কবি চন্দন ভট্টাচার্য্যর কবিতা ও ছড়া
অহংকার
কবি চন্দন ভট্টাচার্য্য
পিছনের দরজা দিয়ে
পালিয়ে যাওয়া অন্ধকার,
মিষ্টি-মধুর গাছে ছেঁড়া সবুজ রোদ,
আহত পাখির ডানায় ভড় করে
স্বপ্ন হয়ে নামে –
ঘুমের কবিতায় আলগোছা ছোঁয়া
দিয়ে গেল ব্যর্থ কবিরা,
শাসানো তর্জনি তুলে
নিস্ফল হুঙ্কার দিয়ে গেল
সমাজপতিরা ;
কেউ ঠেকাতে পারল না –
আমার বেদ , আমার সৃষ্টি , আমার সাম্রাজ্য
গোলের ব্যপ্তি বিস্তার করে
ঘিরে নিল গোটা জীবন –
মন – প্রাণ ;
আধফোঁটা ভুলুন্ঠিত জুঁইফুল
আমাকে শেখালো
ঝরে পরার গান –
. ************
.
সূ
চী
. . .
মিলনসাগর
*
.
সময় দেব তাকে
কবি চন্দন ভট্টাচার্য্য
দাবানলের ক্রোধের শিখা -
বাতাস বাড়াক তাকে ,
বর্ষ-আলোক তারার কথা
জোনাক্ ধরে রাখে ;
তীব্র জলের ঘূর্ণিপাতে
দেয়না চোখে ধরা
কল্পনার ওই স্বয়ম্বরে
আলোর মালা পরা ;
শান্ত-গভীর সাগর জলে
সময় থেমে থাকে ;
অনেক কথা বলে যারা
অল্প কথার ফাঁকে –
সময় করে সময় নিয়ে
সময় দেব তাকে ।
. ************
.
সূ
চী
. . .
মিলনসাগর
*
.
শুক ও সারী
কবি চন্দন ভট্টাচার্য্য
বৃন্দাবনের পথে পথে বেড়ায় শুক ও সারী
কৌতুক আর রঙ্গে করে ভক্তি মাধুকরী –
দুরে বসে রাই আমাদের কুঞ্জবনের কাছে
ভক্তি রসে কৃষ্ণ-বসে উষ্ণ হয়ে আছে ;
রাধার কাতর আনন দেখে সারী বলে “শুক,
তোর বাঁকা কালা নন্দলালা মহাজনের রুক -
আসল মন লুকিয়ে ধন বাড়ায় প্রেমের সুদ্” ,
শুক বলে – “কৃষ্ণ আমার অধরা বিদ্যুৎ ;
তোর রাধা ধোপার গাধা পিঠে ভবের বোঝা,
কৃষ্ণ ধনে মুক্ত মনে সহজে যায় খোঁজা।”
সারী বলে, “বলিস না লো, সুখেই ছিলো রাই ,
সাধলো আসি মোহন বাঁশী ফুসলালো বড়াই –
জটিলা কুটিলা আয়ান – বয়ান করি কত ?
সব ছাড়ি তোর বদের ধাড়ি কেষ্ট প্রেমে রত –
বার অঙ্গনা , সগঞ্জনা , বীরাঙ্গনা রাধা
ভিতর বাহির সব ঘুচালো কানু হারামজাদা।
. ************
.
সূ
চী
. . .
মিলনসাগর
*
.
অমিত ও লাবণ্য
কবি চন্দন ভট্টাচার্য্য
অতীতের সংজ্ঞাহারা
. ছায়াপথ মায়াভরা
. ডেকেছিল রাতে –
স্বপ্নের সৌধের পরে
. আলোড়িত পথ ধরে
. সময়ের হাতে ।
ছিন্ন নিয়মের খেলা
. ছিন্নকক্ষ গ্রহ তারা
. পতনের বেগে –
ভস্ম-নীল স্পর্শ ক্ষীণ
. উল্কায় উত্তপ্ত দিন
. প্রেম ওঠে জেগে।
নিয়মের রীতি মেনে
. একই পথ রাখে চিনে
. গ্রহ চন্দ্র তারা –
যা ছিল ব্যতিক্রম
. বক্ষ পিষ্ট হর্ষ-রোম
. বেদনার ধারা;
এনেছিলে পথ হতে
. উদ্যম জীবনস্রোতে
. মুক্ত প্রেম বাণী –
কালের দাবীর কাছে
. সযত্নে গচ্ছিত আছে
. মুহুর্ত ক’খানি।
. ************
(বরোদায় ২০১১ সালের দুর্গাপূজায় আয়োজিত শেষের কবিতা নৃত্যনাট্যে ব্যবহৃত।)
.
সূ
চী
. . .
মিলনসাগর
*
.
কবি চন্দন ভট্টাচার্য্যর পরিচিতির পাতায় . . .
কবি চন্দন ভট্টাচার্য্যর পরিচিতির পাতায় . . .
কবি চন্দন ভট্টাচার্য্যর পরিচিতির পাতায় . . .
কবি চন্দন ভট্টাচার্য্যর পরিচিতির পাতায় . . .