতাল )
রাধার বদন হেরি হরি-মুখে বিকশিত
. মন্মথ-বিকার-বিভঙ্গ |
জল-নিধি যেন, বিধু-মণ্ডল দরশনে
. তুলিল গো তুঙ্গ তরঙ্গ | ১
ধুয়া – মজি হরি রাধা-রসে
. অভিলষে বিজনে বিলাস |
. হেনকালে রাধা তায় হেরিল হরষ-ভরে,
. বদনে মদন পরকাশ!
দীর্ঘ মুকুতা-হার বক্ষে বিলম্বিয়া,
. বিভূষিল রাধা, হরি-অঙ্গে |
যমুনার জলে যেন ভাসিয়া দুলিল গো,
. ফেনিল সে লহরী কদম্ব | ২
শ্যামল-কোমল তাঁর কলেবর মণ্ডলে
. পরিহিত বাস অতি শুভ্র |
নীল নলিনীটি যেন পীত পরাগেতে ভরা ;
. চারু শোভা এমনি অপূর্ব্ব | ৩
তরল চাহনি চোখে সঞ্চরে চঞ্চল ;
. অন্তরে রতি-রাগ রাজিছে ;
ফুল্ল কমল ‘পরে যেন দুটি খঞ্জন,
. শরদে তড়াগ-মাঝে নাচিছে | ৪
বদন-কমল-‘পরে রবিসম কুণ্ডল
. দুলিছে মিলন যেন লভিতে |
কুসুম-কোমল হাসি উলসিত অধরে,
. রতি-লোভে ভরে চিত চকিতে || ৫
শশী-কর-বিম্বিত জলধর-শোভা সম
. কুসুমে গ্রথিত কেশ, লখি গো !
তিমির-মাঝারে বিধুমণ্ডল নির্ম্মল,
. চন্দন তিলকটি সখী গো | ৬
বিপুল পুলক-ভরে অঙ্গ রোমাঞ্চিত ;
. যাচে যেন প্রীতি-লীলা অধীরে !
মণি-মুকুতায় গড়া উজ্জ্বল বিভূষণ
. দীপ্তি লভিল হরি-শরীরে | ৭
জয়দেব-বর্ণিত হরির ভূষণ-ছটা
. দ্বিগুণিত উজ্জ্বল হবে গো |
পুণ্য ফলের আশে, প্রাণ ভরি শ্রীহরির
. চরণে প্রণাম করি সবে গো | ৮
লঙ্ঘিয়া অপাঙ্গ রাধার নয়ন দুটি
প্রিয় দরশন-সুখ-পিয়াসে উঠিল ফুটি |
হইল নয়ন-তারা চঞ্চলতর তায়,
হরষেতে স্বেদ সম আঁখি-ধারা বয়ে যায় | ১
কণ্ডূয়ন ছল করি, হাসি চেপে সখীরা
গেল চলি গৃহ হ’তে ; রাধা প্রেম-অধীরা,
বসি প্রিয়তম পাশে হানে বাণ নয়নে |
লাজ গেল লাজে দূরে অতি দ্রুত গমনে | ২
কুবলয়াপীড়ে বধি, হরি, করী-রক্তে
রঞ্জিলা করতল সানন্দ বক্রে |
মন্দারে সেই ভুজ পূজে জয়লক্ষ্মী |
সিঁদূরে মাখানো হাত, ত্রিভুবনরক্ষী |
মুর-জয়ী শ্রীহরির সে ভুজ প্রমুক্ত,
হোক্ জগতের মাঝে সদা জয়যুক্ত | ৩
ইতি অভিসারিকা বর্ণনে সানন্দগোবিন্দ নামক একাদশ সর্গ সমাপ্ত।
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
|
কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ (আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫) সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
|