কে যেন ঐ চাঁদের কোণে চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
কে যেন ঐ চাঁদের কোণে উঁকি মেরে কথা কয় ; ধরতে গেলে দেয় না ধরা, চাঁদের মাঝেই লুকিয়ে রয় | রূপটি দেখে অনুমানি, যেন গড়া চাঁদের সুধাছানি, ঐ রূপের ছটায়ই হয়ে গেছে, বিশ্বখানা সুধাময় | বাজায় এক পাগলা বাঁশী, সেও ঢালে সুধারাশি, একূল ওকূল দু’কূল ছাপি, প্রেম-যমুনা উজান বয় | সব দিয়ে যা ছিল শেষে, সে আমিটাও আজ গেল ভেসে, রইল না আর আমার কিছু, রূপ-সাগরে হইনু লয় ||
থাকুক আমার বিয়ে চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
থাকুক আমার বিয়ে, চাই না আমি এম. এ, বি. এ. কিনতে হয় যা টাকা দিয়ে ছাগল গরুর মতন যাদের ছেলে হাটে গিয়ে সোনার চেইন সোনার ঘড়ি গর্ব যাদের গলায় পরি, অমন পশু কিনো না গো, . টাকা-কড়ি দিয়ে | কুলীন চেয়ে ভাল কুলী মুচি ডোম কসাইগুলি সারা জীবন ফিরে কেবল . ছুরি শানায়ে যখন যারে কায়দায় পায় যে ঠেকেছে মেয়ের দায় ধর্ম ভুলে চর্ম খুলে কর্ম সারে গিয়ে | বেচবে কেন ভিটে মাটি মজবে কেন আমার তরে . ভিটেয় পুকুর দিয়ে | যে করবে তোমার দুর্গতি ভজব কি সে পশুপতি পূজবো না হয় পশুপতি উমার মত গিয়ে |