শ্যামা মা তোর পাগলা ছেলে চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
শ্যামা মা তোর পাগলা ছেলে, . আমার দয়া কর মা শ্যামা || সাধ করে মা এলাম হাটে . মনের মত দেখবো খেটে, পারি কিনা হৃদয়পটে . আঁকতে শ্যামারূপে মা || পড়িলে সংকটে--- . ছেলে কাঁদে মার নিকটে, তাই এ মুকুন্দ রটে . আমায় এবার তরাও মা ||
তোরা পাশ করে হো’স মরা চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
. তোরা পাশ করে হো’স মরা | থাকে না শৌর্য-বীর্য, শুধু মুখের বোলেই . জিনিস ধরা || পড়ে ভাই এ. বি. সি. ডি., সাহেব হবার সাধটি যদি . তবে কেন ড্যাম ব্লাডি শুনেও তাদের ছাড়া, . তারা কি ছাড়ে রে তোরে বল্লে এমন ধারা, . তাতেই বলি শিখলি ভাল . কেবল তা’দের পোষাক পরা |
আমার বাঁধন ছাড়া প্রাণ চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
. আমার বাঁধন ছাড়া প্রাণ | হাসি যখন হাসান তিনি, . কাঁদি তিনি যখন কাঁদান || যখন তাঁর শুনি বাঁশী . পাগল হয়ে ছুটে আসি | দর্শনে তাঁর হই উদাসী . ধরতে গেলে দৌড়ে পালান || চাঁদিনী হয় স্থির গগনে . কতই সুধা ছড়ান বনে আমি তখন আপন মনে . সাজাই বাসরখান || যদি থাকে কর্মে লেখা . একদিন তাঁর পাবোই দেখা বক্ষে ধরে প্রিয়তমে . অধর সুধা করবো লো পান ||
হা হা হা, হি হি হি, দুনিয়াটাই গোল চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
হা হা হা, হি হি হি, দুনিয়াটাই গোল, . এই দুনিয়াটাই গোল || যার আছে তার গোল, ধার নাই তার গোল . টাকাটাই গোল || ঠাকুরের বিশ্ব যাঁতায় কেউ থাকে না . সব পিষে যায়, আছে যার কপাল ভাল . সে লেগে যায় মুষলের গায়, বাঁচবে কেবল সে, আর সকলের ভাঙ্গবে মাথার খোল্ || . সবই তাঁর বদ্ধকারার চিড়িয়াখানার পাখী, কে জানে লো কখন কারে নিবেন তিনি ডাকি | কারো বাজবে বিয়ের ঢোল, . যমপুরীতে ( কারো ) বাজবে বিয়ের ঢোল ||