কবি শ্যামপ্রিয়া - সুকুমার সেনের মতে, এই কবির রচিত গান "শোচক" নারী রচিত বৈষ্ণব-পদাবলীর
একমাত্র খাঁটি নমুনা।

কবি শ্যামপ্রিয়া, শ্যামানন্দদাসের শিষ্য রসিকানন্দের শিষ্যা ছিলেন। প্রধানত এঁদেরই উদ্যোগে ধলভূম-ময়ূরভঞ্জ
অঞ্চলে সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটেছিল। রেমুনায় ক্ষীরচোরা-গোপীনাথ-মন্দীর
প্রাঙ্গণে রসিকানন্দের সমাধি আছে।

আমরা
মিলনসাগরে কবি শ্যামপ্রিয়ার বৈষ্ণব পদাবলী তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।



কবি শ্যামপ্রিয়ার মূল পাতায় যেতে এখানে ক্লিক্ করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

এই পাতার প্রকাশ - ২১.১১.২০১১
...
বৈষ্ণব পদাবলী নিয়ে মিলনসাগরের ভূমিকা     
বৈষ্ণব পদাবলীর "রাগ"      
কৃতজ্ঞতা স্বীকার ও উত্স গ্রন্থাবলী     
মিলনসাগরে কেন বৈষ্ণব পদাবলী ?     
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .