চারণকবি মুকুন্দদাসের কবিতা ও গান
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
মোরা ঢুকেছি যে রঙ্ মহলে আর যাব না রান্নাঘরে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


মোরা ঢুকেছি যে রঙ্ মহলে আর যাব না রান্নাঘরে |
তাই রান্নাবান্না ছেড়ে দিয়েছি, এখন রাঁধুনী-বামুনে করে ||
এতকাল যে ঘুমিয়েছিলাম ঘোমটা টেনে চিরকাল,
শাশুড়ী ননদীর কাছে নিত্য নূতন খেতাম গাল,
এখন ঘোমটা ফেলে সভার মাঝে যাচ্ছি কত ফ্যাশান ধরে ||
.               শাশুড়ী ননদী যদি পথের কাঁটা হয়,
.               তাই স্যাণ্ডেল জুতো পায়ে দিয়েছি আর করি কি ভয়,
মোরা বন্ধুর বাড়ী নিমন্ত্রণ যাচ্ছি মোটরগাড়ী চড়ে ||
লজ্জা-ঘৃণায় দুটি আঁখি চশমা দিয়ে দিয়েছি ঢেকে,
.               তাই কপালে টিপ খোঁপাতে ক্লিপ
.               বেড়াই এসেন্স আতর মেখে,
.               মোরা হাতেতে রিষ্টওয়াচ্ বেঁধেছি
.                  শাঁখা চূড়ি বদল করে ||
পার্টি আর তাস খেলাতে লোকে যদি মন্দ বলে
শুনবো নাকো, কান ঢেকেছি  পাতা কেটে মাথার চুলে,
.                 নইলে নভেল পড়ে দিন কাটাব
.                     এস্ রাজ হারমোনিয়াম ধরে ||

.                        ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
আপন নিয়ে থাকলে পরে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


আপন নিয়ে থাকলে পরে
.     আপন কভু তো চিনবে না |
আপন-হারা বেহুঁস বিনে
.     মরম কেউ তো বুঝবে না |
যে জন আপন নিয়ে আছে বসে
.     থাক না সে তাকিয়ে বসে,
হউক না নাম তার দেশ-বিদেশে
.     ফক্কা বিনে মিলবে না |
যে জন আপন ছেড়ে বেরিয়ে গেছে,
.     দুনিয়ার পায় প্রাণ ঢেলেছে ;
আত্মনির্ভর কোথায় আছে
.      পেয়েছে রে তার নিশানা |

.                  ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমরা নেহাৎ গরীব
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


আমরা নেহাৎ গরীব
আমরা নেহাৎ ছোট,
তবু আছি ত্রিশ কোটী
.         জেগে ওঠ |
জুড়ে দে ঘরে তাঁত,
.          সাজা দোকান,
বিদেশে না যায় ভাই
.          গোলারি ধান ;
.          মোটা খাবো
ভাই রে পরবো মোটা,
আমরা মাখবো না লেভেণ্ডার
.           চাই না অটো |
নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে
উপোসী রব কি ঘরে শুয়ে,
শোন্ বিদেশী আমরা বুঝেছি সব
খেলনা দিয়ে মোদের সোনা লোট |

.                  ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমার ভেতর আসল আমি
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


আমার ভেতর আসল আমি
.            যখন আমার জাগে,
আমিই তখন বিশ্বময়
.            ভিক্ষা তখন বিশ্ববাসী
.            আমার কাছেই মাগে
আমিই তখন বিশ্বগুরু
.             আমার বীণাই বাজে |
আমার ইচ্ছায়ই লেগে আছে,
.              যে যার আপন কাজে |
আমার আদেশ মান্য করেই
.              চলছে সবেই ভাই,
তাই তো আমার সেই “আমিটা”
.      জাগিয়ে তোলা চাই |

.                  ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
একবার ব্যাকুল প্রাণে তাঁরে ডাকো রে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


একবার ব্যাকুল প্রাণে তাঁরে ডাকো রে |
দীন দয়াময়ী শ্যামা মায়ে রে ||
পতিত পাবনী, অধম তারিণী |
মায়ের দীন জনে, বড় দয়া রে |
হইবে দয়া, ঘুচিবে মায়া,
প্রেমের সাগরে যাবি ভেসে রে ||
ত্রিগুণ ধারিণী, কলুষ নাশিনী |
মোহ আঁধার যাবে ঘুচে রে ||
সাকার আকার, নিরাকার নির্বিকার |
তারিণী তার এ মুকুন্দে রে ||

.                  ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
এ সব চার পাগলের খেলা
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


এ সব চার পাগলের খেলা,
একটা সাদা, একটা লাল,
একটা কালী. একটা কালা ||
সবই এক ভাবের পাগল,
এক যোগেতে করে সকল,
বুঝতে গেলে বাঁধায় রে গোল,
.          এমনি মজার খেলা ;
যে বোঝে তার যায় রে ঘুচে,
.          এ সংসারের খেলা ;
ডুবে যায় তাঁর প্রেম-সাগরে,
যে সাগরের নাই রে তলা ||
খেলিছে নিত্য নূতন,
কি ভাবেতে খেলে কখন,
বোঝে সে জন হয় রে যে জন,
.            সে পাগলের চেলা ;
বুঝবে কি ভাই বোঝা কঠিন,
.            পাগলা পাগলির খেলা |
কুলকুণ্ডলিনী মহারাণী,
মূলাধারে পারের ভেলা ||

.                  ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
এ সব দেখে শুনে ধাঁধা লাগে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


এ সব দেখে শুনে ধাঁধা লাগে
.          বুঝে ওঠা দায় |
এর কোন্ টা যে ঠিক,
.           কোন্ টা বেঠিক
ঠিক করতে না পারি তায় ||
কেউ সত্য পথে চলে,
.           ভাসে শুধু নয়ন-জলে,
কত পাপী ভূমণ্ডলে,
.           হেসে নেচে চলে যায় ||
কেউ সারাদিন খেটে খেটে,
.           দিনান্তে ভাই পায় না খেতে,
কারো খাবার দিনে রাতে,
.           জোটে কত কেবা খায় ||

.                  ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
একি আরতি তব বিশ্বপতি
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


একি আরতি তব বিশ্বপতি
তোমারি বিশ্ব মন্দিরে |
ওঠে অযুত কন্ঠে উদার গীতি,
তোমার পানে গম্ভীরে ||
বাজে শঙ্খ ঘোর শননে,
চন্দ্র তারকা কাঁপে গগনে,
জলদ মন্দ্রে প্রচারে পবনে,
ভুবনে ভুবনে অধীরে ||
নিষাদ রিখাত গান্ধার তান,
মূর্ত রাগিণী লভিল প্রাণ
দিক দিগন্ত কম্পমান,
শিহরে ধরণী কে—
জয় জয় জয় মহিমময়,
চির সুন্দর মঙ্গলালয়,
মূরতি ধরিয়া উঠুক আরতি,
.        মন-প্রাণ শরীরে ||

.                  ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
কমল কাননে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


কমল কাননে
রবি শশী কোণে,
মক্কা বৃন্দাবনে
যমুনা পুলিনে ;
যেখানে যখন
মজে তাঁর মন,
হয় সে মগন,
বাঁশরী বাজাই ||
মাঝে মাঝে থাকি ;
আঁখি মুদে বসি,
দেখি কাল শশী,
চুপি চুপি আসি,
হৃদি কুঞ্জবনে,
মারে উঁকি ঝুঁকি |
মুকুন্দ ধরি বলে গেলে,
যায় গো পালাই ||

.       ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
কাঁপায়ে মেদিনী কর জয়ধ্বনি
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


কাঁপায়ে মেদিনী                         কর জয়ধ্বনি
.               জাগিয়া উঠুক মৃতপ্রাণ |
জীবন রণে                               জীবন দানে
.               সবারে করহ আগুয়ান ||
হাতে হাতে ধরি ধরি           দাঁড়াইব সারি, সারি,
.                প্রাণে বাঁধিবে তবে প্রাণ |
আলস্য জড়তা                         নিরাশ বারতা
.                দূরে করিবে প্রয়াণ ||
তরুণ তপনে                             মধুর কিরণে,
.                সদা কি হাসিবে প্রাণ |
সুখের কোলে                           ভাবেতে গলে
.               কে রবে কে রবে শয়ান ||
সারিতে দেশের কাজ           পর রে বীরের সাজ
.              করে লয়ে করম-নিশান |
জীবন ব্রত                               সাধ অবিরত
.               এ নহে বিরামের স্থান |

.                            ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর