কবি ব্রততী ঘোষ রায়ের কবিতা
*
ভেতরে বাইরে
কবি ব্রততী ঘোষ রায়

স্বপ্নের ভেতরে আর ভেতর থেকে বাইরে
দিব্যরঙের এত খোঁজ দেখি রূপমশলার
দিন তোলপাড়।
বিকাশ জানে, একমুখিতা ভালো, পর্দা ছায়া
যা থাকে সব খোলা---চার পাঁচটা বাড়ি চিত্র,
উঠোন শিল্প ঢেঁকিশালের কথাচর্চা
যত ব্যাগ্রে রিল বন্দী হোক
সব ঘরকথাদের ছবি হয় না।

.        তার জন্য রেল লাইনে খুব সম্ভ্রমে
.        দূরপাল্লার গতি, ফাঁকা ব্রিজেরও শব্দ গ্রহণ
.        স্বপ্ন শুরুর লোককথারা নিলাম লিখেও
.        দায় দেয়নি কোনো বাজারে,
.        বাজার বাজার, ভ্রম বোঝেনি, নাশ বোঝেনি
.        এত দূষণ, শবদাহ যে তোরই ভেতর।

স্বপ্ন ঠেকে শিখেছে সার অনুবাদের মোহিত রসে
ঢেউ ডুবলে ডুববে শ্রবণ, দর্শন আর আনুষঙ্গিক
যত প্রশাখা।

.     
           *********************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
ত্রিনয়ন
কবি ব্রততী ঘোষ রায়

দেখব বলে কপালে টিপ আঁকলাম
পাখি ডাকল ত্রিনয়ন
মাঠে বলল ত্রিনয়ন
লেবু ঝোপের পাশ দিয়ে যে এল তার
.        কি রঙ, কি রূপ
অত আলো কে বা ফোটায় কেই বা
.        সব খুঁত ঢেকে
গাছতলায় দাঁড়ায়
খাঁচার পাখি ডাকল ত্রিনয়ন
ডানা মেলি ?
আলো ঢালতে ঢালতে চারদিক বলল
কই ত্রিনয়ন
লোহার চাবি নাকছাবিতে নেই
শাঁখা জোড়াতে নেই
দুপুর আলোয় আলতা পায়ে নেই
কে নিয়েছে তুচ্ছ চাবি---ঘর দরজায়
শেকল দিয়ে
.        স্ফটিক রঙা গাছতলাতে
আলো ফলেছে---ওই নিঝুম তলায়
.        চোখ ছুঁয়েছি
আর কিছু কি চায় নয়ন ?
পাখি ডাকছে ত্রিনয়ন॥

.         *********************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর
*
চুনি কোটাল
কবি ব্রততী ঘোষ রায়

জামায় এত ফুল দেখেছিস মা, যেতে যেতে
গায়ে আঁকলি ইলিবিলি ডাল, কুচো পাতার বাদাড়
আঁচল সামলে মা তুই যাস কোথায় ?
যায় কোথায় ?
পরবাস থেকে তোর বনবাসে এলাম মা,
মা তুই বনবিবি হবি ?

তোর চরণ ছুঁয়ে বনে সিঁধবো আমি গোলপাতা আর
মধু খুঁজব, খেজুর ডাল কেটে ছড়ি বানাবো।
তোর থানে দুই মোরগ চড়াত আমার বাপ
আমার জেবে পাখা তড়পাচ্ছে পাশ করার দুটো কাগজ
কালিতে উল্কি ফোটানো পাকা ছাপ দেওয়া
এসব উছলে দেব তোর চরের সূলায়
হরিণে জল খাওয়া নদীর কাদায়,

নাগ ছোবলে নীলবর্ণ রাত-জোছনা বাঘের দন্তে
ঝিল মিল করে মা তোর বন ঘরে,
আমার কলেজ পাশের উল্কি সারা গায়ে লিখল নীলবর্ণ
আমার চোখের সাদায় দংশে তারা
আমাকেও সাপ বানায় আমি সাপ হব না মা।
দখিন রায়ের ক্রোধী বহিন বনবিবি তোর
রক্ত বরণ কন্যে হব মা,
বনঘরে হাঁটব বাঘিনীর মতো।

.         *********************  

.                                                                                   
সূচিতে . . .   


মিলনসাগর