চারণকবি মুকুন্দদাসের কবিতা ও গান
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
আপন চেনা কঠিন ভেবে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.      আপন চেনা কঠিন ভেবে |
আপন চিনবে যেদিন বিশ্ব সেদিন
.                           আপন হয়ে যাবে ||
চিনলে আপন জনা, লোহা যেত হয়ে সোনা,
পেতে তাঁর স্নেহের কণা ভেসে যেতে কবে—
তিল তিল করি বিলিয়ে দিতে লুটে নিত সবে |
ঐ স্বরগে আজ বাজতো ভেরী---
.                          দেবতা সব আসতো নেবে ||
পাগলের কথা ধর, এখনো সরে পড়,
দিন রবে না ঠিক জেনো ভাই এদিন চলে যাবে,
কালের স্রোতে সবাইকে ভাই ভেসে যেতে হবে |
এ মুকুন্দের ঝাঁকে ঢেলা—
.                        বুঝবে সেদিন আসবে যাবে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমি দশ হাজার প্রাণ যদি পেতাম
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


আমি দশ হাজার প্রাণ যদি পেতাম |
তবে ফিরিঙ্গী বণিকের গৌরব-রবি
.             অতল জলে ডুবিয়ে দিতাম ||
শোন সব ভাই স্বদেশী,
.              হিন্দু মোছলেম্ ভারতবাসী |
পারি কিনা ধরতে অসি,
.              জগতকে তা দেখাইতাম ||
কথা শুনে প্রাণ যদি মজে,
.               সেজে আয় বীর সাজে |
দাস মুকুন্দ আছে সেজে,
.              দাঁড়ি পেলে তরী ভাসাইতাম ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
ফুলার আর কি দেখাও ভয়
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
(
পূর্ববঙ্গ-আসামের ছোটলাট স্যার ব্যামফিল্ড ফুলার | স্বদেশী আন্দোলনের সময় তিনি
বিদেশী কাপড় চালাবার চেষ্টা করেন |  তিনি বস্ত্রব্যবসায়ীদের ভয় দেখিয়ে এবং
প্রশাসনিক নাগপাশে তাদের বাঁধার চেষ্টা করেন | কিন্তু তার চেষ্টা ও অভিযান ব্যর্থ হয় |
মুকুন্দদাস এই দাম্ভিক ও স্বেচ্ছাচারী ছোটলাটকে উদ্দেশ্য করে বজ্রকন্ঠে সেদিন এই গান
গেয়েছিলেন, ১৯০৫ |
)

ফুলার আর কি দেখাও ভয় ?
দেহ তোমার অধীনে বটে !
.              মন তো তোমার নয় |
হাত বাঁধিবে পা বাঁধিবে,
.              ধরে না হয় জেলেই দিবে—
মন কি ফিরাতে পারবে,
.               সে তো পূর্ণ স্বাধীন রয় ||
বন্দে মাতরম্ মন্ত্র কানে,
.               বর্ম এঁটে দেহে মনে |
রোধিতে কি পারবে রণে---
.               তুমি কত শক্তিময় ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
জাগ মা কুলকুণ্ডলিনী
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.          জাগ মা কুলকুণ্ডলিনী,
ডাকে আজ ভকতি ভজনবিহীন জনা |
.         অধম তারিণী তুই শ্যামা মা ||
তুই না জাগালে কেউ জাগিবে না,
.         কাল ঘুম মোদের কারো ভাঙ্গিবে না,
এ ঘোর রজনী আর পোহাবে না,
.         সবই হয়েছে শব মা |
সে শব ‘পরি এসে দাঁড়া ত্রিনয়না ---
.          ভ্রামরী ভবানী ভৈরবী ভীষণা |
নাচ্ মা চল্লিশ কোটী শব ‘পরি নাচ্,
.          তাথৈ-তাথৈ-থৈ ধিন-ধিন-ধিনা ||
রাতুল চরণ পরশ পাইয়া,
.          চল্লিশ কোটী মরা উঠিবে বাঁচিয়া |
দেখিলে মায়ের শ্রী উঠিবে শিহরি,
.          কাঁদিয়া উঠিবে প্রাণ |
তখন কোটী কন্ঠ মিলে একবার হুঙ্কারিলে,
.          রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে,
সিদ্ধি হবে মা ভারতের চির আকাঙ্ক্ষিত,
.                            স্বরাজ সাধনা ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
( ভাই রে ) মাটিই খাঁটি ভবে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


( ভাই রে ) মাটিই খাঁটি ভবে |
মাটির দেহ পরিপাটি, মাটিতে লয় হবে ||
দু’দিনের জন্য আসা, দু’দিনের ভালবাসা,
দু’দিনেই ভাঙ্গে বাসা স্থায়ী হয় কে কবে |
কাল সাগরে উঠছে তুফান আর কতদিন রবে—
ভুলে যা রে দলাদলি গলাগলি হয়ে সবে ||
সকলে এক মায়ের ছেলে আছি এক মায়ের কোলে
ভাব একটু গোলক ধাঁধায় ধাঁধা ঘুচে যাবে |
ধনী দীন রাজা প্রজা মাটির কোলেই শোবে,
নেংটা আসা নেংটা যাওয়া, ভবের খেলা সাঙ্গ যবে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
মায়ের ডাকে সব জেগেছে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.           মায়ের ডাকে সব জেগেছে,
.           যে যার কাজে লেগে গেছে,
তোমরাই মায়ের জাতি বসে থাকবে কী নীরবে ?
.           শক্তি স্বরূপিণী যীঁরা
.           এ দুর্দিনে কেন তাঁরা
.           ভোগে বিলাসে মজে মৃতপ্রায় পড়ে রবে ||
.
        জাগাও সকলে আজি নিদ্রিতা শকতি,
.          তোমাদেরি হাতে মাগো, ভারতের মুকতি,
শিখাও সন্তানগণে মাতৃ-ভকতি,
.         করম-মন্ত্রে দীক্ষিত করে সবে ||
.         বীর সাজে সাজিয়ে দে সন্তানগণে,
.         অবহেলে যেন তারা জয়ী হয় রণে,
.         অর্ঘ্য দিতে মাতৃ-চরণে
.         সমবেত হোক সবে বম্ বম্ হর রবে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
তোরা সবে কোদাল ধর
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


.              তোরা সবে কোদাল ধর |
দেশ থেকে তাড়াতে হবে ম্যালেরিয়া জ্বর ||
মাথা গুঁজে ভাবলে বসে হবে না দেশের কল্যাণ,
.              কোমর বেঁধে হতে হবে সবায় আগুয়ান,
ভয় কি রে ভাই একজন আছেন মাথার উপর ||
ঝড়ের মতন আয় রে মেতে সাগর করে প্রাণ,
.               দ্বেষ-হিংসা দল রে পায়ে মান অপমান,
দেখবি যদি মায়ের হাসি প্রেমের সরোবর ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
পুঁটলি বেঁধে ঘরের কোণে, আর কি বসে থাকা যায়
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


পুঁটলি বেঁধে ঘরের কোণে, আর কি বসে থাকা যায়,
দেবতা আজ ঘরের দ্বারে, অর্ঘ্য দিতে হবে পায় ||
হিসাব রেখে সিকেয় তুলি, লুটিয়ে নে মা’র চরণ ধূলি,
সাধনার ধন চরকাগুলি, মাথায় তুলে দেখ তায় ||
চালা রে  তাঁত সাজ রে তাঁতি, দেখে নিক বিদেশী তাঁতি,
বুঝিয়ে তাদের দিতে হবে আমরা সবাই দুনিয়ায় ||
রাখিস্ রে রাখিস্ মনে, হিন্দু-মুসলমান ভাই দুজনে,
এক হয়ে আজ নামতে হবে, লাগতে হবে মা’র সেবায় ||
দেশের ধান যায় বিদেশে, রাখতে হবে তারে দেশে,
করতে হবে ধর্ম গোলা প্রতি পল্লী প্রতি গাঁয়ে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
কেতাবধারী হোম্ রা চোম্ রাই
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


কেতাবধারী হোম্ রা চোম্ রাই
.           নেতা বলে মানতে হবে |
মনুষ্যত্ব থাক বা না থাক্
.           তার হুকুমেই চলতে হবে ||
সত্যকে পায় দলবি তোর
.           আসন চাইবি বিশ্বজোড়া,
হবে না তা নবীন যুগে
.           হোস্ না তোরা যতই প্রবীণ ||
পল্লীমায়ের শ্মশান বুকে
.           নেতারা সব বসছে ধ্যানে,
কুল-কুণ্ডলিণী জাগবে যেদিন
.           তোদেরই অজপার টানে ||
ভারতে ভাগ্য-রবি ধরবে সেদিন
.           নূতন ছবি,
জগতের অমানিশায় পূর্ণচন্দ্র
.           উঠবে সেদিন ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর
*
দেশের লক্ষ্মী গেছে ছেড়ে
চারণকবি মুকুন্দদাস
ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।


দেশের লক্ষ্মী গেছে ছেড়ে |
.             মেয়েমানুষটি পূজার দেবী,
স্বামী থাকেন করযোড়ে,
.             দেশের লক্ষ্ণী গেছে ছেড়ে ||
দুশ্চরিত্রা নারী যারা,
.             পাড়ায় পাড়ায় ঘোরে তারা,
কেবল তাদের ঝগড়া করা, কাহারে না ডরে,
.              দেশের লক্ষ্মী গেছে ছেড়ে ||
স্বামীটা যার আছে নরম,
.              তার মোটে নাই লজ্জা সরম,
কেবল তার চক্ষু গরম, স্বামী থাকেন ডরে,
.              দেশের লক্ষ্মী গেছে ছেড়ে ||
রাগের জ্বালায় ঘরে ঢোকে,
.              থালা বাসন ধরে আছাড় মারে,
তাই মুকুন্দদাস ভেবে বলে, এসব আছে ঘরে ঘরে,
.              দেশের লক্ষ্মী গেছে ছেড়ে ||

.                    ****************                     
.                                                                                 
সূচিতে . . .    


মিলনসাগর