বুদ্ধদেব বসুর কবিতা
*
মৃত্যুর পরে জন্মের আগে
কবি বুদ্ধদেব বসু
“বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা” (১৯৫৩ ) থেকে নেওয়া। “শীতের প্রার্থনা : বসন্তের উত্সব”
কাব্যগ্রন্থের কবিতা।

এ নয় গানের দিন। বত্সরের হ্রস্বতম দিনে
স্বল্পতম সূর্যালোক, ন্যূনতম তাপ আর কুয়াশায় আচ্ছন্ন আভার চাঁদ
দুরাশারে পশায় কফিনে, আশারে মিশায় হতাশায়।
তবু তো শীতেই আশা, দুরাশাও, দাঁড়ায় আবার ;
দাঁড়ায় মুমূর্ষ, মৃত, নামমাত্র দিনের খবরে,
বত্সরের হ্রস্বতম দিনের কবরে জন্মে
আবার দ্বিতীয় দিন, হ্রস্বতায় বত্সরে দ্বিতীয়।
দিনে-দিনে ছোটো হয়ে দিন সবচেয়ে ছোটো দিন আনে,
তারপর দিনে-দিনে আরো দিন, বড়ো, আরো আলো, আরো তাপ,

.                *************              

.                                                                               
সূচীতে . . .   



মিলনসাগর