চারণকবি মুকুন্দদাসের কবিতা ও গান
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
কে যেন ঐ চাঁদের কোণে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


কে যেন ঐ চাঁদের কোণে
উঁকি মেরে কথা কয় ;
ধরতে গেলে দেয় না ধরা,
চাঁদের মাঝেই লুকিয়ে রয় |
রূপটি দেখে অনুমানি,
যেন গড়া চাঁদের সুধাছানি,
ঐ রূপের ছটায়ই হয়ে গেছে,
বিশ্বখানা সুধাময় |
বাজায় এক পাগলা বাঁশী,
সেও ঢালে সুধারাশি,
একূল ওকূল দু’কূল ছাপি,
প্রেম-যমুনা উজান বয় |
সব দিয়ে যা ছিল শেষে,
সে আমিটাও আজ গেল ভেসে,
রইল না আর আমার কিছু,
রূপ-সাগরে হইনু লয় ||

.               ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
কে ও রণরঙ্গিণী, প্রেম তরঙ্গিনী
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


কে ও রণরঙ্গিণী,                 প্রেম তরঙ্গিনী
নাচিছে উলঙ্গিনী,                  আসব আবেশে হায় ||
কুন্তল দল দল,                      চুম্বে চরণচল,
মধুব্রত চঞ্চল,                      ঝঙ্কারে পায় পায় ||
তুঙ্গপয়োধরা,                      রঙ্গে লাস্য পরা,
সঙ্গে কামধুরা,                     কোটী যোগিনী ধায়,
হুঙ্কারে ঘন ঘন,                    কম্পিত ত্রিভুবন,
শঙ্কিত দেবগণ,                    শঙ্কর লোটে পায় ||
লাস্য সমুল্লাসে,                    চন্দ্র সূর্য খসে,
কক্ষ ভ্রষ্টাকাশে,                    গ্রহ তারা নিভে যায়,
গভীর অন্ধকারে,                  বিশ্বব্যাপ্ত করে,
সপ্ত সাগর নীরে                   মুগ্ধ ধরণী ডুবায় ||
বধ বধ হন হন,                   প্রহরণ ঝঞ্জন,
প্রবল প্রভঞ্জন,                     বুঝি প্রলয় ঘটায়,
কোটী বিজলী হাসি,               বিম্বিত ভীম অসি,
নিশুম্ভে রণে নাশি,                শোণিত তৃষ্ণা মিটায়  ||
ভীষণাদপি  ভীষণা,               প্রেম-ফুল্লাননা,
হেরি নিরভয়মনা,                 ইন্দুপদে বিকায়,
কালী করুণা বশে,                 শমনে জয়ী অনায়াসে,
কাটিয়া অষ্টপাশে,                 মহা শিবে সে মিলায় ||

.                       ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
গেলে কল্পতরু-মূলে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


গেলে কল্পতরু-মূলে,
চারি ফল মিলে,
তাই ভেবে প্রেম উথলে রে |
বদন ভরিয়ে প্রেমেতে মাতিয়ে,
সুধা-মাখা নাম গাও না রে ||
.        যে নামেতে শিলে,
.        ভেসেছে সলিলে,
.  যে নামের বলে,
.  পাষাণ যায় গলে ;
.  সেই নাম ব্রহ্ম,
.  গাও কুতূহলে,
তোর মায়ার বন্ধন যাবে কেটে রে ||
.   যে নাম স্মরিলে,
.   আনন্দ উথলে,
.   প্রাণ যায় গলে,
.   যে নাম কলিকালে,
.   পারের ভেলা বলে,
.   সে নাম-রসে
.   মুকুন্দ ডোব রে ||

.            ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
চল্ রে পল্লী ব্রজে চলে যাই
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


চল্ রে পল্লী ব্রজে চলে যাই
.   সহরে কুব্জারাণী,
.     ইট পাথরে সহর বোঝাই |
কুটীলতা কপটতা
.     নাই সেখানে সরসতা,
ভাইকে সেথা পর করে দেয়
.     গৃহলক্ষ্মী যায় রে পালাই |
কারো নাই এক ছটাক জমি
.     এমন জাগার পায়ে নমি,
খেতে পায় না দুটি বেগুন
.     দুটি বেগুন-চারা লাগাই |
ফুরিয়ে গেলে বাজার খরচ
.     বাবুরা, হাওলাত কিম্বা করেন করজ,
আমরা সেদিন পল্লীবাসী,
.     শাক শব্জীতে দিনটা কাটাই |
বাবুরা সহরের মায়া ছেড়ে,
.     পল্লীতে না এলে ফিরে,
বাজবে না করমের বিষাণ,
.      ঘুচবে না এ দেশের বালাই |

.            ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
জাগ রে জাগ রে ডাক রে ডাক রে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


জাগ রে জাগ রে ডাক রে ডাক রে,
মাত রে মায়ের নাম-গানে,
প্রেমানন্দময়ী প্রেমানন্দ দানে,
তুষিবেন আপন সন্তানে |
ঘুচিবে আঁধার পড়িবি আলোকে,
নাচিবে ভারত নাচিবে পুলকে,
আবার ফুটিবে পারিজাত মল্লিকে,
ভারত-নন্দন-কাননে |
পঙ্গু লঙ্ঘে গিরি মায়ের কৃপায়,
অঘটন ঘটে যদি মা ঘটায়,
রতি মতি ভক্তি থাকিলে সে পায়,
.        ভয় কি তরঙ্গ-তুফানে ||

.            ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
( ডাকো ) দীনে দয়া কর দেখি গো
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


( ডাকো ) দীনে দয়া কর দেখি গো,
.        দীন-দয়াময়ী শ্যামা-মা |
সবাই বলে দীন তারিণী ,
.        দেখি সে নামের মহিমা ||  
জাগ কুলকুণ্ডলিনী,
.        অজ্ঞানে জ্ঞানদায়িনী ;
মোহ আঁধার যাক্ মা কেটে,
.        জুড়াই আঁখি রূপ দেখে মা ||
হৃদি-পদ্ম উঠলে ফুটে,
.        মায়ার বাঁধন যাবে টুটে ;
আনন্দে আনন্দময়ীর,
.        প্রেম-সাগরে ডুব দেবো মা ||
নাম-রসে যাই মা মজে,
.        নামের ভেরী উঠুক বেজে,
মুকুন্দের সাধ মিটে যাক্,
.        নেচে গেয়ে যাই চলে মা ||

.            ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
থাকুক আমার বিয়ে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


থাকুক আমার বিয়ে,
চাই না আমি এম. এ, বি. এ.
কিনতে হয় যা টাকা দিয়ে
ছাগল গরুর মতন
যাদের ছেলে হাটে গিয়ে
সোনার চেইন সোনার ঘড়ি
গর্ব যাদের গলায় পরি,
অমন পশু কিনো না গো,
.        টাকা-কড়ি দিয়ে |
কুলীন চেয়ে ভাল কুলী
মুচি ডোম কসাইগুলি
সারা জীবন ফিরে কেবল
.        ছুরি শানায়ে
যখন যারে কায়দায় পায়
যে ঠেকেছে মেয়ের দায়
ধর্ম ভুলে চর্ম খুলে
কর্ম সারে গিয়ে |
বেচবে কেন ভিটে মাটি
মজবে কেন আমার তরে
.        ভিটেয় পুকুর দিয়ে |
যে করবে তোমার দুর্গতি
ভজব কি সে পশুপতি
পূজবো না হয় পশুপতি
উমার মত গিয়ে |

.            ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
দুনিয়া আজব তেরা ঢং
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


দুনিয়া আজব তেরা ঢং,
আব্ ছে আব দেল্
বেকুব বন যায়,
দেখ্ কে তেরা রং |
লেড়কা বালা—
লালন পালন কর,
কেতনি দুধ পিলাওয়ে,
ওহি যব্ নরক পরসে,
ছি –ছি কর ঘিনাওয়ে |
মাটী দেকর বদন বানায়া,
হো যায়ে গা মাটী,
কেঁয়ছা বেকুব ঝুঁটালেতে---
ছোড়্ দেতে হ্যাঁয় খাঁটী |

.            ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
দীন তারিণী পতিত পাবনী
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


দীন তারিণী পতিত পাবনী
অধম-তারিণী তুই শ্যামা ;
জাগো মা কুলকুণ্ডলিনী
ডাকে ভকতি-ভজন-বিহীন জনা |
তুই না জাগালে কেউ জাগিবে না
কাল ঘুম মোদের কারোই ভাঙ্গিবে না ;
এ ঘোর রজনী আর পোহাবে না,
সবই হয়েছে শব মা ;
সে শবোপরি এসে দাঁড়া ত্রিনয়না,
ভ্রামরী ভবানী ভৈরবী ভীষণা,
আজ নাচ মা ;
ত্রিশকোটী শবোপরি নাচ আজ
তাথৈ তাথৈ থৈ ধিন্ ধিন্ ধিনা |
রাতুল চরণ পরশ পাইয়া
ত্রিশকোটী মরা উঠিবে বাঁচিয়া,
দেখলে মায়ের শ্রী উঠিবে শিহরি
.      কাঁদিয়া উঠিবে প্রাণ ;
তখন কোটী কন্ঠ মিলে একবার হুঙ্কারিলে
রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে
.      তবে সিদ্ধি হবে মা
.      ভারতের চির-আকাঙ্ক্ষিত স্বরাজ-সাধনা |

.               ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
ধেৎতেরি বড় দেক্ সেক্ লাগে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


ধেৎতেরি বড় দেক্ সেক্ লাগে
ছেলের কপালে মারো
.                           দু’শো ঝেঁটা |   
কবে আসবেন কল্কী
বিলম্বে আর ফল কি,
এলে পরে সব,
ঘুচে যেতো লেঠা ||
রসটা কি দারুণ,
বীর কি বিভৎস,
হাস্য কি করুণ ;
সব কাজে ছেলেরা—
জিজ্ঞাসে দরুন,
তর্কে পঞ্চানন,
ইয়ারকিতে জেঠা
পড়ে অল্প কিছু,
খায় বার্ডছাই,
মুখে বলে মাইরি,
যাদু মরে যাই ;
মায়ের উপর চটা
বউকে বলে ভাই ;
টেরী পাকানো মাথে,
চোখে চশমা আঁটা |
মা বেটী অভাগী,
গুদাম ভাড়া পাবে,
ওল্ ড ইডিয়েট বাপটা ;
বসে বসে খাবে,
গিন্নি কেবল
মাসোহারা নেবেন,
কোমল করে তার
সয় কি বাট্ না বাটা ?

.               ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর