চারণকবি মুকুন্দদাসের কবিতা ও গান
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
শ্যামা মা তোর পাগলা ছেলে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


শ্যামা মা তোর পাগলা ছেলে,
.        আমার দয়া কর মা শ্যামা ||
সাধ করে মা এলাম হাটে
.        মনের মত দেখবো খেটে,
পারি কিনা হৃদয়পটে
.        আঁকতে শ্যামারূপে মা ||
পড়িলে সংকটে---
.        ছেলে কাঁদে মার নিকটে,
তাই এ মুকুন্দ রটে
.        আমায় এবার তরাও মা ||

.                 ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
তোরা পাশ করে হো’স মরা
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.      তোরা পাশ করে হো’স মরা |
থাকে না শৌর্য-বীর্য, শুধু মুখের বোলেই
.                        জিনিস ধরা ||
পড়ে ভাই এ. বি. সি. ডি., সাহেব হবার সাধটি যদি
.        তবে কেন ড্যাম ব্লাডি শুনেও তাদের ছাড়া,
.        তারা কি ছাড়ে রে তোরে বল্লে এমন ধারা,
.                তাতেই বলি শিখলি ভাল
.                কেবল তা’দের পোষাক পরা |

.                 ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
হরি বল রে মন আমার
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.         হরি বল রে মন আমার
হলে হবে লাঠির ঘায়ে ভারত উদ্ধার |
.        পাঠাইলে ফল হবে না
.               দরখাস্ত আঁটি আঁটি
.        ধর লাঠি, দে মাটি
.               কিসের কান্নাকাটি ||

.                 ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
আয় রে সকলে ভাই ভাই মিলে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


আয় রে সকলে ভাই ভাই মিলে
.                মায়ের নামে আজ মেতে যাই,
ঘরের ছেলে ঘরে আয় রে তোরা ফিরে
.                সবে মিলে মায়ের জয় গাই ||
আত্মপর ভাব ভুলে যাবে সবে
.                কাঁপা রে জগৎ সচ্চিদানন্দ রবে,
ছাড় রে হুঙ্কার খেলুক রে বিজলী
.                চলে যাক আঁধার আলোক পাই ||
যাঁদের ডাকে একদিন জগৎ দিল সাড়া,
.                মোদের পূর্বপুরুষই তো তাঁরা,
উঠে পড়ে লাগ নূতন দিতে হবে,
.                এ জগতে এখন নূতনই চাই ||
ভয় আছে কি রে যদিও ছোট হই,
.                মায়ের নামের ডঙ্কায় হয়ে যাব জয়ী,
সমগ্র জগৎ হবে গলাগলি----
.                কহিছে মুকুন্দ দেখিবে তাই ||

.                 ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
নগর চেয়ে কানন ভাল
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


নগর চেয়ে কানন ভাল
.            নাইকো সেথা কোলাহল |
ভক্তি ভরে মধুর স্বরে---
.             মনে রে একবার হরি বল |
প্রতিধ্বনি গম্ভীর স্বরে
.              বলবে হরি দূরে ঘুরে
বনের পাখী বলবে হরি
.               দুলবে প্রেমে কুসুম দল ||

.                 ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমার বাঁধন ছাড়া প্রাণ
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.            আমার বাঁধন ছাড়া প্রাণ |
হাসি যখন হাসান তিনি,
.            কাঁদি তিনি যখন কাঁদান ||
যখন তাঁর শুনি বাঁশী
.             পাগল হয়ে ছুটে আসি |
দর্শনে তাঁর হই উদাসী
.              ধরতে গেলে দৌড়ে পালান ||
চাঁদিনী হয় স্থির গগনে
.               কতই সুধা ছড়ান বনে
আমি তখন আপন মনে
.               সাজাই বাসরখান ||
যদি থাকে কর্মে লেখা
.               একদিন তাঁর পাবোই দেখা
বক্ষে ধরে প্রিয়তমে
.               অধর সুধা করবো লো পান ||

.                 ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
সাধে কি বলি গো পাষাণী ( শ্যামা তোরে )
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.            সাধে কি বলি গো পাষাণী ( শ্যামা তোরে )
ছেলে কাঁদে ‘মা’ ‘মা’ বলে, দেখিস না আঁখি মেলে
.             তোর স্নেহের বালাই লয়ে মরে যায় জননী ||
ক্ষুধা দাবানলে জ্বলে, কত ভাই মরে গেল,
.              তাদের হাহাকার যখন আকাশেই মিশে গেল,
তবে কি গুণে তোরে বলি গো দয়াময়ী
.              পতিত পাবনী শ্যামা অধমতারিণী ||
দেখে তোর ব্যবহার বুক ভেঙ্গে গেছে গো মা
.              অবিচার অত্যাচার আর প্রাণে সহে না মা,
যেন হেন মনে লয় অকালে করিবি লয়
.               ভারতবাসী সমুদায় নরমুণ্ডমালিনী ||
মুকুন্দ কি বলিবে আর বলবার নাই কিছু মা গো,
.               সুখে থাক সুখময়ী যা ইচ্ছা কর মা গো,
মনে রেখো ইচ্ছাময়ী জানি না চরণ-বই
.               পারের ভেলা করেছি তোর ও চরণ দু’খানি ||

.                           ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
সোনার ঘরে জ্বালিয়ে আগুন
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


সোনার ঘরে জ্বালিয়ে আগুন
.                ভাবছিস বেটী থাকবি সুখে |
মরণকে আজ করলি বরণ
.                জীবন ভরে কাঁদবি দুখে ||
ভাঙ্গা সহজ গড়া কঠিন
.                গড়লেই মোদের আসবে সুদিন,
নিভিয়ে দে লো ঘরের আগুন
.                জ্বালিস নে আর ফুঁকে ফুঁকে ||
যাদের লাগি তুই পাগল পারা
.                সেই ছেলেটা তোর লক্ষ্মীছাড়া,
মেয়েটা ঘোর বিলাসিনী
.                একদিন কালি দিবেই মুখে ||

.                       ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
হা হা হা, হি হি হি, দুনিয়াটাই গোল
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


হা হা হা, হি হি হি, দুনিয়াটাই গোল,
.        এই দুনিয়াটাই গোল ||
যার আছে তার গোল,  ধার নাই তার গোল
.        টাকাটাই গোল ||
ঠাকুরের বিশ্ব যাঁতায় কেউ থাকে না
.        সব পিষে যায়,
আছে যার কপাল ভাল
.        সে লেগে যায় মুষলের গায়,
বাঁচবে কেবল সে, আর সকলের ভাঙ্গবে মাথার খোল্  ||
.        সবই তাঁর বদ্ধকারার চিড়িয়াখানার পাখী,
কে জানে লো কখন কারে নিবেন তিনি ডাকি |
কারো বাজবে বিয়ের ঢোল,
.        যমপুরীতে  ( কারো ) বাজবে বিয়ের ঢোল ||

.                       ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
বন্দে জননী তব রাতুল চরণ
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


বন্দে জননী তব রাতুল চরণ
.        ত্রিশ কোটী দীন সন্তানগণে |
ভীত চকিত আজি দ্বন্দ্ব সংগ্রামে
বর্ষি করুণা কণা, কল্যাণময়ী তুমি
.        কল্যাণ কর আজি কৃপা বিতরণে ||
দেখাই জগতে মোরা কার বলে বলীয়ান
কার ইঙ্গিতে চলে কোটী কোটী সন্তান
কার নাম গানে, কার রূপ ধ্যানে
নৃত্য করে ত্রিশ কোটী নরনারী |
মাভৈঃ শুনিলে যবে অভয় হইয়ে সবে
.একই পতাকাতলে আবার মিলিত হবে,
ভুলে যাবে দলাদলি, হইবে গলাগলি
.        শান্তি হবে পুনঃ প্রীতি চন্দনে ||
তবেই হবে মোদের দুঃখ নিশার অবসান
.        সন্তান পাইবে পুনঃ মায়েরি সন্ধান |
মা, মা বলিয়া উঠিবে গর্জিয়া
.        গাহিবে কোটী কন্ঠে জয় মা তোমারি |
এ মহাযাত্রাকালে জয়টীকা দে গো ভালে
.        ব্যোম, ব্যোম হর বলি নাচি আজ রুদ্র তালে,
তবে বিশ্ববিজয়ী সেনা, বিশ্বজয় না করি ফিরিবে না,
.        মা তোর এ ভারত-নন্দনে ||

.                       ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর