দ্বিতীয় সর্গঃ
সামোদ দামোদর
বিহরতি বনে রাধা সাধারণপ্রণয়ে হরৌ
বিগলিতনিজোৎকর্যাদীর্ষ্যবশেন গতান্যতঃ |
ক্কচিদপি লতাকুঞ্জে গুঞ্জন্মধুব্রতমণ্ডলী-
মুখরশিখরে লীলা দীনাপ্যুবাচ রহঃ সখীম্ ||১||
গীতম্ ৫
গুর্জ্জরীরাগযতিতালাভ্যাং গীয়তে
সঞ্চরদধরসুধামধুরধ্বনিমুখরিতমোহনবংশম্ |
বলিতদৃগঞ্চলচঞ্চলমৌলিকপোলবিলোলবতংসম্ ||
রাসে হরিমিহ বিহিতবিলাসম্ |
স্মরতি মনো মম কৃতপরিহাসম্ ||ধ্রুবম্||
চন্দ্রকচারুময়ূরশিখণ্ডকমণ্ডলবলয়িতকেশম্ |
প্রচুরপুরন্দরধনুরনুরঞ্জিতমেদুরমুদিরসুবেশম্ ||২||
গোপকদম্বনিতম্ববতীমুখচুম্বনলম্ভিতলোভম্ |
বন্ধুজীবমধুরাধর-পল্লবমুল্লসিতস্মিতশোভম্ ||৩||
বিপুলপুলকভুজপল্লববলয়িতবল্লবযুবতিসহস্রম্ |
করচরণোরসি মণিগণভূষণকিরণবিভিন্নতমিস্রম্ ||৪||
জলদপটলবলদিন্দুবিনিন্দচন্দনতিলকললাটম্ |
পীনপয়োধরপরিসরমর্দ্দননির্দ্দয়হৃদয়কবাটম্ ||৫||
মণিময়মকরমনোহরকুণ্ডলমণ্ডিতগণ্ডমুদারম্ |
পীতবসনমনুগতমুনিমনুজসুরবরপরিবারম্ ||৬||
বিশদকদম্বতলে মিলিতং কলিকলুষভয়ং শময়ন্তম্ |
মামপি কিমপি তরঙ্গদনঙ্গদৃশা মনসা রময়ন্তম্ ||৭||
শ্রীজয়দেবভণিতমতিসুন্দর-মোহন-মধুরিপুরূপম্ |
হরিচরণস্মরণং প্রতি সংপ্রতিপুণ্যবতামনুরূপম্ ||৮||
গণয়তি গুণগ্রামং ভ্রমিং ভ্রমাদপি নেহতে
বহতি চ পরিতোষং দোষং বিমুঞ্চতি দূরতঃ |
যুবতিষু বলত্তৃষ্ণে কৃষ্ণে বিহারিণি মাং বিনা
পুনরপি মনো বামং কামং করোতি তরোমি কিং ||১||
গীতম্ ৬
মালবরাগৈকতালী তালাভ্যাং গীয়তে
নিভৃতনিকুঞ্জগৃহংগতয়া নিশি রহসি নিলীয় বসন্তম্
চকিতবিলোকিতসকলদিশা রতিরভসরসেন হসন্তম্ |১|
সখি হে কেশিমথনমুদারম্
রময় ময়া সহ মদনমনোরথভাবিতয়া সবিকারম্ ||ধ্রুবম্||
প্রথমসমাগমলজ্জিতয়া পটুচাটুশতৈরনুকূলম্ |
মৃদুমদধুরস্মিতভাষিতয়া শিথিলীকৃতজঘনদুকূলম্ ||২||
কিশলয়শয়ননিবেশিতয়া চিরমুরসি মমৈব শয়ানম্ |
কৃতপরিরম্ভণ-চুম্বনয়া পরিরভ্য কৃতাধরপানম্ ||৩||
অলসনিমীলিতলোচনয়া পুলকাবলিললিতকপোলম্ |
শ্রমজলসকলকলেবরয়া বরমদনমদাদতিলোলম্ ||৪||
কোকিলকলরবকূজিতয়া জিতমনসিজ-তন্ত্রবিচারম্ |
শ্লথকুসুমাকুলকুন্তলয়া নখলিখিতঘনস্তনভারম্ ||৫||
চরণরণিতমণিনূপুরয়া পরিপুরিতসুরতবিতানম্ |
মুখরবিশৃঙ্খলমেখলয়া সকচগ্রহচুম্বনদানম্ ||৬||
রতিসুখসময়-পসালসয়া দরমুকুলিতনয়নসরোজম্ |
নিঃসহনিপতিততনুলতয়া মধুসূধনমুদিতমনোজম্ ||৭||
শ্রীজয়দেবভণিতমিদমতিশয়মধুরিপুনিধুবনশীলম্ |
সুখমুত্কণ্ঠিতগোপবধূকথিতং বিতনোতুধূসলীলম্ ||৮||
হস্তস্রস্তবিলাসবংশমনৃজু-ভ্রূবল্লিমদ্বল্লবী-
বৃন্দোত্সারি-দৃগন্তবীক্ষিতমতিস্বেদার্দগণ্ডস্থলম্ |
মামুদ্বীক্ষ্য বিলক্ষিতস্মিতসুধামুগ্ধাননং কাননে
গোবিন্দং ব্রজসুন্দরীগণবৃতং পশ্যামি হৃষ্যামি চ ||১||
দুরালোকঃ স্তোকস্তবক-নবকাশোকলতিকা-
বিকাশঃ কাসারোপবনপবনোহপি ব্যথয়তি |
অপি ভ্রাম্যদ্ভৃঙ্গীরণিতরমণীয়া ন মুকুল-
প্রসূতিশ্চূতানাং সখি শিখরিণীয়ং সুখয়তি ||২||
সাকূতস্মিতাকুলাকুলগলদ্ধম্মিল্লমুল্লাসিত-
ভ্রূবল্লীকমলীকদর্শিতভুজামূলার্ধদৃষ্টস্তনম্ |
গোপীনাং নিভৃতং নিরীক্ষ্য গম্তাকাঙ্ক্ষশ্চিরং চিন্চয়-
ম্নন্তমুর্গ্ধমনোহরং হরতু বঃ ক্লেশং নবঃ কেশবঃ ||৩||
ইতি শ্রীগীতগোবিন্দমহাকাব্যে অক্লেশকেশবো নাম দ্বিতীয়ঃ সর্গঃ
দ্বিতীয় সর্গ
বা অক্লেশ কেশব
দেখি’ রাধা, সাধারণ গোপীজন সঙ্গে
বিহরিতে শ্রীহরিকে বনমাঝে রঙ্গে,
ধিক্কারি আপনাকে, ঈর্ষ্যায় রুষিয়া,
--- অলি-গুঞ্জিত লতা-কুঞ্জেতে পশিয়া
গোপনে সখীর কাণে কহে দীন বচনে।১
( ব্যথা লাগে রাস-লীলা-পরিহাস স্মরণে | )
পঞ্চম গীতি
( গুর্জ্জরী রাগ, যতি তাল )
সিঞ্চি’ অধর-সুধা সুমধুর ধ্বনিতে
. করে মুখরিত চারু বংশ ;
শিরে চূড়া চঞ্চল,----আঁখি ঠারে দুলিয়ে
. কপোল বিলোল অবতংস |১
ধুয়া--- ব্যথা লাগে রাস-লীলা-পরিহাস স্মরণে |
চন্দ্রক-আঁকা চারু ময়ূরের পিচ্ছে
. বিজড়িত সুসজ্জ কেশ গো ;
রামধনু যেন ঘন মেঘে অনুরঞ্জিত,
. এমনি সে রমণীয় বেশ গো |২
নিতম্ববতী যত গোপিকা-কদম্বে
. চুম্বিতে যেন অতি লোভে গো,---
বন্ধুজীবের মত সে অধর পল্লব
. উল্লাসে ফুটি কিবা শোভে গো |৩
বিপুল পুলকে ভূজ-পল্লবে বিজড়িত
. বল্লব-যুবতী-সহস্র |
শ্রীকরে, চরণে, বুকে, মণি-ভূষণের করে
. তমিস্র দূরিত অজস্র ||৪
জলদপটলে ইন্দু-বিনিন্দিত
. চন্দন-তিলক সে ললাটে,
পীনপয়োধর পর নির্দ্দয়ে মর্দ্দিত
. সুবিপুল বক্ষের কবাটে |৫
মকরের ছাঁচে গড়া মণিময় কুণ্ডলে
. গণ্ডে কি শোভা মনোহারী রে !
দেখি’ পীতবাস হরি, মুনি-মন বিচলিত,
. মজে সুরাসুর নরনারী রে |৬
পুষ্পিত কদম্বতলে যবে আসিয়া
. মোর পানে চাহে রতি-পিয়াসে,
মদন লহরী বহে সে দিঠিতে অমনি ;
. কলির কলুষ তাহে বিনাশে |৭
কবি জয়দেব ভণে, --- মনোহর সুন্দর
. অতুলন মধু-রিপু রূপ গো !
হরির চরণ স্মরি’ লভি প্রীতি সম্প্রতি,
. পুণ্য লভিতে অনুরূপ গো |৮
পর-অনুরাগী হরি, তবু তারে স্মরিতে
ধায় চিত ; নাহি ক্রোধ, চাই প্রেমে বরিতে |
কি করিব ? দোষ তেজি গুণে মজি রহিব
তৃষ্ণা যে বলবতী, কৃষ্ণকে লভিব |
ষষ্ঠ গীতি
( মালব গৌড় রাগ, একতালী তাল )
. রহিব গো নিকুঞ্জ-বন-ভবনে
. নিশার আঁধারে হরি রবে গোপনে |
. চকিত নয়নে চারিভিতে চাহিয়া ---
. হাসিবে হেরিয়া মোরে, প্রেমে মোহিয়া |
ধুয়া--- সখীরে !
. আন আজি কেশিমথনে |
. প্রেমে বিগলিত হবে, হেরিবে আমারে যবে---
. অভিভূতা আছি মদনে |
প্রথম সে সমাগমে লাজ ভাঙ্গিতে,
তুষিবেন আসি পটু চাটু বাণীতে |
মৃদুমধু হেসে কথা কব যখনি,
জঘন-দুকূল শিথিলিবে অমনি |২
কিশলয়-শেষে, বুকে বাঁধি আদরে,
আলিঙ্গি’ চুম্বন দেবে অধরে |৩
অলসে মুদিব আঁখি, -- হরি পুলকে
কলিত কপোল শিহরিবে পলকে |
শ্রম-জলকণে কলেবর তিতিবে ;
অমনি মদন-মদে বঁধূ মাতিবে |৪
সুখে বিদলিতা, পিক সম কূজিব ;
মনসিজ-তন্ত্রে জিতিবেন যুঝি গো |
চুল হতে ফুল ঝরে যাবে ত্বরিত ;
নখ-লেখা দিবে দেখা স্তন ভরিত |৫
এলোথেলো মেখলা-নূপুর-নাচনা
জাগাইবে প্রীতি-উত্সব-বাজনা |
টুটিবে মেখলা, কেলি-লীলা-কালে গো |
কেশ ধরি মোরে চুমিবেন গালে গো |৬
অতি সুখ-বশে গলে’ যাব অলসে ;
মুকুলিত হবে তাঁর আঁখি হরষে |
কোমল এ তনু লতা ঢলে পড়িবে ;
হেরি মধুসূদনের প্রীতি বাড়িবে |৭
ভণে কবি গাথা বিরহিণী-কথিত
শুনি নিধুবন-লীলা হবে সুখিত |৮
ব্রজসুন্দরীগণ গোবিন্দে বেড়িল,
হাত হ’তে বাঁশীটি খসিয়া পড়িল |
কটাক্ষ ভরে তাঁরে হেরে যুবতী ;
সিক্ত বদন স্বেদে ; সেই মুরতি !
হেরি মোরে বিস্মিত লজ্জিত গো |
কৃষ্ণের রূপ স্মরি রতি-জিত গো |১
ক্ষুদ্র ক্ষুদ্র স্তবকে ভূষিত
. অশোক দেখে কি সুখ ?
সরসী-স্নিগ্ধ-পবনে উদিত
. চিত্তে অধিক দুখ |
আম্র-কানন ভৃঙ্গ-রণিত,---
. তৃপ্ত করে না বুক |২
বিজনে জানাতে মদন-বেদন
. গোপিকা হাসিয়া তাকারে---
চুল বাঁধিবার ছলেতে কেমন
. ভ্রূলতা চকিতে বাঁকায়ে,
দেখায় হরিকে আধ পয়োধর
. অঞ্চল খানি সরায়ে |
এ হেন মুগ্ধ হরি মনোহর
. দিবেন যাতনা তরায়ে |৩
ইতি অক্লেশকেশব নামক দ্বিতীয় সর্গ
জয়দেবের গীতগোবিন্দ (দ্বাদশ শতক) দ্বিতীয় সর্গ অক্লেশ কেশব
|
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
|
কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ (আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫) সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
|