স্বপ্নের ভেতরে আর ভেতর থেকে বাইরে দিব্যরঙের এত খোঁজ দেখি রূপমশলার দিন তোলপাড়। বিকাশ জানে, একমুখিতা ভালো, পর্দা ছায়া যা থাকে সব খোলা---চার পাঁচটা বাড়ি চিত্র, উঠোন শিল্প ঢেঁকিশালের কথাচর্চা যত ব্যাগ্রে রিল বন্দী হোক সব ঘরকথাদের ছবি হয় না।
. তার জন্য রেল লাইনে খুব সম্ভ্রমে . দূরপাল্লার গতি, ফাঁকা ব্রিজেরও শব্দ গ্রহণ . স্বপ্ন শুরুর লোককথারা নিলাম লিখেও . দায় দেয়নি কোনো বাজারে, . বাজার বাজার, ভ্রম বোঝেনি, নাশ বোঝেনি . এত দূষণ, শবদাহ যে তোরই ভেতর।
স্বপ্ন ঠেকে শিখেছে সার অনুবাদের মোহিত রসে ঢেউ ডুবলে ডুববে শ্রবণ, দর্শন আর আনুষঙ্গিক যত প্রশাখা।