চারণকবি মুকুন্দদাসের কবিতা ও গান
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
নে চষে নে চষে ভুঁই
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


নে চষে নে চষে ভুঁই |
এই লাঙ্গলে শাঁখা শাড়ী,
এই লাঙ্গলে গোলা বাড়ী,
সিকের উপর উঠবে হাড়ি
যদি লাঙ্গল যুই |
জানি নাকো বাবুয়ানা,
চিনি নাকো সোনা দানা,
নাইকো মোদের খাট বিছানা
মাটির উপর শুই ||
চাই নাকো ভাই মোণ্ডা মিঠাই,
চিড়া মুড়ির অভাব কি ভাই,
ঘরে আছে লক্ষ্মী গাই,
যোগায় দুধ দই ||
গোলা ভরে তুলবো ধান,
অতিথ সাধুর রাখবো মান,
দয়াল ঠাকুর ভগবান,
ভক্তি বলে জয়ী ||

.               ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
পিরিতি করিবি, পিরিতে মজিবি
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


পিরিতি করিবি,                      পিরিতে মজিবি,--
.            পিরিতি পরাণ পাখী,
সু’জন দেখিয়া,                      করিবি পিরিতি,
.            প্রহরী রাখিবি আঁখি |
সু’জনে সু’জনে,                হইলে পিরিতি,
.            থাকিবি পরম সুখে,
অরসিক সনে,                  করিলে পিরিতি,
.            জনম গোয়াবি দুঃখে |
পিরিতি সাধন,                       পিরিতি ভজন,
.            এ তিন ভুবন সার রে,
পিরিতের মত,                 না হলে পিরিতি ;
.             কিসে হবি ভব পার রে |
পিরিতে জীয়ন,                         বিচ্ছেদে মরণ,
.             পিরিতে করো না হেলা,
পিরিত রতন,                    কর রে যতন,
.             পিরিতি পারের ভেলা |
পিরিতের জন,                   জান রে সে জন,
.              সৃজন করে যে জনে |
শ্রীগুরু আদেশে,                 মুকুন্দ কহিছে,
.             পিরিতি মায়ের সনে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
পাঠিয়ে দে মা আনন্দময়ী
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


পাঠিয়ে দে মা আনন্দময়ী,
দেখা মা তোর সে সন্তানে |
যে জন ভোগের মাঝে ত্যাগের ছবি
দেখাতে পারে জীবনে ||
ঘুমিয়েছিনু এমন ঘুম মা,
সাড়া পায়নি কেউ ডেকে,
এলো একটা প্রভাতী হাওয়া,
কোন্ অজানা দেশের থেকে,
জেগেছি উঠে বসেছি
.      আঁখি খুলেছি মা ;
পেলে এখন পথের সন্ধান,
যে পথেতে মুক্তি মিলে,
যাত্রা করি জয় মা বলে,
মা তোর কোটী-কোটী ছেলে ;
কিন্তু বক্তা হলেই হন এখন
.        দেশের নেতা,
বলে বেড়ান ত্যাগের কথা,
মাথা নাই তার মাথা ব্যথা,
তাদের অনেকেরই কথায়,
কাজে মা এক দেখিনে ||
চাই মা এখন এমন গুরু,
জীবন যাহার কর্মময়,
আপন জন্মভূমির লাগি,
তিল তিল করে হচ্ছে ক্ষয় ;
ত্যাগই যাহার মূল মন্ত্র,
জীবনে আর মরণে,
শুনলে মা তাঁর অভয় বাণী,
সবার প্রাণই যাবে গলে ;
আমাদের মরা হাড়েই খেলবে ভেল্কী,
সূর্যের মতন উঠবো জ্বলে |
জ্বালিয়ে দিলে জ্ঞানের বাতি,
খুঁজবো করে পাতি পাতি,
এ জগতের হীরা মতি,
এনে দেবো মা তোর চরণে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
বিশ্বপতির বিশ্ববীণায় পঞ্চমে ধরেছে তান
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


বিশ্বপতির বিশ্ববীণায় পঞ্চমে ধরেছে তান |
তা নইলে কি এমনি করে পাগল হতো সবার প্রাণ ||
.        ধনী মানী মেথর কুলি
.        বৃদ্ধ যুবা বালকগুলি,
.        তাই তো সবে আপন-হারা ;
.        হিন্দু পার্শী মুসলমান ||
.        অজানা দেশের টানে
.        কারো মানা কেউ না মানে,
.        কালের স্রোতে ভাসিয়ে তরী
.        আজ সবাই তরী বায় উজান ||
.        এই তো রে ভাই কালের গতি,
.        আজ পতন কাল উন্নতি,
.        উঠলে পরেই নামতে হবে,
.        আমার প্রেমময়ের এই বিধান ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
বাবু ওম্ দা ওম্ দা চিজ
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


বাবু ওম্ দা ওম্ দা চিজ—
ছগাৎ নেহি, যেইছি তেইছি কো
.                হাম দেগি নেহি ||
.            মাতা পিতাকো
.            যো খানে না দেই,
.            আউরৎ ছোড়কো যো,
.            রেণ্ডি ভেজি ;
.            গঙ্গা কিড়ামে হাম্
.            সাচ্চি কহি হাম্ সাচ্চি কহি |
.            না মানে দেওতা ভি না মানে পীর,
.            পয়জারছে যিস্ কো  না---         
.            নোয়ে শির ;
.            হাম উস্ কো দেগি,
.            গঙ্গা কিড়ামে হাম সাচ্চি কহি---
.                            হাম সাচ্চি কহি |

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
বল কেমন করে কি সন্ধানে যাই সেখানে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


বল কেমন করে কি সন্ধানে যাই সেখানে
.                   মনের মানুষ যেখানে |      
আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি
.                   নাই সেখানে ||    
যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবেণী ;
কত সাধুর ভরা যাচ্ছে মারা
.                   পড়ে নদীর ঘোর তুফানে ||
রসিক যারা পার হয় তারা, ত্রিবেণীর সে ধারটি দিয়ে
ঐ যে উজান নদী যাচ্ছে বেয়ে
.                    যারা মায়ের সাধন জানে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
বিশ্ব-প্রসবিনী, ত্রিলোক-পালিনী
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


বিশ্ব-প্রসবিনী, ত্রিলোক-পালিনী,
প্রলয়কারিণী, ত্রিগুণময়ী শ্যামা |
অসুরনাশিনী,  নৃমুণ্ডমালিনী,
শ্মশানচারিণী, ভীষণা ভীমা শ্যামা ||
শত কোটী যোগিনী
.            নাচিছে সঙ্গে,
থিয়া থিয়া ধেই ধেই,
.            কত না রঙ্গে,
রুধির শতধারা বহিছে অঙ্গে,
মত্ত মধুপানে, মাতঙ্গিনী শ্যামা ||
হা-হা-হা-হা-হি-হি-হি-হি
.             অট্ট অট্ট হাসে,
শিষ্টপালিনী আজ দুষ্ট বিনাশে,
কম্পিত অরিকুল শঙ্কিত ত্রাসে,
আনন্দে শবোপরি, নৃত্য করিতেছে শ্যামা ||
অগণিত দেবগণ গাহিছে জয়-গীতি,
রবি শশী তারকা করিছে আরতি,
জাগিল না ভারত, গেল না ভীতি,
উঠালে না তাঁরে তুমি, দীনতারিণী শ্যামা ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভাই চল্ রে চল্ রে চল্
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


ভাই চল্ রে চল্ রে চল্
করমের নিশান উড়ায়ে চল্ ;
বাজা মা-নামের ভেরী,
ধরা হউক রে টল্ মল্ |
.                চল্ চল্ চল্ ||
বসে কি ভাবিস্ তোরা,
ডাকছে মা দিস্ নে সাড়া,
তোরা কি জ্যান্তে মরা হলি রে সকল ||
.                চল্ চল্ চল্ ||
দেবতা ঐ মাথার ‘পরে,
অভয় দিচ্ছেন অভয় করে ;
যায় যদি প্রাণ দেশের তরে,
পাবি মোক্ষ ফল ||
.                চল্ চল্ চল্ ||
মায়ের নামে ডঙ্কা দিয়ে,
দাঁড়া রে তোরা বুক ফুলিয়ে,
দেখে মুকুন্দ জয় মা বলে,
.                   বাজাক রে বগল |
.                   চল্ চল্ চল্  ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভারত-শ্মশান মাঝে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


ভারত-শ্মশান মাঝে
আমি রে বিধবা-বালা |
বিষের মূরতি করে,
বিধি আমায় পাঠাইলা ||
পিতা-মাতা নির্দয় হয়ে,
পরের হাতে সঁপে দিয়ে,
ছিঁড়ে নিয়ে কমল-কলি,
কন্টকে গাঁথিল মালা ||
জানি না সে কেমন পতি,
মনে নাই রে সে মূরতি,
তথাপি যুবতী হয়ে,
পেটে অন্ন নাই দু’বেলা ||      
বিবাহ কি তাও জানি নে,
কেবল মাত্র পড়ে মনে,
অনিচ্ছাতে শৈশবেতে,
খেলেছি এক দুঃখের খেলা ||
না বুঝিলাম ভালবাসা ;
নাহি সুখ, নাহি আশা,
কারে কবো এ দুদর্শা,
কে বুঝিবে মর্ম-জ্বালা ||

.                ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভালবাসতে যদি হয়
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


ভালবাসতে যদি হয়,
তাঁরে শুধু ভালবাস,
যে-জন প্রেমময় |
বাইরে শুধু চক্ষু বুজে,
মনের মানুষ মরো খুঁজে,
প্রাণের প্রাণ যে-জন সে যে,
প্রাণের মাঝেই রয় |
সবার চেয়ে মিষ্টি সে জন,
সবার চেয়ে ভালো,
সবার চেয়ে মধুর বড়,
তাঁরি রূপের আলো ;
সকল রসের রসিক তিনি,
.   এমনি রসময়,
তাঁর সনে তোর কি না চলে,
কোন্ টা বা না হয় ;
( তাঁরে ) পেয়েছে যে দেয় না সাড়া
.          পেয়েছে তাঁরে আপন-হারা—
( যেমন ) উপরে জল রয়েছে থির—
.          মাঝে তুফান বয় |

.                ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর