চতুর্থ সর্গঃ
স্নিগ্ধ মধুসূদন
      


যমুনাতীরবানীরনিকুঞ্জে মন্দমাস্থিতম্ |
প্রাহ প্রেমভরোদ্ভ্রান্তং মাধবং রাধিকাসখী ||১||




গীতম্ ৮
কর্ণাটরাগযতিতালাভ্যাং গীয়তে  


নিন্দতি চন্দনমিন্দুকিরণমনুবিন্দতি খেদমধীরম্ |
ব্যালনিলয়মিলনেন গরলমিব কলয়তি মলয়সমীরম্ ||১||
সা বিরহে তব দীনা
মাধবমনসিজবিশিখভয়াদিব ভাবনয়া ত্বয়ি লীনা || ধ্রুবম্ ||






অবিরলনিপতিতমদনশরাদিব ভবদবনায় বিশালম্ |
স্বহৃদয়মর্ম্মণি বর্ম্ম করোতি সজলনলিনীদলজালম্ ||২||




কুসুমবিশিখরশতল্পমনল্পবিলাসকলাকমনীয়ম্ |
ব্রতমিব তব পরিরম্ভসুখায় করোতি কুসুমশয়নীয়ম্ ||৩||




বহতি চ বলিত-বিলোচন-জলধরমাননকমলমুদারম্ |
বিধুমিব বিকটবিধুন্তুদন্তদলনগলিতমৃতধারম্ |৪||




বিলিখতি রহসি কুরঙ্গমদেন ভবন্তমসমশরভুতম্ |
প্রণমতি মকরমধো বিনিধায় করে চ শরং নবচূতম্ ||৫||




প্রতিপদমিদমপি নিগদতি মাধব তব চরণে পতিতাহম্ |
ত্বয়ি বিমুখে ময়ি সপদি সুধানিধিরপি তনুতে তনুদাহম্ ||৬||




ধ্যানলয়েন পুরঃপরিকল্প্য ভবন্তমতীবদুরাপম্ |
বিলপতি হসতি বিষাদতি রোদিতি চঞ্চতি মুঞ্চতি তাপম্ ||৭||


শ্রীজয়দেবভণিতমিদমদিকং যদি মনসা নটনীয়ম্ |
হরিবিরহাকুলবল্লবযুবতী-সখীবচনং পঠনীয়ম্ ||৮||


আবাসো বিপিনায়েতে প্রিয়সখীমালাপি জালায়তে
তাপোহপি শ্বসিতেন দাবদহনজ্বালাকলাপায়তে |
সাপি তদ্বিরহেণ হস্ত হরিণীরূপায়তে হা কথং
কন্দর্পহপি যমায়তে বিরচয়ঞ্ছার্দ্দূলবিক্রীড়িতম্ ||১||


গীতম্ ৯      
দেশাগরাগৈকতালীতালাভ্যাং গীয়তে
 


স্তনবিনিহিতমপি হারমুদারম্
সা মনুতে কৃশতনুরিব ভারম্ ||১||
রাধিকা তব বিরহে কেশব || ধ্রুবম্ ||


সরসমসৃণমপি মলয়জপঙ্কম্
পষ্যতি বিষমিব বপুষি সশঙ্কম্ ||২||




শ্বসিতপবনমনুপমপরিণাহম্
মদনদহনমিব বহতি সদাহম্ ||৩||


দিশি দিশি কিরতি সজলকণজালম্
নয়ননলিনমিব বিদলিতনালম্ ||৪||


নয়নবিষয়মপি কিশলয়তল্পম্
গণয়তি বিহিতহুতাশবিকল্পম্ ||৫||


ত্যজতি ন পাণিতলেন কপোলম্
বালশশিনমিব সায়মলোলম্ ||৬||


হরিরিতি হরিরিতি জপতি সকামম্ |
বিরহবিহিতমরণেব নিকামম্ ||৭||


শ্রীজয়দেবভণিতমিতি গীতম্
সুখয়তু কেশবপদমুপনীতম্ ||৮||


সা রোমাঞ্চতি শীত্করোতি বিলপত্যুত্কম্পতে তাম্যাতি
ধ্যায়তুদ্ভ্রাম্যতি প্রমীলতি পতত্যুদযাতি মুর্চ্ছত্যপি |
এতাবত্যতনুজ্বরে বরতন্র্জীবেন্ন কিন্তে রসাৎ
স্বর্ব্বৈদ্যপ্রতিম প্রসীদসি যদি ত্যক্তোহন্যথা হন্তকঃ ||১||






স্মরাতুরাং দৈবতবৈদ্যহৃদ্য ত্বদঙ্গসঙ্গামৃতমাত্রসাধ্যাম্ |
বিমুক্তবাধাং কুরুষে ন রাধামুপেন্দ্রবজ্রাদপি দারুণোহসি ||২||




কন্দর্পজ্বরসংজ্বরাতুর-তনোরাশ্চর্য্যমশ্যাশ্চিরং
চেতশ্চন্দনচন্দ্রমাঃ কমলিনীচিন্তাসু সন্তাম্যতি |
কিন্তু ক্ষান্তিরসেন শীতলতরং ত্বামেকমেব প্রিয়ং
ধ্যায়ন্তী রহসি স্থিতা কথমপি ক্ষীণা প্রাণিতি ||৩||


ক্ষণমপি বিরহঃ পূরা ন সেহে নয়ননিমীলন-খিন্নয়া যয়া তে |
শ্বসিতি কথমসৌ রসালশাখাং চিরবিরহেণ বিলোক্য পুষ্পিতাগ্রাম্ ||৪||




বৃষ্টিব্যাকুলগোকুলাবনরসাদুদ্ধৃত্য গোবর্দ্ধনং
বিভ্রদ্বল্লব-বল্লভাভিরাধিকানন্দাচ্চিরং চুম্বিতঃ |
দর্পেণৈব-তদর্পিতাধরতটি-সিন্দুরমুদ্রাঙ্কিতো
বাহুর্গোপতনোস্তনোতু ভবতাং শ্রেয়াংসি কংসদ্ধিষঃ ||৫||







ইতি শ্রীগীতগোবিন্দ মহাকাব্যে স্নিগ্ধমধুসূদনো নাম চতুর্থঃ সর্গঃ
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
চতুর্থ সর্গ
স্নিগ্ধ মধুসূদন
চতুর্থ সর্গ
স্নিগ্ধ মধুসূদন
            
  

যমুনার তীরে             বাণীর কুঞ্জে
.         রাধিকার সখী আসি,
প্রেমেতে ভ্রান্ত             গোপিনী-কান্ত
.         মাধবে কহিল, ভাষি’ |       


অষ্টম গীতি    
( কর্ণাট রাগ, যতি তাল )


নিন্দিয়া চন্দন                    ইন্দু-কিরণ, ঘন
.         খেদ করে রাধা অতি অধীরে ;
ভুজগের নিঃশ্বাসে                গরল ভাসিয়া আসে
.          সুশীতল মলয়ের সমীরে | ১

ধুয়া--            তোমারি বিরহে রাধা দীনা হে |
মনসিজ-শর-ভরে         ধ্যান-বলে সদা রহে ---
.          হে মাধব !  তব দেহে লীনা সে |


অবিরল ফুল-শর           পড়িছে বুকের পর ;
.          তুমি আছ বলি ভরি মর্ম্ম,----
সে শর তোমার গায়       লাগে পাছে, ভাবনায়
.           নলিনী-পাতায় রচে বর্ম্ম | ২


ফুল-শেষ সুকুমার,        শর-শেষ যেন তার ;
.            তোমাকে লভিতে পরিরন্তে----
কঠোর ব্রত ধরি’          আছে শর-শেষ’ পরি |
.            উদ্ধর তারে অবিলম্বে | ৩


বদন-কমল-পরে         আঁখি জল সদা ঝরে,
.         আজি গুরু বিরহের তরে গো |
বিরহিণী রাধা কাঁদে,----  রাহুর দলনে চাঁদে
.         সুধা যেন অবিরল ক্ষরে গো | ৪


মৃগমদ রসে, হরি !          তব প্রতিকৃতি করি’
.          গোপনে যতনে আঁকে, যুবতী !
হাতে দিয়া চূত-শর         পদতলে তার পর
.           মকর আঁকিয়া,  করে প্রণতি | ৫


কহিছে সে :--  “ হে মাধব !   নত আজি আমি তব
.                  সুধামাখা সুশীতল শ্রীপদে |
বিমুখ যে সুধানিধি,           তাপে দহে নিরবধি ;
.                   তুমিই শরণ মম, বিপদে |” ৬


তোমাকে না পেয়ে কাছে ধ্যানে প্রাণে রাখিয়াছে ;
.            কভু হাসে কভু কাঁদে কাতরে | ৭


রাধার বিরহে, তাঁর               প্রিয় সখী সমাচার
.            ভণে কবি ; পড় সবে আদরে | ৮


আবাসে বনবাসিনী ; সহচরী-জালে রহে বন্ধনে,
তাপে শ্বাস পড়ে.--- জলে তনু-লতা, দাবানলে ইন্ধনে |
আছে সে হরিণী সমা, বিরহিণী সন্তাপিতা সে বনে ;
তাহে নিষ্ঠুর কাম যে বিচরিছে শার্দ্দূলবৎ ক্রীড়নে | ১


নবম গীতি      
( দেশাখ রাগ, একতালী তাল )


স্তন-বিনিহিত হাব বহিতে না পারে গো ;
এমনি সে কৃশতনু বিরহের ভাবে গো | ১



ধুয়া--   কেশব হে,
ক্ষীণা রাধা তব বিরহে
সবস মসৃণ বটে চন্দন পঙ্ক ,---
বিষসম ত্যজে তায়, এমনি আতঙ্ক! ২


শ্বসিলে পবনে বহে উষ্ণতা মাত্র ;
মদন-আগুন তাহে দহে তার গাত্র | ৩


চারিভিতে ফেরে আঁখি---- জলকণাকীর্ণ,
নয়ন-নলিনী যেন নাল হ’তে ছিন্ন | ৪


মনোরম কিশলয় শয্যাটি হেরিয়া,
হুতাশন কল্পনা করি ওঠে ডরিয়া | ৫


সতত কপোলখানি পাণি-তলে লগ্ন
সায়াহ্নে শশি-কলা মেঘে যেন মগ্ন | ৬


“হরি হরি” বলি, রতা আছে নাম জপিতে,
বিরহ-মরণ পরে তোমাকেই লভিতে | ৭


জয়দেব ভণিত এ গীত হরি-চরণে
উপনীত হয়ে সুখ বিধানিবে ভবনে || ৮


প্রেম-জ্বরে রাধা হতেছে থিরা ;
.             শিহরিছে আর কাঁপিছে |
করি শীত্কার,--- অতি সে শীর্ণা,
.              উঠিছে, পড়িছে, কাঁদিছে |
পড়ে মূর্চ্ছিতা, রহে ধ্যান ধরি ;
.               কভু বা ভ্রান্ত মতি তার ;
স্বর্গ-বৈদ্য-প্রতিম হে হরি,
.               কর রসায়নে প্রতিকার | ১


স্মরাতুরা প্রিয় সখী, ওগো দেববৈদ্য,
অঙ্গ পরশামৃতে পার তুমি সদ্য
বিমোচিতে জ্বর-বাধা ; তবু কেন কর না ?
বজ্র-কঠোর তব চিতে নাহি করুণা | ২


স্মর-জ্বর সন্তাপে আজি জ্বরাতুরা সে |
ত্যজে চাঁদ, চন্দন কমলিনী, তরাসে |
তোমাকেই প্রাণমাঝে ধ্যানবলে বাঁধিয়া
উপশম আশে বালা আছে যে গো বাঁচিয়া | ৩


কভু তব বিরহ ক্ষণে সহে নি !
নয়ন-নিমীলন-কাতরা সখী সে |
বল ত, কি করি বাঁচিবে বিষাদে—
মুকুলিত হেরি রসাল, পুষ্পিতাগ্রে | ৪


বৃষ্টিতে আকুল যবে          গোকুলবাসীরা সবে,
.                  উদ্ধারিলে তুমি,
বীরদর্পে বাহু’পরি            গিরি গোবর্দ্ধন ধরি |
.                  সেই বাহু চুমি,
করিছে গোপের রামা       সিন্দুরে ও ভুজ রাঙ্গা।
.                 সে হস্তে সুন্দর---
হে কংসারি নন্দসূত,        করগো মঙ্গল পূত
.                   মানব-অন্তর। ৫



ইতি স্নিগ্ধমধুসূদন নামক চতুর্থ সর্গ
<< উপসংহারসূচক
এই শ্লোকটি শার্দ্দূল-বিক্রীড়িত
ছন্দে রচিত। “শার্দ্দূলের ক্রীড়া”
কথাটা লইয়া ঐ শ্লোকে বেশ
একটুখানি
pun আছে। সেই
কথার বাহারটুকু দেখাইবার
জন্য সংস্কৃত শার্দ্দূল-বিক্রীড়িত
ছন্দেই অনুবাদ করিলাম।
একটু অস্বাভাবিক রকমে
পড়িতে হইবে। সর্ব্বত্র হ্রস্ব-দীর্ঘ
ঠিক না রাখিলে চলিবে না।
.         ---বিজয়চন্দ্র মজুমদার
<< "মুগ্ধমধুসূদন" নামক তৃতীয় সর্গের
এবং "স্নিগ্ধমধুসূদন" নামক চতুর্থ সর্গের
একটি গানও পদ-লালিত্য-গৌরবে
কিংবা ভাবের মনোহারিতায় প্রসিদ্ধি
লাভ করে নাই। পঞ্চম সর্গের
প্রথম গান ( অর্থাৎ দশম গীত ) ঐ
অপ্রসিদ্ধ অংশের অন্তর্বর্ত্তী। ৭ম
গীতটির ছন্দ মোটেই জমকাল নয়
বলিয়া, সাধারণ ভাবেই অনুবাদ করা
গেল। ইহার সুর দেওয়া আছে গুর্জ্জরী
রাগ, যতি তাল। পঞ্চম গীতটি ঐ সুরে
রচিত অথচ তাহার সহিত ছন্দের মিল
নাই।
.                 ---বিজয়চন্দ্র মজুমদার
<< "মুগ্ধমধুসূদন" নামক তৃতীয় সর্গের
এবং "স্নিগ্ধমধুসূদন" নামক চতুর্থ সর্গের
একটি গানও পদ-লালিত্য-গৌরবে
কিংবা ভাবের মনোহারিতায় প্রসিদ্ধি
লাভ করে নাই। পঞ্চম সর্গের
প্রথম গান ( অর্থাৎ দশম গীত ) ঐ
অপ্রসিদ্ধ অংশের অন্তর্বর্ত্তী। ৭ম
গীতটির ছন্দ মোটেই জমকাল নয়
বলিয়া, সাধারণ ভাবেই অনুবাদ করা
গেল। ইহার সুর দেওয়া আছে গুর্জ্জরী
রাগ, যতি তাল। পঞ্চম গীতটি ঐ সুরে
রচিত অথচ তাহার সহিত ছন্দের মিল
নাই।
.                 ---বিজয়চন্দ্র মজুমদার
<< এটি পুষ্পিতাগ্রা ছন্দে রচিত।
কথার
pun এর জন্য, সেটির
অনুবাদেও সংস্কৃত পুষ্পিতাগ্রা
ছন্দ রাখা গেল। হ্রস্ব-দীর্ঘ
করিয়া পড়িতে হইবে।
.       ---বিজয়চন্দ্র মজুমদার
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর