নবম সর্গঃ   
মুগ্ধ মুকুন্দ
       


তামথ মন্মথখিন্নাং রতিরসভিন্নাং বিষাদসম্পন্নাম্ |
অনুচিন্তিতহরিচরিতাং কলহান্তরিতামুবাচ রহঃ সখী ||১||




গীতম্ ১৮
রামকিরীরাগযতিতালাভ্যং গীয়তে   


হরিরভিসরতি বহতি মৃদুপবনে |
কিমপরমধিকসুখং সখি ভবনে || ধ্রুবম্ ||
মাধবে মা কুরু মানিনি মানময়ে ||১||


তালফলাদপি গুরুমতিসরাসম্
কিমু বিফলীকুরুষে কুচকলসম্ ||২||



কতি ন কথিতমিদমনুপদমচিরম্ |
মা পরিহর হরিমতিশয়রুচিরম্ ||৩||



কিমিতি বিষীদসি রোদিষি বিকলা
বিহসতি যুবতিসভা তব সকলা ||৪||



সজলনলিনীদলশ শীলিতশয়নে
হরিমবলোকয় সফলয় নয়নে ||৫||



জনয়সি মনসি কিমিতি গুরুখেদম্
শৃণু মম বচনমনীহিতভেদম্ ||৬||



হরিরূপযাতু বদতু বহু মধুরম্ |
কিমিতি করোষি হৃদয়মতিবিধুরম্ ||৭||



শ্রীজয়দেবভণিতমতিললিতম্
সুখয়তু রসিকজনং হরিচরিতম্ ||৮||



স্নিগ্ধে যৎ পরুষাসি যৎ প্রণমতি স্তব্ধাসি যদ্রাগিণি
দ্বেষস্থাসি যদুন্মুখে বিমুখতাং যাতাসি তস্মিন প্রিয়ে |
তদযুক্তং বিপরীতকারিণি তব শ্রীখণ্ডচর্চ্চা বিষং
শীতাংশুস্তপনো হিমং হুতবহঃক্রীড়ামুদো যাতনাঃ ||১||




সান্দ্রানন্দপুরন্দরদিদিবিষদবৃন্দৈরমন্দাদরা-
দানমম্রৈর্মুকুটেন্দ্রনীলমণিভিঃ সন্দর্শিতেন্দীবরম্ |
স্বচ্ছন্দং মকরন্দসুন্দরগলন্মন্দাকিনীমেদুরং
শ্রীগোবিন্দপদারবিন্দমশুভস্কন্দায় বন্দামহে ||২||







ইতি শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে কালহান্তরিতা বর্ণনে মুগ্ধমুকুন্দো নাম নবমঃ সর্গঃ।
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
নবম সর্গ
মুগ্ধ মুকুন্দ
নবম সর্গ   
বা মুগ্ধ মুকুন্দ        


স্মরাতুরা চিন্তিতা,        প্রীতি-সুখ-বঞ্চিতা
.                             ছিল মানভরে রাধা বিজনে।
কোপিনী মানিনী রাই!     সখী তারে কহে তাই
.                             প্রবোধিয়া নানা মধু-বচনে || ১


অষ্টাদশ গীতি      
( রামকিরী রাগ, যতি তাল )        


অভিসারে হরি তব সদনে !
হেন সুখ কিবা সখী, ভবনে ?
ধুয়া—মাধবে করো না মান, মানিনী! ১


তাল-ফল হতে গুরুতর এ
সরস তোমার পয়োধর হে ;
কেন গো বিফল তায় কর হে | ২


যত কথা কহি, কেন মান না ?
হরি কি রুচির, তা কি জান না ?
ত্যজ, তাঁরে ত্যেজিবার ভাবনা | ৩


কেন তুমি বিষাদিনী অবলে   ?
কেন বা কাঁদিয়ে মিছে বিকলে ?
হেসে সারা যুবতীরা সকলে! ৪


সজল নলিনী-দল শয়নে
হেরিয়া হরিকে আজি নয়নে,
সফলতা লভ তব জীবনে | ৫


শোন মোর কথা একবার গো,
দূর কর গুরু খেদ-ভার গো |
রবে না বিরহ-ব্যথা আর গো | ৬


হরিকে আসিতে দাও পারশে ;
শোন মধু-বাণী তাঁর হরষে |
কেন গো আকুল হও বিরসে ? ৭


জয়দেব-বিরচিত ললিত,
শ্রীহরির রসময় চরিত,
করুক রসিক জনে সুখিত | ৮


প্রিয়জনে পরুষতা ! উদাসিনী প্রণতে ;
অনুরাগী জনে তব বিমুখতা প্রমদে !
বিপরীত আচরণ কর বলে’ দ্বন্দ্বে,
চন্দন বিষ তব, রবি-তাপ চন্দ্রে ;
প্রেমেতে যাতনা তব, উত্তাপ তুষারে ;
নিজ দোষে রাধা তব আজি হেন দশা রে | ১


হরি-পদে নত-শিরে নমে যবে ইন্দ্র,
.      মুকুটে মণি তাঁর
.      শোভা পায় অনিবার,
অলি যথা শোভে লভি নব অরবিন্দ |
মন্দাকিনীর মকরন্দেতে লিপ্ত,
গোবিন্দের পদ আমি বন্দি গো নিত্য | ২









ইতি কালহান্তরিতা বর্ণনে মুগ্ধ মুকুন্দ নামক নবম সর্গ সমাপ্ত।
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর