তৃতীয় সর্গঃ
মুগ্ধ মধুসূদন
    

কংসারিরপি সংসার-বাসনাবদ্ধশৃঙ্খলাম্ |
রাধামাধায় হৃদয়ে তত্যাজ ব্রজসুন্দরীঃ ||১||




ইতস্ততস্তামনুসৃত্য রাধিকামনঙ্গবাণ-ব্রণখিন্নমানসঃ |
কৃতানুতাপঃ স কলিন্দনন্দিনীতটান্তকুঞ্জে বিষসাদ মাধবঃ ||২||



গীতম্ ৭
গুর্জ্জরীরাগেণ যতিতালেন চ গীয়তে  


মামিয়ং চলিতা বিলোক্য বৃতং বধূনিচয়েন |
সাপরাধতয়া ময়াপি ন বারিতাতিভয়েন ||১||
হরি হরি হতাদরতয়া গতা সা কুপিতেব || ধ্রুবম্ ||



কিং করিষ্যতি কিং বদিষ্যতি সা চিরং বিরহেণ |
কিং ধনেন জনেন কিং মম জীবিতেন গৃহেণ ||২||


চিন্তয়ামি তদাননং কুটিলভ্রু কোপভরেণ |
শোণপদ্বমিবোপরি ভ্রমতাকুলং ভ্রমরেণ ||৩||


তামহংহৃদি সঙ্গতামনিশং ভৃশং রময়ামি |
কিং বনেহনুসরামি তামিহ কিং বৃথা বিলপামি ||৪||


তন্বি খিন্নমসূয়য়া হৃদয়ংতবাকলয়ামি |
তন্ন বেদ্মি কুতো গতাসি ন তেন তেহনুনয়ামি ||৫||


দৃশ্যতে পুরতো গতাগতমেব মে বিদধাসি |
কিং পুরেব সসম্ভ্রমং পরিরম্ভণং ন দদাসি ||৬||


ক্ষম্যতামপরং কদাপি তবেদৃশং ন করোমি |
দেহি সুন্দরী দর্শনং মম মন্মথেন দুনোমি ||৭||


বর্ণিতং জয়দেবকেন হরেরিদং প্রবণেন |
কেন্দুবিল্বসমুদ্রসম্ভববরোহিণীরমণেন ||৮||


হৃদি বিসলতাহারো নায়ং ভুজঙ্গমনায়কঃ
কুবলয়দলশ্রেণী কণ্ঠে ন সা গরলদ্যুতিঃ |
মলয়জরজো নেদং ভস্ম প্রিয়ারহিতে ময়ি
প্রহর ন হরভ্রান্ত্যানঙ্গ ক্রুধা কিমু ধাবসি ||১||


পাণৌ মা কুরু চূতসায়কমমুং মা চাপমারোপর
ক্রীড়ানির্জ্জিতবিশ্বমুর্চ্ছিতজনাঘাতেন কিং পৌরুষম্ |
তস্যা এব মৃগীদৃশো মনসিজপ্রেঙ্খত্কটাক্ষাশুগ-
শ্রেণীজর্জ্জরিতং মনাগপি মনো নাদ্যাপি সংধুক্ষতে ||২||


ভ্রুপল্লবং ধনুরপাঙ্গতরঙ্গিতানি
বাণা গুণঃ শ্রবণপালিরিতি স্মরেণ |
তস্যামনঙ্গজয়জঙ্গমদেবতায়া-
মস্ত্রাণি নির্জ্জিতজগন্তি কিমর্পিতানি ||৩||


ভ্রূচাপে নিহিতঃ কটাক্ষবিশিখো নির্ম্মাতু মর্ম্মব্যথাং
শ্যামাত্মা কুটিলঃ করোতু কবরীভারোহপি মারোদ্যমং
মোহন্তাবদয়ঞ্চ তন্বি তনুতাং বিম্বাদরো রাগবান্
সত্বৃত্তং স্তনমণ্ডলস্তব কথং প্রাণৈর্মম ক্রীভৃতি ||৪||






তানি স্পর্শসুখানি তে চ তরলাঃ স্নিগ্ধা দিশোর্বিভ্রুমা-
স্তদক্ত্রাম্বুজসৌরভং স চ সুধাস্যন্দী গিরাং বক্রিমা |
সা বিম্বাধরমাধুরীতি বিষয়াসঙ্গেহপি চেন্মানসং
তস্যাং লগ্নসমাধি হস্ত বিরহব্যাধিঃ কথং বর্ধতে ||৫||


তির্যককণ্ঠবিলোলমৌলিতরলোত্তংসস্য বংশোচ্চরদ-
গীতিস্থানকৃতাবধানললনালক্ষৈর্ন সংলক্ষিতাঃ |
সম্মুগ্ধং মধুসূদনস্য মধুরে রাধামুখেন্দৌ মৃদুস্পন্দং
কন্দলিতাশ্চিরং দধতু বঃ ক্ষেমৎ কটাক্ষোর্ময়ঃ ||৬||






ইতি শ্রীগীতগোবিন্দ মহাকাব্যে মুগ্ধমধুসূদনো নাম তৃতীয়ঃ সর্গঃ
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
তৃতীয় সর্গ
মুগ্ধ মধুসূদন
তৃতীয় সর্গ
বা মুগ্ধ মধুসূদন        

সংসার-বাসনায়       কংসারি বাঁধা হায়,
.                       রাধারূপ-শৃঙ্খলে জগতে !
তেজি’ ব্রজ-সুন্দরী    রাধাকে হৃদয়ে ধরি
.                       বিহরেন হরি এই মরতে |


অনঙ্গ-বাণে        খিন্ন মানস ; কত
.                    অনুতাপ করে হরি শ্বসিয়া |
বিচরি রাধার তরে    কালিন্দী-তট-পরে,
.                     নিকুঞ্জে বিলপেন বসিয়া |

সপ্তম গীতি    
( গুর্জ্জরী রাগ, যতি তাল )


দেখে গেছে রাধা মোর সাথে কত কামিনী |
পদে ছিনু অপরাধী, ফিরাইতে পারিনি |১

ধুয়া--- হরি,  হরি !  অনাদরে চলে গেল ভামিনী |


কি করিছে, কি বলিছে প্রিয়া মন বিরহে ?
কিবা সুখ ধন-জনে ?   গৃহে চিত কি রহে ?২


কোপেতে বাঁকানো ভুরু ! সেই মুখ স্মরি গো !
ভ্রমরী ভ্রমিছে রাজা পদ্ম-উপরি গো! ৩


চিতমাঝে আছে প্রিয়া ; রমি তারে সতত ;
তবু কেন বনে বনে কেঁদে ফিরি নিয়ত ? ৪


খিন্না অসূয়াভরে, জানি তুমি রাধিকে !
কোথা আছ না জানিয়ে পারি নাক সাধিতে | ৫


কেন আছ পুরোভাগে !  আসিতেছ যেতেছ !
ঘন আলিঙ্গন তবে কেন নাহি দিতেছ ? ৬


ক্ষমা কর, আর নাহি হব অপরাধী হে !
দরশন দেহ, মন্মথ বাজে, রাধিকে | ৭


কেঁদুলিনিবাসী কবি জয়দেব ভণিল,
রোহিণীনাথের মত এ ভবে যে উদিল | ৮


বুকে কমলের নাল, ----- এত কভু  নাগ নয় |
গলে কুবলয় মালা, ---গরলের দাগ নয় |
চন্দন গায় মাখা, ---- এত নহে ভস্ম !
হর ভ্রমে, ওগো কাম, কেন বাণ বর্ষ ? ১


ফেলে দাও চূত-শর, যুজিও না ধনুকে !
.              মার তুমি ধরাজয়ী ;
.              পৌরুষ বল কই ?
দলি মম প্রিয়া-দিঠি-বিদলিত তনুকে ? ২


ভ্রূ-লতা ধনুক তব ; অপাঙ্গ-রঙ্গ
খরশর ; গুণ টানা শ্রবণ-উপান্তে |
ত্রিভুবন জয় শেষ করিয়া অনঙ্গ,---
দিয়াছে আয়ুধগুলি তোমাকে কি কান্তে ? ৩


ভ্রূ-চাপে নিহিত দিঠি-শর-পাতে
.                  বিঁধিলে মর্ম্ম, সহিব |
কুটিল-কৃষ্ণ-করবী-আঘাতে
.                  মার যদি, ব্যথা বহিব !
রাগে রক্তিম ও বিশ্ব-অধর
.                  অভিভূত করে চিত্ত |
খেলাচ্ছলে কেন বধে পয়োধর ?
.                  সে যে অতি সৎ-বৃত্ত ! ৪


প্রিয়ার পরশ, আর মধু বাক্ চাতুরী,
মুখকমলের বাস, অধরের মাধুরী ?
স্নিগ্ধ তরল দিঠি,--- আছে প্রাণ মাঝারে |
তবু কেন এত জ্বালা বিরহেতে বাজেরে ? ৫


বাঁশী-গানে মজি গোপী লখিতে না পারিল,--
বঙ্কিম হ’লে গ্রীবা চূড়া যবে নাচিল,
নারিল লখিতে --- যবে রাধা-মুখ চুম্বি’
হরির নয়ন ছাপি –উছলিল উর্ম্মি |
মধুসূদনের সেই কটাক্ষ-লহরী,
দিবে আজি তোমা সবে মঙ্গল বিতরি |




ইতি মুগ্ধমধুসূদন নামক তৃতীয় সর্গ
<< "মুগ্ধমধুসূদন" নামক তৃতীয় সর্গের
এবং "স্নিগ্ধমধুসূদন" নামক চতুর্থ সর্গের
একটি গানও পদ-লালিত্য-গৌরবে
কিংবা ভাবের মনোহারিতায় প্রসিদ্ধি
লাভ করে নাই। পঞ্চম সর্গের
প্রথম গান ( অর্থাৎ দশম গীত ) ঐ
অপ্রসিদ্ধ অংশের অন্তর্বর্ত্তী। ৭ম
গীতটির ছন্দ মোটেই জমকাল নয়
বলিয়া, সাধারণ ভাবেই অনুবাদ করা
গেল। ইহার সুর দেওয়া আছে গুর্জ্জরী
রাগ, যতি তাল। পঞ্চম গীতটি ঐ সুরে
রচিত অথচ তাহার সহিত ছন্দের মিল
নাই।
.                 ---বিজয়চন্দ্র মজুমদার
<< সৎ-বৃত্ত অর্থ সুচরিত্র এবং উহার
অন্য অর্থ সুগোল। পয়োধর সৎ-বৃত্ত
হইয়াও বধ করে কেন ? যাহারা
স্বভাবতঃই তীক্ষ্ণ, কিংবা
কুটিল, কিংবা উন্মত্ত, তাহারা স্বভাব-
দোষে যাহা করে করুক। এই হইল
কথার
pun.
.               ---বিজয়চন্দ্র মজুমদার
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর