পঞ্চম সর্গঃ
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
       


অহমিহ নিবসামি যাহি রাধামনুনয় মদ্বচনেন চানয়েথাঃ |
ইতি মধুরিপুণা সখী নিযুক্তা স্বয়মিদমেত্য পুনর্জগাদ রাধাম্ ||১||





গীতম্ ১০
দেশবরাড়ীরাগরূপকতালাভ্যাং গীয়তে  


বহতি মলয়সমীরে মদনমুপনিধায়
স্ফুটতি কুসুমনিকরে বিরহিহৃদয়দলনায় ||১||
সখি হে সীদতি তব বিরহে বনমালী || ধ্রুবম্ ||



দহতি শিশিরময়ূখে মরণমনুকরোতি
পততি মদনবিশিখে বিলপতি বিকলতরোহতি ||২||


ধ্বনিত মধুপসমুহে শ্রবণমপিদধাতি |
মনসি বলিতবিরহে নিশি নিশি রুজমুপযাতি ||৩||


বসতি বিপিনবিতানে ত্যজতি ললিতধাম |
লুঠতি ধরণিশয়নে বহু বিলপতি তব নাম ||৪||


ভণতি কবিজয়দেবে হরিবিরহবিলসিতেন
মনসি রভসবিভবে হরিরুদয়তু সুকৃতেন ||৫||


পূর্ব্বং যত্র সমং ত্বয়া রতিপতেরাসাদিতাঃ সিদ্ধয়-
স্তস্মিন্নেব নিকুঞ্জমন্মথমহাতীর্থে পুনর্মাধবঃ |
ধ্যায়ংস্ত্বামনিশং জপন্নপি তবৈবালাপমন্ত্রাক্ষরং
ভুয়স্তত্কুচকুম্ভনির্ভরপরীরম্ভামৃতং বাঞ্ছতি ||১||




গীতম্ ১১
দেশবরাড়ীরাগরূপকতালাভ্যাং গীয়তে   


রতিসুখসারে গতমভিসারে মদনমনোহরবেশম্ |
ন কুরু নিতম্বিনি গমনবিলম্বনমনুসর তং হৃদয়েশম্ ||১||
ধীরসমীরে যমুনাতীরে বসতি বনে বনমালী || ধ্রুবম্ ||






নামসমেতং কৃতসঙ্কেতং বাদয়তে মৃদু বেণুম্ |
বহু মনুতে ননু তে তনুসঙ্গতপবনচলিতমপি বেণুম্ ||২||




পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিতভবদুপযানম্ |
রচয়তি শয়নং সচকিতনয়নং পশ্যতি তব পন্থানম্ ||৩||




মুখরমধীরং ত্যজ মঞ্জীরং রিপুমিব কেলিষু লোলম্ |
চল সখি কুঞ্জং সতিমিরপুঞ্জং শীলয় নীলনিচোলম্ ||৪||




উরসি মুরারেরুপহিতহারে ঘন ইব তরলবলাকে |
তড়িদিব পীতে রতিবিপরীতে রাজসি সুকৃতবিপাকে ||৫||




বিগলিত বসনং পরিহৃতরসনং ঘটয় জঘনমপিধানম্ |
কিশলয়শয়নে পঙ্কজনয়নে নিধিমিব হর্ষনিধানম্ ||৬||




হরিরভিমানা রজনিরিদানীমিয়মপি যাতি বিরামম্ |
কুরু মম বচনং সত্বররচনং পূরয় মধুরিপুকামম্ ||৭||




শ্রীজয়দেবে কৃতহরিসেবে ভণতি পরমরমণীয়ম্ |
প্রমুদিতহৃদয়ং হরিমতিসদয়ং নমত সুকৃতকমনীয়ম্ ||৮||





বিকরতি মুহুঃ শ্বাসানাশাঃ পুরো মুহুরীক্ষতে |
প্রবিশতি মুহুঃ কুঞ্জং গুঞ্জুন্মুহুর্বহু তাম্যতি |
রচয়তি মুহুঃ শয্যাং পর্যাকুলং মুহুরীক্ষতে
মদনকদনক্লান্তঃ কান্তে প্রিয়স্তব বর্ত্ততে ||১||





তদ্বাম্যেন সমং সমগ্রমধুনা তিগ্মাংশুরস্তং গতো
গোবিন্দস্য মনোরথেন চ সমং প্রাপ্তং তমং সান্দ্রতাম্ |
কোকানাং করুণস্বনেন সদৃশী দীর্ঘা মদভ্যর্থনা
তন্মুগ্ধে বিফলং বিলম্বনমসৌ রম্যোহভিসারক্ষণঃ ||২||




আশ্লেষাদনু চুম্বনাদনু নখোল্লেখাদনু স্বাস্তজ
প্রোদ্বোধাদনু সংভ্রমাদনু রতারম্ভাদনু প্রীতয়োঃ |
অন্যার্থং গতয়োর্ভ্রমান্মিলিতয়োঃ সম্ভাষণৈর্নতো-
র্দম্পত্যোরিহ ক ন কো ন তমসি ব্রীড়াবিমিশ্রো রসঃ ||৩||



সভয়চকিতং বিন্যস্যন্তীং দৃশৌ তিমিরে পথি
প্রতিতরু মুহুঃ স্থিত্বা মন্দং পদানি বিতম্বতীম্ |
কথমপি রহঃ প্রাপ্তামঙ্গৈরমঙ্গতরঙ্গিভিঃ
সুমুখি সুভগঃ পশ্যন্ ত্বামুপৈতু কৃতার্থতাম্ ||৪||


রাধামুগ্ধমুখারবিন্দ-মধুপস্ত্রৈলোক্যমৌলিস্থলী-
নেপথ্যোচিত-নীলরত্নমবনী-ভারাবতারান্তকঃ |
স্বচ্ছন্দং ব্রজসুন্দরীজন-মনস্তোষ-প্রদোষশ্চিরং
কংসধ্বংসন-ধূমকেতুরবতু ত্বাং দেবকীনন্দনঃ ||৫||






ইতি শ্রীগীতগোবিন্দমহাকাব্যেহবিসারিকাবর্ণনে সাকাঙ্ক্ষপুণ্ডরীকাক্ষো নাম পঞ্চম সর্গঃ
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
পঞ্চম সর্গ
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
পঞ্চম সর্গ
বা সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ      


আরম্ভ :---       
“ আমি আছি আপেথিয়া ; যাও তুমি, রাধিকায়
আন গিয়ে মোর কথা কহি সখী, সাধি তায় |”
মধুরিপু-নিয়োজিতা দূতী তাই রাধা-পাশে
কহে গিয়া শ্রীহরির অনুনয় মধু-ভাষে | ১


দশম গীতি       
( দেশীবরাড়ী রাগ, রূপক তাল )       


মলয়-সমীর বহে মদনের সঙ্গে ;
ফোটে ফুল, বিরহীকে দহিতে অনঙ্গে |

ধুয়া--- তোমার বিরহে হরি আছে ক্ষীণ অঙ্গে | ১


শিশির-শীতল করে দহে তাঁরে চন্দ্র ;
করেন বিলাপ, লভি’ ফুল-শর-দণ্ড | ২


ধ্বনিলে মধুপকুল কাণ ঢাকে দু হাতে ;
বিরহ-পীড়িত চিতে রাতি কাটে ব্যথাতে | ৩


বিপিন-বিতানে বাস, তেজি ধাম ললিত ;
ধরাতলে লুটি তব নাম করে হরি ত | ৪


বিরহ-বিলাস কবি জয়দেব-ভণিত,
শুনিলে হেরিবে, হরি, পূত চিতে উদিত | ৫


পেয়েছিলে দোঁহে যথা প্রীতি-সুখ চিত্তে,---
সে নিকুঞ্জ মাঝে আজি---মন্মথ-তীর্থে,

জপি তব নাম হরি, যাচে তব সঙ্গ ;
যাচে,--- কুচ-যুগ-তলে সুখ-পরিরম্ভ | ১



একাদশ গীতি    
( গুর্জ্জরী রাগ, একতালী তাল )


অতি সুখসার সেই      অভিসারে গোপনে,
.                          মদন-মোহন-বেশে হরি গো !
করো না নিতম্বিনী,       বিলম্ব গমনে ;
.                           হৃদয়েশে চল অনুসারি গো | ১

ধুয়া ---ধীর সমীরণ-ধূত    যমুনার তীরে সই,
.                           বন-মাঝে বনমালী, মরি গো |


সঙ্গীতে তব নামে         করি কত সঙ্কেত
.                             গাহিছেন হরি মৃদু, বেণুতে ;
তব তনু-পূত বায়ু         ধূলি দেয় অঙ্গে ত,---
.                              তিরপিত তবু সেই রেণুতে | ২


মর্ম্মরে পাতা, কিবা           পাখী উড়ে গহনে,
.                              তুমি এলে ভেবে চায় চকিতে |
পাতি শেষ সযতনে          সচকিত নয়নে,
.                              চাহে তব পথ-পানে ত্বরিতে | ৩


মুখর অধীর তব           মঞ্জীর গুঞ্জে ;
.                             ত্যজ তাকে  কেলি-পথে সে অরি |
চল সখী নিকুঞ্জে,           এ তিমির-পুঞ্জে
.                             সুনীল নিচোলে তনু আবরি’ | ৪


মুরারির হারপরা          বুকখানি উজলি’
.                            প্রীতিভরে যবে তুমি রাজিবে,--
বলকা ভূষিত মেঘে       শোভা পাবে বিজলি
.                           পীত তনু হরি দেহে সাজিবে |. ৫


মুরারির হারপরা          বুকখানি উজলি’
.                            প্রীতিভরে যবে তুমি রাজিবে,--
বলকা ভূষিত মেঘে       শোভা পাবে বিজলি
.                           পীত তনু হরি দেহে সাজিবে |. ৬


হরি অতি অভিমানী,       জান বিধু-বদনা,
.                              কখন্ কামনা তাঁর পূরাবে ?
রাখ কথা ; পর সাজ        সত্বর চল না !
.                              এ রজনী এখনি যে ফুরাবে | ৭


হরিচরণের দাস         জয়দেব-রচিত
.                          রমণীয় গীতে কত নবতা !
প্রমুদিত চিতে হরি-     পদে হও নমিত ;
.                          জানি তিনি দয়াময় দেবতা || ৮



ওগো বিনোদিনী, মদন-বেদনে
.                           ক্লান্ত চিত্তে হরি যে,
নিঃশ্বসি ঘন কুঞ্জ-ভবনে
.                           প্রবেশি শয্যা করিছে |
বিলপিয়া পুনঃ আকুল নয়নে
.                           চারিভিতে চাহি লখিছে | ১



তব অভিমান সহ রবি গেল অস্তে
হরি মনোরথ সম, নিষিদ্ধ হইল তমঃ
কোকবধূ সম, আমি ডাকিতেছি ত্রস্তে |
বিলম্ব কেন আর, করিকারে আভিসার ?
ওগো সখী, সাজি দ্রুত চল বন-প্রস্থে | ২



এমনি গো একদিন আঁধারেতে দুজনে
মিলেছিলে খুঁজে খুঁজে বনমাঝে বিজনে |
চুম্বন নখাঘাত-জাত রস-আলসে
পেয়েছিলে কত প্রীতি, ভাব রাধা মানসে | ৩



সভয় চকিত দিঠি ফেলি বনে, তিমিরে
প্রতিপদে তরুতলে বিরমিয়া, তুমি রে,
অনঙ্গ-তরঙ্গ তুলি যাবে যদি চলিয়া,
কৃতার্থ চিতে হরি যাবে সুখে গলিয়া | ৪


মুগ্ধা রাধার মুখ-কমলের মধুকর !
ত্রিলোক-মুকূট-পরে নীলমণি মনোহর !
ধরা-তার অন্তক, হে দেবকী নন্দন !
ব্রজ-সুন্দরীগণ-আনন্দ-বর্দ্ধন !
কংস-বিনাশে ধূমকেতু সম হরি হে !
রক্ষ জগত-জনে সদা কৃপা করিয়ে | ৫







ইতি অভিসারিকাবর্ণনে সাকাঙ্ক্ষপুণ্ডরীকাক্ষ নামে পঞ্চম সর্গ সমাপ্ত
<< এই গীতটি অতি প্রসিদ্ধ ;
সুর ও রচনা উভয়ই মনোহর
.         ---বিজয়চন্দ্র মজুমদার
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর