কবি চৈতালী চট্টোপাধ্যায় - জন্মগ্রহণ করেন কলকাতায়। কবি পদার্থবিদ্যায় স্নাতক।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বিজ্ঞাপনের মেয়ে” (১৯৮৮), “বান্ধবীর ডায়রি থেকে”, “বিষাক্ত
রেস্তোরাঁ”, “দেবীপক্ষে লেখা কবিতা” (১৯৯০) প্রভৃতি।
কবির প্রাপ্ত সম্মানের মধ্যে রয়েছে বিষ্ণু দে পুরস্কার, শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার, মীরাবাঈ পুরস্কার,
উদয়ভারতী জাতীয় পুরস্কার ইত্যাদি।
সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আমরা কবিকে প্রতিবাদী ভূমিকা নিতে দেখেছি। সেই সময়ে
১৯.১১.২০০৭ তারিখে, নন্দীগ্রামের দ্বিতীয় গণহত্যার পরে (নভেম্বরের প্রথম সপ্তাহে সংঘটিত হয় নন্দীগ্রামে
তদানীন্তন শাসকদলের অপারেশন সূর্যদয়), ধর্মতলার “নন্দীগ্রাম মঞ্চে” সর্বজন শ্রদ্ধেয় বিদ্বজ্জন বর্ষীয়ান শ্রী
অম্লান দত্তর ৪৮ ঘন্টা ব্যাপি অনশন চলাকালীন কবি সেই মঞ্চ থেকে কবিতা পাঠ করেন।
আমরা মিলনসাগরে কবি চৈতালী চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।
উত্স - নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
. উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন, সম্পাদিত সংকলন “আধুনিক প্রজন্মের কবিতা” ১৯৯১
. দেশ-এর কবিতা ১৯৮৩ - ২০০৭।
কবি চৈতালী চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৬.০৬.২০১৩
...