নবম সর্গঃ
মুগ্ধ মুকুন্দ
তামথ মন্মথখিন্নাং রতিরসভিন্নাং বিষাদসম্পন্নাম্ |
অনুচিন্তিতহরিচরিতাং কলহান্তরিতামুবাচ রহঃ সখী ||১||
গীতম্ ১৮
রামকিরীরাগযতিতালাভ্যং গীয়তে
হরিরভিসরতি বহতি মৃদুপবনে |
কিমপরমধিকসুখং সখি ভবনে || ধ্রুবম্ ||
মাধবে মা কুরু মানিনি মানময়ে ||১||
তালফলাদপি গুরুমতিসরাসম্
কিমু বিফলীকুরুষে কুচকলসম্ ||২||
কতি ন কথিতমিদমনুপদমচিরম্ |
মা পরিহর হরিমতিশয়রুচিরম্ ||৩||
কিমিতি বিষীদসি রোদিষি বিকলা
বিহসতি যুবতিসভা তব সকলা ||৪||
সজলনলিনীদলশ শীলিতশয়নে
হরিমবলোকয় সফলয় নয়নে ||৫||
জনয়সি মনসি কিমিতি গুরুখেদম্
শৃণু মম বচনমনীহিতভেদম্ ||৬||
হরিরূপযাতু বদতু বহু মধুরম্ |
কিমিতি করোষি হৃদয়মতিবিধুরম্ ||৭||
শ্রীজয়দেবভণিতমতিললিতম্
সুখয়তু রসিকজনং হরিচরিতম্ ||৮||
স্নিগ্ধে যৎ পরুষাসি যৎ প্রণমতি স্তব্ধাসি যদ্রাগিণি
দ্বেষস্থাসি যদুন্মুখে বিমুখতাং যাতাসি তস্মিন প্রিয়ে |
তদযুক্তং বিপরীতকারিণি তব শ্রীখণ্ডচর্চ্চা বিষং
শীতাংশুস্তপনো হিমং হুতবহঃক্রীড়ামুদো যাতনাঃ ||১||
সান্দ্রানন্দপুরন্দরদিদিবিষদবৃন্দৈরমন্দাদরা-
দানমম্রৈর্মুকুটেন্দ্রনীলমণিভিঃ সন্দর্শিতেন্দীবরম্ |
স্বচ্ছন্দং মকরন্দসুন্দরগলন্মন্দাকিনীমেদুরং
শ্রীগোবিন্দপদারবিন্দমশুভস্কন্দায় বন্দামহে ||২||
ইতি শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে কালহান্তরিতা বর্ণনে মুগ্ধমুকুন্দো নাম নবমঃ সর্গঃ।
জয়দেবের গীতগোবিন্দ (দ্বাদশ শতক) নবম সর্গ মুগ্ধ মুকুন্দ
|
নবম সর্গ
বা মুগ্ধ মুকুন্দ
স্মরাতুরা চিন্তিতা, প্রীতি-সুখ-বঞ্চিতা
. ছিল মানভরে রাধা বিজনে।
কোপিনী মানিনী রাই! সখী তারে কহে তাই
. প্রবোধিয়া নানা মধু-বচনে || ১
অষ্টাদশ গীতি
( রামকিরী রাগ, যতি তাল )
অভিসারে হরি তব সদনে !
হেন সুখ কিবা সখী, ভবনে ?
ধুয়া—মাধবে করো না মান, মানিনী! ১
তাল-ফল হতে গুরুতর এ
সরস তোমার পয়োধর হে ;
কেন গো বিফল তায় কর হে | ২
যত কথা কহি, কেন মান না ?
হরি কি রুচির, তা কি জান না ?
ত্যজ, তাঁরে ত্যেজিবার ভাবনা | ৩
কেন তুমি বিষাদিনী অবলে ?
কেন বা কাঁদিয়ে মিছে বিকলে ?
হেসে সারা যুবতীরা সকলে! ৪
সজল নলিনী-দল শয়নে
হেরিয়া হরিকে আজি নয়নে,
সফলতা লভ তব জীবনে | ৫
শোন মোর কথা একবার গো,
দূর কর গুরু খেদ-ভার গো |
রবে না বিরহ-ব্যথা আর গো | ৬
হরিকে আসিতে দাও পারশে ;
শোন মধু-বাণী তাঁর হরষে |
কেন গো আকুল হও বিরসে ? ৭
জয়দেব-বিরচিত ললিত,
শ্রীহরির রসময় চরিত,
করুক রসিক জনে সুখিত | ৮
প্রিয়জনে পরুষতা ! উদাসিনী প্রণতে ;
অনুরাগী জনে তব বিমুখতা প্রমদে !
বিপরীত আচরণ কর বলে’ দ্বন্দ্বে,
চন্দন বিষ তব, রবি-তাপ চন্দ্রে ;
প্রেমেতে যাতনা তব, উত্তাপ তুষারে ;
নিজ দোষে রাধা তব আজি হেন দশা রে | ১
হরি-পদে নত-শিরে নমে যবে ইন্দ্র,
. মুকুটে মণি তাঁর
. শোভা পায় অনিবার,
অলি যথা শোভে লভি নব অরবিন্দ |
মন্দাকিনীর মকরন্দেতে লিপ্ত,
গোবিন্দের পদ আমি বন্দি গো নিত্য | ২
ইতি কালহান্তরিতা বর্ণনে মুগ্ধ মুকুন্দ নামক নবম সর্গ সমাপ্ত।
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
|
কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ (আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫) সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
|