ফুলার আর কি দেখাও ভয় চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া। ( পূর্ববঙ্গ-আসামের ছোটলাট স্যার ব্যামফিল্ড ফুলার | স্বদেশী আন্দোলনের সময় তিনি বিদেশী কাপড় চালাবার চেষ্টা করেন | তিনি বস্ত্রব্যবসায়ীদের ভয় দেখিয়ে এবং প্রশাসনিক নাগপাশে তাদের বাঁধার চেষ্টা করেন | কিন্তু তার চেষ্টা ও অভিযান ব্যর্থ হয় | মুকুন্দদাস এই দাম্ভিক ও স্বেচ্ছাচারী ছোটলাটকে উদ্দেশ্য করে বজ্রকন্ঠে সেদিন এই গান গেয়েছিলেন, ১৯০৫ | )
ফুলার আর কি দেখাও ভয় ? দেহ তোমার অধীনে বটে ! . মন তো তোমার নয় | হাত বাঁধিবে পা বাঁধিবে, . ধরে না হয় জেলেই দিবে— মন কি ফিরাতে পারবে, . সে তো পূর্ণ স্বাধীন রয় || বন্দে মাতরম্ মন্ত্র কানে, . বর্ম এঁটে দেহে মনে | রোধিতে কি পারবে রণে--- . তুমি কত শক্তিময় ||
. তোরা সবে কোদাল ধর | দেশ থেকে তাড়াতে হবে ম্যালেরিয়া জ্বর || মাথা গুঁজে ভাবলে বসে হবে না দেশের কল্যাণ, . কোমর বেঁধে হতে হবে সবায় আগুয়ান, ভয় কি রে ভাই একজন আছেন মাথার উপর || ঝড়ের মতন আয় রে মেতে সাগর করে প্রাণ, . দ্বেষ-হিংসা দল রে পায়ে মান অপমান, দেখবি যদি মায়ের হাসি প্রেমের সরোবর ||
পুঁটলি বেঁধে ঘরের কোণে, আর কি বসে থাকা যায় চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
পুঁটলি বেঁধে ঘরের কোণে, আর কি বসে থাকা যায়, দেবতা আজ ঘরের দ্বারে, অর্ঘ্য দিতে হবে পায় || হিসাব রেখে সিকেয় তুলি, লুটিয়ে নে মা’র চরণ ধূলি, সাধনার ধন চরকাগুলি, মাথায় তুলে দেখ তায় || চালা রে তাঁত সাজ রে তাঁতি, দেখে নিক বিদেশী তাঁতি, বুঝিয়ে তাদের দিতে হবে আমরা সবাই দুনিয়ায় || রাখিস্ রে রাখিস্ মনে, হিন্দু-মুসলমান ভাই দুজনে, এক হয়ে আজ নামতে হবে, লাগতে হবে মা’র সেবায় || দেশের ধান যায় বিদেশে, রাখতে হবে তারে দেশে, করতে হবে ধর্ম গোলা প্রতি পল্লী প্রতি গাঁয়ে ||
দেশের লক্ষ্মী গেছে ছেড়ে চারণকবি মুকুন্দদাস ডঃ জয়গুরু গোস্বামী সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস”, ১৯৭২ থেকে নেওয়া।
দেশের লক্ষ্মী গেছে ছেড়ে | . মেয়েমানুষটি পূজার দেবী, স্বামী থাকেন করযোড়ে, . দেশের লক্ষ্ণী গেছে ছেড়ে || দুশ্চরিত্রা নারী যারা, . পাড়ায় পাড়ায় ঘোরে তারা, কেবল তাদের ঝগড়া করা, কাহারে না ডরে, . দেশের লক্ষ্মী গেছে ছেড়ে || স্বামীটা যার আছে নরম, . তার মোটে নাই লজ্জা সরম, কেবল তার চক্ষু গরম, স্বামী থাকেন ডরে, . দেশের লক্ষ্মী গেছে ছেড়ে || রাগের জ্বালায় ঘরে ঢোকে, . থালা বাসন ধরে আছাড় মারে, তাই মুকুন্দদাস ভেবে বলে, এসব আছে ঘরে ঘরে, . দেশের লক্ষ্মী গেছে ছেড়ে ||