দ্বাদশঃ সর্গঃ
সুপ্রীত পীতাম্বর
গতবতী সখীবৃন্দে মন্দত্রপাভরনির্ভর-
স্মরশরবশাকুতস্ফীতস্মিতস্নপিতাধরাম্ |
সরসমনসং দৃষ্ট্বা রাধাং মুহুর্নবপল্লব-
প্রসবশয়নে নিক্ষিপ্তাক্ষীমুবাচ হরিঃ প্রিয়াম্ ||১||
গীতম্
বিভাসরাগৈকতালীতালাভ্যং গীয়তে
কিশলয়শয়নতলে কুরু কামিনী চরণনলিনবিনিবেশম্ |
তব পদপল্লববৈরি পরাভবমিদমনুভবতু সুবেশম্ |১|
ক্ষণমধুনা নারায়ণমনুগতমনুভজ রাধিকে || ধ্রুবম্ ||
করকমলেন করোমি চরণমহমাগমিতাসি বিদূরম্ |
ক্ষণমুপকুরু শয়নোপরি মামিব নূপুরমনুগতিশূরম্ ||২||
বদনসুধানিধিগলিতমমৃতমিব রচয় বচনমনুকূলম্ |
বিরহমিবাপনয়ামি পয়োধররোধকমুরসি দুকূলম্ ||৩||
প্রিয়পরিম্ভণরভসবলিতমিব পুলকিতমতিদূরবাপম্ |
মদুরসি কুচকলসং বিনিবেশয় শোষয় মনসিজতাপম্ ||৪||
অধরসুধারসমুপনয় ভামিনি জীবয় মৃতমিব দাসম্ |
ত্বয়ি বিনিহিতমনসং বিরহানলদগ্ধবপুষমবিলাসম্ ||৫||
শশিমুখি মুখরয় মণিরসনাগুণমনুগুণকণ্ঠনিনাদম্ |
শ্রুতিপটযুগলে পিকরুতবিকলে শময় চিরাদবসাদম্ ||৬||
মামতিবিফলরুষা বিকলীকৃতমবলোকিতুমধুনেদম্ |
মীলতি লজ্জিতমিব নয়নং তব বিরম বিসৃজ রতিখেদম্ ||৭||
শ্রীজয়দেবভণিতমিদমনুপদনিগদিতমধুরিপুমোদম্ |
জনয়তু রসিকজনেষু মনোরমরতিরসভাববিনোদম্ ||৮||
প্রত্যুহঃপুলকাঙ্কুরেণনিবিড়াশ্লেষে নিমেষেণ চ
ক্রীড়াকূতবিলোকিতেহধরসুধাপানে কথানর্ম্মভিঃ |
আনন্দাধিগমেন মন্মথকলাযুদ্ধেহপি যস্মিন্নভূ-
দুদ্ভূতঃ স তয়োর্ব্বভূব সুরতারম্ভঃ প্রিয়ম্ভাবুকঃ ||১||
দোর্ভ্যাং সংযমিত পয়োধরভরেণাপীড়িতঃ পাণিজৈ-
রাবিদ্ধো দশনৈঃ ক্ষতাধরপুটঃ শ্রোণীতটেনাহতঃ |
হস্তেনানমিতঃ কচেহধরসুধাপানেন সন্মোহিতঃ
কান্তঃ কামপি তৃপ্তিমাপ তদহো কামস্যবামা গতিঃ ||২||
মারাঙ্কে রতিকেলিসঙ্কুলরণারম্ভে তয়া সাহস-
প্রায়ং কান্তজয়ায় কিঞ্চিদুপরি প্রারম্ভি যৎ সম্ভ্রামাৎ |
নিস্পন্দা জঘনস্থলী শিথিলতা দোর্ব্বল্লিরুত্কম্পিতম্
বক্ষো মীলিতমক্ষি পৌরুষরসং স্ত্রীনাং কুতঃ সিধ্যতি ||৩||
মালদ্দৃষ্টিমিলত্কপোলপুলকং শীত্কারধারাবশা-
দব্যক্তাকুলকেলিকাকুবিকসদ্দন্তাংশুধৌতাধরম্ |
শ্বাসোন্নদ্ধপয়োধরোপরিপরিম্বঙ্গী কুরঙ্গীদৃশো
হর্ষোত্কর্ষবিমুক্তিনিঃসহতনোর্ধন্যো ধয়ত্যাননম্ ||৪||
তস্যাঃ পাটলপাণিজাঙ্কিতমুরো নিদ্রাকষায়ে দৃশো
নির্ধৌতহধরশোণিমা বিলুলিতাঃ স্রস্তস্রজো মূর্দ্ধজাঃ |
কাঞ্চিদাম দরস্লথাঞ্চলমিতি প্রাতর্নিখাতৈদৃশো-
রেভিঃ কামশরৈস্তদদ্ভুতমভূৎ পতুমনঃ কীলিতম্ ||৫||
ব্যালোলঃ কেশপাশস্তরলিতমলকৈঃ স্বেদলোলৌ কপোলৌ
স্পষ্টা দষ্টাধরশ্রীঃ কুচকলসরুচা হারিতা হারযষ্টিঃ |
কাঞ্চি কাঞ্চিদ্গতাশাং স্তনজঘনপদং পাণিনাচ্ছাদ্য সদ্যঃ
পশ্যন্তী সত্রপং মাং তদপি বিলুলিতস্রগ্ধরেয়ং ধিনোতি ||৬||
ইতি মনসা দিগন্তং সুরতান্তে সা নিতান্তখিন্নাঙ্গী
রাধা জগাদ সাদরমিদমানন্দেন গোবিন্দম্ ||
গীতম্ ২৪
রামকিরীরাগযতিতালাভ্যং গীয়তে
কুরু যদুনন্দন চন্দন শিশিরতরেণ করেণ পয়োধরে
মৃগমদপত্রকমত্র মনোভবমঙ্গলকলসসহোদরে ||১||
নিজগাদ সা যদুনন্দনে ক্রীড়তি হৃদয়ানন্দনে || ধ্রুবম্ ||
অলিকুলগঞ্জনসঞ্জনকং রতিনায়কশায়কমোচনে
তদধরচুম্বনলম্বিতকজ্জলমুজ্জ্বলয় প্রিয়লোচনে ||২||
নয়নকুরুঙ্গতরঙ্গবিকাশনিরাসকরে শ্রুতিমণ্ডলে |
মনশিজপাশবিলাসধরে শুভবেশ নিবেশয় কুণ্ডলে ||৩||
ভ্রমরচয়ং রচয়ন্তমুপরি রুচিরং মম সম্মুখে
জিতকমলে বিমলে পরিকর্ম্ময় নর্ম্মজনকমলকং মুখে ||৪||
মৃগমদরসবলিতং ললিতং কুরু তিলকমলিকরজনীকরে
বিহিতকলঙ্ককলং কমলানন বিশ্রমিতশ্রমশীকরে ||৫||
মম রুচিরে চিকুরে কুরু মানদ মানসজধ্বজচামরে
রতিগলিতে ললিতে কুসুমানি শিখণ্ডিশিখণ্ডকডামরে ||৬||
সরসঘনে জঘনে মম শম্বরদারণবারণকন্দরে |
মণিরসনাবসনাভরণানি শুভাশয় বাসয় সুন্দরে ||৭||
শ্রীজয়দেববচসি রুচিরে হৃদয়ং সদয়ং কুরু মণ্ডনে |
হরিচরণস্মরণামৃতনির্ম্মিতকলিকলুষজ্বরখণ্ডনে ||৮||
রচয় কুচয়োঃ পত্রং চিত্রং কুরুষ্ব কপোলয়ো-
র্ঘটয় জঘনে কাঞ্চীমঞ্চ স্রজা কবরীভরম্ |
কলয় বলয়শ্রেণীং পাণৌ পদে কুরু নূপুরা-
বিতি নিগদিতঃ প্রীতঃ পীতাম্বরোহপি তথাকরোৎ ||১||
পর্য্যঙ্কীকৃতনাগনায়কফণাশ্রেণীমণীনাং গণে
সংক্রান্তপ্রতিবিম্বসংবলনয়া বিভ্রদ্বিভূপ্রক্রিয়াম্ |
পাদাম্ভোরুহধারিবারিধিসূতামক্ষ্ণাং দিদৃক্ষুঃ শতৈঃ
কায়ব্যূহমিবাচরন্নুপচিতীভুতো হরিঃ পাতু বঃ ||২||
ত্বামপ্রাপ্য ময়ি স্বয়ংবরপরাং ক্ষীরোদতীরোদরে
শঙ্কে সুন্দরি কালকূটমপিবন্মূঢ়ো মৃড়ানীপতিঃ |
ইথ্বং পূর্ব্বকথাভিরন্যমনসো নিক্ষিপ্য বক্ষোহঞ্চল
পদ্মায়াস্তনকোরকোপরিমিলন্নেত্রো হরিঃ পাতু বঃ ||৩||
যদ্গান্ধর্ব্বকলাসু কোশলমনুধ্যানঞ্চ যদ্বৈষ্ণবং
যচ্ছৃঙ্গারবিবেকতত্ত্বমপি যৎ কাব্যেষু লীলায়িতম্ |
তৎ সর্ব্বং জয়দেবপণ্ডিতকবেঃ কৃষ্ণৈকতানাত্ননঃ
সানন্দাঃ পরিশোধয়ন্তু সুধিয়ঃ শ্রীগীতগোবিন্দতঃ ||৪||
সাধ্বী মাধ্বীকচিন্তা ন ভবতি ভবতঃ শর্করে কর্করাসি
দ্রাক্ষে দ্রাক্ষ্যন্তি কে ত্বামমৃত মৃতমসি ক্ষীর নীরং রসস্তে |
মাকন্দ ক্রন্দ কান্তাধর ধরণিতলং গচ্ছ যচ্ছন্তি যাব-
দ্ভাবং শৃঙ্গারসারস্বতমিহ জয়দেবস্য বিষ্বগ্বচাংসি ||৫||
শ্রীভোজদেবপ্রভবস্য বামাদেবীসুতশ্রীজয়দেবকস্য
পরাশরাদিপ্রিয়বন্ধুকণ্ঠে শ্রীগীতগোবিন্দকবিত্বমস্তু ||৬||
ইতি শ্রীজয়দেবকৃতো শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে সুপ্রীতপীতাম্বরো নাম দ্বাদশঃ সর্গঃ।
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
|
জয়দেবের গীতগোবিন্দ (দ্বাদশ শতক) দ্বাদশ সর্গ সুপ্রীত পীতাম্বর
|
কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ (আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫) সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
|
দ্বাদশ সর্গ
বা সুপ্রীত পীতাম্বর
চলে গেল সখীগণ, রাধা আধ সরমে
পল্লব-শেষ পানে চাহে ; প্রীতি মরমে |
মানস-লালসা তাহে ফুটে যেন উঠিল ;
হেরি হরি, স্মিতমুখে প্রেয়সীকে কহিল | ১
ত্রয়োবিংশ গীতি
( বিভাস, একতালা )
কিশলয় শেষ-পরে চরণ-নলিনীখানি---
. ওগো রাধে, কেন আনি পাত না ?
হেরি পদ-পল্লব এ যে শেষ পরাভব
. মানিয়া লভিবে জানি যাতনা | ১
ধুয়া --- ক্ষণতরে গো
অনুগত নারায়ণে কর ভজনা ; রাধিকে!
এ কর-কমলে তব চরণ-চারণ করে’
. বিদূরিত করি পথশ্রান্তি |
কর মোরে ক্ষণতরে চরণ-নূপুর রে !
. শয়নে লভিব কত শান্তি | ২
ও বদনে সুধানিধি-গলিত অমৃত সম
. ঝরুক বচন, প্রীতি ছড়ায়ে |
বিরহের মত বাধা দিতেছে গো যে বসন,
. দিব তাহা কুচ হতে সরায়ে | ৩
দুর্লভ পয়োধর, উন্নত পুলকে
. লভিতে আলিঙ্গন, হে ধনী !
এস, কুচ-ভারে মম বুক পিষে, পলকে
. নাশ মনসিক্ত-তাপ এখনি | ৪
অধর-সুধার ধার দেহ দাসে, ভামিনী !
. মৃত দেহে নব প্রাণ লভিব |
তোমাতে মগন মম প্রাণ মন, কামিনী !
. এ তাপ-দহন কত সহিব ? ৫
শশীমুখী ! মুখরিত কর মণি-রসনা ;
. তোমার চরণ-অনুকারী সে ;
শ্রবণ বিফল শুনি পিক-রুত ললনা !
. অবসাদ হবে দূর তারি হে | ৬
আকুল করিলে মোরে বিফলে যে রুষিয়া ;
. লাজে আঁখি তাই আধ মিলিত |
আর কেন রাখ বাধা ? মোরে ভালবাসিয়া
. কর চিত প্রীতি-সুখ-নিচিত | ৭
হরির হরষভরা গাথা কবি রচিল ;
রসিকের চিত অতি প্রীতি-রসে ভরিল | ৮
গাঢ় আলিঙ্গনে প্রীত তনু হ’ল রোমাঞ্চিত,
. উপজিল বাধা তায় বুকে বুকে বাঁধিতে,
কেলি-কালে একি বাধা ! মুদে আসে আঁখি-পাতা
. প্রিয়া-মুখ-দরশন সুখটুকু ছাদিতে |
অধরের সুধা-পানে নর্ম –কথা বাধা আনে ;
. সুখ-কেলি শেষ পায় আনন্দের জনমে |
বাধাগুলি সুখ আনে সুরতের অবসানে ;
. বাধা বিনা কোথা সুখ উপেজ বা মরমে ? ১
শ্রীরাধা, বাহুর ডোরে হরিকে বাঁধিয়া জোরে
. পয়োধর-ভাবে তাঁর পীড়িলেন বক্ষ ;
করযুগে কেশ টানি’ দশনে অধর হানি’
. রমে রাধা, সুধাপান করি প্রাণে লক্ষ্য |
কৃষ্ণ অঙ্গ বিমোহিয়ে ---- সুপীন জঘন দিয়ে
. আঘাতিলা ঘন ঘন করি রতি দ্বন্দ্ব |
কামের কি বামা গতি ! আঘাতেই সুখ অতি !
. লভিলেন হরি তাহে পরম আনন্দ | ২
হরিকে করিতে জয় আজি রতি-যুদ্ধে
উঠিলেন রাধা তাঁর বক্ষের উর্দ্ধে |
ঘন তাড়নায় পরে শ্রোণী হ’ল শ্রান্ত ;
কাঁপে বুক, বাহু-যুগ শিথিল ও ক্লান্ত |
মুদে এল আঁখি ! রণ করে বালা তবুও |
পুরুষের কাজে নারী পটু নহে কভুও | ৩
আঁখি-পাতা পড়ে ভেঙ্গে, কপোল উঠিল রেঙ্গে,
. শীত্কার-কাকলিতে হেলে-পড়া অধরে
. দন্তের কৌমুদী বিকশিত কত রে !
শ্বাসে কাঁপে পয়োধর হরির বুকের পর,
. শিহরি শিহরি সুখে পড়ে রাধা এলায়ে ;
. চুম্বিলা হরি তায় সুখে মুখ হেলায়ে | ৪
নখ-রেখাঙ্কিত কুচ পাটল বরণ ;
নিদ্রাবেশে কষায়িত হইল নয়ন ;
নির্ধৌত অধর-রাগ, লুন্ঠিত কুন্তল ;
স্রস্ত মাল্য, কাঞ্চীদাম হল শ্লথাঞ্চল |
প্রভাতে হেরিবামাত্র এই পঞ্চশর ;
বিঁধিল সে বাণ আসি হরির অন্তর | ৫
“শিথিল অলকাবলী, এলান কুন্তল
. স্বেদ-বিন্দু ঝলিছে কপোলে ;
চুম্বনে অধরখানি খিন্ন অনুজ্জল ;
. স্রস্ত কাঞ্চী নিতম্বের কোলে ;
মদ্দিত কুচের রুচি ম্লান করে হার ;
. স্তন ও জঘন ঢাকি করে
চাহে সুরমিতা বালা লাজে বার বার |”
. এই চিন্তা কৃষ্ণের অন্তরে | ৬
এই চিন্তা হরি প্রাণে, রাধা ছিল ক্লান্তা ;
মাধবে তখন কহে আদবেতে কান্তা |
চতুর্বিংশ গীতি
( রামকিরী রাগ, যতি তাল )
ওগো যদুনন্দন ! সুশীতল চন্দন
. সম কর রাখ মম কুচ-যুগ পরশি’ ;
মৃগমদে চিহ্নিত কর, কুচ উন্নীত ;
. পল্লব-যুত হবে মঙ্গল কলসী | ১
ধুয়া--- লভি বনে অনঙ্গ প্রীতি বিধিয়া,
. কহে যদুনন্দনে রাধিকা
অলিকুল-গুঞ্জন নয়নের অঞ্জন,
. চুম্বনে গেছে মুছে ; আর বার
রতি-পতি-শর সম করি অতি মনোরম,
. উজল কাজলে ভূষা কর তার | ২
কুরঙ্গের মত আঁখি দিঠির তরঙ্গে মাখি
. কাম-পাশ রচ শ্রুতি-মূলে গো ;
মনে এই সাধ করি, আজ তুমি ওহে হরি !
. সাজাইয়ে দাও তারে দুলে গো | ৩
কমল-বিমল মম বদনেতে, অলিসম
. আলুথালু কেশ-ভার ভাসিছে |
সরায়ে সে কেশ হরি, বেঁধে দাও সুকবরী,
. নহিলে যে সখীগন হাসিছে | ৪
ললাট হইতে মুছি শ্রমজল, আঁক শুচি
. ললিতা তিলক অতি যতনে ;
কনক-চাঁদেতে যেন শোভিছে তিলক হেন,
. ফুটিবে অমল শোভা বদনে | ৫
চুলগুলি গেছে খুলে বাঁধিয়া সাজাও ফুলে ;
. শিখী-পাখা সম কেশ, জান ত ?
মন্মথ-ধ্বজ’পরি চামরটি অনুকরি’
. রুচির চিকুর বাঁধ, মানদ! ৬
এ মম সরস, ঘন জঘনেতে আভরণ
. দাও মণি-মেখলে ও বসনে
কাম-করী-কন্দর সম সে যে সুন্দর
. জয়দেব ভণে পাপ-নাশনে | ৭-৮
রাধার বচনে প্রীত হইল হরির চিত ;
. রচিলেন প্রসাধন যতনে |
কুচ ও কপোল-তলে আঁকি পাতা ফুল দলে,
. কাঞ্চী দিলেন ঘন জঘনে |
বলয় পরায়ে হাতে দিলেন নূপুর পাদে ;
. ফুল মালা কবরীর বাঁধনে | ১
অনন্ত নাগের-ফণা-বিরচিত পর্য্যঙ্কের পর,
হরির শরীর-দ্যুতি ফণা-মণি-আলোক ভাস্কর
শত শত চক্ষে যেন লক্ষ্মীরূপ দেখিবার তরে
অনন্ত-শয়নে বিভু | রক্ষা তুমি কর প্রভু নরে | ২
“ক্ষীরোদ-সাগর-তীরে, হে সুন্দরী, তুমি স্বয়ংবরে
মোরে দিলে বরমাল্য ; হর তাই ব্যথিত অন্তরে
করিলেন বিষপান |” শুনি তাহা লক্ষ্মী হরি মুখে,
স্মরি পূর্ব্ব কথা যত, আন্ মনা হইলেন সুখে !
অবসর পেয়ে হরি সরাইয়া বক্ষের অঞ্চল,
হেরিলেন কুচ-পদ্ম | তিনি সবে করুন মঙ্গল | ৩
শিখিতে পণ্ডিতগণ নৃত্য-গীত-কলা,
কাব্যশিল্প, আদিরস, ভকতি অচলা,
হরিভক্ত সুধী জয়দেব-বিরচিত
এ গীতগোবিন্দ কাব্য পড়িবে নিশ্চিত | ৪
শৃঙ্গার-রসযুত এ কবিতা-গুচ্ছ
. থাকিতে জগৎ মাঝে
. সীধুতে কি মধু আছে ?
শর্করা কঙ্কর ; দ্রাক্ষা ত তুচ্ছ!
. নীর সম ক্ষীর যত,
. অমৃত হইল হত ;
কাঁদ তুমি সহকারে হাহা রবে কলিয়া!
হে বকুল, রসাতলে যাও তুমি চলিয়া | ৫
ভোজদেব-সুত আমি, বামা দেবী মা আমার ;
জয়দেব নাম মোর, কবি এই কবিতার |
পরাশর আমি মম বন্ধুর কন্ঠে ,
শ্রী গীতগোবিন্দ হয় গীত মধু-ছন্দে | ৬
ইতি সুপ্রীতপীতাম্বর নামক দ্বাদশ সর্গ সমাপ্ত।