দ্বাদশঃ সর্গঃ
সুপ্রীত পীতাম্বর
       


গতবতী সখীবৃন্দে মন্দত্রপাভরনির্ভর-
স্মরশরবশাকুতস্ফীতস্মিতস্নপিতাধরাম্ |
সরসমনসং দৃষ্ট্বা রাধাং মুহুর্নবপল্লব-
প্রসবশয়নে নিক্ষিপ্তাক্ষীমুবাচ হরিঃ প্রিয়াম্ ||১||


গীতম্      
বিভাসরাগৈকতালীতালাভ্যং গীয়তে
  


কিশলয়শয়নতলে কুরু কামিনী চরণনলিনবিনিবেশম্ |
তব পদপল্লববৈরি পরাভবমিদমনুভবতু সুবেশম্ |১|
ক্ষণমধুনা নারায়ণমনুগতমনুভজ রাধিকে || ধ্রুবম্ ||






করকমলেন করোমি চরণমহমাগমিতাসি বিদূরম্ |
ক্ষণমুপকুরু শয়নোপরি মামিব নূপুরমনুগতিশূরম্ ||২||




বদনসুধানিধিগলিতমমৃতমিব রচয় বচনমনুকূলম্ |
বিরহমিবাপনয়ামি পয়োধররোধকমুরসি দুকূলম্ ||৩||




প্রিয়পরিম্ভণরভসবলিতমিব পুলকিতমতিদূরবাপম্ |
মদুরসি কুচকলসং বিনিবেশয় শোষয় মনসিজতাপম্ ||৪||




অধরসুধারসমুপনয় ভামিনি জীবয় মৃতমিব দাসম্ |
ত্বয়ি বিনিহিতমনসং বিরহানলদগ্ধবপুষমবিলাসম্ ||৫||




শশিমুখি মুখরয় মণিরসনাগুণমনুগুণকণ্ঠনিনাদম্ |
শ্রুতিপটযুগলে পিকরুতবিকলে শময় চিরাদবসাদম্ ||৬||




মামতিবিফলরুষা বিকলীকৃতমবলোকিতুমধুনেদম্ |
মীলতি লজ্জিতমিব নয়নং তব বিরম বিসৃজ রতিখেদম্ ||৭||




শ্রীজয়দেবভণিতমিদমনুপদনিগদিতমধুরিপুমোদম্ |
জনয়তু রসিকজনেষু মনোরমরতিরসভাববিনোদম্ ||৮||


প্রত্যুহঃপুলকাঙ্কুরেণনিবিড়াশ্লেষে নিমেষেণ চ
ক্রীড়াকূতবিলোকিতেহধরসুধাপানে কথানর্ম্মভিঃ |
আনন্দাধিগমেন মন্মথকলাযুদ্ধেহপি যস্মিন্নভূ-
দুদ্ভূতঃ স তয়োর্ব্বভূব সুরতারম্ভঃ প্রিয়ম্ভাবুকঃ ||১||






দোর্ভ্যাং সংযমিত পয়োধরভরেণাপীড়িতঃ পাণিজৈ-
রাবিদ্ধো দশনৈঃ ক্ষতাধরপুটঃ শ্রোণীতটেনাহতঃ |
হস্তেনানমিতঃ কচেহধরসুধাপানেন সন্মোহিতঃ
কান্তঃ কামপি তৃপ্তিমাপ তদহো কামস্যবামা গতিঃ ||২||






মারাঙ্কে রতিকেলিসঙ্কুলরণারম্ভে তয়া সাহস-
প্রায়ং কান্তজয়ায় কিঞ্চিদুপরি প্রারম্ভি যৎ সম্ভ্রামাৎ |
নিস্পন্দা জঘনস্থলী শিথিলতা দোর্ব্বল্লিরুত্কম্পিতম্
বক্ষো মীলিতমক্ষি পৌরুষরসং স্ত্রীনাং কুতঃ সিধ্যতি ||৩||




মালদ্দৃষ্টিমিলত্কপোলপুলকং শীত্কারধারাবশা-
দব্যক্তাকুলকেলিকাকুবিকসদ্দন্তাংশুধৌতাধরম্ |
শ্বাসোন্নদ্ধপয়োধরোপরিপরিম্বঙ্গী কুরঙ্গীদৃশো
হর্ষোত্কর্ষবিমুক্তিনিঃসহতনোর্ধন্যো ধয়ত্যাননম্ ||৪||




তস্যাঃ পাটলপাণিজাঙ্কিতমুরো নিদ্রাকষায়ে দৃশো
নির্ধৌতহধরশোণিমা বিলুলিতাঃ স্রস্তস্রজো মূর্দ্ধজাঃ |
কাঞ্চিদাম দরস্লথাঞ্চলমিতি প্রাতর্নিখাতৈদৃশো-
রেভিঃ কামশরৈস্তদদ্ভুতমভূৎ পতুমনঃ কীলিতম্ ||৫||




ব্যালোলঃ কেশপাশস্তরলিতমলকৈঃ স্বেদলোলৌ কপোলৌ
স্পষ্টা দষ্টাধরশ্রীঃ কুচকলসরুচা হারিতা হারযষ্টিঃ |
কাঞ্চি কাঞ্চিদ্গতাশাং স্তনজঘনপদং পাণিনাচ্ছাদ্য সদ্যঃ
পশ্যন্তী সত্রপং মাং তদপি বিলুলিতস্রগ্ধরেয়ং ধিনোতি ||৬||





ইতি মনসা দিগন্তং সুরতান্তে সা নিতান্তখিন্নাঙ্গী
রাধা জগাদ সাদরমিদমানন্দেন গোবিন্দম্ ||



গীতম্ ২৪   
রামকিরীরাগযতিতালাভ্যং গীয়তে
  


কুরু যদুনন্দন চন্দন শিশিরতরেণ করেণ পয়োধরে
মৃগমদপত্রকমত্র মনোভবমঙ্গলকলসসহোদরে ||১||
নিজগাদ সা যদুনন্দনে ক্রীড়তি হৃদয়ানন্দনে || ধ্রুবম্ ||






অলিকুলগঞ্জনসঞ্জনকং রতিনায়কশায়কমোচনে
তদধরচুম্বনলম্বিতকজ্জলমুজ্জ্বলয় প্রিয়লোচনে ||২||




নয়নকুরুঙ্গতরঙ্গবিকাশনিরাসকরে শ্রুতিমণ্ডলে |
মনশিজপাশবিলাসধরে শুভবেশ নিবেশয় কুণ্ডলে ||৩||




ভ্রমরচয়ং রচয়ন্তমুপরি রুচিরং মম সম্মুখে
জিতকমলে বিমলে পরিকর্ম্ময় নর্ম্মজনকমলকং মুখে ||৪||




মৃগমদরসবলিতং ললিতং কুরু তিলকমলিকরজনীকরে
বিহিতকলঙ্ককলং কমলানন বিশ্রমিতশ্রমশীকরে ||৫||




মম রুচিরে চিকুরে কুরু মানদ মানসজধ্বজচামরে
রতিগলিতে ললিতে কুসুমানি শিখণ্ডিশিখণ্ডকডামরে ||৬||




সরসঘনে জঘনে মম শম্বরদারণবারণকন্দরে |
মণিরসনাবসনাভরণানি শুভাশয় বাসয় সুন্দরে ||৭||

শ্রীজয়দেববচসি রুচিরে হৃদয়ং সদয়ং কুরু মণ্ডনে |
হরিচরণস্মরণামৃতনির্ম্মিতকলিকলুষজ্বরখণ্ডনে ||৮||


রচয় কুচয়োঃ পত্রং চিত্রং কুরুষ্ব কপোলয়ো-
র্ঘটয় জঘনে কাঞ্চীমঞ্চ স্রজা কবরীভরম্ |
কলয় বলয়শ্রেণীং পাণৌ পদে কুরু নূপুরা-
বিতি নিগদিতঃ প্রীতঃ পীতাম্বরোহপি তথাকরোৎ ||১||




পর্য্যঙ্কীকৃতনাগনায়কফণাশ্রেণীমণীনাং গণে
সংক্রান্তপ্রতিবিম্বসংবলনয়া বিভ্রদ্বিভূপ্রক্রিয়াম্ |
পাদাম্ভোরুহধারিবারিধিসূতামক্ষ্ণাং দিদৃক্ষুঃ শতৈঃ
কায়ব্যূহমিবাচরন্নুপচিতীভুতো হরিঃ পাতু বঃ ||২||


ত্বামপ্রাপ্য ময়ি স্বয়ংবরপরাং ক্ষীরোদতীরোদরে
শঙ্কে সুন্দরি কালকূটমপিবন্মূঢ়ো মৃড়ানীপতিঃ |
ইথ্বং পূর্ব্বকথাভিরন্যমনসো নিক্ষিপ্য বক্ষোহঞ্চল
পদ্মায়াস্তনকোরকোপরিমিলন্নেত্রো হরিঃ পাতু বঃ ||৩||




যদ্গান্ধর্ব্বকলাসু কোশলমনুধ্যানঞ্চ যদ্বৈষ্ণবং
যচ্ছৃঙ্গারবিবেকতত্ত্বমপি যৎ কাব্যেষু লীলায়িতম্ |
তৎ সর্ব্বং জয়দেবপণ্ডিতকবেঃ কৃষ্ণৈকতানাত্ননঃ
সানন্দাঃ পরিশোধয়ন্তু সুধিয়ঃ শ্রীগীতগোবিন্দতঃ ||৪||


সাধ্বী মাধ্বীকচিন্তা ন ভবতি ভবতঃ শর্করে কর্করাসি
দ্রাক্ষে দ্রাক্ষ্যন্তি কে ত্বামমৃত মৃতমসি ক্ষীর নীরং রসস্তে |
মাকন্দ ক্রন্দ কান্তাধর ধরণিতলং গচ্ছ যচ্ছন্তি যাব-
দ্ভাবং শৃঙ্গারসারস্বতমিহ জয়দেবস্য বিষ্বগ্বচাংসি ||৫||






শ্রীভোজদেবপ্রভবস্য বামাদেবীসুতশ্রীজয়দেবকস্য
পরাশরাদিপ্রিয়বন্ধুকণ্ঠে শ্রীগীতগোবিন্দকবিত্বমস্তু ||৬||






ইতি শ্রীজয়দেবকৃতো শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে সুপ্রীতপীতাম্বরো নাম দ্বাদশঃ সর্গঃ।
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
দ্বাদশ সর্গ
সুপ্রীত পীতাম্বর
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
দ্বাদশ সর্গ
বা সুপ্রীত পীতাম্বর       


চলে গেল সখীগণ, রাধা আধ সরমে
পল্লব-শেষ পানে চাহে ; প্রীতি মরমে |
মানস-লালসা তাহে ফুটে যেন উঠিল ;
হেরি হরি, স্মিতমুখে প্রেয়সীকে কহিল | ১


ত্রয়োবিংশ গীতি      
( বিভাস, একতালা )    


কিশলয় শেষ-পরে চরণ-নলিনীখানি---
.                   ওগো রাধে, কেন আনি পাত না ?
হেরি পদ-পল্লব এ যে শেষ পরাভব
.                   মানিয়া লভিবে জানি যাতনা | ১

ধুয়া ---  ক্ষণতরে গো
অনুগত নারায়ণে কর ভজনা ; রাধিকে!


এ কর-কমলে তব চরণ-চারণ করে’
.        বিদূরিত করি পথশ্রান্তি |
কর মোরে ক্ষণতরে চরণ-নূপুর রে !
.        শয়নে লভিব কত শান্তি | ২


ও বদনে সুধানিধি-গলিত অমৃত সম
.        ঝরুক বচন, প্রীতি ছড়ায়ে |
বিরহের মত বাধা দিতেছে গো যে বসন,
.        দিব তাহা কুচ হতে সরায়ে | ৩


দুর্লভ পয়োধর, উন্নত পুলকে
.              লভিতে আলিঙ্গন, হে ধনী !
এস, কুচ-ভারে মম বুক পিষে, পলকে
.              নাশ মনসিক্ত-তাপ এখনি | ৪


অধর-সুধার ধার দেহ দাসে, ভামিনী !
.            মৃত দেহে নব প্রাণ লভিব |
তোমাতে মগন মম প্রাণ মন, কামিনী !
.            এ তাপ-দহন কত সহিব ? ৫


শশীমুখী !    মুখরিত কর মণি-রসনা ;
.               তোমার চরণ-অনুকারী সে ;
শ্রবণ বিফল শুনি পিক-রুত ললনা !
.              অবসাদ হবে দূর তারি হে | ৬


আকুল করিলে মোরে বিফলে যে রুষিয়া ;
.         লাজে আঁখি তাই আধ মিলিত |
আর কেন রাখ বাধা ?  মোরে ভালবাসিয়া
.         কর চিত প্রীতি-সুখ-নিচিত | ৭


হরির হরষভরা গাথা কবি রচিল ;
রসিকের চিত অতি প্রীতি-রসে ভরিল | ৮


গাঢ় আলিঙ্গনে প্রীত           তনু হ’ল রোমাঞ্চিত,
.       উপজিল বাধা তায় বুকে বুকে বাঁধিতে,
কেলি-কালে একি বাধা !      মুদে আসে আঁখি-পাতা
.       প্রিয়া-মুখ-দরশন সুখটুকু ছাদিতে |
অধরের সুধা-পানে            নর্ম –কথা বাধা আনে ;
.        সুখ-কেলি শেষ পায় আনন্দের জনমে |
বাধাগুলি সুখ আনে           সুরতের অবসানে ;
.        বাধা বিনা কোথা সুখ উপেজ বা মরমে ? ১


শ্রীরাধা, বাহুর ডোরে          হরিকে বাঁধিয়া জোরে
.          পয়োধর-ভাবে তাঁর পীড়িলেন বক্ষ ;
করযুগে কেশ টানি’             দশনে অধর হানি’
.          রমে রাধা, সুধাপান করি প্রাণে লক্ষ্য |
কৃষ্ণ অঙ্গ বিমোহিয়ে ----       সুপীন জঘন দিয়ে
.          আঘাতিলা ঘন ঘন করি রতি দ্বন্দ্ব |
কামের কি বামা গতি !         আঘাতেই সুখ অতি !
.           লভিলেন হরি তাহে পরম আনন্দ | ২


হরিকে করিতে জয় আজি রতি-যুদ্ধে
উঠিলেন রাধা তাঁর বক্ষের উর্দ্ধে |
ঘন তাড়নায় পরে শ্রোণী হ’ল শ্রান্ত ;
কাঁপে বুক, বাহু-যুগ শিথিল ও ক্লান্ত |
মুদে এল আঁখি !  রণ করে বালা তবুও |
পুরুষের কাজে নারী পটু নহে কভুও | ৩


আঁখি-পাতা পড়ে ভেঙ্গে,        কপোল উঠিল রেঙ্গে,
.        শীত্কার-কাকলিতে হেলে-পড়া অধরে
.        দন্তের কৌমুদী বিকশিত কত রে !
শ্বাসে কাঁপে পয়োধর            হরির বুকের পর,
.         শিহরি শিহরি সুখে পড়ে রাধা এলায়ে ;
.         চুম্বিলা হরি তায় সুখে মুখ হেলায়ে | ৪


নখ-রেখাঙ্কিত কুচ পাটল বরণ ;
নিদ্রাবেশে কষায়িত হইল নয়ন ;
নির্ধৌত অধর-রাগ, লুন্ঠিত কুন্তল ;
স্রস্ত মাল্য, কাঞ্চীদাম হল শ্লথাঞ্চল |
প্রভাতে হেরিবামাত্র এই পঞ্চশর ;
বিঁধিল সে বাণ আসি হরির অন্তর | ৫


“শিথিল অলকাবলী,  এলান কুন্তল
.             স্বেদ-বিন্দু ঝলিছে কপোলে ;
চুম্বনে অধরখানি খিন্ন অনুজ্জল ;
.             স্রস্ত কাঞ্চী নিতম্বের কোলে ;
মদ্দিত কুচের রুচি ম্লান করে হার ;
.             স্তন ও জঘন ঢাকি করে
চাহে সুরমিতা বালা লাজে বার বার |”
.              এই চিন্তা কৃষ্ণের অন্তরে | ৬

এই চিন্তা হরি প্রাণে, রাধা ছিল ক্লান্তা ;
মাধবে তখন কহে আদবেতে কান্তা |



চতুর্বিংশ গীতি      
( রামকিরী রাগ, যতি তাল )    


ওগো যদুনন্দন !       সুশীতল চন্দন
.                        সম কর রাখ মম কুচ-যুগ পরশি’ ;
মৃগমদে চিহ্নিত        কর, কুচ উন্নীত ;
.                        পল্লব-যুত হবে মঙ্গল কলসী | ১

ধুয়া--- লভি বনে অনঙ্গ    প্রীতি বিধিয়া,
.                        কহে যদুনন্দনে রাধিকা


অলিকুল-গুঞ্জন          নয়নের অঞ্জন,
.                         চুম্বনে গেছে মুছে ; আর বার
রতি-পতি-শর সম      করি অতি মনোরম,
.                         উজল কাজলে ভূষা কর তার | ২


কুরঙ্গের মত আঁখি     দিঠির তরঙ্গে মাখি
.                          কাম-পাশ রচ শ্রুতি-মূলে গো ;
মনে এই সাধ করি,      আজ তুমি ওহে হরি !
.                          সাজাইয়ে দাও তারে দুলে গো | ৩


কমল-বিমল মম         বদনেতে, অলিসম
.                          আলুথালু কেশ-ভার ভাসিছে |
সরায়ে সে কেশ হরি,   বেঁধে দাও সুকবরী,
.                          নহিলে যে সখীগন হাসিছে | ৪


ললাট হইতে মুছি            শ্রমজল, আঁক শুচি
.                              ললিতা তিলক অতি যতনে ;
কনক-চাঁদেতে যেন          শোভিছে তিলক হেন,
.                              ফুটিবে অমল শোভা বদনে | ৫


চুলগুলি গেছে খুলে         বাঁধিয়া সাজাও ফুলে ;
.                            শিখী-পাখা সম কেশ, জান ত ?
মন্মথ-ধ্বজ’পরি            চামরটি অনুকরি’
.                            রুচির চিকুর বাঁধ, মানদ! ৬


এ মম সরস, ঘন          জঘনেতে আভরণ
.                           দাও মণি-মেখলে ও বসনে
কাম-করী-কন্দর          সম সে যে সুন্দর
.                           জয়দেব ভণে পাপ-নাশনে | ৭-৮



রাধার বচনে প্রীত         হইল হরির চিত ;
.                             রচিলেন প্রসাধন যতনে |
কুচ ও কপোল-তলে        আঁকি পাতা ফুল দলে,
.                             কাঞ্চী দিলেন ঘন জঘনে |
বলয় পরায়ে হাতে        দিলেন নূপুর পাদে ;
.                             ফুল মালা কবরীর বাঁধনে | ১


অনন্ত নাগের-ফণা-বিরচিত পর্য্যঙ্কের পর,
হরির শরীর-দ্যুতি ফণা-মণি-আলোক ভাস্কর
শত শত চক্ষে যেন লক্ষ্মীরূপ দেখিবার তরে
অনন্ত-শয়নে বিভু | রক্ষা তুমি কর প্রভু নরে | ২


“ক্ষীরোদ-সাগর-তীরে, হে সুন্দরী, তুমি স্বয়ংবরে
মোরে দিলে বরমাল্য ; হর তাই ব্যথিত অন্তরে
করিলেন বিষপান |” শুনি তাহা লক্ষ্মী হরি মুখে,
স্মরি পূর্ব্ব কথা যত, আন্ মনা হইলেন সুখে !
অবসর পেয়ে হরি সরাইয়া বক্ষের অঞ্চল,
হেরিলেন কুচ-পদ্ম | তিনি সবে করুন মঙ্গল | ৩


শিখিতে পণ্ডিতগণ নৃত্য-গীত-কলা,
কাব্যশিল্প, আদিরস, ভকতি অচলা,
হরিভক্ত সুধী জয়দেব-বিরচিত
এ গীতগোবিন্দ কাব্য পড়িবে নিশ্চিত | ৪


শৃঙ্গার-রসযুত এ কবিতা-গুচ্ছ
.        থাকিতে জগৎ মাঝে
.        সীধুতে কি মধু আছে ?
শর্করা কঙ্কর ;  দ্রাক্ষা ত তুচ্ছ!
.         নীর সম ক্ষীর যত,
.         অমৃত হইল হত ;
কাঁদ তুমি সহকারে হাহা রবে কলিয়া!
হে বকুল, রসাতলে যাও তুমি চলিয়া | ৫


ভোজদেব-সুত আমি, বামা দেবী মা আমার ;
জয়দেব নাম মোর, কবি এই কবিতার |
পরাশর আমি মম বন্ধুর কন্ঠে ,
শ্রী গীতগোবিন্দ হয় গীত মধু-ছন্দে | ৬







ইতি সুপ্রীতপীতাম্বর নামক দ্বাদশ সর্গ সমাপ্ত।
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর