দ্বিতীয় সর্গঃ
সামোদ দামোদর
    

বিহরতি বনে রাধা সাধারণপ্রণয়ে হরৌ
বিগলিতনিজোৎকর্যাদীর্ষ্যবশেন গতান্যতঃ |
ক্কচিদপি লতাকুঞ্জে গুঞ্জন্মধুব্রতমণ্ডলী-
মুখরশিখরে লীলা দীনাপ্যুবাচ রহঃ সখীম্ ||১||




গীতম্ ৫
গুর্জ্জরীরাগযতিতালাভ্যাং গীয়তে    


সঞ্চরদধরসুধামধুরধ্বনিমুখরিতমোহনবংশম্ |
বলিতদৃগঞ্চলচঞ্চলমৌলিকপোলবিলোলবতংসম্ ||
রাসে হরিমিহ বিহিতবিলাসম্ |
স্মরতি মনো মম কৃতপরিহাসম্ ||ধ্রুবম্||



চন্দ্রকচারুময়ূরশিখণ্ডকমণ্ডলবলয়িতকেশম্ |
প্রচুরপুরন্দরধনুরনুরঞ্জিতমেদুরমুদিরসুবেশম্ ||২||




গোপকদম্বনিতম্ববতীমুখচুম্বনলম্ভিতলোভম্ |
বন্ধুজীবমধুরাধর-পল্লবমুল্লসিতস্মিতশোভম্ ||৩||




বিপুলপুলকভুজপল্লববলয়িতবল্লবযুবতিসহস্রম্ |
করচরণোরসি মণিগণভূষণকিরণবিভিন্নতমিস্রম্ ||৪||




জলদপটলবলদিন্দুবিনিন্দচন্দনতিলকললাটম্ |
পীনপয়োধরপরিসরমর্দ্দননির্দ্দয়হৃদয়কবাটম্ ||৫||




মণিময়মকরমনোহরকুণ্ডলমণ্ডিতগণ্ডমুদারম্ |
পীতবসনমনুগতমুনিমনুজসুরবরপরিবারম্ ||৬||




বিশদকদম্বতলে মিলিতং কলিকলুষভয়ং শময়ন্তম্ |
মামপি কিমপি তরঙ্গদনঙ্গদৃশা মনসা রময়ন্তম্ ||৭||




শ্রীজয়দেবভণিতমতিসুন্দর-মোহন-মধুরিপুরূপম্ |
হরিচরণস্মরণং প্রতি সংপ্রতিপুণ্যবতামনুরূপম্ ||৮||



গণয়তি গুণগ্রামং ভ্রমিং ভ্রমাদপি নেহতে
বহতি চ পরিতোষং দোষং বিমুঞ্চতি দূরতঃ |
যুবতিষু বলত্তৃষ্ণে কৃষ্ণে বিহারিণি মাং বিনা
পুনরপি মনো বামং কামং করোতি তরোমি কিং ||১||



গীতম্ ৬
মালবরাগৈকতালী তালাভ্যাং গীয়তে  

নিভৃতনিকুঞ্জগৃহংগতয়া নিশি রহসি নিলীয় বসন্তম্
চকিতবিলোকিতসকলদিশা রতিরভসরসেন হসন্তম্ |১|
সখি হে কেশিমথনমুদারম্
রময় ময়া সহ মদনমনোরথভাবিতয়া সবিকারম্ ||ধ্রুবম্||






প্রথমসমাগমলজ্জিতয়া পটুচাটুশতৈরনুকূলম্ |
মৃদুমদধুরস্মিতভাষিতয়া শিথিলীকৃতজঘনদুকূলম্ ||২||




কিশলয়শয়ননিবেশিতয়া চিরমুরসি মমৈব শয়ানম্ |
কৃতপরিরম্ভণ-চুম্বনয়া পরিরভ্য কৃতাধরপানম্ ||৩||


অলসনিমীলিতলোচনয়া পুলকাবলিললিতকপোলম্ |
শ্রমজলসকলকলেবরয়া বরমদনমদাদতিলোলম্ ||৪||




কোকিলকলরবকূজিতয়া জিতমনসিজ-তন্ত্রবিচারম্ |
শ্লথকুসুমাকুলকুন্তলয়া নখলিখিতঘনস্তনভারম্ ||৫||




চরণরণিতমণিনূপুরয়া পরিপুরিতসুরতবিতানম্ |
মুখরবিশৃঙ্খলমেখলয়া সকচগ্রহচুম্বনদানম্ ||৬||




রতিসুখসময়-পসালসয়া দরমুকুলিতনয়নসরোজম্ |
নিঃসহনিপতিততনুলতয়া মধুসূধনমুদিতমনোজম্ ||৭||




শ্রীজয়দেবভণিতমিদমতিশয়মধুরিপুনিধুবনশীলম্ |
সুখমুত্কণ্ঠিতগোপবধূকথিতং বিতনোতুধূসলীলম্ ||৮||


হস্তস্রস্তবিলাসবংশমনৃজু-ভ্রূবল্লিমদ্বল্লবী-
বৃন্দোত্সারি-দৃগন্তবীক্ষিতমতিস্বেদার্দগণ্ডস্থলম্ |
মামুদ্বীক্ষ্য বিলক্ষিতস্মিতসুধামুগ্ধাননং কাননে
গোবিন্দং ব্রজসুন্দরীগণবৃতং পশ্যামি হৃষ্যামি চ ||১||




দুরালোকঃ স্তোকস্তবক-নবকাশোকলতিকা-
বিকাশঃ কাসারোপবনপবনোহপি ব্যথয়তি |
অপি ভ্রাম্যদ্ভৃঙ্গীরণিতরমণীয়া ন মুকুল-
প্রসূতিশ্চূতানাং সখি শিখরিণীয়ং সুখয়তি ||২||




সাকূতস্মিতাকুলাকুলগলদ্ধম্মিল্লমুল্লাসিত-
ভ্রূবল্লীকমলীকদর্শিতভুজামূলার্ধদৃষ্টস্তনম্ |
গোপীনাং নিভৃতং নিরীক্ষ্য গম্তাকাঙ্ক্ষশ্চিরং চিন্চয়-
ম্নন্তমুর্গ্ধমনোহরং হরতু বঃ ক্লেশং নবঃ কেশবঃ ||৩||








ইতি শ্রীগীতগোবিন্দমহাকাব্যে অক্লেশকেশবো নাম দ্বিতীয়ঃ সর্গঃ
দ্বিতীয় সর্গ
বা অক্লেশ কেশব             

দেখি’ রাধা, সাধারণ গোপীজন সঙ্গে
বিহরিতে শ্রীহরিকে বনমাঝে রঙ্গে,
ধিক্কারি আপনাকে, ঈর্ষ্যায় রুষিয়া,
--- অলি-গুঞ্জিত লতা-কুঞ্জেতে পশিয়া
গোপনে সখীর কাণে কহে দীন বচনে।১
( ব্যথা লাগে রাস-লীলা-পরিহাস স্মরণে | )


পঞ্চম গীতি       
( গুর্জ্জরী রাগ, যতি তাল )       


সিঞ্চি’ অধর-সুধা সুমধুর ধ্বনিতে
.                    করে মুখরিত চারু বংশ ;
শিরে চূড়া চঞ্চল,----আঁখি ঠারে দুলিয়ে
.                    কপোল বিলোল অবতংস |১
ধুয়া---  ব্যথা লাগে রাস-লীলা-পরিহাস স্মরণে |


চন্দ্রক-আঁকা চারু ময়ূরের পিচ্ছে
.                   বিজড়িত সুসজ্জ কেশ গো ;
রামধনু যেন ঘন মেঘে অনুরঞ্জিত,
.                   এমনি সে রমণীয় বেশ গো |২


নিতম্ববতী যত গোপিকা-কদম্বে
.          চুম্বিতে যেন অতি লোভে গো,---
বন্ধুজীবের মত সে অধর পল্লব
.           উল্লাসে ফুটি কিবা শোভে গো |৩


বিপুল পুলকে ভূজ-পল্লবে বিজড়িত
.                  বল্লব-যুবতী-সহস্র |
শ্রীকরে, চরণে, বুকে, মণি-ভূষণের করে
.                   তমিস্র দূরিত অজস্র ||৪


জলদপটলে        ইন্দু-বিনিন্দিত
.                    চন্দন-তিলক সে ললাটে,
পীনপয়োধর পর  নির্দ্দয়ে মর্দ্দিত
.                    সুবিপুল বক্ষের কবাটে |৫


মকরের ছাঁচে গড়া মণিময় কুণ্ডলে
.                  গণ্ডে কি শোভা মনোহারী রে !
দেখি’ পীতবাস হরি, মুনি-মন বিচলিত,
.                   মজে সুরাসুর নরনারী রে |৬


পুষ্পিত কদম্বতলে যবে আসিয়া
.                     মোর পানে চাহে রতি-পিয়াসে,
মদন লহরী বহে সে দিঠিতে অমনি ;
.                     কলির কলুষ তাহে বিনাশে |৭


কবি জয়দেব ভণে, --- মনোহর সুন্দর
.                     অতুলন মধু-রিপু রূপ গো !
হরির চরণ স্মরি’ লভি প্রীতি সম্প্রতি,
.                     পুণ্য লভিতে অনুরূপ গো |৮

পর-অনুরাগী হরি, তবু তারে স্মরিতে
ধায় চিত ; নাহি ক্রোধ, চাই প্রেমে বরিতে |
কি করিব ? দোষ তেজি গুণে মজি রহিব
তৃষ্ণা যে বলবতী, কৃষ্ণকে লভিব |



ষষ্ঠ গীতি       
( মালব গৌড় রাগ, একতালী তাল )   

.                   রহিব গো নিকুঞ্জ-বন-ভবনে
.                   নিশার আঁধারে হরি রবে গোপনে |    
.       চকিত নয়নে চারিভিতে চাহিয়া ---
.       হাসিবে হেরিয়া মোরে, প্রেমে মোহিয়া |
ধুয়া---      সখীরে !
.                   আন আজি কেশিমথনে |
.       প্রেমে বিগলিত হবে,       হেরিবে আমারে যবে---
.                    অভিভূতা আছি মদনে |


প্রথম সে সমাগমে লাজ ভাঙ্গিতে,
তুষিবেন আসি পটু চাটু বাণীতে |
মৃদুমধু হেসে কথা কব যখনি,
জঘন-দুকূল শিথিলিবে অমনি |২


কিশলয়-শেষে, বুকে বাঁধি আদরে,
আলিঙ্গি’ চুম্বন দেবে অধরে |৩


অলসে মুদিব আঁখি, -- হরি পুলকে
কলিত কপোল শিহরিবে পলকে |
শ্রম-জলকণে কলেবর তিতিবে ;
অমনি মদন-মদে বঁধূ মাতিবে |৪


সুখে বিদলিতা, পিক সম কূজিব ;
মনসিজ-তন্ত্রে জিতিবেন যুঝি গো |
চুল হতে ফুল ঝরে যাবে ত্বরিত ;
নখ-লেখা দিবে দেখা স্তন ভরিত |৫


এলোথেলো মেখলা-নূপুর-নাচনা
জাগাইবে প্রীতি-উত্সব-বাজনা |
টুটিবে মেখলা, কেলি-লীলা-কালে গো |
কেশ ধরি মোরে চুমিবেন গালে গো |৬


অতি সুখ-বশে গলে’ যাব অলসে ;
মুকুলিত হবে তাঁর আঁখি হরষে |
কোমল এ তনু লতা ঢলে পড়িবে ;
হেরি মধুসূদনের প্রীতি বাড়িবে |৭


ভণে কবি গাথা বিরহিণী-কথিত
শুনি নিধুবন-লীলা হবে সুখিত |৮


ব্রজসুন্দরীগণ গোবিন্দে বেড়িল,
হাত হ’তে বাঁশীটি খসিয়া পড়িল |
কটাক্ষ ভরে তাঁরে হেরে যুবতী ;
সিক্ত বদন স্বেদে ; সেই মুরতি !
হেরি মোরে বিস্মিত লজ্জিত গো |
কৃষ্ণের রূপ স্মরি রতি-জিত গো |১


ক্ষুদ্র ক্ষুদ্র স্তবকে ভূষিত
.                      অশোক দেখে কি সুখ ?
সরসী-স্নিগ্ধ-পবনে উদিত
.                      চিত্তে অধিক দুখ |
আম্র-কানন ভৃঙ্গ-রণিত,---
.                      তৃপ্ত করে না বুক |২


বিজনে জানাতে মদন-বেদন
.                   গোপিকা হাসিয়া তাকারে---
চুল বাঁধিবার ছলেতে কেমন
.                   ভ্রূলতা চকিতে বাঁকায়ে,
দেখায় হরিকে আধ পয়োধর
         .                 অঞ্চল খানি সরায়ে |
এ হেন মুগ্ধ হরি মনোহর
.                   দিবেন যাতনা তরায়ে |৩




ইতি অক্লেশকেশব নামক দ্বিতীয় সর্গ
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
দ্বিতীয় সর্গ
অক্লেশ কেশব
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর