জাগতে হবে উঠতে হবে লাগতে হবে কাজে চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
জাগতে হবে উঠতে হবে লাগতে হবে কাজে | জগৎ মাঝে কেউ বসে নেই, মোদের কি ঘুম সাজে || যেতে হবে সাগরের পার, ছাড়তে হবে জাতের বিচার, শুনতে হবে জগৎ বীণা, কোন্ সুরেতে বাজে || পরের খেয়ে পরের লয়ে, চলবে না দিন গেছে বয়ে,-- ( মোরা ) পা থাকিতে নিছি লাঠি, হাসে লোক সমাজে || যাদের মা উপবাসী, তাদের মুখে রঙ্গ হাসি ! দেখে মুকুন্দ মরে যায় আজ ঘৃণা অভিমান লাজে ||
তুই না জাগিলে শ্যামা, কেউ জাগিবে না গো মা চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
তুই না জাগিলে শ্যামা, কেউ জাগিবে না গো মা, তুই না নাচালে কারো, নাচিবে না ধমনী || ডেকে ডেকে হনু সারা কেউ সাড়া দিলে না মা, খুঁজে দেখলাম কত প্রাণ, কারো প্রাণ কাঁদে না মা | তুই না জাগালে প্রাণ, কাঁদিবে কি কারো প্রাণ— না জাগিলে সবার প্রাণ, পোহাবে কি রজনী || নাম ধর দয়াময়ী, দয়া কি মা আছে তের, দয়া থাকলে মরে কি আজ কোটী কোটী ছেলে তোর | মরি তাতে ক্ষতি নাই, বাসনা মা দেখে যাই, ভারতের ভাগ্যাকাশে উঠিছে দিনমণি || নিবেদিলাম তব পায়, ঠেল না পায় তারিণী ; ছেলের কথা চিরকাল রাখে জানি জননী | মুকুন্দের কথা রাখ, করুণা নয়নে দেখ, অকূলে পড়েছি মোরা, তার দীন তারিণী ||
বন্দে মাতরম্ বলে নাচ রে সকলে চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া। ( ১৯০৫-০৬ সাল। বঙ্গভঙ্গ নিয়ে তখন স্বদেশী আন্দোলনের বান ডেকেছে। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শক্তিকে এক করার জন্য বুকের সমস্ত সাহস নিয়ে গর্জে উঠলেন মুকুন্দদাস – “বন্দেমাতরম্ বলে নাচ রে সকলে কৃপাণ লইয়া হাতে”, ইত্যাদি। মুকুন্দের সেই মূর্তি দেখলেন মহাত্মা অশ্বিনীকুমার দত্ত। তিনি মুকুন্দকে বললেন--- “স্বদেশী যাত্রার দল তোমাকে করতেই হবে।” অল্প দিনের মধ্যেই বন্ধু-বান্ধবদের নিয়ে “স্বদেশী যাত্রার” দল গঠন করলেন এবং মহাত্মার নির্দেশিত পথেই জাতীয় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। )
বন্দে মাতরম্ বলে নাচ রে সকলে, . কৃপাণ লইয়া হাতে | দেখুক বিদেশী হাসুক অট্টহাসি, . কাঁপুক মেদিনী ভীম পদাঘাতে || বাজাও দামামা কাড়া ঘন্টা ঢোল, . শঙ্খ করতাল জয়ডঙ্কা খোল ; নাচুক ধমনি শুনিয়ে সে রোল, . হউক নূতন খেলা শুরু এ ভারতে || এখনো কি তোদের আছে ঘুমঘোর, . গেছে কুল মান, মোছ্ আঁখি লোর | হও আগুয়ান ভয় কি রে তোর – . বিজয় পতাকা তুলে নিয়ে হাতে || কবে যে ভারতে আসিবে সেদিন, . ভেবে তা মুকুন্দ দিন দিন ক্ষীণ | আজ কাল বলে কেটে গেল দিন, . দিন পেলে লীন হতেম চরণেতে ||